Medicine zone

Medicine zone I AM A PROFESSIONAL PHARMACIST.I COMPLETED MASTERS IN PHARMACY AND I DEALS WITH MEDICINE SINCE 2009.

10/10/2025

সাগর সবসময় সুন্দর।

08/10/2025

কলার উপকারিতা :
কলা শক্তি বৃদ্ধি করে, হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, মানসিক চাপ কমায় ও মেজাজ ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, এবং ত্বকের ও চুলের যত্নে উপকারী।

30/09/2025

Gsk চলে গেলে Betnovate N ক্রিম মানুষ মনে রেখেছে,অল্টারনেট পায় নি,
Novartis ও চলে গেছে Voltalin suppository এর অল্টারনেট কি মানুষ পাবে,মনে হয় না।

29/09/2025

ফিলমেট আর ইমোটিল একসাথে খাবেন না:

ফিলমেট এবং ইমোটিল (একটি ডায়রিয়া কমানোর ওষুধ, যা সম্ভবত লোপেরামাইড বা এর মতো উপাদান ধারণ করে) একসাথে খাওয়া উচিত নয়, কারণ তারা একই কাজ করে এবং একত্রে সেবন করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

28/09/2025

ভিটামিন k আর ওয়ারপেরিন কেনো একসাথে খাবেন না:
ভিটামিন K এর ভূমিকা: ভিটামিন K রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়। এটি রক্ত জমাট বাঁধার কারণ যেমন প্রোথ্রোমবিন তৈরিতে সাহায্য করে।
ওয়ারপেরিনের ভূমিকা: ওয়ারপেরিন একটি রক্ত ​​পাতলা করার ওষুধ, যা রক্ত ​​জমাট বাঁধতে বাধা দিয়ে রক্ত ​​প্রবাহকে স্বাভাবিক রাখে।

কাচা মরিচ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি থেকে রক্ষা করে। কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি...
15/09/2025

কাচা মরিচ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি থেকে রক্ষা করে। কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে। মরিচে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ প্রতিহত করে। কাঁচা মরিচের ক্যাপসাইকিন খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বিকে ধ্বংস করে ফেলে।

14/09/2025

কাঁচা আমড়া ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবারের ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, হাড় ও দাঁত মজবুত করতে, রক্তস্বল্পতা রোধ করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি যকৃৎ সুস্থ রাখে এবং ভাইরাসজনিত সংক্রমণ থেকে রক্ষা করে।

13/09/2025

ওমিপ্রাজল একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজল জাতীয় ঔষধ, যা গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এটি গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের হাইড্রোজেন-পটাশিয়াম-এ্যাডিনোসিন ট্রাইফসফেটেজ এনজাইম সিষ্টেম (H+/K+ ATPase)-কে বাধা দিয়ে গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

21/08/2025

কিছু ওষুধ (যেমন নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ এবং মেটফর্মিন ) খাবারের সাথে গ্রহণ করা হয় যাতে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের প্রতিকূল প্রভাবের ঝুঁকি কম হয়। উল্লেখযোগ্য হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি এড়াতে খাবারের আগে রেপাগ্লিনাইড এবং সালফোনিলুরিয়া গ্রহণ করা উচিত।

20/08/2025

আপনি কি জানেন, ঘুমের জন্য আপনি যে ওষুধটি গ্রহণ করেন (একটি ঘুমের ওষুধ) এবং অ্যালার্জির জন্য আপনি যে ওষুধটি গ্রহণ করেন (একটি অ্যান্টিহিস্টামিন) তা মিশিয়ে খাওয়া আপনার প্রতিক্রিয়াগুলিকে ধীর করে দিতে পারে এবং গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোকে বিপজ্জনক করে তুলতে পারে। খাবার বা পানীয়ের সাথে ওষুধের প্রতিক্রিয়ার ফলে ওষুধ-খাদ্য/পানীয়ের মিথস্ক্রিয়া ঘটে।

18/08/2025

মন্টিলুকাস্ট ১০ (মোনাস ১০) মিলিগ্রাম রাতে একটা করে খাবেন যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে।কিছুদিন কন্টিনিউ করবেন।

আখের রস শরীরের জন্য খুবই উপকারী একটি পানীয়। এটি শক্তি বৃদ্ধি করে, হজমক্ষমতাকে উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ...
17/08/2025

আখের রস শরীরের জন্য খুবই উপকারী একটি পানীয়। এটি শক্তি বৃদ্ধি করে, হজমক্ষমতাকে উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্যেও ভালো।

Address

Chattogram
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Medicine zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine zone:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram