03/07/2025
শিশুর নেফ্রোটিক সিনড্রোম কিডনির এক ধরনের অসুখ, যার ফলে প্রস্রাবে প্রোটিনের অস্বাভাবিক মাত্রার উপস্থিতি পাওয়া যায়, সঙ্গে মুখ ও শরীর ফুলে যায়, প্রস্রাবের পরিমান কমে যায় এবং রক্তে এলবুমিন কমে যায় ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়।
শিশুদের মধ্যে নেফ্রোটিক সিনড্রোমের বিভিন্ন রূপ রয়েছে এবং সবচেয়ে সাধারণ হল মিনিমাল চেঞ্জ ডিজিজ। এর অন্তর্নিহিত কারণ এখনো অজানা। এটি ছেলে শিশুদের মধ্যে প্রায়শই দেখা যায়, যা ২ থেকে ৬ বছরের শিশুদের মধ্যে ঘটে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী সিস্টেমের তারতম্যের কারণে কিছু পদার্থ রক্তে আসে যা কিডনির ছাকনীর প্রোটিন ধরে রাখার ক্ষমতা নষ্ট করে দেয়।
যে সকল লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি বা আপনার শিশু নেফ্রোটিক সিনড্রোম এ আক্রান্ত-
• পা, পায়ের পাতা বা গোড়ালি ফোলা।
• অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া।
• অস্বাভাবিক ভাবে প্রস্রাব কমে যাওয়া।
• অনেক বেশি দুর্বলতা অনুভব হওয়া।
• মুখ দিন দিন ফুলে যাওয়া।
• ফেনাযুক্ত প্রস্রাব।
অভিজ্ঞরা মনে করেন, নেফ্রোটিক সিনড্রোম এর সম্পূর্ণ নিরাময় কঠিন হলেও প্রাথমিক পর্যায়ে নিয়মিত চিকিৎসা এবং ঔষধ সেবনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পেডিকেয়ার হসপিটালে রয়েছে সর্বাধুনিক পেডিয়াট্রিক ও নিওনেটোলজি বিভাগ। এখানে রয়েছে শিশুর কিডনি সংক্রান্ত যে কোন জটিল রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে টিম এবং চিকিৎসা ব্যবস্থা।
আপনার শিশুর সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলে আসুন পেডিকেয়ার হসপিটালে।
☎️বিস্তারিত জানতে কল করুন ০২-৪১৩৫৬০৪১, ৪২
➡️অথবা চলে আসুন এই ঠিকানায়ঃ
পেডিকেয়ার হসপিটাল
📌৩১, পাঁচলাইশ, রোড নং- ০১, পাঁচলাইশ মডেল থানার পিছনে, চট্টগ্রাম।
হটলাইন ০১৩২৯-৬৯৩৭৮৩
Visit: https://www.pedicarehospital.com/