Dr Lutfun nahar Begum koli

Dr Lutfun nahar Begum koli My page is related with endoscopic surgery
(1)

11/07/2025

Post c/s adhesiolysis

11/07/2025

জরায়ুর ভিতর টিওমার নির্নয় এস আই এস র সাহায্যে

https://www.facebook.com/share/1AWWoxuUZC/?mibextid=wwXIfr
09/07/2025

https://www.facebook.com/share/1AWWoxuUZC/?mibextid=wwXIfr

TVS(টিভিএস) সুবিধা পাচ্ছেন সূলভ মূল্যে চট্টগ্রামের শেভরন ফার্টিলিটি সেন্টারে।

ও বন্ধ্যাত্ব: একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক

বর্তমান যুগে বন্ধ্যাত্ব একটি সাধারণ ও গুরুত্বপূর্ণ চিকিৎসাজনিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করার পরেও সন্তান লাভে ব্যর্থ হন। এই অবস্থার নির্ণয় ও চিকিৎসায় Transvaginal Sonography (TVS) একটি আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

(Transvaginal Sonography) কী?
TVS একটি বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড, যা যোনিপথ দিয়ে একটি সরু প্রোব প্রবেশ করিয়ে জরায়ু, ডিম্বাশয় ও পেলভিক অঙ্গগুলোর বিস্তারিত ছবি দেখতে সাহায্য করে। এটি পেটের ওপর থেকে করা আল্ট্রাসাউন্ডের চেয়ে অনেক বেশি স্পষ্ট ও নির্ভুল।

#বন্ধ্যাত্বে TVS-এর ব্যবহার
TVS বন্ধ্যাত্ব নির্ণয় ও ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে যেসব বিষয় মূল্যায়ন করা যায়:

✅ জরায়ুর অবস্থা

জরায়ুতে কোনো গঠনগত সমস্যা (যেমন: ফাইব্রয়েড, পলিপ, সেপটাম) আছে কি না
এন্ডোমেট্রিয়ামের (জরায়ুর আস্তরণ) পুরুত্ব ও গঠন পর্যবেক্ষণ
✅ ডিম্বাশয়ের সমস্যা

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) চিহ্নিত করা
ডিম্বাণু তৈরি হচ্ছে কি না (Follicular tracking)
ডিম্বাশয়ে সিস্ট বা এন্ডোমেট্রিওসিস আছে কি না
✅ ডিম্বসঞ্চালন পর্যবেক্ষণ (Ovulation Monitoring)

কোন দিনে ডিম্বাণু নিঃসরণ হচ্ছে তা নির্ণয় করে সঠিক সময়ে সহবাস বা IUI করার পরামর্শ দেওয়া সম্ভব
✅ ফলোপিয়ান টিউব ব্লক আছে কি না (TVS-guided SIS)

কখনো কখনো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি (SIS) বা হাইসোনো করে ফলোপিয়ান টিউবের পেটেন্সি মূল্যায়ন করা যায়
TVS-এর সুবিধাসমূহ
ব্যথাহীন ও দ্রুত প্রক্রিয়া
রেডিয়েশন মুক্ত
উচ্চ রেজুলেশনের চিত্র
দিননির্ধারিত ওভুলেশন মনিটরিং করা যায়
জরায়ু ও ডিম্বাশয়ের ছোট ছোট অসংগতি ধরা যায়

কখন করা উচিত?
মাসিক অনিয়ম হলে
এক বছর ধরে চেষ্টা করেও গর্ভধারণ না হলে
অতীত গর্ভপাত বা একটিও গর্ভধারণ না হওয়ার ইতিহাস থাকলে
IVF বা IUI করার পূর্বে ও চলাকালে

বন্ধ্যাত্বের কারণ সঠিকভাবে নির্ণয় করে সময়মতো চিকিৎসা শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। TVS এর মাধ্যমে নির্ভুল ও নিরাপদভাবে এই মূল্যায়ন করা যায়। প্রতিটি দম্পতির জন্য চিকিৎসা পদ্ধতি আলাদা, তাই একজন অভিজ্ঞ গাইনী চিকিৎসকের পরামর্শে TVS করানোই শ্রেয়।

