Elite Care

Elite Care হাপানী বা শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে ?

শ্বাস কষ্ট থেকে মুক্তি নিন ইনহেলার ছেড়ে দিন, বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন। ফেসবুক পলিসির নিষেধাজ্ঞা থাকা...
23/11/2020

শ্বাস কষ্ট থেকে মুক্তি নিন ইনহেলার ছেড়ে দিন, বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন।

ফেসবুক পলিসির নিষেধাজ্ঞা থাকায় এখানে ডিটেইলস বলা যাচ্ছেনা।

কোনো প্রকার অগ্রীম পেমেন্ট ছাড়াই সমগ্র বাংলাদেশেই আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ২৪-৪৮ ঘন্টায়।

শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রীম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।

ডেলিভারি চার্জ:

ঢাকা - ১২০ টাকা
চট্রগ্রাম - ১০০ টাকা
অন্যান্য- ১৫০ টাকা

অনেকেই আছেন যাদের বয়স অল্প কিন্তু পেটের ভুঁড়ি বেড়ে গেছে যার জন্য আপনি যেখানেই যান না কেনো কেউ না কেউ আপনাকে খুঁচিয়ে কথা ...
17/11/2020

অনেকেই আছেন যাদের বয়স অল্প কিন্তু পেটের ভুঁড়ি বেড়ে গেছে যার জন্য আপনি যেখানেই যান না কেনো কেউ না কেউ আপনাকে খুঁচিয়ে কথা বলে!!!
তাই তাদের মুখকে আপনি বন্ধ করে দেন এবং নিজের ওজন ও কমান আমাদের প্রোডাক্ট ওয়েট লস এর মাধ্যমে! যা দেড় মাসের মধ্যে আপনার অস্বাভাবিক ওজনকে কমিয়ে দিবে এবং আপনি পেতে পারেন খুব সুন্দর একটি ফিগার☺☺☺☺
প্রোডাক্ট পেতে পেইজে লাইক ও মেসেজ দিয়ে পাশে থাকুন

অ্যাজমা বা হাঁপানি ।দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাকে বলে হাঁপ...
16/11/2020

অ্যাজমা বা হাঁপানি ।
দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাকে বলে হাঁপানি বা অ্যাজমা । অ্যাজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ যার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও চিহ্নিত করা হয়েছে প্রধানত ২ টি কারণকে বলে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা.শাহরিয়ার জামান দীপ ।
১) ‘এটোপি’ বা বংশগত (Genetic) ও ‘এলার্জি’ পরিবেশগত উপাদান এবং
২) শ্বাসনালীর অতি-সক্রিয়তা (Bronchial hyper-responsiveness)
পৃথিবীজুড়ে ৩০ কোটি লোক অ্যাজমায় আক্রান্ত, যা ২০২৫ সাল নাগাদ ৪০ কোটিতে পৌছবে । বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ । যার মধ্যে ৪০লাখই শিশু ।
৬৫% মানুষের আক্রান্ত হবার কারণ এলার্জি । যুবক বয়সে অ্যাজমা আক্রান্তের হার ১৫% । পেশাগত ভাবে ‘potent sensitizer’ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ১৫-২০% এজমায় আক্রান্ত হয় ।
অ্যাজমা রোগের লক্ষণ চেনার উপায় ।
- শ্বাসকষ্ট, সাথে শুকনো কাশি ।
- শ্বাস-প্রশ্বাসের সময় বাঁশির মতো সাঁ সাঁ শব্দ ।
- হঠাৎ দমবন্ধ ভাব অনুভব করা ।
- ধুলোবালি বিশেষভাবে ঘরের ধুলো, ঠাণ্ডা কিংবা গরমের কারণে শুকনো কাশি, শ্বাসকষ্ট ।
- ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্ট ।
- বিটাব্লকার বা অ্যাসরিন জাতীয় ওষুধ খেলে শ্বাসকষ্ট ।

পরিশ্রমের পর আমরা হাঁপাতে থাকি। একটু দৌড়ালে বা পরিশ্রম করলে সবারই শ্বাসপ্রশ্বাস দ্রুততর হয়। এটা কিন্তু শ্বাসকষ্ট নয়। যদি...
16/11/2020

পরিশ্রমের পর আমরা হাঁপাতে থাকি। একটু দৌড়ালে বা পরিশ্রম করলে সবারই শ্বাসপ্রশ্বাস দ্রুততর হয়। এটা কিন্তু শ্বাসকষ্ট নয়। যদি শ্বাসপ্রশ্বাসের হার বৃদ্ধির পাশাপাশি নিশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয়, তাহলে তাকে শ্বাসকষ্ট বলে। এটি আসলে রোগের লক্ষণ। সঠিক ও সুষ্ঠু চিকিৎসায় এ সমস্যা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অনেকেই মনে করেন, শ্বাসকষ্ট মানেই হাঁপানি। কিন্তু সব শ্বাসকষ্টই হাঁপানি নয়। হাঁপানি হলে বিশেষ ধরনের শ্বাসকষ্ট দেখা দেয়। এটি হঠাৎ করে শুরু হয়। এরপর বুকের ভেতরে বাঁশির মতো শব্দ হতে থাকে। একই সঙ্গে কাশি ও বুকের ভেতর শ্বাস বন্ধ ভাব অনুভূত হয়। হাঁপানি ছাড়াও হৃদ্‌রোগে শ্বাসকষ্ট হতে পারে। হৃৎপিণ্ডের বাঁ দিকের অংশ অকেজো হয়ে পড়লেও তীব্র শ্বাসকষ্ট হয়। এর নাম হৃদ্‌যন্ত্রের হাঁপানি। এর কারণ ফুসফুসের নিচের অংশে পানি জমা হওয়া। এত সমস্যায় রোগী শুয়ে থাকতে পারে না, চিত হলেই বাড়ে। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের হাঁপানি—উভয় রোগের ক্ষেত্রেই শ্বাসকষ্ট থাকে। চিকিৎসক রোগীর বয়স, লক্ষণ এবং বুক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনায়াসে বলে দিতে পারেন, রোগী কোন ধরনের হাঁপানিতে ভুগছেন।

এ ছাড়া কিডনি বৈকল্যের জন্যও শ্বাসকষ্ট হতে পারে। বিভিন্ন অঙ্গে বৈকল্য বা সমস্যার জন্যও শ্বাসকষ্ট হয়। এসব শ্বাসকষ্টের কারণ ভিন্ন হওয়ায় চিকিৎসার ব্যবস্থা ভিন্নতর হয়ে থাকে।

ফুসফুসের যেকোনো সমস্যা বা রোগেও শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার প্রধান উপসর্গই শ্বাসকষ্ট। ফুসফুসের যত বেশি অংশ আক্রান্ত হবে, শ্বাসকষ্ট তত প্রকট হবে। ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণেও শ্বাসকষ্ট হয়। এ রোগের বিভিন্ন কারণের মধ্যে অতিরিক্ত ধূমপান, ধুলা ও ধোঁয়াময় পরিবেশ এবং কোনো কোনো ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিসের সঙ্গে ফুসফুসের হাঁপানির অনেক মিল আছে। যদিও এ দুটি রোগ সম্পূর্ণ ভিন্ন ধরন ও প্রকৃতির। ক্রনিক ব্রঙ্কাইটিসে শ্বাসকষ্ট দিন দিন বাড়তেই থাকে।

15/11/2020

আমাদের জীবনটা তখনি এলোমেলো হয়ে যায়,
যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়।

“আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে থাকবে,তার জীবন হয়ে উঠবে সংকীর্ণ-কঠিন।”[সূরা ত্ব-হাঃ১২৪]

হারানোর পরে আফসোস না করেসময় থাকতে মুরব্বীদের কদর করতে শিখুন।
15/11/2020

হারানোর পরে আফসোস না করে
সময় থাকতে মুরব্বীদের কদর করতে শিখুন।

শ্বাসকষ্ট থেকে বাঁচার উপায়!!!ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার করুন।বাসা বাড়িতে কার্পেট ব্য...
15/11/2020

শ্বাসকষ্ট থেকে বাঁচার উপায়!!!

ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার করুন।বাসা বাড়িতে কার্পেট ব্যবহার না করাই অতি উত্তম।ঘরে ধূঁপ ব্যবহার করেবেন না ।উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন।যেকোন প্রকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলুন।বাসায় বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী পোষা থেকে বিরত থাকুন।ঘর ঝাড়ু দেওয়ার সময় মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।মশার কয়েলও শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে এর থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর।যে কোনো উপায়ে ধূমপান পরিহার করা অপরিহার্য।ঠান্ডা জল এবং শীতল খাবার গ্রহণ করা পরিহার করুন।বাসা বাড়িতে ফ্রীজে রাখা খাবার ভালো করে গরম করে গ্রহন করুন।পুরাতন বই পত্র এবং বিছানা বা কার্পেট ঝেড়ে নেওয়ার সময়ও মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।শীতকালে লেপ-তোষক ভাল করে রোদে শুকিয়ে ব্যবহার করুন।শীতের সময় শীতবস্ত্র ধুঁয়ে ব্যবহার করুন ।শীত থেকে বাচতে উলেন কাপড়ের পরিবর্তে সুতি অথবা জিন্সের কাপড় ব্যবহার করুন।ছোট বা বড় ফুল ধরা গাছের নিচে বা তার আশেপাশে বসবেন না । ফুলের পাপড়ি আপনার শ্বাসকষ্ট বাড়াবে।রান্না করার সময় মশলার ঝাঁঝাঁলো গন্ধ এড়াতে মাস্ক বা শুকনো কাপড় ব্যবহার করুন।ঘরে যাতে তেলাপোকা এবং ছারপোকা বাসা বাধতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন।লক্ষ্য রাখুন কি কি কারণে আপনার এলার্জি, এ্যাজমা ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন আরো কি কি করা দরকার।

15/11/2020

‘শীতকালকে স্বাগত! কারণ, শীতকালে বরকত অবতীর্ণ হয়—(ইবাদতে) দণ্ডায়মান হওয়ার জন্য রাত দীর্ঘ হয়ে যায় এবং রোজা রাখার জন্য দিন ছোট হয়ে যায়।’
—সাহাবি আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)
[ইবনু রজব, লাত্বায়িফুল মা‘আরিফ: ৩২৭ পৃষ্ঠা; বর্ণনাটি মাওকুফ সহিহ (ইবনু রজব)]

15/11/2020

সবাইকে আপন ভেবো না সে তোমার লুকা লয়ে বসে সে তোমাকেই ধোঁকা দিবে🥰
বিঃদ্রঃবাস্তবতা 😴

 কাকে সত্যিকারের ভালোবাসলে আপনার দুনিয়াতে ও আখিরাতে উভয় জাহানে লাভ হবে😍💞💕🎤মাওলানা মুহাম্মদ সোলাইমান আলী রজভী।👇ইউটিউব লিং...
15/11/2020


কাকে সত্যিকারের ভালোবাসলে আপনার দুনিয়াতে ও আখিরাতে উভয় জাহানে লাভ হবে😍💞💕
🎤মাওলানা মুহাম্মদ সোলাইমান আলী রজভী।
👇ইউটিউব লিংক👇

#ভালাবাসার_মানুষ #চিরস্থায়ী_ভালোবাসা 🔊 After watching the video, please just do And for Studio 61 Creator Inspir...

15/11/2020

Address

Jalal Plaza 4th Floor, Muradpur
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Elite Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram