23/09/2025
"ছোট্ট শিশুদের মেধা বিকাশে কলমই হোক শক্তি ".
আমরা সকলেই জানি, হাতের লেখা মানেই সৃজনশীলতার প্রথম ধাপ। এই ছোট্ট শিশুরা যখন লিখতে শিখে, তখন আবির্ভাব ঘটে তাদের ভবিষ্যৎ পথের যাত্রা।
শিশুদের এই সৃজনশীলতাকে আরোও বিকশিত করতে আয়োজিত করা হয়েছে-
🎉হাতের লেখা প্রতিযোগিতা ২০২৫ 🎉
📍স্থান: আল-হোসাইন হিফজুল কোরআন একাডেমি
🗓️ তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার সকাল ১১টা
রেজিষ্ট্রেশন ফি ৪০ টাকা
আয়োজনে :-
👉🏻 B For Bangladesh
👉🏻 Blood For Chittagong
আসুন , ছোট্ট ছোট্ট লেখার মধ্য দিয়ে আমরা নতুন সৃজনশীলতার দিগন্ত উন্মোচন করি ।
এই আয়োজনে সকল ভলান্টিয়ারদের উপস্থিতি কাম্য করছি । আয়োজনে অংশগ্রহণ করুন এবং এই ছোট্ট শিশুদের উৎসাহের কারণ হোন।
#হাতের_লেখা_প্রতিযোগিতা_২০২৫