✍️ ডা. ফাহমিদা রশীদ
ইনফার্টিলিটি স্পেশালিষ্ট।
শেভরন ফার্টিলিটি সেন্টারে
প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

https://www.facebook.com/share/1BCPY5gTJF/?mibextid=wwXIfr
09/07/2025

https://www.facebook.com/share/1BCPY5gTJF/?mibextid=wwXIfr

#বন্ধ্যাত্বের চিকিৎসায় মহিলার যে সকল পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন

বন্ধ্যাত্ব (Infertility) এমন একটি অবস্থা যেখানে একজন মহিলা নিয়মিত সহবাস সত্ত্বেও এক বছর বা তার অধিক সময় গর্ভধারণে ব্যর্থ হন। একজন মহিলার বন্ধ্যাত্ব নির্ণয় ও চিকিৎসার পূর্বে প্রয়োজন বিস্তারিত ইতিহাসগ্রহণ, শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় ল্যাবরেটরি ও ইমেজিং পরীক্ষা। এ নিবন্ধে আমরা বন্ধ্যাত্বের কারণ নির্ণয়ে মহিলাদের যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয় তা নিয়ে আলোচনা করবো।

#১। প্রাথমিক ইতিহাস ও শারীরিক পরীক্ষা

মাসিক চক্রের ইতিহাস: অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তক্ষরণ বা দীর্ঘস্থায়ী অনুপস্থিতি বন্ধ্যাত্বের ইঙ্গিত দিতে পারে।
যৌন ইতিহাস, বিবাহিত জীবনের সময়কাল ও সহবাসের ফ্রিকোয়েন্সি।
ওজন, উচ্চতা, BMI, হাইপারএন্ড্রোজেনিজমের লক্ষণ (যেমন মুখে লোম, ব্রণ) পর্যবেক্ষণ।
থাইরয়েড বা স্তনের সমস্যার শারীরিক পরীক্ষা।

২। ডিম্বস্ফোটন (Ovulation) নির্ণয় সংক্রান্ত পরীক্ষা

Basal Body Temperature (BBT): প্রতিদিন সকালবেলা শরীরের তাপমাত্রা নিয়ে ডিম্বস্ফোটনের সময় পরিবর্তন নির্ণয় করা।
Serum Progesterone: সাইকেলের ২১-২৩ তম দিনে করা হয়; ৫ ng/mL এর বেশি মানে ডিম্বস্ফোটন হয়েছে।
Ovulation Predictor Kits (Urinary LH Kits): বাসায় ব্যবহারযোগ্য কিট যা LH surge ধরতে সাহায্য করে।
TVS folliculometry: সিরিয়াল আল্ট্রাসাউন্ড করে ডিম্বাণুর বৃদ্ধির ধারা ও রিলিজ পর্যবেক্ষণ।

৩। হরমোনাল পরীক্ষা

FSH & LH (Day 2/3 of cycle): PCOS বা Premature ovarian failure নির্ণয়ে সহায়ক।
TSH & Prolactin: হাইপারপ্রোল্যাকটিনেমিয়া বা থাইরয়েড সমস্যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
AMH (Anti-Müllerian Hormone): ডিম্বাশয়ের রিজার্ভ নির্ণয়ে গুরুত্বপূর্ণ।
Estradiol: ডিম্বাশয়ের কার্যকারিতা যাচাইয়ে ব্যবহৃত।

৪। ফ্যালোপিয়ান টিউব ও গর্ভাশয়ের মূল্যায়ন

Hysterosalpingography (HSG): রেডিওপেক ডাই ব্যবহার করে ইউটেরাস ও টিউবের পেটেন্সি নির্ণয় করা হয়।
Saline Infusion Sonography (SIS): গর্ভাশয়ের ভিতরের গঠন ও পলিপ/ফাইব্রয়েড দেখা যায়।
Diagnostic Laparoscopy & Chromopertubation: এন্ডোমেট্রিওসিস, টিউবল ব্লক, পেলভিক অ্যাডহেশন ইত্যাদি নির্ণয়ে কার্যকর।

৫। ইউটেরাস ও ডিম্বাশয়ের আল্ট্রাসনোগ্রাফি

Transvaginal Sonography (TVS): PCOS, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, ওভারিয়ান সিস্ট নির্ণয়ে ব্যবহৃত হয়।

৬। Cervical factor মূল্যায়ন (কম ব্যবহারযোগ্য এখন)

Postcoital Test (PCT): সহবাসের পর সার্ভিকাল মিউকাসে শুক্রাণুর গতি দেখা হয় (বর্তমানে কম ব্যবহৃত)।

৭। জেনেটিক বা বিশেষ পরীক্ষা (নির্বাচিত ক্ষেত্রে)

Premature ovarian insufficiency সন্দেহে Karyotype বা Fragile X testing
TB-PCR/Endometrial Biopsy: টিউবারকিউলোসিসের কারণে ইউটেরাসের সমস্যা হলে।

বন্ধ্যাত্বের চিকিৎসা কেবলমাত্র ওষুধ নির্ভর নয়, বরং সঠিক কারণ নির্ণয়ের মাধ্যমে ব্যক্তিগতকৃত চিকিৎসা গ্রহণের উপর নির্ভরশীল। সুতরাং, প্রতিটি রোগিনীর ক্ষেত্রে প্রয়োজন তার মাসিক ইতিহাস, শারীরিক অবস্থা, এবং বিবাহিত জীবনের সময়কাল বিবেচনা করে উপযুক্ত পরীক্ষাগুলো নির্ধারণ করা।

✍️ ডা. ফাহমিদা রশীদ
ইনফার্টিলিটি স্পেশালিষ্ট।
শেভরন ফার্টিলিটি সেন্টারে
প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

Shout out to my newest followers! Excited to have you onboard!Md Forkan Jocl, ইয়াছমিন পিংকি
31/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Md Forkan Jocl, ইয়াছমিন পিংকি

29/03/2025

#জরায়ুর_সমস্যা_দূর_হিস্টেরোস্কোপি-তে

#হিস্টেরোস্কোপি কি?
হিস্টেরো কথার অর্থ হল জরায়ু। আর স্কোপ মানে দেখা। হিস্টেরোস্কোপি-র অর্থ জরায়ুর ভিতরে দেখা। যে যন্ত্রের সাহায্যে এটি করা হয় তার নাম হিস্টেরোস্কোপ। এটা পাতলা টিউবের মতো দেখতে একটা যন্ত্র যার সামনে ক্যামেরা ও আলো লাগানো আছে। যন্ত্রটি জরায়ুমুখের ভিতর দিয়ে জরায়ুতে প্রবেশ করিয়ে দেখা হয় ভিতরে কোনও সমস্যা রয়েছে কি না। এই যন্ত্রের সাথে অপারেটিভ ইউনিটও থাকে যা দিয়ে ফাইব্রয়েড, পলিপ বা সিস্ট অপসারণের মতো ছোটখাটো অস্ত্রোপচার, বায়োপ্সির জন্য টিস্যু সংগ্রহের মতো কাজ সেরে ফেলা যায় একসঙ্গে।

#ডায়গনিস্টিক হিস্টেরোস্কোপি কি?
ডাক্তাররা জরায়ুতে গঠনগত অস্বাভাবিকতা সনাক্ত করতে ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপির পরামর্শ দেন। এই জরায়ুর অনিয়মের কারণে অনেক সময় রোগীর রক্তক্ষরণ হয়।

#ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপি হিস্টেরোসালপিনোগ্রাফি (এইচএসজি) বা আল্ট্রাসাউন্ডের মতো অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষার ফলাফল যাচাই করতেও ব্যবহৃত হয়। যোনি এবং জরায়ুর মাধ্যমে জরায়ুতে কনট্রাস্ট ডাই (আয়োডিন-ভিত্তিক তরল) ইনজেকশনের মাধ্যমে HSG সঞ্চালিত হয়।
উপাদান ফ্যালোপিয়ান টিউব মাধ্যমে এবং পেটে ভ্রমণ করে। তারপরে একটি এক্স-রে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এবং ডিম্বাশয় কল্পনা করতে ব্যবহৃত হয়। চিকিত্সকরা রোগ নির্ণয়ের জন্য HSG সুপারিশ করেন অবরুদ্ধ ফলোপিয়ান টিউব, যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
একটি হিস্টেরোস্কোপি পূর্বের ফলাফলের নিশ্চিতকরণ হিসাবে কাজ করে।
হিস্টেরোস্কোপির সাহায্যে জরায়ুতে প্রবেশ করানো জন্মনিরোধক যন্ত্র (আইইউডি) শনাক্তকরণ ও অপসারণ করা যায়। জরায়ুতে বায়োপ্সির জন্যও হিস্টেরোস্কোপি করা হয়। দু’টি মাসিক ঋতুস্রাবেরমাধখানে যদি রক্তপাত হয় বা ঋতুস্রাব যদি দীর্ঘ দিন ধরে চলে (অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং) সেক্ষেত্রে হিস্টেরোস্কোপি পদ্ধতিতে ইউটেরাইন লাইনিংকে বিনষ্ট করে (এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন) সমস্যা দূর করা যায়।

#অপারেটিভ হিস্টেরোস্কোপি কি?
ডাক্তাররা ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপির মাধ্যমে জরায়ুর অনিয়ম শনাক্ত করলে, তারা এই অবস্থার চিকিৎসার জন্য অপারেটিভ হিস্টেরোস্কোপির পরামর্শ দিতে পারেন। উদাহরণস্বরূপ, সার্জনরা অস্বাভাবিক জরায়ু রক্তপাত বন্ধ করতে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করতে পারে।
এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন হল একটি চিকিৎসা পদ্ধতি যা এন্ডোমেট্রিয়াম অপসারণ করতে ব্যবহৃত হয়, যা জরায়ুর আস্তরণ। মাসিকের সময় ভারী রক্তপাতের চিকিত্সার জন্য এই পদ্ধতিটি সাধারণত একটি হিস্টেরোস্কোপ ব্যবহার করে সঞ্চালিত হয়।
চিকিত্সকরা এমনকি এক বসায় ডায়াগনস্টিক এবং অপারেটিভ হিস্টেরোস্কোপি উভয়ই করতে পারেন।

#হিস্টেরোস্কোপির কারণ
একটি মহিলার প্রয়োজন হতে পারে অনেক কারণ আছে hysteroscopy, যেমন:
* রজোনিবৃত্তির পর রক্তপাত
* অস্বাভাবিক জরায়ু রক্তপাত
* অস্বাভাবিক প্যাপ পরীক্ষার ফলাফল
* ফ্যালোপিয়ান টিউবে জন্মনিয়ন্ত্রণ ঢোকানো
* জরায়ু থেকে টিস্যুর নমুনা অপসারণ (বায়োপসি)
* অন্তঃসত্ত্বা ডিভাইস (IUDs) অপসারণ
* ফাইব্রয়েড, পলিপ এবং জরায়ুর দাগ অপসারণ
* এর নির্ণয় বারবার গর্ভপাত বা বন্ধ্যাত্ব

#হিস্টেরোস্কোপি করার সময়
ঋতুস্রাব শেষ হওয়ার পর প্রথম সপ্তাহের মধ্যেই হিস্টেরোস্কোপি করা হয় জরায়ুর ভেতরটা ভাল ভাবে পর্যবেক্ষণের জন্য। মেনোপজ হয়ে গেলে যে কোনও সময় এটা করা যায়।

#হিস্টেরোস্কোপি করার আগে পরীক্ষা
হিস্টেরোস্কোপি করার আগে চিকিৎসক শ্রোণীদেশ পরীক্ষা করে দেখে নেন। প্রয়োজনীয় রক্ত পরীক্ষাগুলো করানোর পাশাপাশি সংক্রমণ আছে কি না জানার জন্য পরীক্ষা করা হয়। কারণ পেলভিক ইনফেকশন থাকলে হিস্টেরোস্কোপি করা যায় না। গর্ভাবস্থাতেও হিস্টেরোস্কোপি করা যায় না। তাই গর্ভাবস্থার পরীক্ষাও করা হয়।

#হিস্টেরোস্কোপির প্রস্তুতি
প্রয়োজনীয় পরীক্ষাগুলি করে নেওয়ার পর চিকিৎসক হিস্টেরোস্কোপি কবে করা হবে সেই দিনটি স্থির করেন। কয়েক দিন আগে থেকে অ্যাসপিরিন এবং ওয়ারফারিনের মতো রক্ত পাতলা করার ওষুধ খাওয়া বন্ধ রাখতে বলা হয়। সার্ভিক্স বা জরায়ুমুখ খোলার জন্য ওষুধ দিতে পারেন চিকিৎসক যেটি হিস্টেরোস্কোপ ঢোকানো সহজ করে তোলে। সাধারণত হিস্টেরোস্কোপের ৪-১২ ঘণ্টা আগে এই ওষুধটি নিতে বলা হয়। অস্ত্রোপচারের আগের দিন মধ্যরাতের পর রোগীকে কিছু খাওয়া বা পান না করার নির্দেশ দেওয়া হয়।

#হিস্টেরোস্কোপি পদ্ধতি
তিন ভাবে অ্যানাস্থেশিয়া করা যায়। স্থানীয় বা লোকাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে অস্ত্রোপচারের জায়গাটি শুধু অসাড় করা হয় কম সময়ের জন্য। রিজিওনাল বা আঞ্চলিক অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে শরীরের আরও কিছুটা অংশ জুড়ে অসাড় করা হয় এবং এটা একটু বেশি সময় ধরে থাকে। আর সাধারণ অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে রোগী সংজ্ঞাহীন হয়ে শুয়ে থাকেন বা ঘুমিয়ে থাকেন বলা চলে। এক্ষেত্রে জ্ঞান ফিরতে বেশ খানিকটা সময় লাগে।
এরপর চিকিৎসক স্পেকুলাম নামে একটি যন্ত্রের সাহায্যে জরায়ুমুখকে চওড়া করেন। তারপর সেখান দিয়ে পাতলা নলের আকারের হিস্টেরোস্কোপ ঢোকানো হয় জরায়ুতে। হিস্টেরোস্কোপের সাহায্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বা বিশেষ একটি তরল উপাদান (স্যালাইন সলিউশান ০.৯ শতাংশ) ভিতরে পাঠানো হয় ‘সারফেসে’র রক্ত ও মিউকাস সরিয়ে স্পষ্ট ছবি দেখার জন্য।
এরপর হিস্টেরোস্কোপ-এর আলো আর ক্যামেরার সাহায্যে ভিতরের ছবি মনিটরে দেখেন চিকিৎসকেরা।
যদি অস্ত্রোপচার করা হয়, তাহলে তার অনুসারী যন্ত্র থাকে হিস্টেরোস্কোপ টিউবে।
হিস্টেরোস্কোপির মাধ্যমে কী করা হচ্ছে তার উপর নির্ভর করে প্রক্রিয়াটি শেষ হতে কতটা সময় লাগবে। তবে, মোটামুটি ১০ থেকে ৩০ মিনিট, ক্ষেত্রবিশেষে ১ ঘণ্টা সময় লাগে।

#হিস্টেরোস্কোপির পর
লোকাল অ্যানস্থেশিয়া করা হলে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই ক্লিনিক থেকে ছেড়ে দেওয়া হয। জেনারেল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে কয়েক ঘ্টা পরে পুরোপুরি ভাবে জ্ঞান ফিরলে তবে ছাড়া হয়। অ্যানাস্থেশিয়ার প্রভাবে শরীরে কোনও বিরূপ প্রতিক্রিয়া হলে এক রাত রেখেও দেওয়া হতে পারে পর্যবেক্ষণের জন্য। হিস্টেরোস্কোপি দিয়ে সার্জারি করা হলে চিকিৎসক দু’তিন দিন বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেন। আর এমনি পর্যবেক্ষণের কাজ হলে পরদিন থেকেই স্বাভাবিক জীবনে ফেরা যায়। শুধু যৌনসংসর্গ এক থেকে দু’সপ্তাহ বন্ধ রাখতে বলা হয় সংক্রমণের ঝুঁকি এড়াতে।

#হিস্টেরোস্কোপির ঝুঁকি
সাধারণ ভাবে হিস্টেরোস্কোপি যন্ত্রণাদায়ক নয় এবং নিরাপদ। তবুও কিছু জটিলতা হতে পারে। যেমন, হিস্টেরোস্কোপ বা আনুষঙ্গিক অস্ত্রোপচারের যন্ত্রগুলি জরায়ুর দেওয়ালে ঘষা লেগে ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রক্তপাত ও ব্যথা হতে পারে। এছাড়া সংক্রমণের সম্ভাবনা থাকে। অ্যানাস্থেশিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আবার জরায়ুর ভিতরে পরিষ্কার করার জন্য যে তরল উপাদান দেওয়া হয় তাতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে শরীরে। তবে সামান্য ব্যথা ও অল্প রক্তপাত বা দাগ হলে চিন্তার কিছু নেই। কয়েকদিনের মধ্যে সেরে যাবে। কিন্ত রক্তপাত যদি বেশি হয় বা ব্যথা ক্রমশ বাড়ে, জ্বর আসে ও কাঁপুনি দেয় তাহলে অতি অবশ্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম বলা চলে। সমীক্ষায় দেখা গিয়েছে, ২ শতাংশ রোগীর হিস্টেরোস্কোপির পর সমস্যা হয় এবং সেটা গুরুতর পর্যায়ের হয় ১ শতাংশ বা তারও কমের।

#হিস্টেরোস্কোপি ও আইভিএফ
প্রাকৃতিক বা জৈবিক উপায়ে যে সব দম্পতির সন্তান হচ্ছে না তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানে সহায়ক গর্ভাধান বা অ্যাসিস্টেড কনসেপশন পদ্ধতির বিকল্প বন্দোবস্ত রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি সফল ও জনপ্রিয় হল আইভিএফ। আইভিএফ-এর পুরো কথাটা হল, ইন-ভিট্রো ফার্টিলাইজেশন। ভিট্রো কথার অর্থ শরীরের বাইরে। যে পদ্ধতিতে শরীরের বাইরে কৃত্রিম পরিবেশে জীবন সৃষ্টি করা হয়, তাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। প্রজননক্ষমতা বর্ধনকারী ওষুধ আর প্রযুক্তির মেলবন্ধনে বেশ কয়েকটি বৈজ্ঞানিক ধাপে সম্পন্ন হয় আইভিএফ। ওষুদের সাহায্যে প্রথমে উৎকৃষ্ট ডিম্বাণু তৈরি করা হয়। সেই ডিম সংগ্রহ করে ল্যাবরেটরিতে উৎকৃষ্ট শুক্রাণুর সঙ্গে মিলনসাধন করে এক বা একাধিক ভ্রূণের সৃষ্টি হয়। এরপর ক্যাথিটারের সাহায্যে ভ্রূণ মায়ের জরায়ুতে প্রতিস্থাপিত করা হয়।
প্রাথমিক এতগুলো ধাপ ল্যাবরেটরিতে সম্পন্ন করার পরেও অনেকসময়ই এই ভ্রূণ প্রতিস্থাপিত হতে পারে না ঠিক ভাবে এবং গর্ভপাত হয়ে যায়। এই রকম গর্ভপাতের ঘটনা যদি তিন তিন বার হয় তখন তাকে বলে রিকারেন্ট ইনপ্ল্যান্টেশন ফেলিওর। দু’টো কারণে এই সমস্যা হতে পারে, একটা ভ্রূণের মানের জন্য, যেটা ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের তলায় পরীক্ষা করে নির্ধারণ করা যায়। আর একটি হল জরায়ুর সমস্যা। এই পর্যায়ে কাজে আসে হিস্টেরোস্কোপি। জরায়ুর ভিতরে পলিপ, ফাইব্রয়েড, সেপটাম, লাইনিং ইত্যাদি থাকলে ভ্রূণ প্রতিস্থাপনে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হিস্টোরোস্কোপির সাহায্যে সমস্যাটি নির্ণয় করে প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে সেই সমস্যা দূরও করা যায়। অনেক সময় আইভিএফ শুরু করার আগেই জরায়ুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হিস্টেরোস্কোপি করে নেন চিকিৎসকেরা। তবে একবার হিস্টেরোস্কোপি করা হলে কম করে তিন মাসের ব্যবধান (বড় অস্ত্রোপচার হলে ৬ মাস) দিয়ে আইভিএফ প্রক্রিয়া শুরু করতে বলা হয়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নমালা

১) হিস্টেরোস্কোপি আর ল্যাপারোস্কোপির পার্থক্য কী?
ল্যাপারোস্কোপির সাহায্যে আমরা পেটের তলদেশের (পেলভিক) জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান নালী ইত্যাদি বাইরে থেকে দেখতে পাই। এদের গঠন ও অবস্থান জানা যায়। সেখানে হিস্টেরোস্কোপিতে জরায়ুগহ্বরের ভিতরের ছবি দেখা হয়। হিস্টেরোস্কোপিতে শরীরে কোনও ছিদ্র বা কাঁটাছেড়া করা হয় না, টিউববিশিষ্ট যন্ত্রটি যোনি দিয়ে ভিতরে ঢোকানো হয়। ল্যাপারোস্কোপিতে পেটের তলদেশে ছোট এক বা একাধিক ছিদ্র করে পরীক্ষা ও অস্ত্রোপচার করা হয়।

২) হিস্টেরোস্কোপি কী যন্ত্রণাদায়ক?
পদ্ধতিটি এমনিতে যন্ত্রণাদায়ক নয়। তবুও একটা ধকল যায়। অ্যানাস্থেশিয়ার জের কেটে গেলে সামান্য ব্যথা থাকতে পারে। চিকিৎসক তাই ব্যথার ওষুধ দেন। আসলে হিস্টেরোস্কোপি-র সাহায্যে কী করা হয়েছে, কতক্ষণ ধরে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তার উপর এটা নির্ভর করে। আর এক এক জন রোগীর শরীরে এক এক রকমের প্রতিক্রিয়া হয়।

৩) হিস্টেরোস্কোপি কী ঋতুস্রাব বন্ধ করে দেয়?
উল্টো, ঋতুস্রাবের সমস্যা দূর করা যায় হিস্টেরোস্কোপিতে। যে কারণে সমস্যা, সেই পলিপ, ফাইব্রয়েড ইত্যাদি অপসারণ করলে পর বরং ঋতুস্রাব নিয়মিত হবে আর ব্যথা কমে যাবে। তবে, একবার হিস্টেরোস্কোপি করার পর প্রথম মাসটা সামান্য রক্তপাত, দাগ দেখা যায় এবং এই মাসের ঋতুস্রাব অনিয়মিত হতে পারে।
(ডা. প্রাচি বেনারা)

( ডা. লুৎফুন নাহার বেগম
এ সেবা এখন আমার কাছেও পাচ্ছেন ইনশাআল্লাহ
শেভরন স্পেশালাইজড হাসপাতাল )

17/02/2025

Hysteroscopic polypectomy by Bigatti shaver ❤️

https://youtu.be/OWkgOjVip-w?si=Mvu0gRZ6Nd68uIJV
14/02/2025

https://youtu.be/OWkgOjVip-w?si=Mvu0gRZ6Nd68uIJV

পলাতক মন্ত্রীদের বিদেশের বাড়ি ও সম্পদের জন্য মারাত্মক দু:সংবাদ...| চোখ | SJ Ratan| ChangeTVChangetv.press, It’s a first video portal of Bangladesh.Our unique...

16/12/2024

জরায়ু নিধন ছাড়াই প্রাকৃতিক রাস্তা দিয়ে টিউমার অপসারন
myomectomy
Dr Lutfun nahar begum
Endoscopic surgeon
Chevron specialized hospital
Chittagong

11/10/2024

TLH for fibroid (academic purpose for beginner)

Address

Nasirabad
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Dr Lutfun nahar Begum koli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Lutfun nahar Begum koli:

Share

Category