Nagorik Hospital Chattogram

Nagorik Hospital Chattogram Nagorik Hospital Chattogram aims to provide international standard hospital and diagnostic services.

নাগরিক হাসপাতালের বর্ষপূর্তি উদযাপনকে আরও সম্মানজনক ও স্মরণীয় করে তুলতে  Cake delight by 'Tanjin'  যে প্রিমিয়াম-মানের কে...
21/11/2025

নাগরিক হাসপাতালের বর্ষপূর্তি উদযাপনকে আরও সম্মানজনক ও স্মরণীয় করে তুলতে Cake delight by 'Tanjin' যে প্রিমিয়াম-মানের কেক প্রস্তুত করেছে, তা আমাদের কাছে সত্যিই প্রশংসার দাবি রাখে। কেকের ডিজাইন, রঙের সামঞ্জস্য, নান্দনিক উপস্থাপন ও অসাধারণ স্বাদ—সবকিছুই তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানের প্রতি অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

সময়মতো ডেলিভারি এবং সর্বোচ্চ মান নিশ্চিত করার যে দায়িত্বশীলতা তারা দেখিয়েছে, তা আমাদের অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেছে।

নাগরিক হাসপাতালের পক্ষ থেকে Cake delight by 'Tanjin' -এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতের আনুষ্ঠানিক আয়োজনেও তাদের এই মানসম্মত সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।

নাগরিক হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট – আপনার সুরক্ষায় সর্বদা প্রস্তুতজরুরি মুহূর্তে দ্রুত, অভিজ্ঞ ও নির্ভুল চিকিৎস...
21/11/2025

নাগরিক হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট – আপনার সুরক্ষায় সর্বদা প্রস্তুত

জরুরি মুহূর্তে দ্রুত, অভিজ্ঞ ও নির্ভুল চিকিৎসা সেবাই হতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নাগরিক হাসপাতালের অত্যাধুনিক Emergency Department ২৪/৭ সময় আপনাদের পাশে থেকে সেই আস্থাই নিশ্চিত করে আসছে।

আমাদের ইমার্জেন্সি টিমে রয়েছে:
✔ বিশেষজ্ঞ ডাক্তারদের তৎপর উপস্থিতি
✔ দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সিং টিম
✔ অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম
✔ দ্রুত ট্রায়াজ ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা

হোক তা দুর্ঘটনা, স্ট্রোক, হার্ট অ্যাটাক, শিশুদের জরুরি সমস্যা অথবা অন্য যেকোনো হঠাৎ জটিলতা—আমাদের টিম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত চিকিৎসা প্রদান করে থাকে।

নাগরিক হাসপাতাল – প্রতিটি জরুরি মুহূর্তে আপনার নির্ভরতা, আপনার নিরাপত্তা।
যোগাযোগঃ 01789540285 অথবা 02333375070

নাগরিক হাসপাতালের পক্ষ থেকে Best Ten Employees Award 2025 প্রদান অনুষ্ঠানে সবার অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল অনন্য ও স্মরণ...
20/11/2025

নাগরিক হাসপাতালের পক্ষ থেকে Best Ten Employees Award 2025 প্রদান অনুষ্ঠানে সবার অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল অনন্য ও স্মরণীয়।
আজকের এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়—এটি প্রতিটি কর্মীর নিষ্ঠা, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও অবিচল পরিশ্রমের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।
Best Ten Employees নির্বাচিত সহকর্মীদের আন্তরিক অভিনন্দন। আপনাদের কঠোর পরিশ্রম, সেবা মনোভাব এবং রোগীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নাগরিক হাসপাতালের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলেছে।

আমাদের প্রত্যাশা—এই সম্মাননা আপনাদের আরও অনুপ্রাণিত করবে এবং অন্যদের জন্যও উদাহরণ হয়ে থাকবে।
সেবা, সততা ও পেশাদারিত্ব—এই তিন শক্তিকে ধারণ করে নাগরিক হাসপাতাল এগিয়ে যাবে আরও দূর।

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এর পক্ষ থেকে আমরা বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করি তাঁদের,যারা নিষ্ঠা, আন্তরিকতা এবং অক্লান্ত...
20/11/2025

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এর পক্ষ থেকে আমরা বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করি তাঁদের,
যারা নিষ্ঠা, আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সেবাকে আরও সমৃদ্ধ করেছেন।

এই ক্রেস্ট শুধু একটি স্মারক নয়— এটি সম্মান, কৃতজ্ঞতা ও উৎকর্ষতার প্রতীক,
যা আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি মূল্যবান মানুষের অবদানের প্রতি গভীর স্বীকৃতি বহন করে।
আপনাদের অবদান নাগরিক হাসপাতালের অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এর বর্ষপূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমাদের সম্মানিত এমডি, প্রধান অতিথি, ম্যানেজমেন্ট টিম, কনসাল...
18/11/2025

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এর বর্ষপূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমাদের সম্মানিত এমডি, প্রধান অতিথি, ম্যানেজমেন্ট টিম, কনসালটেন্টবৃন্দ ও উপস্থিত অতিথিদের বিশেষ বক্তব্য আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরও অনুপ্রাণিত করবে।

উন্নত সেবা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও রোগীর প্রতি অঙ্গীকার— সবকিছু মিলিয়ে নাগরিক হাসপাতাল আজকে যে অবস্থানে এসেছে, তার পেছনে রয়েছে আপনাদের মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতা।

এই বর্ষপূর্তি হোক নতুন স্বপ্ন, নতুন প্রতিশ্রুতি ও আরও মানবিক সেবার সূচনা।

নাগরিক পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অসীম কৃতজ্ঞতা।
— নাগরিক হাসপাতাল চট্টগ্রাম

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের আমরা ফুল দিয়ে বরণ করেছি। আপনাদের উপস্থিতি আমাদের উৎস...
18/11/2025

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের আমরা ফুল দিয়ে বরণ করেছি। আপনাদের উপস্থিতি আমাদের উৎসবকে করেছে আরও মর্যাদাপূর্ণ ও স্মরণীয়।

17/11/2025

বর্ষপূর্তির র‍্যালীতে একসাথে নতুন প্রত্যয়ের পথে!

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এ জরুরি ভিত্তিতে কিছু পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্...
16/11/2025

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম-এ জরুরি ভিত্তিতে কিছু পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে।

15/11/2025

“বর্ষপূর্তি উপলক্ষে এনআইসিইউ কনসালট্যান্টের মানবিক বার্তা— নবজাতকের নিরাপদ চিকিৎসায় আমাদের অটল অঙ্গীকার।”

14/11/2025

“বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা— সেবার মানোন্নয়নে আমাদের পথচলার প্রধান শক্তি।”

14/11/2025

“বর্ষপূর্তি উপলক্ষে এমডি স্যারের সংক্ষিপ্ত বার্তা— সেবায় উৎকর্ষই আমাদের শক্তি, আমাদের পরিচয়।”

14/11/2025

“চেয়ারম্যান স্যারের বর্ষপূর্তি বার্তাঃ সেবা, সততা ও মানবিকতার পথে নাগরিক হাসপাতালের দৃঢ় অঙ্গীকার।”

Address

Bangabandhu Avenue, Oxygen Circle
Chittagong
4213

Alerts

Be the first to know and let us send you an email when Nagorik Hospital Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nagorik Hospital Chattogram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category