এস. আর. হোমিও ফার্মেসি

এস. আর. হোমিও ফার্মেসি একটি নির্ভরযোগ্য হোমিওপ্যাথি চিকিৎসালয়

27/05/2025

আমি নাক্স ভমিকা বলছিঃ

ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান আমাকে প্রুভিং করেছেন।
আজ আমি আপনাদের আমার সম্পর্কে বলছি কারন আমার সম্পর্কে না জেনে অনেকে আমাকে অপব্যবহার করেন।

আমি যখন জন্ম নেই তার কিছু সময় পর থেকেই মূলত আমার সমস্যা শুরু হয়,
এই ছোট্ট বাবু হয়েও আমার নাকটা বন্ধ হয়ে আছে নিশ্বাস নিতে পারছি না, নাভি থেকেও পাতলা পানির কিছু একটা মতো বের হচ্ছে আর কয়েকদিন পরে মনে হলো নাভিটা ফুলে যাচ্ছে (Umbilical hernia) আর এতো ব্যথা সহ্য করতেই পারছিনা।

কিছুদিনের মধ্যে মেজাজটাও খিটখিটে হয়ে গেছে, শান্ত থাকতে পারছি নাহ তবে কোলে চড়ে বেড়াইলে ভালো লাগে আমার। মাঝে মাঝে কারও স্পর্শ ভালো লাগে না। আর ইদানিং কেমন জানি বমি বমি লাগছে, খেতে পারছিনা কিছুই, মনেহয় যেন বমি করলেই আমার শান্তি হবে তাই গলায় আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করি।

এখন আমি বেশ বড় হয়ে গিয়েছি, রীতিমতো স্কুলে যাই। তবে আমি অনেক হিংসুটে হয়ে গিয়েছি কারো ভালো সহ্য করতে পারি না, এমনকি আমার ভাইবোনদের যদি আমার বাবা মা আমার থেকে বেশি আদর করে ওটাও আমার সহ্য হয় না।
স্কুলে ফাস্ট বয় আমি, পড়াশোনার প্রতি আলাদা নেশা হয়ে যাচ্ছে দিনদিন, হবেনা কেন আমি চাই না কেউ আমার থেকে ভালো করুক। সবার থেকে আমি উপরে থাকতে চাই। একবার হয়েছিলো কি জানেন!! আমি পরিক্ষায় ২য় হয়েছিলাম আর তাতেই আমার মেজাজ এতো খারাপ হয়েছিলো এবং ফাস্ট বয়কে অনেক প্রলোভন দেখিয়েছি, না মানাতে পরে ভয় দেখিয়ে তাকে বাধ্য করেছি যাতে পরেরবার আর ফাস্ট বয় না হয়। আরেকটা কথা আমি খুব পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, এলোমেলো একদম অপছন্দ করি এজন্য বাসায় আমার কোন জিনিসপত্রে কেউ ভয়ে হাত দেয় না।

আমার HSC পরিক্ষা চলছে এজন্য রাত জেগে অনেক পড়তে হয়, এর মধ্যে কফি খাওয়ার প্রতি অনেক আকর্ষণ বেড়ে গেছে কারন কফি খেলে ভালকরে পড়তে পারি। আর তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার তোহ আমার কাছে অমৃতের মতো।
যাইহোক ভালো রেজাল্ট করে ভর্তি হলাম ভার্সিটিতে, নতুন মানুষ নতুন বন্ধু আর নতুন জীবনের শুরু। হঠাৎ একদিন আমাদেরই ক্লাসের এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যাই। আপনারা তোহ জানেনই আমার যা চাই তা পেতেই হবে তাই ওই মেয়ের আশেপাশে কোন ছেলেকে দেখলে তাকে শায়েস্তা করি চুপিসারে, ভয় হয় যদি তাকে হারিয়ে ফেলি। যাইহোক আমি ভালো ছাত্র হওয়ার কারনে মেয়েটার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়, আর সেখান থেকেই প্রেম।

