City+ Homeo Center chottogram

City+ Homeo Center chottogram Cityplus Homeo Center is the holistic health care service for all, located in the port city as well as commercial city of Bangladesh.

Our physicians are university certified & DG/health registered. This center is both for online & offline service.

নিউমোনিয়া একটি গুরুতর শ্বাসযন্ত্রের রোগ, যা দ্রুত চিকিৎসা না নিলে প্রাণঘাতী হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা, টিকা গ্রহণ, প...
17/08/2025

নিউমোনিয়া একটি গুরুতর শ্বাসযন্ত্রের রোগ, যা দ্রুত চিকিৎসা না নিলে প্রাণঘাতী হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা, টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চললে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। Learn more > https://healthbygk.blogspot.com/2025/08/lower-respiratory-infections.html

#নিউমোনিয়া, , #নিউমোনিয়ার চিকিৎসা, prevention,

16/08/2025

গ্যাস্ট্রিকের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধের নামঃ-

▶️ এক জায়গায় বসে থেকে কাজ করে, মানসিক পরিশ্রম, ভাজা পোড়া, পোলাও মাংস খেলে বদহজম, রাজনৈতিক নেতা, উগ্র সোরা পান করে (মদ), বার বার মলত্যাগের ব্যার্থ প্রয়াস ও মলত্যাগের পর আরাম, যেকোন রোগে পুনঃ পুনঃ মলত্যাগের ইচ্ছা, মলত্যাগে / নিদ্রায় / বমি হলে আরাম পায়, জেদী, ঈর্ষাপরায়ন, হটকারী, শীতকাতর, পরিষ্কার-পরিচ্ছন্ন, শব্দ, গন্ধ ও স্পর্শ অনেক সময় তার কাছে অসহ্য হয়ে গূপড়ে। বুকজ্বলা এবং (বাতকর্ম / পাদ) বায়ু অনেক গ্যাস, এর ফলে বমি বমি ভাব এবং কিন্তু বমি হয় না। জিহ্বা মাখনের মতো স্তর দিয়ে আবৃত থাকে, পাকস্থলি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তাদের ঔষধ - নাক্স ভোম (Nux Vom)। বিশেষ করে বদহজম জনিত কারণে পেটে ব্যথা জন্য নাক্স ভোম (Nux Vom) একটি সেরা ওষুধ।

▶️ সন্ধাকালে চর্বি, তেল, ঘি সংযুক্ত গুরুপাক দ্রব্য খাওয়ার পর ডায়রিয়া, বমি, অর্জিন বা হজমের অসুবিধা ইত্যাদি পীড়ার উৎপত্তি, দুধ ও দুধের তৈরি খাবার খেলে হজমের অসুবিধা ও গ্যাস উৎপন্ন হয়। খাবারের স্বাদ তিক্ত , তিতা বা টক ঢেঁকুর; খাবারের খারাপ স্বাদ। তাদের ঔষধ - পালসেটিলা (Pulsatilla)। মসলা ও তৈল যুক্ত খাবার খাওয়ার পর পেট ব্যথায় পালসেটিলা (Pulsatilla) খুবই কার্যকরী।

▶️ পেটে ক্ষুদা, মুখে অরুচি, ন্যাবা বা জন্ডিস, তিক্ত স্বাদ, শাকসবজি খেতে পারো না, কোষ্ঠ্যকাঠিন্য তাদের ঔষধ হাইড্রাসটিস ক্যান (Hydrastis Can)_

▶️ আলসারের হোমিওপ্যথিক ঔষধ:- আলসার কথার অর্থ ক্ষত। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের ক্ষত, প্রদাহ, জ্বালা ক্ষত সহ আলসারের এর হোমিওপ্যাথিক ঔষধ ওরনিথুগেলাম (Ornithogalum- Q)

▶️ পেটে ব্যাথা, একটু চাপ দিলে উপশম, খুব রাগ, অত্যন্ত রাগান্বিত হওয়ার পর কোন পীড়ার উপত্তি (বাহ্য - (পায়খানার বেগ), বমি, পেট ব্যাথা,ঋতু বন্ধ, ফিট, মস্তিষ্কের কোন পীড়া):- কলোসিন্থ (Colocynthis) 3x

▶️ দেহের নানা স্থানের গন্ধ শুকতে থাকে। শিশুরা বিছানা ছেড়ে ঘরের মেঘেতে শুতে ভালোবাসে।
খাদ্য অপেক্ষা পানি খায় বেশি। নিজে নড়তে চায়না কিন্তু হুকুমজারি করে বিরক্ত ধরিয়ে দেয়, যখন যা বলবে তথনই তা করা চাই। দেহ, মন, পোশাকাদি সবই নোংড়া। ঘরের আসবাসপত্র ও টেবিল সব এলোমেলো করে রাখে, গুছিয়ে রাখা যেন সে বুঝেই না। ভোরে মলবেগে ঘুম ভেঙ্গে যায়। দুধ, মাছ, ডিম, মাংসে অরুচি / অনিচ্ছা। ছেড়া কাথায় শুয়েও নিজেকে বড় মনে করে। ধর্মীয় কথাবার্তা বলা পছন্দ করে ক

জার্মানি লতা (বৈজ্ঞানিক নাম: Paederia foetida) এর ৩০টি উপকারিতা ও ব্যবহারবিধি দেওয়া হলো, যেগুলো সকল মানুষের দৈনন্দিন জীব...
15/08/2025

জার্মানি লতা (বৈজ্ঞানিক নাম: Paederia foetida) এর ৩০টি উপকারিতা ও ব্যবহারবিধি দেওয়া হলো, যেগুলো সকল মানুষের দৈনন্দিন জীবনে উপকারী হতে পারে।

🌿 জার্মানি লতার ৩০টি উপকারী টিপস ও ব্যবহারবিধি 👇

1. গ্যাস্ট্রিক সমস‌্যা কমায় – ৫-৬টি পাতা বেটে পানি দিয়ে খেলে পেটের গ্যাস দূর হয়

2. ঠান্ডা-কাশিতে উপকারী – পাতার রস গরম করে মধু মিশিয়ে খেলে কাশি কমে

3. কৃমিনাশক হিসেবে কার্যকর – খালি পেটে পাতার রস খেলে পেটের কৃ'মি দূর হয়

4. আঘাতের ব্য'থায় আরাম – পাতা বেটে ব্য'থার স্থানে লাগালে ব্য'থা কমে যায়

5. পেটের ব্য'থা নিরাময়ে সহায়ক – পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে উপকার মেলে

6. কবজি ভালো রাখে – নিয়মিত পাতার রস খেলে কো'ষ্ঠকাঠিন্য দূর হয়

7. উচ্চ র'ক্তচাপ নিয়ন্ত্রণে – সকালে খালি পেটে ৫টি পাতার রস খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে

8. বাতজ ব্য'থায় উপকারী – পাতার তেল গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায়

9. পি'ত্তজনিত রোগে উপকারি – পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে পিত্তের সমস্যা কমে

10. বমি বমি ভাব দূর করে – পাতার রস ও আদার রস মিশিয়ে খেলে বমি ভাব দূর হয়

11. ডায়াবেটিসে সহায়ক – রোজ সকালে জার্মানি পাতার রস পান করলে সুগার নিয়ন্ত্রণে থাকে

12. মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় – পাতার রস নিয়মিত খেলে একাগ্রতা বাড়ে

13. চুল পড়া রোধ করে – পাতার রস মাথার ত্বকে লাগালে চুলের গোড়া মজবুত হয়

14. দাঁতের মাড়ির রোগ সারায় – গরম পানিতে জার্মানি পাতার রস মিশিয়ে কুলি করলে উপকার হয়

15. জ্বর নিরাময়ে সহায়ক – পাতা সিদ্ধ করে খেলে জ্বর কমে

16. গরমে শরীর ঠান্ডা রাখে – পাতার রস ঠান্ডা পানিতে মিশিয়ে খেলে দেহ ঠান্ডা থাকে

17. শ্বাসক'ষ্টে উপকারী – পাতার রস মধু মিশিয়ে খেলে আরাম পাওয়া যায়

18. বি'ষক্রিয়া দূর করে – সাপ বা পোকামাকড় কাম'ড়ালে পাতা বেটে লাগানো উপকারী

19. চর্মরোগে ভালো কাজ করে – চুলকানি বা দাদে পাতার পেস্ট লাগানো যায়

20. মাথাব্য'থা উপশমে সহায়ক – পাতা বেটে কপালে লাগালে মাথাব্যথা কমে

21. ক্ষুধা বাড়ায় – পাতার রস খেলে খাওয়ার রুচি বাড়ে

22. ঘুম ভালো হয় – রাতে এক চামচ পাতার রস খেলে ভালো ঘুম হয়

23. র'ক্ত শুদ্ধ করে – পাতার রস নিয়মিত খেলে র'ক্ত বিশুদ্ধ হয়

24. ইমিউন সিস্টেম শক্তিশালী করে – সপ্তাহে ২ দিন রস খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে

25. জীবাণুনা'শক গুণ আছে – পাতা বেটে ঘায়ে লাগালে জীবা'ণু ধ্বং'স হয়

26. জুস

ক্যানসার একটি জটিল ও প্রাণঘাতী রোগ হলেও সঠিক জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রো...
12/08/2025

ক্যানসার একটি জটিল ও প্রাণঘাতী রোগ হলেও সঠিক জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। Learn More> https://healthbygk.blogspot.com/2025/08/cancer.html
#ক্যানসার
,

COPD একটি দীর্ঘস্থায়ী কিন্তু নিয়ন্ত্রনযোগ্য রোগ। সচেতনতা, সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে একজন COPD রোগীও স্ব...
02/08/2025

COPD একটি দীর্ঘস্থায়ী কিন্তু নিয়ন্ত্রনযোগ্য রোগ। সচেতনতা, সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে একজন COPD রোগীও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। Learn more> https://healthbygk.blogspot.com/2025/08/chronic-obstructive-pulmonary-disease.html

#শ্বাসকষ্ট #ফুসফুসের_রোগ #স্বাস্থ্য_ব্লগ #ধূমপান_বিরোধী #শ্বাসপ্রশ্বাস িকিৎসা #বাংলা_স্বাস্থ্যব্লগ

অগ্নিদগ্ধ বা দাহজনিত আঘাত (Burn Injury) মানুষের শরীরের একটি গুরুতর অবস্থা যা তাৎক্ষণিক চিকিৎসা, পর্যাপ্ত সেবাযত্ন ও সঠিক...
27/07/2025

অগ্নিদগ্ধ বা দাহজনিত আঘাত (Burn Injury) মানুষের শরীরের একটি গুরুতর অবস্থা যা তাৎক্ষণিক চিকিৎসা, পর্যাপ্ত সেবাযত্ন ও সঠিক খাদ্যপথ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করা না গেলে প্রাণঘাতীও হতে পারে। Learn More > https://healthbygk.blogspot.com/2025/07/blog-post_26.html

#অগ্নিদগ্ধ_চিকিৎসা #বাংলা_স্বাস্থ্য_ব্লগ #স্বাস্থ্য_সচেতনতা

14/07/2025

🧪 কোন্ রোগের জন্য কোন্ টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!

(Collected)

আপনার প্রিয়জনদেরও জানাতে পোস্টটি শেয়ার করুন।

এই ইনজেকশন সিস্টলিক ও ডায়াস্টলিক ব্লাড প্রেসার দুইই কমাতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রেই এটি দৈনিক খাওয়া ওষুধের চেয়ে...
01/07/2025

এই ইনজেকশন সিস্টলিক ও ডায়াস্টলিক ব্লাড প্রেসার দুইই কমাতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রেই এটি দৈনিক খাওয়া ওষুধের চেয়েও বেশি কার্যকর দেখা গেছে। আ‌রো জানুন> https://healthbygk.blogspot.com/2025/07/blog-post.html

#উচ্চরক্তচাপ #হৃদরোগ #রক্তচাপ_নিয়ন্ত্রণ #স্বাস্থ্যবিষয়ক #নতুনচিকিৎসা #স্বাস্থ্যজ্ঞান #হেলথবাইজিকে #দীর্ঘমেয়াদিচিকিৎসা
#হাইপারটেনশন #রক্তচাপ

স্ট্রোক একটি জরুরি ও জীবনঘাতী অবস্থা, কিন্তু সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। বিস্তা‌রিত ...
27/06/2025

স্ট্রোক একটি জরুরি ও জীবনঘাতী অবস্থা, কিন্তু সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। বিস্তা‌রিত জানুন> https://healthbygk.blogspot.com/2025/06/blog-post_27.html

#স্ট্রোক #স্বাস্থ্যজ্ঞান #স্ট্রোক_উপসর্গ #স্ট্রোক_চিকিৎসা #স্ট্রোক_প্রতিরোধ #বাংলা_স্বাস্থ্যব্লগ #মস্তিষ্কস্বাস্থ্য

প্রতিবছর প্রায় ৯.৪ মিলিয়ন মানুষ হার্ট অ্যাটাকে মারা যান। ৭৫% এর বেশি মৃত্যু ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। হৃদরোগ এখনও ব...
24/06/2025

প্রতিবছর প্রায় ৯.৪ মিলিয়ন মানুষ হার্ট অ্যাটাকে মারা যান। ৭৫% এর বেশি মৃত্যু ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। হৃদরোগ এখনও বিশ্বব্যাপী ১ নম্বর ঘাতক রোগ।
নিজের শরীরের সংকেতগুলো বুঝুন, সতর্ক থাকুন এবং এখন থেকেই হৃদয় সুস্থ রাখার জন্য সচেষ্ট থাকুন।
বিস্তা‌রিত জান‌তে ক্লিক করুন>
https://healthbygk.blogspot.com/2025/06/blog-post_24.html

#হার্টঅ্যাটাক #হৃদরোগ #হৃদযন্ত্রসুরক্ষা #স্বাস্থ্যসচেতনতা

কা‌লো‌জিরা ( Black Seed ) হাজার বছর ধরে  আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। ইসলামী ঐতিহ্য অন...
21/06/2025

কা‌লো‌জিরা ( Black Seed ) হাজার বছর ধরে আয়ুর্বেদিক, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন: “কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের জন্য উপকারী” – (সহীহ বুখারী)। এই উক্তিই স্বাস্থ‌্যরক্ষায় কালোজিরার গুরুত্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বিস্তা‌রিত জানুন > https://healthbygk.blogspot.com/2025/06/blog-post_21.html

#কালোজিরা #স্বাস্থ্যসচেতনতা #প্রাকৃতিকওষুধ #হারবালপণ্য #পুষ্টিগুণ #কালোজিরারউপকারিতা, , , ,

Address

Kotwali, Chottogram
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 22:00
Friday 09:00 - 00:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801790067509

Website

https://healthbygk.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when City+ Homeo Center chottogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to City+ Homeo Center chottogram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram