জার্মানী হোমিও কেয়ার

জার্মানী হোমিও কেয়ার নারী ও পুরুষের সকল প্রকার নতুন পুরাতন হোমিওপ্যাথিক চিকিৎসা

13/05/2022
জার্মানী হোমিও কেয়ার পক্ষে থেকে সবাইকে মাহে রমজানের মোবারক বাদ
03/04/2022

জার্মানী হোমিও কেয়ার পক্ষে থেকে সবাইকে মাহে রমজানের মোবারক বাদ

আধুনিক ও উন্নত মানের সেবা নিয়ে জার্মানী হোমিও কেয়ার এবং শেফা হোমিও কেয়ারে নিয়মীত হচ্ছেন-ডাঃ মোঃ আশরাফ উদ্দিনডি,এইচ,এম,এস...
29/03/2022

আধুনিক ও উন্নত মানের সেবা নিয়ে জার্মানী হোমিও কেয়ার এবং শেফা হোমিও কেয়ারে নিয়মীত হচ্ছেন-
ডাঃ মোঃ আশরাফ উদ্দিন
ডি,এইচ,এম,এস(বি,এইচ,বি)ঢাকা
এম,এ(ই,এ,ইউ) ঢাকা৷
মোবাইলঃ 01831930755

আপনার সু-স্বা/স্থ্য নিশ্চিত করার প্রত্যয়ে জার্মানী হো-মিও কেয়ার এবং শেফা হো-মিও কেয়ারে স্বা/স্থ্য সে*/বা দিচ্ছেন-ডাঃ মোঃ...
28/03/2022

আপনার সু-স্বা/স্থ্য নিশ্চিত করার প্রত্যয়ে জার্মানী হো-মিও কেয়ার এবং শেফা হো-মিও কেয়ারে স্বা/স্থ্য সে*/বা দিচ্ছেন-
ডাঃ মোঃ আশরাফ উদ্দিন
ডি,এইচ,এম,এস(বি,এইচ,বি)ঢাকা
এম,এ(ই,এ,ইউ)ঢাকা
ক-নসালটেন্ট-হো-মিওপ্যাথিক মে/ডিসিন৷
মোবাইলঃ 01831930755

জার্মানী হোমি-ও মে-ডি-সিন দ্বারায় চ-র্ম,যৌ,ন মা ও শি-শু রো-গসহ সকল প্রকার ন-তুন পু-রাতন ডি-জিজ এর ট্রি-টমেন্ট নি-ন৷,চেম্...
24/03/2022

জার্মানী হোমি-ও মে-ডি-সিন দ্বারায় চ-র্ম,যৌ,ন মা ও শি-শু রো-গসহ সকল প্রকার ন-তুন পু-রাতন ডি-জিজ এর ট্রি-টমেন্ট নি-ন৷
,
চেম্বার-১
জার্মানী হোমিও কেয়ার,
চট্টগ্রাম ইপিজেড,বন্দরটিলা,বক্সআলী মুন্সি রোড,রেইনবো স্কুলের পার্শ্বে,সুফিয়া ভবন,,
সাক্ষাত-প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা,বিকাল ৫টা থেকে রাত ১০টা,
(শুক্রবার বিকালে বন্ধ থাকিবে)
,
চেম্বার-2
শেফা হোমিও কেয়ার
মুহুরী প্রজেক্ট বাজার,জোরারগঞ্জ,মীরসরাই,চচট্টগ্রাম,
সাক্ষাত-প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত৷
,
ফোন-01831930755

আপনার সু-স্বা/স্থ্য নিশ্চিত করার প্রত্যয়ে জার্মানী হোমিও কেয়ার এবং শেফা হোমিও কেয়ারে স্বা/স্থ্য সে*বা দিচ্ছেন-ডাঃ মোঃ আশ...
21/03/2022

আপনার সু-স্বা/স্থ্য নিশ্চিত করার প্রত্যয়ে জার্মানী হোমিও কেয়ার এবং শেফা হোমিও কেয়ারে স্বা/স্থ্য সে*বা দিচ্ছেন-
ডাঃ মোঃ আশরাফ উদ্দিন
ডি,এইচ,এম,এস(বি,এইচ,বি)ঢাকা
এম,এ(ই,এ,ইউ)ঢাকা
কনসালটেন্ট-হোমিওপ্যাথিক মে/ডিসিন৷
মোবাইলঃ 01831930755

আপনার সুসাস্থ্য নিশ্চিত করার প্রত্যয়ে জার্মানী হোমিও কেয়ার এবং শেফা হোমিও কেয়ারে রুগী দেখছেন-ডাঃ মোঃ আশরাফ উদ্দিনডি,এইচ,...
14/03/2022

আপনার সুসাস্থ্য নিশ্চিত করার প্রত্যয়ে জার্মানী হোমিও কেয়ার এবং শেফা হোমিও কেয়ারে রুগী দেখছেন-
ডাঃ মোঃ আশরাফ উদ্দিন
ডি,এইচ,এম,এস(বি,এইচ,বি)ঢাকা
এম,এ(ই,এ,ইউ)ঢাকা
কনসালটেন্ট-হোমিওপ্যাথিক মেডিসিন৷
মোবাইলঃ 01831930755

10/03/2022

নবজাতক শিশু জন্মের পরে প্রস্রাব না করলে চিকিৎসকের পরামর্শক্রমে Aconite nap ঔষধটি খাইয়ে দিন ৩০মিনিটের ভিতর প্রস্রাব করবে,
,
ভয় পাওয়া জনিত প্রস্রাব বন্ধ হয়ে গেলে এটি খেতে দিন,
বিশেষ করে মহিলাদের এই সমস্যা বেশী হয়ে থাকে,গ্রামের এক মহিলা প্রস্রাব করতে বসে একটি বিকট আওয়াজে হঠাত চমকে উঠেছিলেন আর তাতেই তার প্রস্রাব বন্ধ হয়ে গেল মর্ডানপ্যাথি চিকিৎসকের কাছে ছোটাছুটি করে কোন ফলাফল না পাওয়ায় আমার নিকট আসলে রুগীর বিস্তারিত শুনে একোনাইট খেতে দিলাম আর কিছুক্ষন পরেই তার প্রস্রাব হলো,
,
মনে রাখবেন প্রস্রাব বন্ধ হয়েগেলে কোন ভাবেই বেশী পরিমান পানি পান করবেননা অনেকেই প্রস্রাব হওয়ার জন্য বার বার পানি পান করতে থাকেন আর তাতে ক্ষতির মাত্রাটাও বেড়ে যায়৷

28/02/2022

মহিলাদের মাসিক সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা (homeopathy medicine for menstruation pain)

homeopathy medicines for menstrual problem of women
জরায়ুর সকল প্রকার রোগে উপকারী – Aurum mur Nat ।

ঋতু বিলম্বিত,একেবারে বন্ধ বা মাত্র এক-আধ দিন স্থায়ী – Amyl Nit ।

রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ, সাথে রক্তহীনতা – Ferrum Mur ।

ঋতুস্রাব ২/৩ মাস বন্ধ থাকে পরে একবার প্রকাশিত হয়, সেই সময় পেটে ভয়ানক যন্ত্রণা – Xanthoxylum ।

ঋতুস্রাব বন্ধ, বধ হয় যেন ঋতু শুরু হবে কিন্তু তা হয় না। স্রাবের রক্ত জলের মত ও ফ্যাকাসে, কমরে ও তলপেটে অত্যন্ত ব্যাথা। সকালে খাবার আগে গা -বমি ভাব ও বমির ইচ্ছা, ঋতুকালীন পেটের ওপরের দিকে অসচ্ছন্দতা বোধ, খাবারে অরুচি, ক্ষুদামন্দা, বাম ডিম্বকোষে হুলফোটানো যন্ত্রণা ও জ্বালা, চোখের ওপর মাথাযন্ত্রনা – Gossypium ।

অসময়ে প্রচুর পরিমানে রজঃস্রাব, সাথে পেটে ভীষণ ব্যাথা,রক্ত কালো ও চাপ চাপ – Aletris Farinosa ।

মাসিক রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ হয় না,অনেকদিন থাকে – Trillium Pendulum ।

ঋতু খুব শীঘ্র শীঘ্র ও পরিমানে অধিক হয়, সাথে কোমর থেকে তলপেট পর্যন্ত খুব যন্ত্রণা,রক্ত ঘোলাটে, কালো ও চাপ চাপ – Cyclamen ।

অত্যন্ত অধিক দুর্গন্ধ যুক্ত শ্বেত প্রদরস্রাব ,স্রাব হাজাকারক,যোনিতে অসহ্য চুলকানি ও ফোস্কার মতো উদ্ভেদ। প্রত্যেক ঋতুকালে অত্যাধিক রক্তস্রাব – Helonias D ।

ঋতুস্রাব যথাসময়ে না হয়ে অনেক দেরিতে হয়,পরিমাণে অনেক অল্প হয়ে থাকে(দিনে বেশি ও রাতে কম স্রাব)।ভয়ানক খামচানি ব্যখ্যা, কোমরে ব্যাথা, মাথা ব্যাথা – Pulsatilla ।

ঋতুস্রাব থেমে থেমে হয়,ব্যাথা ও ঠিক থেমে থেমে হয়,রোগিনী দেখতে খুব মোটাসোটা,রোগিনী খোলা বাতাসে থাকতে চায় কিন্তু তাতে আবার শীত শীত বোধ করে, ঋতুস্রাব কালচে রঙের ও চাপচাপ , কখনও বা জলের মতো বর্ণহীন – Pulsatilla ।

ঋতু অনিয়মিত,সময়ের বহুপূর্বে প্রকাশ, রজঃ অতি অল্পদিন বা অনেক দিন ধরে চলে,ঋতুর ২/১ দিন আগে তলপেটে ভীষণ ব্যখ্যা, রক্তের রঙ কালো ও চাপচাপ – Abroma augusta ।

ঋতু প্রায়ই অনিয়মিত এবং অনেক দেরিতে হয়, ব্যাথা,ঋতু শুরু হবার আগে ওভারিতে ব্যাথা, রজঃ লোপ,রজঃ রোধ – Janosia Ashoka।

বালিকাদের খুব তাড়াতাড়ি এমন কি ১৫ দিন অন্তর ঋতু হয় আর বয়স্কদের অনেক দেরিতে হয় – Calcarea Phos ।

ঋতু বন্ধ হয়ে কাশি,কাশির সাথে রক্ত,রক্তস্রাব আরম্ভ হলেই কাশির উপশম।বাধক,ঋতুবন্ধ,অতিরজঃ, অনিয়মিত সময়ে ঋতু প্রকাশ,ঋতুর আগে মুখ,গলা,মুত্রথলির যন্ত্রণা – Senecio Aureus ।

পরিমানে অধিক ও অধিকদিন স্থায়ী ফিকে লাল মাছ ধোয়া জলের মতো বা ঋতু সম্পূর্ণ বন্ধ অথবা ঋতুবন্ধ হয়ে নাক,মুখ ও প্রস্রাবদ্বার দিয়ে স্রাব – Phosphorus ।

07/02/2022

সহবাসকালীন বা অন্য যেকোন সময় যোনিদ্বার দিয়ে উচ্চ শব্দে বায়ু নিঃসরন নিতান্ত বিব্রতকর,
Lyco সহ বেশ কিছু ঔষধ রয়েছে যা সেবনের মধ্যে দিয়ে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়৷

সিস্টাইটিস(Cystitis)মূএাশয় অথবা মূএথলির প্রদাহের কারন,লক্ষন,প্রতিরোধ করার উপায় জেনে নিন।সিস্টাইসিস (Cystitis) কী?সিস্টাই...
07/02/2022

সিস্টাইটিস(Cystitis)মূএাশয় অথবা মূএথলির প্রদাহের কারন,লক্ষন,প্রতিরোধ করার উপায় জেনে নিন।

সিস্টাইসিস (Cystitis) কী?