বেশ ভালোই চলছিল। এর মাঝে ওকে নিয়ে লিটনের ফ্লাটেও যাওয়া আসা হচ্ছে। ওখানে না যেতে পারলে হস্তমৈথুন করতে হয়। প্রতিদিন কয়েকবার হস্তমৈথুন করলে শরীর স্বাস্থ্য খারাপ এবং দুর্বল হয়ে যাই । তাই মেয়েটাকে ফ্লাটে যাওয়ার জন্য জোরাজুরি করি।
বদমেজাজি আর জোর করা স্বভাবের কারনে অনেক কিছুই তাকে মেনে নিতে হয়।
ইদানিং ছোট ছোট বিষয়ে মেজাজ খারাপ করছি, খুব সন্দেহ করছি মেয়েটাকে, এক পর্যায়ে আমাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধলো এবং দুজনে সম্পর্কের ইতি টানলাম, তার থেকে আরও ভালো মেয়ে এবং ভালো কিছু করার জেদ চাপলো মাথায়।

অনেকদিন তোহ হতে চললো এখন আমার নতুন অনেক বন্ধু হয়েছে, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু এবং বেড পার্টনার। তাদের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া শিখেছি, শুধু কি সিগারেট!! এখন রীতিমতো মদ খাওয়া ধরলাম।
অনেক দিন এভাবেই চলছে, এখন সিগারেট বা মদ খেতে গেলে শ্বাসকষ্ট এবং পেটের সমস্যা দেখা দেয়।
অতিরিক্ত তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার অনেকবছর ধরে খাওয়ার কারনে পেটে আলসার ধরা পড়লো, সাথে পেটজ্বালা পোড়া, মনে হচ্ছে যেন পেট থেকে জ্বলতে জ্বলতে গলা পর্যন্ত উঠে।
পুরাতন কোষ্ঠকাঠিন্য তোহ আছেই, বার বার মলত্যাগের চেষ্টা করলেও যেন হতেই চায়না, এজন্য বারবার টয়লেটে যেতে হয়।

মেজাজটা আরো কড়া হয়ে গেছে, সবার সাথে খারাপ ব্যবহার করি, এমনকি কেউ ভালো কথা বললেও মোজাজ খারাপ হয়ে যায়, মনেহচ্ছে ঝগড়া করাটাই আমার মূল পেশা, অনেক ভালোও লাগে শুধু শুধু ঝগড়া করতে।ঝগড়া করার এক পর্যায়ে ভার্সিটির কত মানুষকে যে বিনা কারনে মেরেছি।

বয়স মোটামুটি ৩০ পার হয়ে গেছে ছোটখাটো একটা ব্যবসা করছি, কারো অধিনে চাকরি করতে আমার ভালো লাগে না। আমি একটু অধৈর্য স্বভাবের মানুষ, সব কিছু তাড়াহুড়া করেই শেষ করতে পারলেই যেন বাঁচি, কাজ শেষে বাসায় যখন আসি দরজা খুলতে একটু দেরি হলেই মেজাজ খারাপ হয়ে যায়।

বিয়ে করেছি কিছুদিন হলো, এখন অনেক যৌন ইচ্ছা থাকলেও লিঙ্গ তেমন একটা শক্ত হয়না সময়ও পাইনা ঠিক মতো। এজন্যেই সংসারে অশান্তি, বউ প্রতিদিন রাগারাগি করে বিধায় আমিও মেজাজ খারাপ করি এবং তাকে খুব মারধর করি। পরে অনুশোচনাও হয়।

সবার অভিশাপ আছে মনে হয় আমার উপর। কত পাপ করেছি জীবনে তাই আর
বেঁচে থাকতে ইচ্ছে করছে না, মনেহয় যেন আত্মহত্যা করে ফেলি কিন্তু আত্মহত্যা করার সাহস পাইনা ।

কয়েকদিন হলো নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, পায়খানার রাস্তায় গোটার মতো কিছু একটা লাগতেছে, ব্যথাও করছে, পেটের গোলমাল অনেক বাড়ছে দেখে আল্ট্রাসাউন্ড করালাম। রিপোর্টে আসলো পিত্তথলিতে পাথর সাথে লিভারও বড় হয়ে গেছে।
কিছুদিন পর ডানপাশের কুছকিতে মাংশের বৃদ্ধি (ইঙ্গুইনাল হার্নিয়া) অনুভব করছি।

এখন আর কিছু লিখতে পারছি না, মোবাইলের আলো চোখে লাগছে এবং চোখেও ঝাপসা দেখছি তাই আজকের মতো বিদায় নিবো। পরে সময় হলে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে।

তবে বন্ধুরা একটা কথা না বললেই নয়, আমাকে ব্যবহার করতে হলে লক্ষ্মণ ভিত্তিক ব্যবহার করবেন, কোন ভাবেই অপব্যবহার করবে না।

আমি সর্ট একটিং এন্টিসোরিক ঔষধ
আমার কমপ্লিমেন্টারি ঔষধ হচ্ছে ঃ সিপিয়া, সালফার
ডাঃ ক্লার্কের মতে আমার ক্রিয়াকাল ঃ এক থেকে সাতদিন।

Clctd

🔹শিশু রোগের মহৌষধ SINA.➡️ সিনার শিশুর মেজাজ খিটখিটে। দৃষ্টিপাত করলে/অপরিচিত লোক দেখলে চটে যায়। শিশু অন্যকে থুতু দেয়/কা...
08/06/2024

🔹শিশু রোগের মহৌষধ SINA.

➡️ সিনার শিশুর মেজাজ খিটখিটে। দৃষ্টিপাত করলে/অপরিচিত লোক দেখলে চটে যায়। শিশু অন্যকে থুতু দেয়/কামড় দেয়।
➡️ শারীরিক ও মানসিক স্পর্শ সহিষ্ণু।
➡️ বিভিন্ন দ্রব্য চায়। দেরি হলে আর নেয় না। দিলে ছুড়ে মারে, কোলে নিয়ে ঘুরে বেড়ালে শান্ত থাকে।
➡️ তবে বেশি শান্ত থাকে পেট ভরে খেতে দিলে। (ক্যামো মিলা, এন্টিম)।
➡️ পেটের অসুখ হলে তেমন খাওয়ার ইচ্ছা থাকে না (আয়োডিয়াম)।
➡️ শিশু একগুঁয়ে, ক্রোধপরায়ণ, স্পর্শ সহিষ্ণু, আদর্শ স্নেহ তার কপালে জুটে না, কোনো কিছুতেই সন্তুষ্টি নেই।
➡️ রোগী অবিরত নাক রগড়াতে থাকে। রাত ঔ বিকালে দাঁত কড়মড় করে । পেটের উপর উপুড় হয়ে শুতে ভালোবাসে। অনেকক্ষেত্রে নাক খুঁটতে খুঁটতে রক্তপাত করে ফেলে।
➡️ শিশুর অস্থির ঘুম। ঘুমের মধ্যে চমকে কেঁদে উঠে।
➡️ রাতের প্রথম প্রহরে অসাড়ে প্রস্রাব করে ।
➡️ সিনার জ্বর রাতে বৃদ্ধি পায়।

08/09/2023

Aconite Nap (একোনাইট ন্যাপ):
গুরুত্বপূর্ণ রুব্রিকসহ
By Homeopathic BD A-Group Medicine
অ্যাকোনাইটাম ন্যাপেলাস (Aconitum Napellus),
D.H.M.S. (1st year).
সমনাম ঃ উলফ্ বেন, নেকড়ের বিষ।
ইংলিস ঃ হেলমেট ফ্লাওয়ার, বাংলা ঃকাঠ বিষ।
উপযোগিতাঃ যারা পূর্ণ রক্তপ্রধানধাতু বিশিষ্ট এবং অলস ভাবে সময় কাটায় ;আবহাওয়ার পরিবর্তনে সহজেই অসুস্হ হয়ে পড়ে।
ক্রিয়াস্হলঃ এটা স্নায়ুমন্ডল, পৃষ্টদেশ, মস্তিষ্ক, প্রভৃতির ওপর অধিক ক্রিয়া করে থাকে এবং রক্ত সঞ্চালনের আধিক্য ঘটায়।
ফিজিওলজিক্যাল কাজ (Physiological action)ঃ অ্যাকোনাই দ্বারা বিষাক্ত হলে Cerebro spinal nervous system অত্যন্ত অবসাদ প্রাপ্ত হয় অর্থাৎ মস্তিষ্ক কশেরুকা মজ্জায় বিধান (Cerebro spinal nervous system)এ অ্যাকোনাইট অবসাদক (Depresment) ঔষুধরুপে কাজ করে।
মূলকথা ঃ হৃষ্টপুষ্ট রক্তপ্রধান ধাতুবিশিষ্ট লোক, আকষ্মিকতা, ভীষণতা, উৎকণ্ঠা, মৃত্যুভয়, ভীতিব্যঞ্জক মুখের চেহারা, মানসিক ও শারীরিক অস্হিরতা, অস্বচ্ছন্দতা ও দীর্ঘশ্বাস, পিপাসা, প্রচণ্ড শীতের ও গরমের প্রকোপ, শুকনো শীতল বাতাসে বাড়ে। স্রাব নিঃসরণে কমে ও পরিবর্তনশীল মন। প্রসব ক্ষেত্র ও হৃদরোগ ব্যতীত সকল রোগে সম্পূর্ণ ঘামহীন। সংগীত অসহ্য।
অদ্ভূত লক্ষণঃ কল্পনা করে যেনো তাদের সব চিন্তা পাকস্থলী থেকে করে।
অনুভূতিঃ শরীরের বাইরের অংশে পোকা হাঁটার অনুভূতি।
ইচ্ছাঃ বীয়ার, অম্ল,মদ, ব্রান্ডি ও ঠান্ডা পানীয় পানের দুর্নিবার আকাঙ্ক্ষা।
অনিচ্ছা ঃ মুখে তিক্তস্বাদ হেতু খাদ্যে অনিচ্ছা, তামাক।
বৃদ্ধি ঃ সন্ধ্যায় (বুকের লক্ষণ ও ব্যথা), রাতে (মাঝরাতে), আলোতে, গোলমালে, আক্রান্ত পাশ চেপে শয়নে (হিপার, নাক্স-মস), সঙ্গীতের শব্দে, শ্বাস গ্রহণে, শুষ্ক শীতল বাতাসে, গরম কক্ষে গরম আচ্ছদনে, ধুমপানে, বিছানা হতে উঠলে, ভয় পেলে, বিরক্তি, মানসিক উত্তেজনায়,ঋতুকালে।
হ্রাসঃ মুক্ত বাতাসে (অ্যালুমিনা,ম্যাগ-কা, পালস, স্যাবাইনা।), ঘাম ও স্রাব নিঃসরণে, স্হিরভাবে উপবেশনে (বাত), বিশ্রামে, মদপানে, গায়ের কাপড় খুলে ফেললে।
কারণঃ ভয় – ভীতি, শক, মানসিক উৎকন্ঠা এবং ক্রুদ্ধতার পর, ঠান্ডা, শীতল আবহাওয়া, সূর্য্যের উত্তাপে, ইনজুরি, সার্জিক্যাল শক,ঠান্ডা বায়ুপ্রবাহ, ঘাম অবরুদ্ধ, অত্যধিক গরম আবহাওয়াজনিত।
ক্রিয়ানাশক ঃ অ্যাসিটিক -অ্যাসিড অ্যালকোহল, প্যারিস, স্পঞ্জি, বেল, ক্যামো, কফিয়া, সালফার, নাক্স, উদ্ভিদজাত অম্ল, লেমনেড।
এটি ক্রিয়ানাশক ঃ অ্যাক্টিয়া, ক্যামো, কফ, নাক্স-ভ, পেট্রো, সিপি, সালফ।
প্রয়োগ ঃ (ক) তরুন অবস্হায় ঘনঘন প্রয়াগ বাঞ্চনীয়।রক্তাধিক্য অবস্হা ও প্রদাহিত জ্বরে M/1 থেকে M/3 শক্তি, স্নায়ুশূলে M/6 স্নায়ুবিক উত্তেজনা ও মৃত্যুভীতির ক্ষেত্রে M/12 থেকে M/30 বা তদুর্ধ শক্তি। —ডাঃ নাজির হোসেন।
(খ) অসুস্হ রোগী যেখানে স্হির ও শান্ত থাকে সেক্ষেত্রে কখনও অ্যাকোনাইট দেবে না। -ডাঃ দাসগুপ্ত।
সতর্কতা ঃ ম্যালেরিয়া, টাইফয়েড, সেপটিক, ইত্যাদি দূষিত বা বিষাক্ত জ্বরে অ্যাকোনাইট ব্যবহৃত হয় না।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্য যে কোন রোগেই আমরা একোনাইট প্রয়োগ করতে পারবো।

গুরুত্বপূর্ণ কয়েকটি রুব্রিকঃ
(১) ক্রোধ (Anger) ঃ-খিটখিটে ভাব- অ্যাকোন, অ্যানাকা,আর্স, অরাম, ব্রায়ো, ক্যামো, ইগ্নে ক্যালি-কা,ক্যালি-সাল, লাইকো, ন্যাট্র-মি, নাই-অ্যামি,নাক্স-ভ, পেট্রো,সিপি,স্ট্যাফি, সালফ।
(২) উৎকন্ঠা (Anxiety) :ভয়ের সাথে – অ্যাকোন, অ্যানাকা, আর্স, কস্টি, ইগ্নে, সোরিন,সিকেলি।
(৩) মৃত্যু চিন্তা (Death) ঃ-অ্যাকোন, গ্র্যাফ।
(৪) ভয় (Fear) :জনতার মাঝে- অ্যাকোন ।
(৫) অস্হিরতা, স্নায়বিকতা (Restlessness, nervousness) /অস্হির (Fidgety) – অ্যাকোন, অ্যানাকা,আর্জ-নাই,আর্স,আর্স-আই,ব্যাপটি,বেল,ক্যাল্ক,ক্যাল্ক -ফস,ক্যাম্ফ,সিমিসি,সাইকু, কলো, কুপ্রা, কুপ্রা-আর্স,ফেরাম, ফেরা-আর্স, হায়োস, লাইকো, মার্ক, প্লাম্বা, পালস, রাস, সিকেলি,সিফি, সাইলি,স্ট্যাফি, স্ট্র্যামো, সালফ,ট্যারেন্টু,জিঙ্ক।
(৬) চিন্তা,মৃত্যু সম্বন্ধে :(Thoughts of death) – অ্যাকোন, গ্র্যাফ ।
(৭) তৃষ্ণা /পিপাসা (Thirst) অত্যধিক- অ্যাসিড-অ্যাসে,অ্যাকোন, আর্স,ব্রায়ো, ক্যাল্ক, ক্যাল্ক-সাল,কস্টি,ক্যামো,চায়না,ডিজি,ইউপে-পার্ফ,মার্ক, মার্ক-কর, নেট্র-মি, ফস, পাইরো, রোবি, সাইলি, সালফ ভিরেট ।
(৮) শুষ্ক আবহাওয়ায় বাড়ে- অ্যাকোন, অ্যাসের, কস্টি,হিপার, ক্যালি-কা,নাক্স-ভ ।
(৯) পোকা হাঁটার মতো অনুভুতি (Formication,external parts) -দেহের বাইরের অংশে- অ্যাকোন, আর্নি,কলসি,নাক্স-ভ, প্লাটি,রাস, সিকেলি, সিপি,স্পাইজে।
(১০) প্রদাহ,(Inflammation) অভ্যান্তরিকভাবে -অ্যাকোন, আর্স,বেল, ব্রায়ো, ক্যান্হা, চায়না, ইচিনে, জেলস, আই, ল্যাকে, মার্ক, নাক্স-ভ, ফস, প্লাম্বা, পালস, সিকেলি, টেরিবি ।
(১১) নাড়ির গতি অস্বাভাবিক (Pulse abonormal): পূর্ণতা(Pull) -অ্যাকোন, অ্যান্টি-টা,অ্যাসাফ, বেল, বার্বে, ব্রায়ো, চেলিডো, জেলস,হায়োস,ইগ্নে, ক্যালি-নাই, মার্ক-সায়া,স্ট্র্যামো ।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস. আর. হোমিও ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to এস. আর. হোমিও ফার্মেসি:

Share