Dr.Habib Al Mushahid Thasin's Prescription

Dr.Habib Al Mushahid Thasin's Prescription Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Habib Al Mushahid Thasin's Prescription, Medical and health, west Mader Bari, Chittagong.

25/04/2024
22/11/2023

জেনে রাখুন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--

ওয়ার্ড ১- জরুরী বিভাগ
ওয়ার্ড ২- চর্ম ও যৌন বিভাগ
ওয়ার্ড ৩- মানসিক বিভাগ
ওয়ার্ড ৬- রেডিওথেরাপি বিভাগ
ওয়ার্ড ৭- ডেন্টাল ও শিশু (বহিঃবিভাগ)
ওয়ার্ড ৮- শিশু ও মেডিসিন
ওয়ার্ড ৯- শিশু বিভাগ
ওয়ার্ড ১০- প্রসাশনিক ব্লক
ওয়ার্ড ১১- সি সি ইউ
ওয়ার্ড ১২- কার্ডিওলজি বিভাগ
ওয়ার্ড ১৩- মেডিসিন বিভাগ ১
ওয়ার্ড ১৪- মেডিসিন বিভাগ ২
ওয়ার্ড ১৫- রেডিওলজি বিভাগগ
ওয়ার্ড ১৬- মেডিসিন বিভাগ ৩
ওয়ার্ড ১৭- নেফ্রোলজী বিভাগ
ওয়ার্ড ১৮- নিউরো মেডিসিন বিভাগ
ওয়ার্ড ১৯- নাক,কান,গলা
ওয়ার্ড ২০- চক্ষু বিভাগ
ওয়ার্ড ২১-ও,টি (পশ্চিম)
ওয়ার্ড ২২- আই,সি,ইউ
ওয়ার্ড ২৩- ও,টি (পূর্ব)
ওয়ার্ড ২৪- সার্জারি ইউনিট ১
ওয়ার্ড ২৫- সার্জারি ইউনিট ২ ও থোরাসিক সার্জারি ইউনিট
ওয়ার্ড ২৬; ৭৯- অর্থোপেডিক্স সার্জারি
ওয়ার্ড ২৭- সার্জারি ইউনিট ৩
ওয়ার্ড ২৮- নিউরো সার্জারি বিভাগ
ওয়ার্ড ২৯- কেবিন (সাধারণ)
ওয়ার্ড ৩০- কেবিন (গৃহিণী)
ওয়ার্ড ৩১- গাইনী (স্ত্রী রোগ)
ওয়ার্ড ৩২- নিউনেটাল পেয়িং
ওয়ার্ড ৩৩- প্রসূতি বিভাগ
ওয়ার্ড ৩৪- মা ও শিশু বিভাগ
ওয়ার্ড ৩৫- ইউরোলজি বিভাগ
ওয়ার্ড ৩৬- বার্ণ ও প্লাস্টিক বিভাগ
ওয়ার্ড ৩৭- রক্ত রোগ বিভাগ
ওয়ার্ড ৩৮- গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ,লিভার কেন্সার
ওয়ার্ড ৩৯- এন্ড্রোক্রাইনোলজি বিভাগ,ডায়বেটিস আর হরমোন
ওয়ার্ড ৭৭- কার্ডিয়াক সার্জারি
ওয়ার্ড ৮৩,৮৪- শিশু সার্জারি
ওয়ার্ড নং ২০৪ : পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ওয়ার্ড
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন, সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ২০২: অর্থোডন্টিকস ওয়ার্ড
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও সুন্দর করেন।
ওয়ার্ড নং ২০১ : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিকস ওয়ার্ড : দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ১০৭ : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ওয়ার্ড :
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও চোয়ালের ফ্র্যাকচার, সিস্ট, টিউমার,
মুখের ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয় রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।
ওয়ার্ড নং২০৫ :প্রস্থোডন্টিকস ওয়ার্ড
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপন ইত্যাদি করেন।
ওয়ার্ড নং ১১০ : পেরিওডন্টোলজি ওয়ার্ডঃ দাঁতের স্কেলিং সহ মাড়ির রোগের চিকিৎসা করেন।

Helpful in Diabetic patients!না পড়লে ইনসুলিন এডজাস্টমেন্ট টা মাথায় সেট হবে না!অতএব ধৈর্য নিয়ে পড়ার অনুরোধআমাদের শরীরে সা...
05/10/2023

Helpful in Diabetic patients!
না পড়লে ইনসুলিন এডজাস্টমেন্ট টা মাথায় সেট হবে না!অতএব ধৈর্য নিয়ে পড়ার অনুরোধ
আমাদের শরীরে সাধারনত 1 U/1hr হিসাবে insulin রিলিজ, তাছাড়া, প্রতিবার খাবার পর 8U/meal হিসাবে রিলিজ হয়, যেহেতু সাধারনত আমরা তিনবেলা খাই তাই 8*3=24U আলাদাভাবে তৈরী হয়, তাহলে প্রতি ঘন্টায় 1U করে 24 ঘন্টায় 24U ও তিনবেলা খাবার পর 24 U, অর্থাত একটা Rough হিসাব করলে 24 ঘন্টায় 48 U insulin তৈরি হয়, এটাকে আবার 2U/hr ধরলেও মোটামোটি exact না হলেও রাফ হিসাবে ধরা যায়!তবে বুঝার সুবিধার্থে প্রতি ঘন্টায় 1U ও খাবার পর 8U insulin হিসাবটা মাথায় রাখলে ডোজের বিষয়টা অনেক ক্লিয়ার হবে!
এখন কথা হলো, খাবার পর বডির হঠাত বেড়ে যাওয়া Glucose হলো Post prandial, এই গ্লুকোজ কমানোর জন্য ঐ খাবার পর পর তিনবেলা যে meal insulin রিলিজ হলো সেটাকে বলে Bolus Insulin...তাহলে OGTT/2HABF করলে আমরা Post prandial Glucose ও Bolus insulin এর ধারনা পাই!
আর প্রতি ঘন্টায় যে insulin তৈরী হয়, সেটা Basal insulin, তাহলে RBS/FBS করে আমরা এই Basal Insulin এর ধারনা পাই!!ব্যস এটুকু কথা মাথায় থাকলে বাকি জিনিস এক্কেরে পানির লাহান!
এখন Insulin কিন্তু প্রধানত তিন প্রকার Short, Intermediat & Long acting.
এখানে কিছু কথা আগাম বলে রাখা ভাল, classical symptom থাকলে OGTT/FBS/RBS যেকোন একটি যদি ডায়াবেটিক রেন্জের মধ্যে আসে তবে ডায়বেটিস কনফার্ম, আর যদি classical symptoms না থাকে তবে অবশ্যই OGTT/FBS/RBS এর যেকোন দুইটি টেস্ট ডায়াবেটিস রেন্জের মধ্যে থাকলে কেবল ডায়াবেটিস বলা যাবে নতুনা নয়!এটা নিচের প্যারার সাথে কোরিলেট করে ইনসুলিন ডোজ এডজাস্ট করতে হবে
ধরুন কোন রোগির OGTT report diabetic, but RBS/FBS এ মোটামোটি রেন্জের মধ্যে, তাহলে বুঝতে হবে যে রোগির Bolus Insulin ঠিকমত তৈরী হচ্ছে না, মানে স্বাভাবিক অবস্থায় প্রতি ঘন্টায় যে 1U insulin তৈরী হয় সেটা ঠিক, বাট খাবার পরের 8U insulin তৈরী হচ্ছে না, তাহলে এবার আপনি বলেন কোন ইনসুলিন দিবেন?অবশ্যই short acting..... কি বুঝা গেলো?কারন শুধু খাওয়ার পরের ইনসুলিন না থাকায় তার রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, আর ঐদিকে প্রতি ঘন্টার ইনসুলিন কিন্তু ঠিকই আছে(RBS/FBS in normal range) তাহলে এখানে শুধুমাত্র Short acting দিতে হবে, যেটা ঐ Bolus Insulin এর replacement.... clear?
এখন short acting insulin সাধারনত তিনবেলাই খাবার আগে দিতে হয়, কারন মানুস প্রধান খাবার খায় তিনবেলা, তাই তিনবেলার 8U Bolus Insulin এর রিপ্লেসমেন্ট করতে হবে ঐ short acting insulin দিয়ে
এবার আসেন রোগির FBS/RBS ই diabetic, এর মানে হলো এই রোগির প্রতি ঘন্টায় যে ইনসুলিন তৈরী হয় সেটাই impaired, অর্থাত সারাদিনের Basal ইনসুলিন যেটা আস্তে আস্তে রিলিজ হয় সেটা নাই, অথবা কম, তাহলে এখানে short acting দিয়ে কি সারাদিনের কাম হবে?জী না, হবে না!তাই এখানে লাগবে Intermediate বা long acting
এবার আসেন অংক করি!
সাধারনত 0.5U/kg/day হিসাবে একজন ব্যক্তির টোটাল daily requirements of insulin calculate করতে হবে, এই টোটালের 40% পাবে রাতে (এটা Basal Insulin হিসাবে intermediate/long acting ) অথবা, টোটালের 60% কে তিনভাগ করে ১ ভাগ সকালে, ১ ভাগ দুপুরে, ১ ভাগ রাতে খাবার আগে নিবে short acting হিসাবে
যদি ওজন 70kg হয়, তবে দিনে টোটাল পাবে 70*0.5=35 U.. এর 40% পাবে রাতে, অর্থাত 35*40%= 14U রাতে পাবে, এটা Basal হিসাবে দিতে হবে অর্থাত intermediate /long acting
অথবা, 35 এর 60%= 21, roughly 21 কে তিনভাগ 21/3=7U পাবে সকালে, দুপুরে ও রাতে খাবার আগে, এটা অবশ্যই bolus insulin বা short acting
এখন কখন কোনটা দিবো?
যদি টার্গেট লেভেল 4-7mmol না হয় তবে ডোজ এডজাস্ট করতে হবে
নতুন ডায়বেটিস, ভাল কথা, প্রথমে ওরাল ট্যাবলেট + লাইফ স্টাইল মডিফিকেশন, তাতেও না হলে, কম্বো ওরাল ড্রাগস, তাতেও না হলে দেখুন কোন ইনসুলিনে সমস্যা....যদি উপরিউক্ত থিওরি অনুযায়ী Bolus insulin এ ঝামেলা তাহলে Short acting start করুন, আর যদি basal insulin এর সমস্যা তাহলে intermediate /long acting at bedtime start করেন ঐ অংক করে
ধরেন short acting শুরু করেও ডোজ অনেক বেশি লাগছে তাও কন্টোল হচ্ছে না, তখন RBS/FBS চেক করলে দেখা যাবে যে basal insulin ও খারাপ হয়ে গেছে, তখন তিনবেলা short acting এর সাথে bedtime long/intermediate acting start করুন....আবার যদি আগে bedtime long/
intermediate acting শুরু করলেন পরে কন্টোল হচ্ছে না, তখন OGTT করলে দেখা যাবে যে bolus insulin ও গ্যাছে গা, তখন তিনবেলা short acting start করতে হবে!যাই করি না কেনো টার্গেট 4-7mmol হতে হবে!
ডোজ বাড়ানোর ক্ষেত্রে প্রতি রাতে ও সকালে 1U করে বাড়াতে হবে যতখন টার্গেট 4-7mmol না আসে, এখন এরকম কোন নিয়ম নেই যে কতদুর পর্যন্ত ডোজ বাড়াতে হবে, আপনি চাইলে ডুয়াল টাইপ ইনসুলিন দিতে পারেন, অথবা সিংগেল টাইপ ও দিতে পারেন, আবার কম্বো ও দিতে পারেন!
তবে শুরুতে আপনি short বা long acting কোনটা দিবেন সেটা নির্ভর করবে কোন বডির কোন ইনসুলিনে সমস্যা হৈছে basal এ, নাকি bolus এ!যেটা ডিফেক্টিভ সেটা দিয়ে শুরু করবেন, তারপরও না হলে ঐটায় প্রতি রাতে ও সকালে বাড়াতে থাকেন 1U করে যতখন টার্গেট 4-7mmol না আসে, অনেক বেশি ডোজ লাগলে তখন সাথে আরেক টাইপ ইনসুলিন এড করতে পারেন!ইনসুলিন শুরু করতে চাইলে একদম প্রথমেই দুই টাইপ ইনসুলিন একত্রে শুরু না করাই ভাল, তাতে হাইপো হওয়ার সম্ভাবনা কম।
Courtesy :
Dr.Belal Uddin sir

আপনারা কি জানেন? স্ট্রোক এবং অচেতন রোগী গুলো সবচেয়ে বেশি মারা যায় কি কারনে?  ডাক্তারের ভুল চিকিৎসা? নার্সের গাফেলতি? নাক...
10/12/2022

আপনারা কি জানেন? স্ট্রোক এবং অচেতন রোগী গুলো সবচেয়ে বেশি মারা যায় কি কারনে?

ডাক্তারের ভুল চিকিৎসা? নার্সের গাফেলতি? নাকি স্ট্রোক একটা মারাত্মক রোগ সেই কারনে?
আপনারা সত্যি যেনে বিস্মিত হবেন যে এই রোগী গুলো মারা যায় তাদের সবচেয়ে প্রিয় জনের কারনে তার হাত দিয়েই।

👨🏻‍⚕️: Confused হয়ে যাচ্ছেন? তাহলে ভেংগেই বলছি।

অন্ননালী এবং শ্বাসনালী খুব কাছা কাছি থাকে। এমনি সচেতন একজন মানুষের শ্বাসনালী তে খাবার ঢুকতে চাইলে কাশি দিয়ে সেটাকে সে বের করে দেয়।কিন্তু রোগী যখন অজ্ঞান অবস্থায় থাকে। তখন এই কাশি দেবার Reflex তার থাকে না। বারবার বলে দেবার পর ও রোগীর আত্মীয় স্বজন রা রোগী কে শুয়ে থাকা অবস্থায় মুখে খাবার এবং তরল দিয়ে থাকে। হয়তো ভাবে , এ আর এমন কি? তাই শুয়েই খাওয়ায় দুধ ,ডাল , স্যুপ। যেটা রোগীর শ্বাসনালী দিয়ে ফুসফুসে যেতে থাকে। সেখানে সেখানে মারাত্মক রকম প্রদাহ করে। যেটাকে আমরা বলি .

যেটার মৃত্যু হার অনেক অনেক বেশি। বেশির ভাগ ক্ষেত্রেই রোগী কে আর বাচানো সম্ভব হয় না।
এই জন্য অজ্ঞান রোগীকে তরল খাবার একান্তই যদি মুখে দিতে হয় সেক্ষেত্রে আমাদের তাকে বালিশে হেলান দিয়ে বসিয়ে তারপর মুখে দিতে হবে।
আপনার মা , আপনার বাবা কে অসুস্থ সময় পাশে থেকে কতোই না কষ্ট করে যাচ্ছেন একটু সেবা করার জন্য। কিন্তু আপনার সামান্য ভুলের জন্য আপনার অজান্তেই আপনার প্রিয় মানুষটি আপনার কারনে আপনার হাতেই খুন হয়ে যাচ্ছে। এটা যদি কেউ জানতে পারে সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে?

Shakespeare এর ম্যাকবেথ নাটকে অনুশোচিত লেডি ম্যাকবেথের মতো তখন সারাজীবন মনে হতে থাকবে ,

" All the perfumes of Arabia will not sweeten this little hand. "

" আরবের সব সুগন্ধিও এই ছোট হাত কে আর সুবাসিত করতে পারবে না। "

©©©

ছেলেটির নাকের উপর বড়সড় এক প্রজাপতি বসে আছে! এটা হল butterfly rash. SLE তে থাকে।Male SLE কমই দেখা যায়। এর আগে Male SLE কয়...
10/12/2022

ছেলেটির নাকের উপর বড়সড় এক প্রজাপতি বসে আছে! এটা হল butterfly rash. SLE তে থাকে।

Male SLE কমই দেখা যায়। এর আগে Male SLE কয়েকটা দেখলেও এত সুন্দর butterfly rash এই প্র‍থম দেখলাম। SLE তে Male Female ratio চিন্তা করতে করতে দৃশ্যমান হল পর্দার আড়ালে থাকা অজস্র অজানা তথ্য।

একটু পিছনে ফিরে যাই। ছেলেটির জন্ম হল। তার প্রসাবের মুখে সমস্যা, ডায়াগনোসিস হল severe hypospadias, অপারেশন করে ঠিক করা হল।

তারপর পার হল অনেকগুলো বছর, সে তখন শৈশব থেকে কৈশরে পড়েছে। হঠাৎ সে খেয়াল করলো তার প্রসাবের সাথে রক্ত যায় - Hematuria.

এই সমস্যা নিয়ে গেল চিকিৎসকের কাছে। examination করে দেখা গেল তার undescendent te**es. USG করে দেখা গেল inguinal region এর দুই পাশে দুটো কি জানি আছে, হয়তো এ দুটোই সেই undescended te**es. আর তেমন কিছু বলা হল না রিপোর্টে। কয়েকদিন পর এমনিতেই বন্ধ হল তার Hematuria.

তারপর আবার শুরু হল। এবার আর একটু ভাল USG করা হল, পাওয়া গেল Uterus, তার দুই পাশে থাকা ও দুটো ছিল O***y!

তার যে Hematuria হত সেটি ছিল Menstruation!

বাইরে দেখতে male - কিন্তু ভিতরে সব female reproductive organs, এই অবস্থা দেখে অনুমেয় তার phenotype Male কিন্তু genotype Female.

অনুমান অনুযায়ী genetically সে Female হলে - phenotypically কেন Male হল???

phenotypically Male হতে পারে তখন যখন শরীরে কোন কারণে অতিরিক্ত Testosterone তৈরি হয়।

Male & Female উভয়েরই তো Adrenal gland আছে যার Adrenal cortex এর zona reticularis থেকে তৈরি হয় Androgen যা কাজ করে Testosterone হিসেবে।

কোন কারণে এই Adrenal gland যদি বেশি বেশি Androgen প্রোডাকশন করে তবে Male দের তেমন কোন ঝামেলা না হলেও, ঝামেলা হয় Female দের।

Adrenal gand থেকে excess Androgen production দুটো Adrenal disease এ হতে পারে,
1. Congenital Adrenal Hyperplasia (CAH)
2. Functioning Adrenal tumor

1. CAH তে Adrenal gland এ কোন cellular hyperplasia হয় - আর তাতেই কোন একটি হরমোন বেশি বেশি তৈরি হয়, অনেকে এমনটা মনে করতে পারেন। কিন্তু আসল ঘটনা হল কিছু enzyme defect এর জন্য এই রোগটি হয়। most common enzyme defect হল 21-OH enzyme deficiency, যে enzyme এর কাজ হল cholesterol থেকে Aldosterone ও Cortisol তৈরি করা। কিন্তু enzyme defect থাকায় Adrenal cortex থেকে Aldosterone ও Cortisol কম তৈরি হবে, কাঁচামাল cholesterol থেকে তৈরি হবে বেশি বেশি Androgen.
অর্থাৎ CAH এ সাধারণত বেশি বেশি Androgen, এবং কম কম Cortisol, Aldosterone তৈরি হবে।

2. অন্যদিকে Functioning Adrenal tumor এ tumor cell থেকে সবগুলো হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে।
অর্থাৎ বেশি বেশি Androgen এর পাশাপাশি বেশি বেশি Cortisol, Aldosterone, Catecholamines (pheochromocytoma) তৈরি হচ্ছে।
তাই Androgen বেশি হয়ে Male phenotype এর পাশাপাশি, Aldosterone বেশি হয়ে Conn syndrome হবে, Cortisol বেশি হয়ে Cushing syndrome হবে, Catecholamines বেশি হয়ে হবে Hypertension Headache Sweating Palpitation.

এই রোগীর Male phenotype ছাড়া Conn, Cushing, Hypertension এগুলোর কিছু নেই। তাই অনুমান করতে পারি তার Androgen excess এর কারণ
Functioning Adrenal tumor না, বরং এটি Congenial Adrenal Hyperplasia (CAH).

CAH প্রমাণে করা হল 21-OH enzyme assay, যা কম পাওয়া গেল। অর্থাৎ ঘটনা প্রমাণিত!!!

কিন্তু আসলেই তার genotype Female কিনা সেটা নিশ্চিত হতে করতে হবে Karyotyping. করা হল, রিপোর্ট 46 XX.

অর্থাৎ বাইরে দেখতে Male হলেও সে প্রকৃতপক্ষেই Female!

ছোট বেলা থেকে সে পারিবার ও সমাজে ছেলে হিসেবে স্বীকৃত। excess Androgen তার cl****is কে ছোটকাল থেকেই virilization করে clitoromegaly তৈরি করেছে, ফলে তৈরি হয়েছে হুবুহু male p***s এর মত ambiguous genitalia.

ফাইনালি তার Dx হল: 46 XX DSD (disorder of sexual development) with SLE

ছেলেটার genotype Female, মেয়ে হিসেবে বেঁচে থাকাটাই তার নিয়ম, কারণ তার Functional Uterus & O***y আছে, কিন্তু তার যে P***s সেটি non-functional Clitoromegaly মাত্র, এটি দিয়ে reproduction সম্ভব নয়।

কিন্তু নিয়তি অন্যরকম। সমাজ তার বাহ্যিক পুরুষ রুপ দেখে অভ্যস্ত। সেও চায় এই রুপেই জীবন পার করতে। তাকে several episode counselling করা হয়েছে। চলছে আইনগত বিষয়গুলো পর্যালোচনা। তার স্বাধীন ইচ্ছাকে প্রাধান্য নিয়ে সার্জারি করে ফেলে দেয়া হবে তার Uterus & O***y, দেয়া হবে Male hormone supplement. অর্থাৎ সে Male হিসেবেই বাঁচবে, কিন্তু Reproductive থাকবে না।

প্রকৃতি কত অদ্ভুত। ছেলেটার Male SLE নিয়ে ভাবতে ভাবতে আড়ালে খুঁজে পাওয়া গেল অজানা এক রহস্যময় জগৎ।

লেখা ঃ ডা কাউসার উদ্দীন।

04/12/2022

চট্টগ্রাম মেডিকেলে নামমাত্র মূল্যে ৩৫ ধরনের টেস্ট, রোগীদের অনেকে জানেই না
প্রাইভেট ল্যাব থেকে কয়েকগুণ কম খরচ!!

চট্টগ্রাম নগরীর প্রাইভেট ল্যাবে যে সিবিসি পরীক্ষা করাতে লাগে ৬০০ টাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ল্যাবে সেটা করাতে খরচ মাত্র ২০০ টাকা। কিডনির পরীক্ষা ক্রিয়েটিনিন বাইরে করাতে লাগে ৩০০ থেকে ৪০০ টাকা। অথচ সেই একই পরীক্ষা চট্টগ্রাম মেডিকেলের ল্যাবে করালে খরচ পড়ে মাত্র ৫০ টাকা। লিপিড প্রোফাইলে মেডিকেল ল্যাবে লাগে ৩০০ টাকা, আর প্রাইভেট ল্যাবে গেলেই সেই পরীক্ষায় লাগে ১ হাজার টাকা।

এভাবে অনেকটা নামমাত্র মূল্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ল্যাবে আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে করানো হচ্ছে প্রায় সব ধরনের ডায়াগনোসিস পরীক্ষা। অথচ এর বিপরীতে চট্টগ্রাম নগরীর বেসরকারি ল্যাবগুলোতে পরীক্ষার জন্য রীতিমতো রোগীদের গলাকাটা হচ্ছে। সবরকম সুবিধা থাকলেও চট্টগ্রাম মেডিকেলের এই ল্যাব শুধুমাত্র প্রচারের অভাবে প্রায় আড়ালে থেকে গেছে। অথচ এটিই হতে পারে এই অঞ্চলের রোগীদের অল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা করানোর নির্ভরযোগ্য জায়গা। দেখা যায়, প্রাইভেট ল্যাবে উচ্চমূল্যে পরীক্ষা-নিরীক্ষা করাতে না পেরে গরিব রোগীদের অনেকে অর্থাভাবে শেষপর্যন্ত বাড়ি ফিরে যায়। মেডিকেলের এই ল্যাব তাদের জন্য হতে পারে ভরসার বড় জায়গা।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৪ তলায় ল্যাবরেটরি মেডিসিন বিভাগে গড়ে উঠেছে এই প্যাথলজি ল্যাব। নতুন বিল্ডিংয়ের নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত বিভিন্ন রোগের বহির্বিভাগীয় চিকিৎসা দেওয়া হয়। আর চতুর্থ তলায় রয়েছে এই অত্যাধুনিক ল্যাব। সেখানে রয়েছে রোগ নির্ণয়ের জন্য দক্ষ জনবল। রয়েছে অত্যাধুনিক মেশিন। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন রোগীর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০টি নানা রোগের টেষ্ট এখানে করা হয়ে থাকে। বর্হিবিভাগের রোগীদের জন্য ল্যাবটি দুপুর ১টা পর্যন্ত সেবা দিলেও ইনডোরের রোগীদের জন্য সেবা চালু থাকে রাত নয়টা পর্যন্ত।

কোন্ পরীক্ষার খরচ কতো?

চট্টগ্রাম মেডিকেলের প্যাথলজি ল্যাবে রক্তের সিবিসি পরীক্ষা করাতে খরচ ২০০ টাকা (বেসরকারি ল্যাবে ৬০০ টাকা), পিবিএফ পরীক্ষা ১০০ টাকা (বাইরের ল্যাবে ৪০০ টাকা), এমপি পরীক্ষা ২০ টাকা (বাইরের ল্যাবে ১৫০ থেকে ২০০ টাকা), আরবিএস পরীক্ষা ৬০ টাকা (বাইরের ল্যাবে ১৮০ থেকে ২০০ টাকা), ক্রিয়েটিনিন পরীক্ষা ৫০ টাকা (বাইরের ল্যাবে ৩০০ থেকে ৪০০ টাকা), লিপিড প্রোফাইল ৩০০ টাকা (বাইরের ল্যাবে ৬০০ থেকে ৮০০ টাকা), ইলেকট্রোলাইট পরীক্ষা ২৫০ টাকা (বাইরের ল্যাবে ৬০০ থেকে ৮০০ টাকা), এসজিপিটি পরীক্ষা ৭০ টাকা (বাইরের ল্যাবে ৩০০ থেকে ৪০০ টাকা), ইউরিন আর/ই পরীক্ষা ২০ টাকা (বাইরের ল্যাবে ১৮০ থেকে ২৫০ টাকা), স্টুল আর/ই পরীক্ষা ২০ টাকা (বাইরের ল্যাবে ১৫০ থেকে ২০০ টাকা), ইউরিক এসিড পরীক্ষা ১০০ টাকা (বাইরের ল্যাবে ২৫০ থেকে ৩০০ টাকা), বিলিরুবিন পরীক্ষা ৬০ টাকা (বাইরের ল্যাবে ২৫০ টাকা)।

এছাড়া মেডিকেলের ল্যাবে এসজিপিটি পরীক্ষা করাতে খরচ পড়ে ৭০ টাকা, পিসি পরীক্ষা ৫০ টাকা, এএসও টাইটর পরীক্ষা ১০০ টাকা, বিটি.সিটি পরীক্ষা ৩০ টাকা, টিজি পরীক্ষা ৫০ টাকা, এইচবি% পরীক্ষা ৩০ টাকা, কোলেস্টেরল পরীক্ষা ৫০ টাকা, এফবিএস পরীক্ষা ৬০ টাকা, আরএ পরীক্ষা ৬০ টাকা, এস ক্যালসিয়াম পরীক্ষা ৮০ টাকা, ওজিটিটি পরীক্ষা ১২০ টাকা, অ্যালক্যালাইন ফসফেট পরীক্ষা ৭০ টাকা, ইউপিটি পরীক্ষা ৮০ টাকা, এচবিএ ওয়ান সি পরীক্ষা ৩০০ টাকা, ডোপ টেস্ট ৯০০ টাকা, ইউরিয়া পরীক্ষা ৫০ টাকা, সিমেন অ্যানালাইসিস ৫০ টাকা, বিলিরুবিন পরীক্ষা ৬০ টাকা, এস অ্যালবুমিন পরীক্ষা ১৫০ টাকা, ইএসআর পরীক্ষা ৩০ টাকা, ভিডিআরএল পরীক্ষা ৫০ টাকা এবং সিআরপি পরীক্ষায় খরচ মাত্র ১৫০ টাকা।

জানা গেছে, নতুন করে চট্টগ্রাম মেডিকেলের প্যাথলজি ল্যাবে যুক্ত হয়েছে বিআরটিএ থেকে লাইসেন্সপ্রাপ্ত মোটরচালকদের ডেপ টেস্ট। এটি করা যাচ্ছে ৯০০ টাকায়।

চট্টগ্রাম মেডিকেলের প্যাথলজি ল্যাবের ইনচার্জ শুভাশীষ বড়ুয়া রাজু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হাসপাতালের পরিচালক মহোদয়ের নির্দেশে কোনো রোগী যাতে রোগ নির্ণয়ের সেবা থেকে বঞ্চিত না হয়, বাড়ি ফেরত না যায় তার জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় এখানে রোগ নির্ণয়ের সঠিকতা শতভাগ।’

তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চান রোগীরা রোগ নির্ণয়ের জন্য বেসরকারি ল্যাবে না গিয়ে এখানে আসুক। আমাদের লোকবল থেকে কয়েকজন আমরা সরেজমিন মনিটরিংয়ে থাকি। রোগীদের টিকেট কাটা, স্যাম্পল প্রদান, রিপোর্ট ডেলিভারি যাতে সুশৃঙ্খলভাবে হয় সেই চেষ্টাই করে থাকি।’

সরেজমিন নতুন বিল্ডিংয়ের চারতলায় গিয়ে দেখা গেছে, রোগীদের উপচেপড়া ভীড়। কাউন্টার থেকে টিকেট নিয়ে লাইনে দাঁড়িয়ে স্যাম্পল দিচ্ছেন অনেকে। নিয়ম মেনে এসে রিপোর্ট নিয়ে যাচ্ছেন। বদলে গেছে টয়লেটের পরিবেশও। আগে টয়লেট অপরিচ্ছন্ন থাকায় রোগীরা ইউরিনের স্যাম্পল দিতে অনীহা প্রকাশ করতেন। এখন পরিস্কার দেখা গেছে টয়লেটের পরিবেশ। রয়েছে লিফটের সুব্যবস্থা। নিচতলা থেকে রোগীরা লিফটে চারতলায় ওঠানামা করতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মেডিকেলের ভেতরেই এমন সব সেবা থাকলেও অনেক রোগীই সেগুলোর কথা জানেন না। জানলেও তার আগেই দালালের খপ্পরে পড়ে অনেক রোগীকে চলে যেতে হয় বেসরকারি ল্যাবে।

তবে সম্প্রতি এ চিত্রেও পরিবর্তন এসেছে। চট্টগ্রাম অঞ্চলের প্রধান এই হাসপাতালটিতে নতুন পরিচালক যোগদানের পরপরই তিনি ঘোষণা দিয়েছেন হাসপাতাল থেকে দালাল উৎখাত করা হবে। আর সেজন্যই পুরো হাসপাতাল পরিদর্শনের জন্য তিনি নিজে ও অনান্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। যোগদানের পরপরই প্রাথমিকভাবে হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর মোটিভেশনাল ড্রাইভ করেছি। কোথায় কোথায় ঘাটতি আছে, তা শনাক্ত করার চেষ্টা করছি। আমি নিজে উপস্থিত থেকে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করছি। রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলছি। আমাদের সাথে কাজ করছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

তিনি বলেন, ‘তারপরও দালাল থেকেই যাচ্ছে। আমরা জেনেছি রোগীর এটেনডেন্ট সেজে দালালরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাসপাতাল থেকে দালালদের উৎখাত করাই এই মুহূর্তে আমার প্রধান ভিশন।’

চট্টগ্রাম মেডিকেলের প্যাথলজি ল্যাব প্রসঙ্গে শামীম আহসান বলেন, ‘আমি ল্যাবটিকে রোগীমুখী করার জন্য নতুন বিল্ডিংয়ের নিচতলায় বহির্বিভাগে রোগীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছি। এরপর চারতলার ল্যাবে গিয়ে করা যাবে রোগ নির্ণয়।

’তথ্য: চট্টগ্রাম প্রতিদিন।

Address

West Mader Bari
Chittagong

Telephone

+8801686223376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Habib Al Mushahid Thasin's Prescription posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Habib Al Mushahid Thasin's Prescription:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram