Dr.Md Rubel

Dr.Md Rubel I am Rubel hossain. as like a general physician.Diploma in Medical science... please contact for Any Primary treatment
01865-716686

12/05/2023

informative

29/04/2023
10/04/2023

Medicine

01/04/2023

শুধুমাত্র স্মার্ট ফোন দিয়ে সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন। অনলাইনে পেমেন্ট সহ সরাসরি স...

কেউ হলুদ ফল টির সঠিক নাম জানলে দয়া করে জানাবেন...
31/03/2023

কেউ হলুদ ফল টির সঠিক নাম জানলে
দয়া করে জানাবেন...

https://youtube.com/
17/03/2023

https://youtube.com/

Hi! I am rubel hossain. Welcome to my YouTube channel. Here I will share Pharma related topics.

31/08/2022

Do you know.
Which medicine safe for pregnancy.
1.Paracetamol
2.Vitamin B
3.Vitamin C
4.Calcium
5.Amoxacilline
6.Desloratadine
7.Loratadine
8.Montilukast
9.Cefixime
10.Cefuroxime
11.Pantoprazole
12.Ambroxol Hcl
13.Esomeprazole
14.Domperidon
15.Palonosetron
16.Ondansetron
17.Rupatadine
18.Meclizine Hcl

26/08/2022

আজ আমি আপনাদের জন্য post করলাম.
অ্যালার্জি কী .....?
শরীর সব সময়ই ক্ষতিকর বস্তুকে ( পরজীবী,ছত্রাক,ভাইরাস এবং ব্যাকটেরিয়া) প্রতিরোধের চেষ্টা করে। এই প্রচেষ্টাকে রোগ-প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন বলে। কখনো কখনো শরীর সাধারণত ক্ষতিকর নয়, এমন অনেক ধরনের বস্তুকে ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে।এই প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয়।

21/08/2022

আমি আপনাদের জন্য post করলাম। কি করলে অ্যালার্জি হতে রক্ষা পাবেন.....?

আপনারা যা এরিয়ে চলবেন।
তা হল.
১.ধুলা ও ফুলের রেণু.
২.ধূমপান.
৩.পোষা প্রাণী.
৪.ঠান্ডা আবহাওয়া.
৫.কার্পেট.
এই গুলো আপনি এরিয়ে চললে অ্যালার্জি হতে রক্ষা পাবেন।

20/08/2022

আপনাদের জন্য post করলাম.....
ডায়াবেটিস কি এবং এর কারণ ও লক্ষণ গুলো কী কী.....?
দীর্ঘদিন স্হায়ীভাবে রক্তে চিনি বা শর্করার পরিমান স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ার অবস্থাকে ডায়াবেটিস মেলিটাস বা বহুমূএ রোগ বলে।
কারণ সমূহঃ
১.বংশগত।
২.মেদ বহুল শরীর।
৩.মানসিক কারণ।
৪.ঔষুধগত কারণ।
৫.রোগ ব্যধি।
৬.আঘাত জনিত।
৭.খাদ্য ও পানীয়ের প্রভাবে।
লক্ষণ সমূহঃ
১.অত্যাধিক প্রস্রাব হবে।
২.অত্যাধিক পিপাসা হবে।
৩.অতিরিক্ত ক্ষুধা হবে।
৪.শরীরের ওজন হ্রাস পাবে।
৫.অত্যাধিক দূর্বলতা হবে।
৬.চোখে ঝাপসা দেখাবে।
৭.চর্ম রোগ হবে।
৮.ক্ষত ঘা শুকাতে বিলম্ব হবে।
৯.লিভার কিডনীর রোগ হবে।
১০.পায়ের গোড়ালী শুকিয়ে যাবে।

20/08/2022

টনসিলাইটিস দুই ধরণের হয়।
1.অ্যাকিউট বা আকস্মিক।
2.ক্রনিক বা দীর্ঘমেয়াদী।

অ্যাকিউট টনসিলাইটিসের লক্ষণঃ
1.ঠান্ডা ।
2.সর্দি ।
3.অত্যধিক জ্বর ।
4.গলা ব্যথা ।
5.খাবার গিলতে অসুবিধা ।
6.নিঃশ্বাস নিতে সমস্যা ইত্যাদি ।

ক্রনিক টনসিলাইটিসের লক্ষণঃ
1.শিশুর ক্রনিক টনসিলাইটিস হলে অ্যাকিউট টনসিলাইটিসের লক্ষণের সঙ্গে যুক্ত হয় জটিল আরও উপর্সগ।
2.কোন জিনিসের গন্ধ পাওয়া যায় না।
3.ঘুমাতে খুব অসুবিধা হয় এবং শিশু ঘুমাতে ভয় পায়।
4.নাক ডাকার সমস্যা হতে পারে।
5.অনেক সময় বাচ্চার ঘুমের ধরণ পাল্টে যায় এবং থুতনি এগিয়ে আসে।
6.মাথা ও কানে ব্যথা হয়।
7.ক্লান্তিময়তা হতে পারে।
8.মুখে অনবরত লালা জমতে থাকে।
রোগ নির্ণয়ঃ
1.থ্রোট কালচারঃ
সাধারণত থ্রোট কালচার করে দেখা হয় যে, কোন ধরণের জীবাণু থেকে ইনফেকশন হয়েছে।সে অনুযায়ী চিকিত্‍সা দিতে হয়।

2.এক্স-রেঃ
গলার ল্যাটারাল এক্স-রে করে দেখা হয় যে,অ্যাডেনয়েড ইনফেকশন হয়েছে কিনা।

17/08/2022

Address

Rubigate Nasirabad
Chittagong
4209

Opening Hours

Monday 10:30 - 14:00
Saturday 03:00 - 18:00

Telephone

+8801865716686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md Rubel:

Share

Category