Diabetes Cure

Diabetes Cure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diabetes Cure, Medical and health, Muradpur, Zalal Plaza, Chittagong.

05/08/2022

ডায়া বেটিস একধরনের মেটাবলিক ডিজঅর্ডার।শরীরে ইন সুলিন আছে,কিন্তু কাজ করতে পারছে না।কিংবা বিটা সেল ইনএক্টিব হয়ে গেছে,ফলে ইন সুলিন উৎপাদন হচ্ছে না।আমরা সাধারণত চার ধরনের ডায়া বেটিসের কথা বলি। টা"ইপ ১,টা"ইপ ২,জে স্টেশনাল এবং অন্যান্য। টা"ইপ ১ মানে হলো,যেভাবেই হোক,যাঁদের বিটাসেল ইনএক্টিব হয়ে গেছে,তাঁদের যদি আলাদা করে ইন সুলিন দেওয়া না হয়,তাহলে তাঁরা মারা যেতে পারেন।
আমরা যখন বাইরের নানা ধরনের খাবার খাই,ফাস্ট ফুড খাই,তখন শরীরে একধরনের পরিবর্তন আসে।দেখা যায়, শরীরে ইন সুলিন আছে, কিন্তু সেটা কাজ করতে পারছে না।তখন আমরা যে খাবারই খাই,সেটার গ্লু কোজ রক্তে জমে যায়।এটা টা'ইপ ২ ডায়া বেটিস।

যখন ইন সুলিনের উৎপাদন কমে যায় বা ইন সুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লু কোজ থাকে।সেই অবস্থাকে আমরা ডায়া বেটিস বলছি।খালি পেটে যদি গ্লু কোজের মাত্রা ৫.৫-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি ৭.৮-এর বেশি থাকে,তখন সেই অবস্থাকে ডায়া বেটিস বলে।

টা'ইপ ১ ডায়া বেটিসের ক্ষেত্রে সবাই বুঝতে পারে। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ওজন কমে যায়।সমস্যা হয় টা'ইপ ২ ডায়া বেটিসের রোগীদের বেলায়।তাঁরা বুঝতেই পারেন না যে তাঁদের ডায়া বেটিস আছে।বারবার প্রস্রাব করা,খাবার খেয়েও ক্ষুধা না মেটা,ক্লান্ত লাগা,ঝিম ধরা ভাব,কোথাও কেটে গেলে বা ঘা হলে সহজে সেটা না শুকানো—এ রকম কিছু লক্ষণ থাকে।যেহেতু তাঁরা চিকিৎসকের কাছে যান না,তাই তিন-চার বছরে অনেক ক্ষতি হয়ে যায়।দেখা গেল, চোখে রক্তনালী ব্লক,হা"র্টে ব্লক,য"কৃতে ক্রিয়ে"টিনিন বেশি ইত্যাদি।

উক্ত সমস্যা থেকে স্থায়ী পেতে এবং ইন সুলিন মেডি সিন ছাড়া বাকি জীবন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন অথবা কল করুন ০১৭৩২১০০৯৯৯

বিশ্বাস ও আস্থা সহকারে ডায়াকন্ট্রোল ফুড সাপ্লিমেন্ট(পাউডার/ট্যাবলেট) সেবন করুন ডায়াবেটিস সমস্যার স্হায়ী সমাধান করুন,,,, ...
12/07/2022

বিশ্বাস ও আস্থা সহকারে ডায়াকন্ট্রোল ফুড সাপ্লিমেন্ট(পাউডার/ট্যাবলেট) সেবন করুন ডায়াবেটিস সমস্যার স্হায়ী সমাধান করুন,,,,
তাছাড়া আমরাই আপনাকে দিচ্ছি ক্যাশবেক গেরান্টি সহকারে মেডিসিন।তাহলে ভয় কিসের!!!
''কাজ নাহলেতো ৬০% টাকা পেয়ে যাচ্ছেন''
তাই এখনই আপনার বয়স ও সমস্যা খুলে বলুন আমাদের ইনবক্সে।ডায়াবেটিস স্হায়ী ভাবে কন্ট্রোল করতে।
ধন্যবাদ ভালো থাকবেন

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে ন...
12/07/2022

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।

ডায়াবেটিস হচ্ছে সম্পূর্ণ নিরাময় অযোগ্য।তবে নিয়ন্ত্রণযোগ্য।সঠিক মেডিসিন এবং ডাইট মেইনটেইন করার মাধ্যমে আপনিও পেতে পারেন ড...
12/07/2022

ডায়াবেটিস হচ্ছে সম্পূর্ণ নিরাময় অযোগ্য।তবে নিয়ন্ত্রণযোগ্য।সঠিক মেডিসিন এবং ডাইট মেইনটেইন করার মাধ্যমে আপনিও পেতে পারেন ডায়াবেটিস সমস্যার স্হায়ী সমাধান।তাই ডায়াবেটিস সমস্যার স্হায়ী সমাধান পেতে যোগাযোগ করুন ইনবক্সে

12/07/2022

ডায়াকন্ট্রোল ফুড সাপ্লিমেন্ট এর প্রধান কাজ হল রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে অতিরিক্ত গ্লুকোজ লিভারে প্রেরন করে,প্যানক্রিয়াসের ফাংশনকে নতুনভাবে গঠিত করা।যার ফলে এটি সেবনের ১ম সপ্তাহেই আপনার সুগার লেভেল সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।৭-১০ দিনেই মেডিসিন নেয়া ছেড়ে দিতে পারবেন।২ মাসের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।।২ মাস পর ১ টাকার ওষুধ ও সেবন করতে হবে না।শুধু খাওয়া-দাওয়া হালকা মেইনটেইন করার মাধ্যমে আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকবে।এবং আপনিও বাকিজীবন সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষ...
12/07/2022

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে ডায়াবেটিস সচেতনতা দিবস হিসাবে পালন করছে এই খাতের স্বাস্থ্য কর্মীরা।

১৯৫৬ সালের ২৮শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এই সমিতি। বর্তমানে এই সমিতির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় নিবন্ধিত রয়েছেন ৪৫ লাখের বেশি ডায়াবেটিস কর্মী।

ডা. উনউইনের সমীক্ষা অনুযায়ী, চিনি, শষ্য, মিষ্টিজাতীয় কার্বোহাইড্রেট গ্রহণের পরিবর্তে প্রতিদিনের ক্যালোরির চাহিদা মেটাত...
12/07/2022

ডা. উনউইনের সমীক্ষা অনুযায়ী, চিনি, শষ্য, মিষ্টিজাতীয় কার্বোহাইড্রেট গ্রহণের পরিবর্তে প্রতিদিনের ক্যালোরির চাহিদা মেটাতে প্রোটিন ও চর্বিজাতীয় খাবার খেলে দ্রুত নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস। একটি নো-কার্ব ডায়েটে আপনি খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট খেতে পারবেন। শুধু সবজি থেকে যতটুকু কার্ব পাওয়া যায় ততটুকুই

ডায়া বেটিস একধরনের মেটাবলিক ডিজঅর্ডার।শরীরে ইন সুলিন আছে,কিন্তু কাজ করতে পারছে না।কিংবা বিটা সেল ইনএক্টিব হয়ে গেছে,ফলে ই...
12/07/2022

ডায়া বেটিস একধরনের মেটাবলিক ডিজঅর্ডার।শরীরে ইন সুলিন আছে,কিন্তু কাজ করতে পারছে না।কিংবা বিটা সেল ইনএক্টিব হয়ে গেছে,ফলে ইন সুলিন উৎপাদন হচ্ছে না।আমরা সাধারণত চার ধরনের ডায়া বেটিসের কথা বলি। টা"ইপ ১,টা"ইপ ২,জে স্টেশনাল এবং অন্যান্য। টা"ইপ ১ মানে হলো,যেভাবেই হোক,যাঁদের বিটাসেল ইনএক্টিব হয়ে গেছে,তাঁদের যদি আলাদা করে ইন সুলিন দেওয়া না হয়,তাহলে তাঁরা মারা যেতে পারেন।
আমরা যখন বাইরের নানা ধরনের খাবার খাই,ফাস্ট ফুড খাই,তখন শরীরে একধরনের পরিবর্তন আসে।দেখা যায়, শরীরে ইন সুলিন আছে, কিন্তু সেটা কাজ করতে পারছে না।তখন আমরা যে খাবারই খাই,সেটার গ্লু কোজ রক্তে জমে যায়।এটা টা'ইপ ২ ডায়া বেটিস।

যখন ইন সুলিনের উৎপাদন কমে যায় বা ইন সুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লু কোজ থাকে।সেই অবস্থাকে আমরা ডায়া বেটিস বলছি।খালি পেটে যদি গ্লু কোজের মাত্রা ৫.৫-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি ৭.৮-এর বেশি থাকে,তখন সেই অবস্থাকে ডায়া বেটিস বলে।

টা'ইপ ১ ডায়া বেটিসের ক্ষেত্রে সবাই বুঝতে পারে। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ওজন কমে যায়।সমস্যা হয় টা'ইপ ২ ডায়া বেটিসের রোগীদের বেলায়।তাঁরা বুঝতেই পারেন না যে তাঁদের ডায়া বেটিস আছে।বারবার প্রস্রাব করা,খাবার খেয়েও ক্ষুধা না মেটা,ক্লান্ত লাগা,ঝিম ধরা ভাব,কোথাও কেটে গেলে বা ঘা হলে সহজে সেটা না শুকানো—এ রকম কিছু লক্ষণ থাকে।যেহেতু তাঁরা চিকিৎসকের কাছে যান না,তাই তিন-চার বছরে অনেক ক্ষতি হয়ে যায়।দেখা গেল, চোখে রক্তনালী ব্লক,হা"র্টে ব্লক,য"কৃতে ক্রিয়ে"টিনিন বেশি ইত্যাদি।

উক্ত সমস্যা থেকে স্থায়ী পেতে এবং ইন সুলিন মেডি সিন ছাড়া বাকি জীবন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।
ধন্যবাদ।

ফুড সাপ্লিমেন্ট এটা কোনো এলোপাতি বা হোমিওপ্যাথি কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়,,, এটা সম্পুর্ণ ন্যাচারল আইটেম এর সমন্বয়ে ...
12/07/2022

ফুড সাপ্লিমেন্ট এটা কোনো এলোপাতি বা হোমিওপ্যাথি কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়,,, এটা সম্পুর্ণ ন্যাচারল আইটেম এর সমন্বয়ে তৈরি বিজ্ঞান ভিত্তিক একটি ফর্মুলা,,

গবেষকরা গবেষণা করে প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই এর আবিষ্কার,, কারণ সৃষ্টিকর্তা এমন কোনো রোগ মানব দেহে দেন না যার প্রতিষেধক তিনি প্রকৃতির মাঝে রাখে নাই,,,

সাধারণত প্রত্যেকটা খাবার বা ন্যাচারাল আইটেম এর একটা গুণ থাকে,, যা মানুষের দেহের কোনো না কোনো একটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে,,, বিজ্ঞান আজ উন্নত হয়েছে তাই গবেষণায় বিষয় গুলো স্পষ্ট হয়ে আসছে,,

অনেকেই ফুড সাপ্লিমেন্ট কে হারবাল এর সাথে মিলাই ফেলে বলা হয় যে হারবাল ও তো আমাদের মতই,,, কিন্তু বাস্তবতা ভিন্ন,, হারবাল এর হিস্টোরি যদি দেখেন,, দেখবেন দাদা কবিরাজ ছিলো সেই সুত্রে বাবাও কবিরাজ তার সুত্রে ছেলেও কবিরাজ সম্পুর্ন বংস পরামপরায় একটা বিষয় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের নেই,,,

আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দারা গাইড লাইন করা হয়,, প্রতিটি সাপ্লিমেন্ট আবার সাইন্সল্যাব কতৃক টেস্ট করা হয়,, তারপর বাজারজাত করা হয়।

ন্যাচারাল ফুড খান,, নাচারালি সুস্থ্য থাকুন।

ডায়াবেটিস পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। কিছু...
12/07/2022

ডায়াবেটিস পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে আপনাকে সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডায়াবেটিসের লক্ষণগুলো হলো:১. ঘন ঘন প্রস্রাব হওয়া ২. তেষ্টা পাওয়া ৩. নিয়মিত খাওয়ার পরও ঘন ঘন খিদে ৪. প্রচণ্ড পরিশ্রান্ত অ...
12/07/2022

ডায়াবেটিসের লক্ষণগুলো হলো:

১. ঘন ঘন প্রস্রাব হওয়া
২. তেষ্টা পাওয়া
৩. নিয়মিত খাওয়ার পরও ঘন ঘন খিদে
৪. প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা
৫. চোখে ঝাপসা দেখা
৬. শরীরের বিভিন্ন অংশের কাটাছেঁড়া সহজে সারে না
৭. খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া
৮. হাতে-পায়ে ব্যথা বা মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া

ডায়া বেটিস একটি দুরারোগ্য রোগ।এটির আরেক সমার্থক শব্দ বহু মূত্র রোগ।এটাকে অবহেলা করা উচিত নয়।যেহেতু এটাকে নির্মূল করা যা...
12/07/2022

ডায়া বেটিস একটি দুরারোগ্য রোগ।এটির আরেক সমার্থক শব্দ বহু মূত্র রোগ।এটাকে অবহেলা করা উচিত নয়।যেহেতু এটাকে নির্মূল করা যায় না,তবে নিয়ন্ত্রণ করা যায়।তাই ডায়া বেটিসকে সবসময় নিয়ন্ত্রণে করে রাখতে হয়।নিয়ন্ত্রণ মানে ইন সুলিন,মেডি সিন নয়।

ইন সুলিন মেডি সিন ছাড়াও ডায়া বেটিসকে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়।তবে তার জন্য মানতে হবে কিছু ডিসিপ্লিন, করতে হবে নিয়নতান্ত্রিক জীবনযাপন।

টা ইপ-১,টা ইপ-২ রোগীদের আমরা 2013-14 সাল থেকে চিকি ৎসা দিয়ে আসছি।8 লক্ষাধিক মানুষকে আমরা চিকি ৎসা দিয়েছি এই পর্যন্ত।সকলেই এখন ইন সুলিন মেডি সিন ছাড়া ডায়া বেটিস কে নিয়ন্ত্রন রাখছে প্রাকৃতিক উপায়ে।

আপনিও যদি ডায়া বেটিস কে ইন সুলিন মেডি সিন ছাড়া নিয়ন্ত্রণ রাখতে চান,তবে এক্ষুনি যোগাযোগ করুনঃ০১৭৩২১০০৯৯৯

ধন্যবাদ।ভালো থাকবেন।শুভ হোক আপনার দিন।

Address

Muradpur, Zalal Plaza
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diabetes Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram