Nagorik Hospital Chattogram

Nagorik Hospital Chattogram Nagorik Hospital Chattogram aims to provide international standard hospital and diagnostic services.

31/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক হাসপাতাল চট্টগ্রাম–এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ...
15/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক হাসপাতাল চট্টগ্রাম–এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের গৌরবের দিন।
লক্ষ শহীদের ত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতায় অর্জিত এই স্বাধীনতা আমাদের প্রেরণা।

এই মহান দিনে আমরা নতুন করে শপথ করি—
মানবসেবা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে।

মহান বিজয় দিবস আমাদের সকলের জীবনে বয়ে আনুক আশা, সুস্থতা ও অগ্রগতির আলো।

Heartfelt congratulations to Dr. Mohammad Rasel,Dermatology & Venereology Specialist,on his well-deserved promotion to A...
13/12/2025

Heartfelt congratulations to Dr. Mohammad Rasel,
Dermatology & Venereology Specialist,
on his well-deserved promotion to Assistant Professor at Chittagong Medical College.

On behalf of Nagorik Hospital Chattogram , we extend our sincere greetings and best wishes on this remarkable achievement. This success reflects his dedication, professional excellence, and commitment to medical education and patient care.

We wish him continued success and greater accomplishments in his academic and professional journey ahead. 🌟

নাগরিক হাসপাতাল চট্টগ্রামে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে ইউনিট, যেখানে দ্রুত, নির্ভুল ও নিরাপদ ইমেজিং সুবিধা প্রদান ক...
11/12/2025

নাগরিক হাসপাতাল চট্টগ্রামে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে ইউনিট, যেখানে দ্রুত, নির্ভুল ও নিরাপদ ইমেজিং সুবিধা প্রদান করা হয়। অভিজ্ঞ টেকনোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রোগ নির্ণয়কে করা হয় আরও সহজ ও নির্ভরযোগ্য।
Nagorik Hospital Chattogram নগরে আস্থার ঠিকানা
যোগাযোগঃ 02333375070 অথবা 01789540285

04/12/2025
নাগরিক হাসপাতালের ল্যাবরেটরি — Where Accuracy Meets Advanced Healthcare.নাগরিক হাসপাতালের অত্যাধুনিক ল্যাবরেটরি বিভাগে আ...
01/12/2025

নাগরিক হাসপাতালের ল্যাবরেটরি — Where Accuracy Meets Advanced Healthcare.

নাগরিক হাসপাতালের অত্যাধুনিক ল্যাবরেটরি বিভাগে আমরা নিশ্চিত করি আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা, যেখানে প্রতিটি রিপোর্ট প্রস্তুত হয় অত্যাধুনিক অটোমেশন সিস্টেম ও দক্ষ বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে।

🔬 আমাদের ল্যাবরেটরির বিশেষ সুবিধাসমূহ:
• অটোমেটেড অ্যানালাইজার দ্বারা সর্বোচ্চ নির্ভুলতা
• বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, সেরোলজি, ইমিউনোলজি ও মাইক্রোবায়োলজির সম্পূর্ণ টেস্ট সল্যুশন
• আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মাল্টি-স্টেপ কোয়ালিটি চেক
• দ্রুততম Turnaround Time (TAT) – প্রয়োজন অনুযায়ী প্রায়োরিটি/এক্সপ্রেস রিপোর্ট
• নিরাপদ, স্ট্যান্ডার্ডাইজড ও হাইজেনিক স্যাম্পল কালেকশন সিস্টেম
• অভিজ্ঞ কনসালট্যান্ট প্যাথলজিস্টের সার্বক্ষণিক তত্ত্বাবধান

Nagorik Hospital Chattogram নগরে আস্থার ঠিকানা

যোগাযোগঃ 01789540285 অথবা 02333375070

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম—সমসাময়িক প্রযুক্তি ও পেশাদার ব্যবস্থাপনায় সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ হেলথকেয়ার ইনস্টিটিউশন।আমাদের স...
28/11/2025

নাগরিক হাসপাতাল চট্টগ্রাম—সমসাময়িক প্রযুক্তি ও পেশাদার ব্যবস্থাপনায় সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ হেলথকেয়ার ইনস্টিটিউশন।

আমাদের সেবায় রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, আধুনিক ডেন্টাল ইউনিট ও নবজাতকের জন্য সুসজ্জিত এনআইসিইউ। জরুরি সেবায় অতুলনীয় দক্ষতার সাথে আমরা পরিচালনা করি ২৪ ঘন্টা ইমার্জেন্সি বিভাগ, ২৪ ঘন্টা ফার্মেসি সাপোর্ট এবং ২৪ ঘন্টা অ্যাম্বুল্যান্স সার্ভিস—যাতে রোগী যেকোনো সময় পান নিরাপদ ও দ্রুত চিকিৎসা সহযোগিতা।

রোগীর প্রয়োজন অনুযায়ী রয়েছে জেনারেল বেড, নন-এসি কেবিন, ডিলাক্স কেবিন ও ভিআইপি কেবিন—সবগুলোতেই নিশ্চিত করা হয় পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক পরিবেশ। পাশাপাশি আমাদের অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম পরিচালিত হয় অভিজ্ঞ বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে।

Nagorik Hospital Chattogram নগরে আস্থার ঠিকানা

যোগাযোগঃ 01789540285 অথবা 02333375070

নাগরিক ফার্মেসি — আপনার আস্থার ঠিকানা, ২৪ ঘণ্টা সেবানাগরিক হাসপাতালের অধীনে পরিচালিত নাগরিক ফার্মেসি এখন সপ্তাহের ৭ দিন,...
27/11/2025

নাগরিক ফার্মেসি — আপনার আস্থার ঠিকানা, ২৪ ঘণ্টা সেবা

নাগরিক হাসপাতালের অধীনে পরিচালিত নাগরিক ফার্মেসি এখন সপ্তাহের ৭ দিন, দিনে ২৪ ঘণ্টা খোলা। জরুরি মুহূর্ত হোক বা নিয়মিত চিকিৎসার প্রয়োজন—এখন সব ধরণের প্রয়োজনীয় ওষুধ ও হেলথকেয়ার পণ্য এক ঠিকানায় পাওয়া যাবে নিশ্চিন্তে।

🔹 ২৪/৭ ওপেন ফার্মেসি সার্ভিস
🔹 সকল ব্র্যান্ডের আসল ও মানসম্মত ঔষধের নিশ্চয়তা
🔹 প্রফেশনাল ও ট্রেইনড ফার্মাসিস্টের পরামর্শ
🔹 জরুরি মুহূর্তে দ্রুত সেবা

আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিক ফার্মেসি সবসময় প্রস্তুত।
Nagorik Hospital Chattogram নগরে আস্থার ঠিকানা

নবজাতকের জন্য সর্বোচ্চ নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত সেবার সমন্বয়ে নাগরিক হাসপাতালের NICU (Neonatal Intensive...
27/11/2025

নবজাতকের জন্য সর্বোচ্চ নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত সেবার সমন্বয়ে নাগরিক হাসপাতালের NICU (Neonatal Intensive Care Unit)—একটি সম্পূর্ণ বিশ্বস্ত চিকিৎসা কেন্দ্র।

আমরা জানি, নবজাতকের প্রতিটি শ্বাসই পরিবারে নতুন আশার আলো। সেই আশাকে আরও নিরাপদ করতে আমাদের NICU সজ্জিত রয়েছে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সেফটি স্ট্যান্ডার্ড এবং অভিজ্ঞ নিউনেটোলজি বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে।

🔸 অত্যাধুনিক ভেন্টিলেটরি সাপোর্ট
🔸 ক্রিটিক্যাল কন্ডিশনে রাউন্ড-দ্য-ক্লক কেয়ার
🔸 বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং টিম
🔸 সংক্রমণ নিয়ন্ত্রণে উন্নত প্রটোকল
🔸 প্রিম্যাচিউর ও লো বার্থ-ওয়েট বেবির জন্য বিশেষ সাপোর্ট

নগরীর অভিভাবকদের আস্থা ধরে রাখতে আমরা প্রতিনিয়ত কাজ করি নিখুঁত মনিটরিং, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নিবেদিত চিকিৎসা সেবার মাধ্যমে। আপনার শিশুর নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।
Nagorik Hospital Chattogram নগরে আস্থার ঠিকানা

যোগাযোগঃ 02333375070 অথবা 01798540285

নাগরিক হাসপাতালের লাক্সারিয়াস ডেন্টাল ইউনিট—এখন দাঁতের যত্ন আরও আধুনিক, আরামদায়ক ও বিশ্বমানের ✨আমাদের বিশেষত্বঃ🦷 অত্যা...
26/11/2025

নাগরিক হাসপাতালের লাক্সারিয়াস ডেন্টাল ইউনিট—
এখন দাঁতের যত্ন আরও আধুনিক, আরামদায়ক ও বিশ্বমানের ✨

আমাদের বিশেষত্বঃ
🦷 অত্যাধুনিক ডেন্টাল চেয়ার ও স্টেরিলাইজেশন সিস্টেম
🦷 অভিজ্ঞ ও দক্ষ ডেন্টাল সার্জনদের মাধ্যমে নিরাপদ চিকিৎসা
🦷 পেইন-ফ্রি ট্রিটমেন্টের জন্য উন্নত প্রযুক্তি
🦷 স্কেলিং, ফিলিং, রুট ক্যানাল, ব্রেসেসসহ সর্বাধুনিক সব সেবা
🦷 সম্পূর্ণ হাইজেনিক ও আরামদায়ক পরিবেশ

কেন বেছে নেবেন নাগরিক হাসপাতালের ডেন্টাল ইউনিট?
✨ আরামদায়ক লাক্সারিয়াস সেটআপ
✨ রোগীর যত্নে আলাদা মনোযোগ
✨ অত্যাধুনিক যন্ত্রপাতি ও কর্পোরেট-স্ট্যান্ডার্ড সেবা প্রদান

আপনার সুন্দর হাসি আমাদের অঙ্গীকার 😊
আজই যোগাযোগ করুন— 01322889063/01322889065
নাগরিক হাসপাতাল চট্টগ্রাম
বিশ্বস্ত সেবা, আধুনিক ডেন্টাল কেয়ার 🦷✨

নাগরিক হাসপাতালের বর্ষপূর্তি উদযাপনকে আরও সম্মানজনক ও স্মরণীয় করে তুলতে  Cake delight by 'Tanjin'  যে প্রিমিয়াম-মানের কে...
21/11/2025

নাগরিক হাসপাতালের বর্ষপূর্তি উদযাপনকে আরও সম্মানজনক ও স্মরণীয় করে তুলতে Cake delight by 'Tanjin' যে প্রিমিয়াম-মানের কেক প্রস্তুত করেছে, তা আমাদের কাছে সত্যিই প্রশংসার দাবি রাখে। কেকের ডিজাইন, রঙের সামঞ্জস্য, নান্দনিক উপস্থাপন ও অসাধারণ স্বাদ—সবকিছুই তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানের প্রতি অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

সময়মতো ডেলিভারি এবং সর্বোচ্চ মান নিশ্চিত করার যে দায়িত্বশীলতা তারা দেখিয়েছে, তা আমাদের অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেছে।

নাগরিক হাসপাতালের পক্ষ থেকে Cake delight by 'Tanjin' -এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতের আনুষ্ঠানিক আয়োজনেও তাদের এই মানসম্মত সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।

নাগরিক হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট – আপনার সুরক্ষায় সর্বদা প্রস্তুতজরুরি মুহূর্তে দ্রুত, অভিজ্ঞ ও নির্ভুল চিকিৎস...
21/11/2025

নাগরিক হাসপাতালের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট – আপনার সুরক্ষায় সর্বদা প্রস্তুত

জরুরি মুহূর্তে দ্রুত, অভিজ্ঞ ও নির্ভুল চিকিৎসা সেবাই হতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নাগরিক হাসপাতালের অত্যাধুনিক Emergency Department ২৪/৭ সময় আপনাদের পাশে থেকে সেই আস্থাই নিশ্চিত করে আসছে।

আমাদের ইমার্জেন্সি টিমে রয়েছে:
✔ বিশেষজ্ঞ ডাক্তারদের তৎপর উপস্থিতি
✔ দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সিং টিম
✔ অত্যাধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম
✔ দ্রুত ট্রায়াজ ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা

হোক তা দুর্ঘটনা, স্ট্রোক, হার্ট অ্যাটাক, শিশুদের জরুরি সমস্যা অথবা অন্য যেকোনো হঠাৎ জটিলতা—আমাদের টিম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত চিকিৎসা প্রদান করে থাকে।

নাগরিক হাসপাতাল – প্রতিটি জরুরি মুহূর্তে আপনার নির্ভরতা, আপনার নিরাপত্তা।
যোগাযোগঃ 01789540285 অথবা 02333375070

Address

Bangabandhu Avenue, Oxygen Circle
Chittagong
4213

Alerts

Be the first to know and let us send you an email when Nagorik Hospital Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nagorik Hospital Chattogram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category