সিস্টাইটিস Cystitis হলো মানুষের মূত্রাশয় অথবা মূত্রথলির প্রদাহ বা ইনফেকশন।নারী/পুরুষ উভয় সিস্টাইটিস(Cystitis)এই রোগে আক্রান্ত হয় এবং সব বয়সের পুরুষ সিস্টাইটিস(Cystitis) আক্রান্ত হতে পারে। কারণ ভেদে সিস্টাইটিস(Cystitis) বিভিন্ন টাইপের হয়।

ক)ব্যাকটেরিয়া জনিত সিস্টাইসিস।
খ)ইন্টারস্টিশিয়াল সিস্টাইসিস।
গ)রেডিয়েশন সিস্টাইসিস।
ঘ)হোমোরেজিক সিস্টাইসিস।
ঙ)ক্যামিক্যাল সিস্টাইসিস।
চ)ড্রাগ ইন্ডিউসড সিস্টাইসিস।

তাছাড়া ও বিশেষজ্ঞদের আরো কারনে সিস্টাইসিস হয়,

Diabetes Mellitus (DM)

Enlarged Prostate.

Kidney Stones.

Spinal Cord Injury.
এসব কারনে।

ব্যাকটেরিয়া জনিক সিস্টাইটিসঃ- এটা এক সাধারণ টাইপ সিস্টাইসিস। এই ভাইরাস পায়ুপথ থেকে ব্যাকটেরিয়া এসে মূত্রনালী দিয়ে মূত্রথলিতে ঢুকে সংক্রমণ ঘটায়।

ইন্টারস্টিশিয়াল ব্যাকটেরিয়াঃ- এই ভাইরাস সাধারণত আঘাতের কারণে থাকে।এই ভাইরাসকে তেমন একটা দেখা যায় না।

রেডিয়েশন সিস্টাইসিসঃ- যেসকল রোগীগন ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিয়েশন থেরাপি নিয়েছে তাদের ক্ষেত্রে সচরাচর এই ভাইরাস সংক্রমণ করতে দেখা যায়।

হেমোরলজিক সিস্টাইসিসঃ- প্রস্রাবের সাথে রক্ত যাওয়াই মূলত হেমোরলিজক সিস্টাইসিস।

কেমিক্যাল সিস্টাইসিসঃ-কেমিক্যাল থেকে যে সিস্টাইসিসের উৎপত্তি তাকে কেমিক্যাল সিস্টাইসিস বলে।

ড্রাগ ইন্ডিউসড সিস্টাইসিসঃ- এলোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট থেকে মূলত এই সিস্টাইসিস তৈরি হয়।

সিস্টাইসিস (Cystitis) কেন হয়?

১)মূত্রথলিতে বি-কোলাই হলে বা টাইফয়েড।

২)গনোরিয়া ইনফেকশন হলে।

৩)স্ট্রেপটোকক্কাস বা স্টাফাইলোকক্কাস ইনফেকশন হলে।

৪)হিম-ঠান্ডা পানিতে ভিজালে।

৫)মূত্রথলিতে পাথর বা স্টোন হলে।

৬)মূত্রথলিতে অত্যধিক চাপ অথবা আঘাত লাগার কারনে হতে পারে।

৭)যে কোন যৌন ব্যাধির আক্রমণে সিস্টাইসিস হতে পারে।

সিস্টাইসিসের (Cystitis) লক্ষন ও উপসর্গঃ-

১)তলপেটে প্রচন্ড ব্যাথা

২)তলপেটে হালকা চাপ অনুভব হওয়া।

৩)সর্বদাই মূত্রবেগ কিন্তু কোঁথ দিয়ে মূএ ত্যাগ করতে হয়।

৫)প্রস্রাব করার সময় ব্যাথা অনুভব করা।

৬)ঘন ঘন প্রস্রাব করার ইচ্ছা জাগে।

৭)রাতের বেলায় বার বার প্রস্রাব করার ইচ্ছা জাগে।

৮)প্রস্রাবে ঘোলাটে রং হওয়া।

৯)প্রস্রাব লাল বর্ণ এবং রক্ত মিশ্রিত হওয়া।

১০)প্রস্রাবের সাথে লাল টকটকে রক্ত যাওয়া।

১১)প্রস্রাবে গ্যাসযুক্ত দুর্গন্ধ হওয়া।

১২)মূত্রথলি ভারী বোধ হওয়া।

১৩)মূত্রথলিতে জ্বালাপোড়া অনুভব হওয়া।

সিস্টাইসিসের (Cystitis) চিকিৎসাঃ-(treatment of cystitis)

ভালো একজন ইউরোলজি বিশেষজ্ঞ সাথে পরামর্শ করে ওষুধ সেবন করলে সাময়িক সুস্থ থাকা যায়।অন্যদিকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করলে নিরামত করা সম্ভব।শুধু একটু ধৈর্যধারন ওষুধ সেবন করতে হবে।

কিভাবে সিস্টাইসিস (Cystitis) প্রতিরোধ করা যায়ঃ-

কিছু নিয়মকানুন মেনে চললে সিস্টাইসিস প্রতিকার করা সম্ভব।

১/অধিক সময় ধরে প্রস্রাবের চাপিয়ে না রাখা

২/ইউরিন ইনফেকশন থাকলে দ্রুত চিকিৎসা নেয়া

৩/গনোরিয়া/সিফিলিস বা কোন ধরনের যৌনরোগ থাকলে দ্রুত চিকিৎসা নেয়া।

৪/মূএথলীতে যাতে আঘাত না সেই বিষয়ে সর্তক থাকা৷
DrAshraf Uddin

29/01/2022

🚫♊ আত্মহত্যার ইচ্ছা লক্ষণের বহু ঔষধ নির্দেশিত হয়, তন্মধ্যে নিম্নের বিশেষ লক্ষণ গুলো মনে রাখা ভালোঃ– ♊🚫

এক) উচ্চ স্থান হতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চাযঃ–
এনাকার্ডিয়াম, আর্জেন্টাম নাইট্রিক, আর্স, অরাম, বেল, ক্যাম্ফার, নাক্স ভম, ষ্ট্রামো।

দুই) গবাক্ষ বা জানালা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চায়ঃ–
অরাম, আর্স, ইথুজা, বেল, ভিরেট্রাম।

তিন) আত্মহত্যা করতে চায়, কিন্তু সাহস পায় নাঃ–
চায়না, নাক্স ভম, ফস।

চার) গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
আর্স, বেল।

পাঁচ) পিস্তলের গুলিতে আত্মহত্যা করতে চায়ঃ–
অরাম, এন্টিম ক্রুড, কার্বো ভেজ, নাক্স ভম, নেট্রাম সালফ, পালস, মেডো, হিপার।

ছয়) ছুরি দিয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
আর্স, এলুমি, বেল, ক্যাল্কে, মার্কুরিয়াস, ষ্ট্রামো।

সাত) বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়ঃ–
লিকি-টি।

আট) পানিতে ডুবে আত্মহত্যা করতে চায়ঃ–
এন্টিম ক্রুড, বেল, ড্রসেরা, ইগ্নে, ল্যাকে, রাস, পালস, ভিরেট্রাম, সিকেলি, সাইলেসিয়া, হেলেনি, হাইয়ো।
♦️♦️♦️♦️🔹🔹🔹🔹🔹🔹🔹♦️♦️♦️♦️

25/01/2022
 #গরম পানির উপকারিতাঃএকদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ০১. মা...
17/01/2022

#গরম পানির উপকারিতাঃ
একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা

*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।

*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*

গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -

৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা

*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*

*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।

*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।

*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।

*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*

সংগৃহীতঃ
জাপানি ডাঃ মেনসাহ-আসরের লেখা হতে।

17/01/2022

#বীর্য
বীর্য হলো অস্বচ্ছ, সাদা রঙের শারীরিক তরল পদার্থ। যা নারী পুরুষের মিলনের সময় পুংলিঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বাহিরে নির্গত হয়।

#উৎপাদন
৬৫% বীর্য তরল ধাতুগত গুটিকা দ্বারা উৎপাদিত।এছাড়া ৩০%-৩৫% মূত্রথলীর গ্রীবা সংলগ্ন গ্রন্থিবিশেষ থেকে সরবরাহকৃত এবং ৫% বীর্য শুক্রাশয় এবং অন্ডকোষের Epididymes নামক অংশ হতে উৎপন্ন।

#বীর্যের পরিমান
২০-৩০ বছরের পুরুষের প্রায় ৪মি.লি.।
৩০-৫০ বছর বয়সী পুরুষের ৩.৫ মি.লি. প্রায়।
৫০-৭০ বছর বয়সী পুরুষের ২মি.লি.।
৭০ উর্ধ্ব পুরুষের ১মি.লি. এর মত।

#বীর্যে শুক্রাণুর সংখ্যা
একজন সুস্থ সবল পুরুষের ১মি.লি. বীর্যে কমপক্ষে ১৫ মিলিয়ন শুক্রাণু থাকতে হবে। এর কম হলে তাকে Oligospermia (অলিগোস্পারমিয়া) বলে। এর ফলে বাচ্চা হয় না।

#শুক্রানুর নড়াচড়া
কমপক্ষে ৪০% শুক্রাণুর নড়াচড়ায় সক্ষম ও গতি থাকা প্রয়োজন। এর মাঝে কমপক্ষে ৩০% শতাংশ শুক্রাণুর অতি দ্রুত গতিতে নড়াচড়া প্রয়োজন। শুক্রাণুর এই সংখ্যার কম নড়াচড়া হলে তাকে Asthenozoospermia (এসথেনোজোস্পারমিয়া) বলে। কম নড়াচড়া হলে শুক্রাণু ডিম্বানুর সাথে নিষিক্ত হবে না। ফলে বাচ্চা হবে না।

#শুক্রাণুর গঠন
৪০% শুক্রাণু গঠনগত দিক দিয়ে সুস্থ সবল ঠিক থাকতে হবে। শুক্রাণুর গঠনগত ত্রুটিকে Teratozoospermia (টেরাটোজোস্পারমিয়া) বলা হয়।

#যখন কোন ব্যক্তির বীর্যে শুক্রাণুর সংখ্যা, গঠন ও গুণগত মান সব কিছু ঠিক থাকলে তাকে Normozoospermia (নরমোজোস্পারমিয়া) বলা হয়।

এগুলো সিমেন এনালাইসিস টেস্ট করে তবেই জানা যায়। এছাড়া উপায় নেই। বীর্য পাতলা বা ঘন এসবের উপর নির্ভর করে না।। যারা অতি উৎসাহী বা আগ্রহী নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে (সিমেন এনালাইসিস টেস্ট) পরিক্ষা করতে পারেন। ১ হাজার বা কম বেশি খরচ লাগবে। তবে অবিবাহিতদের করার দরকার নাই। শুধু মাত্র বিবাহিত তাদের করাই উত্তম হবে। অবিবাহিতরা সম্ভব হলে চরিত্র সংশোধন করুন, পর্নোগ্রাফি বর্জন করুন, হস্তমৈথুন বা ঘষাঘষি বন্ধ করুন।

#শুক্রাণু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ

আমাদের অন্ডকোষ বা টেসটিস থেকে শুক্রাণু তৈরি হয়।
১.অন্ডকোষে রক্ত চলাচল না হলে।
২.অন্ডকোষে ইনফেকশন হলে।
৩.ধুমপান, মদ্যপান,নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে।
৪.ভেজাল, কৃত্রিম খাবার গ্রহণ করলে।
৫.শরীরের ওজন বৃদ্ধি পেলে।
৬.আটসাট পোশাক পরিধান করলে।
৭.অতিরিক্ত ফোন ব্যবহার করলে।
৮.হস্তমৈথুন ও পর্ণগ্রাফির কারণে।
৯.অসাস্থ্যকর খাবার খেলে।
১০. অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে।
১১. পুষ্টিকর খাবার না খেলে।
১৩. পর্যাপ্ত না ঘুমালে।

10/01/2022

হস্তমৈথুন, ঘষাঘষি, পর্নোগ্রাফি, বীর্যক্ষয়ের ক্ষতিগুলোর দিকে একবার তাকান। তাহলেই অনুমান করতে পারবেন কিছুটা হলেও। যেমনঃ- দ্রুত বীর্যপাত, লিঙ্গ শক্ত না হওয়া, বীর্যে শুক্রানো কমে যাওয়া, যৌন চাহিদা কমে যাওয়া, হজমে সমস্যা, চুল পরা, স্মৃতি শক্তি কমে যাওয়া, ধৈর্যহীনতা, শরীর শুকিয়ে যাওয়া, চেহারা নষ্ট হওয়া সহ সংসার ভাঙ্গার মত করুন অবস্থা সৃষ্টি করে এসকল খাবাপ অভ্যাস।
এমন কি, হস্তমৈথুনের যে সকল যৌন সমস্যা দেখা দেয় সেগুলো সহজে আরোগ্য হতে চাই না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে খারাপ অভ্যাস গুলো ছাড়তে হবে।। আশা করি কিছুটা হলেও অনুধাবন করেছেন। এবার সিদ্ধান্ত আপনার।।
হস্তমৈথুনের ঘাটতি পূরনের জন্য ঘরোয়া উপায়ঃ-

প্রতিদিন সকাল ও বিকালে ৫-৭ টি করে যে কোন খেজুর ও কিসমিস খান।

অন্তত ১ টি সিদ্ধ ডিম খান। বা ৭ দিনেন২/৩ টি ডিম খান।

দৈনিক ১/২ টি যে কোন পাকা কলা খান।

১-২ চামিচ করে খাঁটি মধু খান।

১/২ মুট ভেজানো ছোলা বুট খেতে পারেন।।

সমার্থ অনুযায়ী যে কয়টা উপাদান সংগ্রহ করতে পারবেন সে কয়টাই খান। যখন খুশি তখন খান, সময় পাবেন তখন খাবেন।

#খুব ভালো করে উপদেশ গুলো মেনে চলার চেষ্টা করুন। কেননা আপনার ভবিষ্যৎ আছে, সংসার আছে, আছে আত্মমর্যাদা।। তাই নিজেকে ও নিজের চরিত্রকে সংশোধন ও নিয়ন্ত্রণ রাখা জরুরি।। নিচের বিষয় গুলো কঠোর ভাবে মেনে চলুনঃ-

১. পর্নোগ্রাফি দেখা, হস্তমৈথুন করা বর্জন করুন।
২. বিচানা/ কোল বালিশের সাথে ঘষাঘষি বন্ধ করুন।
৩. দৈনিক ১২/১৪ গ্লাস পানি পান করুন।
৪. সৃষ্টিকর্তার কথা স্মরণ করুন।
৫. নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
৬. খারাপ কাজে ধাবিত করে এমন বন্ধু পরিহার করুন।
৮. সৃষ্টি কর্তার কাছে সাহায্য চান।
৯. ধর্মীয় বই পড়েন।
১২. দৈনিক ৩০-৪০ মি হাঁটুন।।
১৩. সিজেনাল ফলমূল ও সবুজ শাকসবজি বেশি করে খান।
১৪. সর্বদা পজেটিভ চিন্তা করবেন। যেমনঃ আপনি পারবেন, আপনি সফল হবেন, আপনি কর্মট, আপনি সাহসী, আপনি সাম্য, আপনি উদার, আপনি দয়ালু, আপনি সহযোগিতা পরায়ন, আপনি সৎ ইত্যাদি।।

#যাদের অতিরিক্ত সপ্নদোষ হয় তারা মেনে চলুনঃ সাধারনত হস্তমৈথুন, ঘষাঘষি না করলে সপ্তাহে ১/২ বার, মাসে ৪/৬ বার একজন মানুষের সপ্নদোষ হতে পারে। তারপরও যাদের বেশি হয় তারা মেনে চলুনঃ-

১. রাতে ঘুমানোর আগে ভালো করে প্রশ্রাব করে ঘুমান।
২. ডান পাশ হয়ে ঘুমান।
৩. সম্ভব হলে অযু করে ঘুমাবেন।
৪. দোয়া পড়ে ঘুমাবেন।
৫. রাতে খাবারের তালিকায় দুধ, ডিম, মাংস রাখবেন না।
৬. খুব ভোরে ঘুম থেকে উঠবেন ও প্রস্রাব করবেন।

#লিঙ্গের সাইজ নিয়ে যারা চিন্তিত একটু পড়ে নেন
আসলে উত্তেজিত অবস্থায় ৩"-৩.৫" হলেই হয়। আসল কথা হলো ভালো ভাবে লিঙ্গ শক্ত হওয়া এবং দীর্ঘ সময় বীর্য ধরে রেখে সহবাস করা। সাইজ তেমন কোন সমস্যা না। আর সাইজ বৃদ্ধি ও মোটা করার জন্য কোন ওষুধ, মলম, মালিস, তেল, জেল আবিস্কার হয়নি। যে সকল বিজ্ঞাপন দেখেন সব ভুয়া।

যা যা নিয়ে অযথা টেনশনঃ- লিঙ্গ আগা মোটা গুড়ি চিকন থাকলে, ডানে-বামে বাঁকা থাকলে কোন সমস্যা নেই। এগুলো নরমাল বিষয়। এগুলো নিয়ে ভয় পাবেন না। হস্তমৈথুন, ঘষাঘষি বন্ধ করুন আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাআল্লাহ।
#উত্তেজিত হলে কাম রস (লিঙ্গের মাথায় ডিমের সাদা অংশের মত পিচ্ছিল পানি) আসতে পারে। কারও কম বা বেশি বের হয়। এটা নরমাল।। এটা কোন রোগ না।।

08/01/2022

যে পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে তারা দুশ্চিন্তাগ্রস্থ না হয়ে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন-এটি জটিল কোন রোগ নয় যথাযথ চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়৷
,
যে আপুদের স্বামীরা এই সমস্যায় আক্রান্ত আপনারা ধৈর্যহারা না হয়ে চিকিৎসা নিতে উৎসাহ দিন,
তবে যাদের ইরেক্টাইল ডিসফাংসানের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা জটিল বটে কিন্তু এটিও হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ৯০% ইরেক্টাইল ডিসফাংসান অর্থাৎ ধ্বজভঙ্গ রুগী সুস্থ্যতা লাভ করে৷
,
আমি এমনো কিছু রুগী পেয়েছি যারা এই সমস্যার জন্য ডিভোর্স পর্যন্ত চলে গিয়ে শেষ চেষ্টা বলে আমার চেম্বারে এসেছিল আলহামদুলিল্লাহ তাদের এখন সুখি সংসার ডিভোর্স নিতে হয়নি তাদের কোলজুড়ে একটি সন্তান এসে তাদের ঘর আরো আলোকিত করে দিলো৷
ছোট ছোট কিছু রোগ লজ্জা এবং অবহেলার কারনে সংসারে অশান্তির কারন হয়,তাই যারা এই সমস্যাই আক্রান্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ্য থাকুন৷

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when জার্মানী হোমিও কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জার্মানী হোমিও কেয়ার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram