03/10/2023
*দন্ত বেদনা তুলনামূলক লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথি ওষুধ গুলা প্রয়োগ করা যেতে পারে*
এই রোগে অনেক সময় লোকে ভীষণ কষ্ট পায়। এলোপ্যাথিকে ইহার ঔষধ নাই, বেদনা নিবারণের জন্য কয়েক শ্রেণীর ট্যাবলেট ব্যবহার হয় কিন্তু ইহা ক্ষণস্থায়ী মাত্র । হোমিওপ্যাথিকে অনেক সময় ইহাতে মন্ত্রের মত উপকার হয়
যেমন :
*ঠাণ্ডা লাগিয়া বেদনা*— একোনাইট, বেলেডোনা, ক্যামোমিলা, মার্কাসল
*দাঁত নষ্ট হইয়া বেদনা*—ক্রিয়োজোট, স্ট্যাফিসেগরিয়া, মার্কসল, একোনাইট;
*স্নায়বীয় পীড়া*—ইগ্নেশিয়া, ক্যামোমিলা , কফিয়া,
*বাতজনিত পীড়া*—সিমি, মার্ক, ক্যামো;
*ঠাণ্ডায় উপশম*—এন্টিম-ক্রুড, কফি, ফস, ষ্ট্যাফি;
*গরমে উপশম*– আর্স, নক্স, রস, মার্ক;
*স্থির থাকিলে উপশম* - ফস, ষ্ট্যাফি;
*শীতল জলে বৃদ্ধি*—এন্টিম-ক্রুড, আর্জেন্ট, ষ্ট্যাফি;
*গরমে বৃদ্ধি*- এন্টিম-ক্রুড, ক্যামো রস;
*রাত্রিতে বৃদ্ধি*—বেল, কফি, সাইক্ল্যা, মার্ক;
* দন্তের মধ্যে গৰ্ত্ত*—ক্রিয়ো; মার্ক;
*বেদনা কান পৰ্য্যন্ত বিস্তৃত*—কষ্টি, ক্রিয়ো, মাৰ্ক, প্ল্যান্টেগো;
*মাঢ়ীতে শোষ*—সাইলি, এসিড-ফ্লোর, হেক্লা।
*দন্তের বাহিরে লাগানো ঔষধ*
প্ল্যান্টোগো–0, ইহাও উৎকৃষ্ট ঔষধ ও ঐ নিয়মে বাহ্যিক প্রযোজ্য ।
পোকা খাওয়া দন্তে—ক্রিয়োজোট—৪, তুলায় দিয়া অনবরত গর্ভ মধ্যে দিয়া রাখিবে
ব্যাথা উপশম হবে