Dr. Arif Hossain

Dr. Arif Hossain Specialty Doctor In Internal Medicine, Cambridge University Hosp

Dr. Arif Hossain
MBBS (DMC), Msc with Distinction (Oxford), MRCP (UK), DRCOG (UK), AFHEA (UK)

Fide, WHO Co-Founder, Shohay Health Senior Clinical Supervisor (UG) University of Cambridge.

02/10/2024

আলহামদুলিল্লাহ 🤲
ন্যাচারাল হেয়ার অয়েল।
কাস্টমার রিভিউ।❤️

ন্যাচারাল হেয়ার অয়েল। কাস্টমার রিভিউ❤️
02/10/2024

ন্যাচারাল হেয়ার অয়েল।
কাস্টমার রিভিউ❤️

02/10/2024

✅চুলের যত্নে আমরা দিচ্ছি: ন্যাচারাল হেয়ার অয়েল
🌿 চুল পড়া বন্ধ – চুলের সমস্যার অবসান
🌿 গোড়া মজবুত – চুল হবে ঘন, মজবুত, এবং দীর্ঘ
🌿 খুশকি দূর – যা চুল পড়ার অন্যতম কারণ
🌿 চুলের প্রাকৃতিক সৌন্দর্য – চুল হবে কালো, মসৃণ, এবং ঝলমলে
🌿 ১০০% প্রাকৃতিক উপাদান - ছেলে-মেয়ে উভয়ের জন্য নিরাপদ

আপনার চুলের যত্নে প্রাকৃতিক সমাধান – মাত্র কয়েকদিনের ব্যবহারে পাবেন পার্থক্য!

🌸 আজই অর্ডার করুন এবং ফিরে পান আপনার চুলের হারানো সৌন্দর্য।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01311-109496

কাস্টমার রিভিউ 💗ন্যাচারাল হেয়ার অয়েল🍃
30/09/2024

কাস্টমার রিভিউ 💗
ন্যাচারাল হেয়ার অয়েল🍃

চুলের যত্নে গুরুত্বপূর্ণ কিছু টিপস : 💠 গোসলের আগে চুল আঁচড়িয়ে নিবেন। চুল সবসময় নিচ থেকে আঁচড়াবেন তাহলে খুব সহজে চুলে...
30/09/2024

চুলের যত্নে গুরুত্বপূর্ণ কিছু টিপস :

💠 গোসলের আগে চুল আঁচড়িয়ে নিবেন। চুল সবসময় নিচ থেকে আঁচড়াবেন তাহলে খুব সহজে চুলে জট থাকলে খুলে যাবে, চুল নষ্ট হবে কম।
💠 আর চুলের জট খোলার জন্য সবসময় মোটা দাঁত এর চিরুনি ব্যবহার করবেন।
💠 সপ্তাহে ৩ দিন চুলে শ্যাম্পু করবেন।
💠 চুলে বেশী শ্যাম্পু করলে চুলের নেচারাল অয়েল নষ্ট হয়ে গিয়ে চুল শুষ্ক হয়ে যায়।

🔰 শ্যাম্পু ব্যাবহারের নিয়মাবলী :
ক) চুল আগে ভিজিয়ে নিতে হবে।
খ) যতটুকু শ্যাম্পু চুলে দিবেন তা একটা বাটিতে নিবেন। তারমধ্যে অল্প পানি দিয়ে পাতলা করে নিবেন তারপর চুলে অ্যাপ্লাই করবেন।
গ) শ্যাম্পু লাগানোর সময় মাথার তালুতে ভালোভাবে লাগাবেন। তারপর চুলের নিচের দিকে লাগাবেন। খুব যত্ন করে আলতো হতে লাগাবেন।
ঘ) চুল ধোয়ার পরে নিচের দিকে কন্ডিশনার লাগাবেন।

💠 গোসল শেষে চুল শক্ত করে টাওয়াল বা গামছা দিয়ে বেঁধে রাখবেন না। চুলে গামছা বা টাওয়াল দিয়ে বারি দিয়ে পানি ঝরানোর চেষ্টা করবেন না। এতে চুলের আগা ফেটে যায়।
💠 ভেজা চুল বাঁধবেন না।
💠 চুলের গোড়ায় তেল লাগিয়ে অবশ্যই মেস্যাজ করবেন।
💠 রাতে ঘুমানোর আগে অবশ্যই চুল আঁচড়িয়ে বেনোনী করে ঘুমাবেন।
💠 সপ্তাহে ২-৩ বার হেয়ার প্যাক লাগাবেন।

✅চুলের যত্নে আমরা দিচ্ছি: ন্যাচারাল হেয়ার অয়েল🌿 চুল পড়া বন্ধ – চুলের সমস্যার অবসান🌿 গোড়া মজবুত – চুল হবে ঘন, মজবুত, এবং ...
29/09/2024

✅চুলের যত্নে আমরা দিচ্ছি: ন্যাচারাল হেয়ার অয়েল
🌿 চুল পড়া বন্ধ – চুলের সমস্যার অবসান
🌿 গোড়া মজবুত – চুল হবে ঘন, মজবুত, এবং দীর্ঘ
🌿 খুশকি দূর – যা চুল পড়ার অন্যতম কারণ
🌿 চুলের প্রাকৃতিক সৌন্দর্য – চুল হবে কালো, মসৃণ, এবং ঝলমলে
🌿 ১০০% প্রাকৃতিক উপাদান - ছেলে-মেয়ে উভয়ের জন্য নিরাপদ

আপনার চুলের যত্নে প্রাকৃতিক সমাধান – মাত্র কয়েকদিনের ব্যবহারে পাবেন পার্থক্য!

🌸 আজই অর্ডার করুন এবং ফিরে পান আপনার চুলের হারানো সৌন্দর্য।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01311-109496

অতিরিক্ত ওজন এ টেনশন? ন্যাচারালি হবে সলিউশন ✅
28/09/2024

অতিরিক্ত ওজন এ টেনশন?
ন্যাচারালি হবে সলিউশন ✅

মাশরুম উপকারিতা✅
28/09/2024

মাশরুম উপকারিতা✅

27/09/2024
★অল্প বয়সে চুল পাকার কারণ● বংশগত কারণটি অন্যতম। পরিবারে রক্তের সম্পর্কের আত্মীয়স্বজনের মধ্যে কারও অকালে চুল পেকে যাওয়ার ...
20/09/2024

★অল্প বয়সে চুল পাকার কারণ
● বংশগত কারণটি অন্যতম। পরিবারে রক্তের সম্পর্কের আত্মীয়স্বজনের মধ্যে কারও অকালে চুল পেকে যাওয়ার ইতিহাস থাকলে এমনটা হতে পারে।
● হরমোনের সমস্যায় অকালে চুল পাকতে পারে। হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম—দুই সমস্যায়ই চুল অকালে পাকতে পারে। রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। এ হরমোনের পরিমাণ বেড়ে গেলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে।
● মানসিক অবসাদ, মানসিক চাপ, কষ্ট, দুশ্চিন্তা থেকে অকালে চুল পাকতে পারে। তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে সেরেটনিন হরমোন অনেক বড় ভূমিকা পালন করে। মানসিক অবসাদ রক্তে সেরটনিন হরমোনের মাত্রা কমিয়ে দেয়। পরিণামে ত্বক ও চুলের ওপর বিরূপ প্রভাব পড়ে।
● সেরেটনিন হরমোন মানসিক উৎকর্ষের জন্যও কাজ করে। যত বেশি মন উৎফুল্ল থাকে, ইতিবাচক চিন্তা বেশি করবেন, তত সেরেটনিনের মাত্রা বেশি থাকে।

● ভিটামিনের অভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোলেট, ভিটামিন বি–১২, ক্যালসিয়াম, ভিটামিন ডির অভাবে অকালে চুল পেকে যায়। ভিটামিন সি–জাতীয় খাবারের মধ্যে অ্যান্টি–অক্সিডেন্ট থাকে, যা ত্বক, চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। অপুষ্টি, ভিটামিন, মিনারেলের অভাবে অনেকের চুল অকালে পেকে যায়।
● অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলে, চুল অতিমাত্রায় ডাই ও রং ব্যবহার করলেও চুল অকালে পাকতে পারে। সব প্রসাধনী সব বয়সের মানুষের জন্য উপযোগী নয়।
● ভেজাল খাবার, পরিবেশদূষণের জন্যও চুল পাকতে পারে।
● অতিরিক্ত ফাস্ট ফুড, উচ্চমাত্রার প্রোটিন, অতিমাত্রায় কোমল পানীয় ও শারীরিক পরিশ্রমের অভাব এবং বয়স অনুযায়ী ওজন বেশি থাকলেও চুল অকালে পাকতে পারে।
● কিছু অটোইমিউন ডিজিজে চুল সাদা হয়ে যায়। এ ধরনের রোগের মধ্যে ভিটিলিগো অন্যতম।
● কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ কিছু ওষুধের প্রতিক্রিয়ায় চুল পেকে যায়।

*চুলের যত্ন বাড়াতে ব্যাবহার করুন আমাদের

অর্ডার করতে কল দিন বা পেইজে মেসেজ করুন।
Call-01311109496

16/09/2024
ওজন কমাতে চাইলে ব্রকলি খাওয়া উচিত☑️
18/07/2024

ওজন কমাতে চাইলে ব্রকলি খাওয়া উচিত☑️

Address

Agrabad
Chittagong
3811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Arif Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram