16/08/2025
গ্যাস্ট্রিকের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধের নামঃ-
▶️ এক জায়গায় বসে থেকে কাজ করে, মানসিক পরিশ্রম, ভাজা পোড়া, পোলাও মাংস খেলে বদহজম, রাজনৈতিক নেতা, উগ্র সোরা পান করে (মদ), বার বার মলত্যাগের ব্যার্থ প্রয়াস ও মলত্যাগের পর আরাম, যেকোন রোগে পুনঃ পুনঃ মলত্যাগের ইচ্ছা, মলত্যাগে / নিদ্রায় / বমি হলে আরাম পায়, জেদী, ঈর্ষাপরায়ন, হটকারী, শীতকাতর, পরিষ্কার-পরিচ্ছন্ন, শব্দ, গন্ধ ও স্পর্শ অনেক সময় তার কাছে অসহ্য হয়ে গূপড়ে। বুকজ্বলা এবং (বাতকর্ম / পাদ) বায়ু অনেক গ্যাস, এর ফলে বমি বমি ভাব এবং কিন্তু বমি হয় না। জিহ্বা মাখনের মতো স্তর দিয়ে আবৃত থাকে, পাকস্থলি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তাদের ঔষধ - নাক্স ভোম (Nux Vom)। বিশেষ করে বদহজম জনিত কারণে পেটে ব্যথা জন্য নাক্স ভোম (Nux Vom) একটি সেরা ওষুধ।
▶️ সন্ধাকালে চর্বি, তেল, ঘি সংযুক্ত গুরুপাক দ্রব্য খাওয়ার পর ডায়রিয়া, বমি, অর্জিন বা হজমের অসুবিধা ইত্যাদি পীড়ার উৎপত্তি, দুধ ও দুধের তৈরি খাবার খেলে হজমের অসুবিধা ও গ্যাস উৎপন্ন হয়। খাবারের স্বাদ তিক্ত , তিতা বা টক ঢেঁকুর; খাবারের খারাপ স্বাদ। তাদের ঔষধ - পালসেটিলা (Pulsatilla)। মসলা ও তৈল যুক্ত খাবার খাওয়ার পর পেট ব্যথায় পালসেটিলা (Pulsatilla) খুবই কার্যকরী।
▶️ পেটে ক্ষুদা, মুখে অরুচি, ন্যাবা বা জন্ডিস, তিক্ত স্বাদ, শাকসবজি খেতে পারো না, কোষ্ঠ্যকাঠিন্য তাদের ঔষধ হাইড্রাসটিস ক্যান (Hydrastis Can)_
▶️ আলসারের হোমিওপ্যথিক ঔষধ:- আলসার কথার অর্থ ক্ষত। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের ক্ষত, প্রদাহ, জ্বালা ক্ষত সহ আলসারের এর হোমিওপ্যাথিক ঔষধ ওরনিথুগেলাম (Ornithogalum- Q)
▶️ পেটে ব্যাথা, একটু চাপ দিলে উপশম, খুব রাগ, অত্যন্ত রাগান্বিত হওয়ার পর কোন পীড়ার উপত্তি (বাহ্য - (পায়খানার বেগ), বমি, পেট ব্যাথা,ঋতু বন্ধ, ফিট, মস্তিষ্কের কোন পীড়া):- কলোসিন্থ (Colocynthis) 3x
▶️ দেহের নানা স্থানের গন্ধ শুকতে থাকে। শিশুরা বিছানা ছেড়ে ঘরের মেঘেতে শুতে ভালোবাসে।
খাদ্য অপেক্ষা পানি খায় বেশি। নিজে নড়তে চায়না কিন্তু হুকুমজারি করে বিরক্ত ধরিয়ে দেয়, যখন যা বলবে তথনই তা করা চাই। দেহ, মন, পোশাকাদি সবই নোংড়া। ঘরের আসবাসপত্র ও টেবিল সব এলোমেলো করে রাখে, গুছিয়ে রাখা যেন সে বুঝেই না। ভোরে মলবেগে ঘুম ভেঙ্গে যায়। দুধ, মাছ, ডিম, মাংসে অরুচি / অনিচ্ছা। ছেড়া কাথায় শুয়েও নিজেকে বড় মনে করে। ধর্মীয় কথাবার্তা বলা পছন্দ করে ক