health care

health care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from health care, Medical and health, Chittagong.

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা পেইজে দেওয়া নাম্বারে কল দিন।
05/12/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা পেইজে দেওয়া নাম্বারে কল দিন।

আপনি কি ও'জ"ন কম নিয়ে চিন্তিত?✅ একটি কোর্স নিয়ে ন্যচারাল উপায়ে বাড়িয়ে ফেলুন BMI অনুযায়ী আপনার ঘাটতি থাকা ও"জ'ন ও ফিটনেস ...
20/11/2022

আপনি কি ও'জ"ন কম নিয়ে চিন্তিত?
✅ একটি কোর্স নিয়ে ন্যচারাল উপায়ে বাড়িয়ে ফেলুন BMI অনুযায়ী আপনার ঘাটতি থাকা ও"জ'ন ও ফিটনেস ।

🔰মাসিক কোর্স,🔰হাফ কোর্স,🔰ফুল কোর্স

💠প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট সুবিধা।
অর্ডার করতে মেসেজ দিন ইনবক্সে। 📧

বিস্তারিত জানতে সরাসরি কল দিন।

ওজন ঠিক রাখতে কী খাবেন? ওজন নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি। খাবার সঠিক নিয়মে না খেলে ওজন বেড়ে যেতে পারে।  আবার হঠাৎ খ...
20/11/2022

ওজন ঠিক রাখতে কী খাবেন?

ওজন নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি। খাবার সঠিক নিয়মে না খেলে ওজন বেড়ে যেতে পারে। আবার হঠাৎ খাবার খাওয়া কমিয়ে দিলে স্বাস্থ্য ভেঙে যেতে পারে। সুস্থ থাকার জন্য সুষম খাবার খেলে ওজনও ঠিক থাকে।

ওজন ঠিক রাখতে কীভাবে ও কোন ধরনের খাবার খাওয়া জরুরি, সে বিষয়ে যুগান্তরকে পরামর্শ দিয়েছেন মেডিনোভা মেডিকেলের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান ফারুক।

ক্যালোরি হলো শক্তি পরিমাপের উপায়। যদি ওজন বাড়াতে হয়, তবে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি খরচ হয়, তার থেকে বেশি পরিমাণ ক্যালোরি সমপরিমাণ খাবার খেতে হবে।

বিপরীতভাবে যদি ওজন কমাতে হয়, তবে প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি খরচ হয়, তার থেকে কম পরিমাণ ক্যালোরি সমপরিমাণ খাবার খেতে হবে।

সে ক্ষেত্রে কোন কোন খাবারে ক্যালোরি কম থাকে তা জানতে হবে এবং সে অনুযায়ী কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে।

প্রোটিনজাতীয় খাবার
খাবারে প্রোটিনজাতীয় খাবার বেশি খেয়ে ওজন কমানোর পদ্ধতি সবচেয়ে সহজ, কার্যকরী, মুখরোচক, বৈজ্ঞানিক ও কম কষ্টের। প্রোটিনজাতীয় খাবার খেলে অল্প খাবারে তাড়াতাড়ি তৃপ্তি আসে অর্থাৎ ক্ষুধার অনুভূতি তাড়াতাড়ি কমে এবং আমাদের শরীরের মেটাবলিক রেট বা শারীরবৃত্তীয় ক্রিয়ার হার বাড়ে। কারণ প্রোটিন বা আমিষজাতীয় খাবার হজম করতে ও মেটাবলিজম হতে বা খাবার ভেঙে শক্তি উৎপাদনে বা অন্যান্য কাজে অনেক বেশি শক্তি ব্যয় হয়।

প্রোটিন বা আমিষজাতীয় খাবার হজম বা মেটাবলিজমে বেশি শক্তি অর্থাৎ ৮০-১২০ ক্যালোরি শক্তি বেশি ব্যয় হয়। একজন ব্যক্তি যদি খাবারের ৩০ ভাগ প্রোটিনজাতীয় খাবার খায়, তবে সে প্রতিদিন ৪৪১ ক্যালোরি সমপরিমাণ খাবার কম খেল।

তাই খাবারে পরিমিত পরিমাণ প্রোটিন যোগ করে একদিকে যেমন শরীরে ক্যালোরি কম প্রবেশ করে, তেমনি ক্যালোরি খরচও বেশি হয়। প্রোটিনজাতীয় খাবার আমাদের ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয়।

যারা ডায়েট করেন ও না খেয়ে ওজন কমাতে চান, তাদের মাঝে মাঝে তীব্র ক্ষুধার অনুভূতি হয়। তারা আর না খেয়ে থাকতে পারেন না, ফলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে এবং আবার ওজন আগের মতোই বাড়তে থাকে। প্রোটিনজাতীয় খাবার এ ধরনের হঠাৎ ক্ষুধার তীব্র অনুভূতি কমিয়ে দেয়।

এক গবেষণায় দেখা গেছে, খাবারে যদি ২৫ ভাগ প্রোটিন বা আমিষ থাকে, তবে এই প্রোটিন বা আমিষ মস্তিষ্কে খাবারের চিন্তা ৬০ ভাগ কমিয়ে দেয় এবং রাতের গভীরে বা ভোররাতে নাস্তা খাওয়ার ইচ্ছা বা প্রবণতা ৫০ ভাগ কমিয়ে দেয়।

তাই যদি কেউ ওজন কমানোর কর্মসূচি কার্যকরী ও টেকসই বা স্থায়ী করতে হয় এবং কম কষ্টে ওজন কমাতে চায়, তবে খাবারে কমপক্ষে ৩০ ভাগ প্রোটিন বা আমিষজাতীয় খাবার রাখতে হবে। এটা ওজন কমানোর পাশাপাশি ওজন যাতে আবার না বাড়ে তা নিশ্চিত করবে।

সুগারযুক্ত পানীয় বর্জন
সোডা, ফলের রস, চকোলেট দুধ ও অন্যান্য কোমল পানীয় যেমন কোকাকোলা, ফানটা, মিরিন্ডা, পেপসি যেখানে অতিরিক্ত চিনি বা সুগার যোগ করা হয় তা ক্ষতিকর ও বর্জনীয়। কারণ সুগার বা চিনির মাধ্যমে আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি ঢোকে ও তা আমাদের ওজন বাড়ায়।

শিশুদের ওজন বাড়াতে বা মোটা হওয়ার ঝুঁকি ৬০ ভাগ বেড়ে যায়, যদি প্রতিদিন সুগারযুক্ত কোমল পানীয় পান করে। ওজন বাড়ার পাশাপাশি এ সুগারযুক্ত কোমল পানীয় নানাবিধ রোগ তৈরি করে।

প্রাকৃতিক জুস বা ফলের রস স্বাস্থ্যকর কিন্তু জুসের সঙ্গে যদি অতিরিক্ত চিনি যোগ করা হয়, তবে তা ক্ষতিকর। এসব সুগারযুক্ত পানীয়র আসলে কোনো লাভজনক দিক তো নেয়-ই বরং দীর্ঘমেয়াদি ক্ষতিকর।

বেশি করে পানি পান
ওজন কমানোর জন্য অন্যতম উপায় হচ্ছে রোজ বেশি পরিমাণ পানি পান করা। বেশি পরিমাণ পানি পান করলে শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ হয়। প্রতিদিন ৪ গ্লাস বা ২ লিটার পানি পান করলে ৯৬ ক্যালোরি শক্তি অতিরিক্ত খরচ হয় কোনো কায়িক পরিশ্রম ছাড়াই।

এ ছাড়া খাবার আগে খালি পেটে পানি পান করলে তাতে পেট আংশিক ভর্তি হবে এবং ক্ষুধা কমবে ও কম পরিমাণ খাবারে পেট ভরে যাবে, তাতে অটোমেটিক্যালি কম ক্যালোরি শরীরে ঢুকবে।

১২ সপ্তাহব্যাপী এক গবেষণায় দেখা গেছে, খাবার ১-২ ঘণ্টা আগে ১-২ লিটার পানি খেলে ৪৪ ভাগ বেশি ওজন কমে, তাই ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর ও কম ক্যালোরিযুক্ত খাবারের পাশাপশি বেশি পরিমাণে পানি পান করা কার্যকরী।
ব্যায়াম

আমরা যখন কম ক্যালোরিযুক্ত খাবার খাই, তখন আমাদের শরীর শক্তি সঞ্চয় করে রাখতে চায়, শক্তি কম খরচ করে শক্তি জমা রাখতে চায়। তাই দীর্ঘমেয়াদি ওজন কমান কর্মসূচি বা ডায়েটিং করলে বা কম খেলে আমাদের শরীরে মেটাবলিকজনিত বা শারীরবৃত্তীয়জনিত ক্যালোরি খরচ কমে যায়।

এ ছাড়া এতে আমাদের শরীরের মাংসপেশিগুলো শুকিয়ে যায়, তাই ওজন কমানোর জন্য বেশি ক্যালোরিযুক্ত খাবার কম খাওয়ার পাশাপাশি মাংসপেশি ঠিকভাবে রাখার জন্য ভারোত্তোলন বা ওজন লিফটিংও করতে হবে, এতে মাংসপেশি শুকিয়ে যাওয়া প্রতিরোধ হবে ও মেটাবলিক কার্যক্রম ঠিক থাকবে।

তাই ওজন কমানোর জন্য আমরা শুধু শরীরের চর্বিই কমাতে চাইব না, আমাদের শারীরিক গঠনও যাতে ঠিক থাকে, আমাদের যাতে দেখতে অসুন্দর না লাগে, শুকনা শুকনা না লাগে, বরং দেখতে ভালো যাতে লাগে। ওয়েট লিফটিংয়ের পাশাপাশি নিয়মিত এরোবিক ব্যায়াম যেমন হাঁটা, সাঁতার কাটা ও জগিং করতে হবে।

আপনি কি ও'জ"ন কম নিয়ে চিন্তিত?স্থায়ীভাবে সমাধান দিতে💠 "এলিট মার্ট লিঃ"  নিয়ে এলো ✴️✴️বিশেষ ডিসকাউন্ট অফারে স্পেশাল "চকলে...
20/11/2022

আপনি কি ও'জ"ন কম নিয়ে চিন্তিত?
স্থায়ীভাবে সমাধান দিতে💠 "এলিট মার্ট লিঃ" নিয়ে এলো ✴️✴️বিশেষ ডিসকাউন্ট অফারে স্পেশাল "চকলেট শেইক😋😋😋

✅💝সম্পুর্ন ফুড আইটেম দিয়ে তেরী ক্যামিকেল ফ্রি ১০০ ভাগ গ্যারান্টি সাহকারে প্রাকৃতিক⚜️""চকলেট শেইক" খেয়ে বাড়িয়ে ফেলুন BMI অনুযায়ী আপনার ঘাটতি থাকা ও"জ'ন ও ✴️ফিটনেস ।

♓⏩বয়স, ও' জ" ন ও উচ্চতার উপরে আপনার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে আপনাকে বেস্ট কোর্স দেওয়া হবে।

✅মিনি কোর্সঃ ✴️
⏺️ও"জ"ন বাড়ায় ৬-১০ কেজি।
⏺️১ পেকেট চকলেট শেইক।
⏺️৩০ দিন বা ১ মাসের কোর্স।

✅হাফ কোর্সঃ ✴️✴️
⏺️ও"জ"ন বাড়ায় ১২-১৬ কেজি।
⏺️২ পেকেট চকলেট শেইক।
⏺️৪৫ দিন বা ১.৫ মাসের কোর্স।

✅ফুল কোর্সঃ ✴️✴️✴️
⏺️ও"জ"ন বাড়ায় ১৮-২২ কেজি।
⏺️৩ পেকেট চকলেট শেইক।
⏺️ ৬০ দিন বা ২ মাসের কোর্স।

✴️ক্যাশ অন ডেলিভারিতে সারাদেশে প্রোডাক্ট দেওয়া হয়।(💠প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট সুবিধা।)

⏩আপনার অর্ডারটি কনফার্ম করতে এখই মেসেজ দিন ইনবক্সে। 📧
বিস্তারিত জানতে সরাসরি কল দিন।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন
19/11/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন

আপনি কি ওজন নিয়ে চিন্তা করছেন আপনার চিন্তা দূর করতে আমরা নিয়ে আসছি সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে তৈরী  মিল্ক শেক পাউডার এটা আ...
15/11/2022

আপনি কি ওজন নিয়ে চিন্তা করছেন আপনার চিন্তা দূর করতে আমরা নিয়ে আসছি সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে তৈরী মিল্ক শেক পাউডার

এটা আপনার শরিরের সমস্ত রকম ভিটামিন মিনারেল প্রোটিন এর ঘাটতি পুরন করে আপনাকে হেলদি গড়ে তুলবে, এটা হরমোনকে ব্যালেন্স করে কাজ করে, খাওয়া ৭-১০ দিনেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।

আসসালামু আলাইকুম 🤚ও°জ°ন ক°ম?চি'ন্তা নেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  ও°য়ে°ট  গে*ইন  চকোলেট শেক  এবং মিল্ক শেক।🍀 এইবার ও...
15/11/2022

আসসালামু আলাইকুম 🤚

ও°জ°ন ক°ম?
চি'ন্তা নেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ও°য়ে°ট গে*ইন চকোলেট শেক এবং মিল্ক শেক।
🍀 এইবার ও°জ°ন বা°ড়বে চকোলেট শেক ও মিল্ক শেক খেয়ে।
✅আমরাদের জন্য দারুণ কিছু অফার নিয়ে এসেছি।
✅আমাদের প্রো°ডাক্টি সম্পূর্ণ হা°লাল এবং বাংলাদেশ সাইন্সল্যাব থেকে অনুমোদিত।
✅ প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করুণ নিশন্তে
দেরি নাহ করে এখুনি আমাদের পেইজের অভিগ্য প্রো°ডাক্ট স্প্যাশিয়ালিস্ট এর সারহে কথা বলতে পেইজে নক করুণ অথবা কল করুণঃ 01732395669

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা পেইজে দেওয়া নাম্বারে কল করুন
15/11/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা পেইজে দেওয়া নাম্বারে কল করুন

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to health care:

Share