04/06/2025
🧿☘️ #হোমিপ্যাথিক_টিপস---
1✍️পা ফস্কাইয়া পড়িয়া,হোচট খাইয়া,ভারীদ্রব্য উঠাইতে গিয়া,কোন আঘাত প্রাপ্ত হয়ে গর্ভস্রাবের আসঙ্কায় সদৃশ ঔষধ ঃআর্ণিকা।
2✍️গোসলে সালফারের সার্বদৈহিক,রাসটক্সে চর্মরোগ ও বাত,নেট্রাম সাল্ফে হাঁপানি,ক্যালকেরিয়া কার্বে আমবাত ও বাতের বৃদ্ধি।
3✍️অগ্নিদগ্ধ স্হানে ক্যান্থারিস মাদার এক আউন্স উষ্ণ গরম পানিতে ৪/৫ফোটা মিলিয়ে পরিস্কার কাপড়ের টুকরা ভিজিয়ে পট্টি দিলে দগ্ধ স্হানে জ্বালাপোড়া কমে যায় এবং ফোস্কা পড়ে না।দগ্ধ স্হানে ফোস্কা পড়ার পরে আসলে রোগীর জন্য ৬,৩০,২০০ শক্তি সেবন করতে দিলে ক্ষত হয় না।দগ্ধ স্হানে ক্ষত সারতে বিলম্ব হলে কষ্টিকাম সেবনে দ্রুত আরোগ্য লাভ করবে।
4✍️গাড়িতে চড়লে রোগ বৃদ্ধির সদৃশ ঔষধ কোকুলাস ইন্ডিকা,গাড়িতে উঠলে উপশম হলে সদৃশ ঔষধ এসিড নাইট্রিক।
5✍️পানি দেখে বা পানির শব্দে রোগ বৃদ্ধির সদৃশ ঔষধ:লাইসিন,উজ্জ্বল আলোয় রোগ বৃদ্ধির সদৃশ ঔষধ ষ্ট্রামোনিয়াম।
6✍️শিশুর গায়ে অম্লগন্ধ,বারবার ধৌত করা সত্ত্বেও দুর না হলে সদৃশ ঔষধ:
এসিড সাল্ফ,হিপার সাল্ফ,ম্যাগ কার্ব,রিউম ইত্যাদি।
7✍️যে সকল রোগীর সকল রোগ বজ্রপাতের সময় ও পুর্বে বৃদ্ধি পায় তাদের সদৃশ ঔষধ: ফসফরাস,সোরিনাম,মেডোরিনাম,সিপিয়া,রডোডেন্ড্রন।
8✍️মাথা ব্যাথার সময় জোরে চেপে ধরলে আরামদায়ক সদৃশ ঔষধ পালসেটিলা,গরম কাপড়ে চেপে বাধিয়া রাখিলে আরামে সাইলেসিয়া।
9✍️থুজা অক্সিডেন্টালের রোগী চিত্রঃমণের মাঝে বদ্ধমূল ধারনা,অনিদ্রা,নিদ্রাকালে ঘর্ম,লবন প্রিয়,মৃত ব্যাক্তির স্বপ্ন,আঁচিল ইত্যাদি।
10✍️রমনীর ঋতুস্রাব সময়ের পূর্বে ও অতিরিক্ত,গর্ভপাতের পর শরীরটা ভালো যাচ্ছে না,অমাবস্যায় একমাত্রা সালফার জরুরি।**ডাঃ লিলি।
11*মৎস্য খাইতে বেশি প্রীয় রোগীর সদৃশ ঔষধ: ফসফরাস,নেট্রাম মিউর,নেট্রাম সাল্ফ রিউম ইত্যাদি।
12*নেট্রাম মিউরের রোগী সান্ত্বনায় রোগযন্তনা বৃদ্ধি পায়,পালসেটিলার রোগী সান্ত্বনা চায়,আর্জেন্টাম নাই রোগী উৎকন্ঠায় ব্যাকুল।
13*ভিরেট্রাম এলবমের রোগী চিত্র:মল দুর্গন্ধ,ঘর্ম,বমন অতিরিক্ত,অদম্য পিপাসা,অম্লখাদ্যের ইচ্ছা,উন্মাদন,অশ্লীল বাচালতা ইত্যাদি।
14*মাথায় অতিরিক্ত ঘর্মাক্ত হলে সদৃশ ঔষধ: ক্যালকেরিয়া কার্ব,স্যানিকুলা, সাইলেসিয়া,ম্যাগনেসিয়া মিউর ইত্যাদি।
15*মাথা ব্যাথার সময় জোরে চেপে ধরলে আরামদায়ক সদৃশ ঔষধ পালসেটিলা,গরম কাপড়ে চেপে বাধিয়া রাখিলে আরামে সাইলেসিয়া উপযোগী।
16*শরীরের বিশেষ স্থানে