Awal Homoeo National

Awal Homoeo National Homeopathy Doctor's services & Treatment & Medicine Seller etc

03/10/2023

*দন্ত বেদনা তুলনামূলক লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথি ওষুধ গুলা প্রয়োগ করা যেতে পারে*

এই রোগে অনেক সময় লোকে ভীষণ কষ্ট পায়। এলোপ্যাথিকে ইহার ঔষধ নাই, বেদনা নিবারণের জন্য কয়েক শ্রেণীর ট্যাবলেট ব্যবহার হয় কিন্তু ইহা ক্ষণস্থায়ী মাত্র । হোমিওপ্যাথিকে অনেক সময় ইহাতে মন্ত্রের মত উপকার হয়
যেমন :
*ঠাণ্ডা লাগিয়া বেদনা*— একোনাইট, বেলেডোনা, ক্যামোমিলা, মার্কাসল

*দাঁত নষ্ট হইয়া বেদনা*—ক্রিয়োজোট, স্ট্যাফিসেগরিয়া, মার্কসল, একোনাইট;

*স্নায়বীয় পীড়া*—ইগ্নেশিয়া, ক্যামোমিলা , কফিয়া,

*বাতজনিত পীড়া*—সিমি, মার্ক, ক্যামো;

*ঠাণ্ডায় উপশম*—এন্টিম-ক্রুড, কফি, ফস, ষ্ট্যাফি;

*গরমে উপশম*– আর্স, নক্স, রস, মার্ক;

*স্থির থাকিলে উপশম* - ফস, ষ্ট্যাফি;

*শীতল জলে বৃদ্ধি*—এন্টিম-ক্রুড, আর্জেন্ট, ষ্ট্যাফি;

*গরমে বৃদ্ধি*- এন্টিম-ক্রুড, ক্যামো রস;

*রাত্রিতে বৃদ্ধি*—বেল, কফি, সাইক্ল্যা, মার্ক;

* দন্তের মধ্যে গৰ্ত্ত*—ক্রিয়ো; মার্ক;

*বেদনা কান পৰ্য্যন্ত বিস্তৃত*—কষ্টি, ক্রিয়ো, মাৰ্ক, প্ল্যান্টেগো;

*মাঢ়ীতে শোষ*—সাইলি, এসিড-ফ্লোর, হেক্লা।

*দন্তের বাহিরে লাগানো ঔষধ*
প্ল্যান্টোগো–0, ইহাও উৎকৃষ্ট ঔষধ ও ঐ নিয়মে বাহ্যিক প্রযোজ্য ।
পোকা খাওয়া দন্তে—ক্রিয়োজোট—৪, তুলায় দিয়া অনবরত গর্ভ মধ্যে দিয়া রাখিবে
ব্যাথা উপশম হবে

29/09/2023

*_ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব অভ্যাস মাঝে_*

জীবনযাপনের কিছু অভ্যাসের ওপর নির্ভর করে ত্বকে বলিরেখা দ্রুত পড়বে না, সময় নেবে।
কিছু অভ্যাস রপ্ত করলে ত্বকে বলিরেখা ও বয়সের ছাপ পড়ার গতি ধীর হয়।

বয়স ধরে রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম। তবে বেশিরভাগ মানুষ এই কাজটি ঠিকমতো করেন না। তারুণ্য ধরে রাখতে ও বয়সের ছাপ কমাতে তাই সচেতন হন।
আসুন জেনে নিই ত্বকে বয়সের ছাপ কমানোর উপায়-

*১*
পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কারণ খাদ্যাভ্যাস ত্বকের ওপর প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত খাবার না খেয়ে পরিচ্ছন্ন খাবার খাওয়া উচিত।

*২*
তাজা ফল, সবজি ও বাদাম খেতে পারেন। এসব খাবার ত্বক ভালো রাখে।

*৪*
ত্বক আর্দ্র রাখতে দৈনিক পর্যাপ্ত পানি পান করুন আর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক আর্দ্র থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে।

*৫*
ধূমপান ও অ্যালকোহলের বদ অভ্যাস ত্যাগ করতে হবে। ধূমপান ও অ্যালকোহল চেহারায় বয়সের ছাপ পড়ার অন্যতম কারণ।

*৬*
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে রাতে ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। ঘুমের সময় ত্বকের কোষকলা বৃদ্ধি পায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

*রচনার শেষ অংশে বলা যায় অবেহেলা জনিত কারনে আমরা দ্রত বয়সের চাপ মুখে নিয়ে আসব চির কুমার কুমারি থাকার আর সুযোগ থাকবে না বাকী টা আল্লাহ ভরসা*

01/09/2023

এই মহা জাগিতিক ষুগে বিশ্বাসের ঢেকি গেলা মূল বিষয়।
কারন বিশ্বাস ছাড়া আগানো যায় না। এই বিশ্বাস কি?
বিশ্বাস হল *law of nature* যা অটোমেটিক ভাবে যা ঘটছে যা হচ্ছে, কে ঘটাচ্ছে , source কি, উওর অজানা, তাহলে সহজ কথা বলা ষায় সৃষ্টতও্ব , যিনি সৃষ্টি করেছেন, বাংলা বলা যায় সৃষ্টা বা কোরানের ভাষায় আল্লাহ বা বাইবেলের ভাষায় ঈশ্বর।

কোরানের কথা:
আল্লাহ তা'আলা হষরত মুহাম্মদ (স) কাছে নাযিল করেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানী মহাগ্রন্থ কুরআনুল কারীম।
এটি মানবজাতির পথনির্দেশক। মহান আল্লাহ ইরশাদ করেন:
*এ গ্রন্থে কোন সংশয়-সন্দেহ নেই। যারা মুত্তাকী হতে চায় এটা তাদের জন্য হেদায়াত*

*_বাইবেল কি বলে বা বাইবেলের কথা:_*
*যাদের হৃদয় শুদ্ধ তারা সকলকেই শুদ্ধ দেখেন। কিন্তু যাদের হৃদয় অশুদ্ধ এবং অবিশ্বাসী তাদের কাছে পৃথিবীর কিছুই বিশুদ্ধ নয়; কারণ তাদের মন এবং বিবেক, দুটোই নোংরা*

*যিনি ঈশ্বরে বিশ্বাসী, তিনি সুখী*
সুতরাং দিন শেষে কি বুঝা গেল, আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য আগমন এবং কিছু কাজবাজ করে ফেরত যেতে হবে
সৃষ্টিকর্তার কাছে, উনি খুশি হবেন যদি উনার ইবাদত বা গোলামী
করা যায়। আর কি বলব এটা সঠিক কথা।

15/08/2023

মানুষ সৃষ্টি করে মহনা আল্লাহ ক্লান্ত হননি বরং তাদের দিয়েছেন ভাল ও মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা, মুক্ত ও স্বাধীনভাবে জমীনে বিচরণের অধিকার, চিন্তার স্বাধীনতা প্রভৃতি।
তিনি বলেন: *শপথ মানুষের এবং তার, যিনি তাকে সুঠাম করিয়েছেন, অত:পর তাকে তার অসৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছেন। সে-ই সফলকাম হবে, যে নিজেকে পবিত্র করবে এবং সে-ই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে*

প্রকৃতপক্ষে মানুষের শ্রেষ্ঠ জীব হওয়ার মূলে যে বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বের দাবীদার তা হলো জ্ঞান। তিনি মানুষকে জ্ঞানের ভান্ডার দান করেছেন, শুধু তাই নয়, এ জ্ঞানের দ্বারাই মানুষ ফিরিশতাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।
এ মর্মে তিনি ইশরাদ করেন:
*পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না*

_দিন শেষে এটা বলা যায় আমাদের বাহাদুরি নাই, সব বাহাদুরি আল্লাহর যত বেচে থাকব উনার করুনায় বেচে থাকব, যত বয়স বাড়বে কবর কাছে টানবে, কারন যাওয়ার সময় কি নিবো আর কি ফেলে যাব, কিছু নেতে পারব না, দুই চোখের পানি ঢেলে আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া কিছু নাই, এই নিষ্ঠুর পৃথিবী তোমাকে আমাকে ভূলে যাবে, কবরে রাখার পর মাংসপিন্ড শরীর থেকে জড়ে যাবে, হাড্ডি গুড্ডি একদিন মাটির সাথে মিশে যাবে_

Address

Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801833291547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Awal Homoeo National posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Awal Homoeo National:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category