CFC-World

CFC-World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CFC-World, Medical and health, MUSKASH;51, SOUTH KHULSHI ;ROAD NO #1, CHITTAGONG, Chittagong.

CHILDREN'S SPECIALIST CHAMBER.
“চিল্ড্রেন‘স স্পেশালিস্ট চেম্বার“
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চেম্বার।
(বাসা:MUSKASH; ৫১ নং দক্ষিণ খুলশী,রোড #০১,চট্টগ্রাম, বাংলাদেশ)
চেম্বার সময়: সন্ধ্যা ৭টা -রাত ১০টা;শুক্রবার বন্ধ।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
০১৭৯৫ ৬৩৩ ৩৩৩

এখানে নিচের সেবাসমূহ পাওয়া যায়:★ নবজাতক,শিশু ও কিশোরদের সব ধরণের রোগের চিকিৎসা ও পরামর্শ। ★ শিশুদের পুষ্টি বিষয়ক গুরুত্ব...
14/08/2025

এখানে নিচের সেবাসমূহ পাওয়া যায়:
★ নবজাতক,শিশু ও কিশোরদের সব ধরণের রোগের চিকিৎসা ও পরামর্শ।
★ শিশুদের পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ।
★ শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের পরামর্শ।
এছাড়া এখানে
★দেশি-বিদেশি সকল প্রকার টিকা পাওয়া যায়।
★এখানে সব বয়সের সবধরনের টিকা(সরকারি টিকা ছাড়া) দেওয়া হয়।বিভিন্ন দেশে ভ্রমণ ও বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজনীয় টিকা,Vaccine Card, Softcopy Vaccine card ও Vaccine Certificate দেওয়া হয়।

চেম্বার সময়:
সন্ধ্যা ৭টা -রাত ১০টা।শুক্রবার বন্ধ।

আমার দর্পন:“মায়ের ভাষা মাতৃভাষা;আর এখন মোবাইলের যুগে,যন্ত্রের ভাষা-শিশুর প্রধান ভাষা”আজকের শিশুরা মোবাইল নামের এক রেডিয়ে...
08/08/2025

আমার দর্পন:
“মায়ের ভাষা মাতৃভাষা;
আর এখন মোবাইলের যুগে,
যন্ত্রের ভাষা-শিশুর প্রধান ভাষা”

আজকের শিশুরা মোবাইল নামের এক রেডিয়েশন ঘেরা পরিবেশের মধ্যে বড় হচ্ছে।শিশুদের মস্তিষ্ক মোবাইল থেকে নির্গত ক্ষতিকর তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল।শিশুদের মস্তিষ্ক এবং অস্থিমজ্জা বড়দের চেয়ে প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ মোবাইলের মাধ্যমে শোষণ করে থাকে।

চলতি বছর বাংলাদেশে শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৮৬ শতাংশ প্রি-স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত।

গবেষণায় দেখা গেছে, শিশুদের স্মার্টফোনে আসক্তির কারণ মূলত মায়েরা সন্তানকে খাওয়ানোর বড় মাধ্যম হিসেবে মোবাইল ফোনকে বেচে নিয়েছেন ; এছাড়া সন্তানের সঙ্গে বাবা-মায়ের সময় না কাটানো,খেলার মাঠের অভাব, খেলার সাথির অভাব, স্মার্টফোনে কার্টুন দেখা, স্মার্টফোনে গেম খেলা ইত্যাদি।

এসব স্মার্টফোনে ভার্চ্যুয়াল এন্টারটেইনমেন্ট দেখার সময়ে আমাদের মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিঃসরিত হয় যা অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই আসক্তি তৈরি করে।

মা বাবারা চেম্বারে এসে দুঃখ করে বলেন -“বাচ্চার বয়স ৩ বছর,অথচ কথা বলছে না”,এছাড়া মোবাইল আপনার শিশুর মস্তিষ্ক,কান,চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত করছে।

একটু বড় হতেই তারা ক্ষুধামান্দ্য, অনিয়মিত খাওয়া, স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে।

তাই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে বাবা মাকে সতর্ক হতে হবে।বাচ্চাকে খাওয়াতে যেয়ে মোবাইল ফোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।

ডাঃ এ টি এম মাহমুদুর রহমান।
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
নবজাতক চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত(সিঙ্গাপুর)
কনসালটেন্ট (শিশু),মিনিস্ট্রি অফ হেলথ,মালদ্বীপ(এক্স)
chamber:
“চিল্ড্রেন‘স স্পেশালিস্ট চেম্বার“
(বাসা:MUSKASH; ৫১ নং দক্ষিণ খুলশী,রোড #০১,চট্টগ্রাম, বাংলাদেশ)

এখানে নিচের সেবাসমূহ পাওয়া যায়:★ নবজাতক ও শিশুদের সব ধরণের রোগের চিকিৎসা ও পরামর্শ। ★ শিশুদের পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ ...
03/08/2025

এখানে নিচের সেবাসমূহ পাওয়া যায়:
★ নবজাতক ও শিশুদের সব ধরণের রোগের চিকিৎসা ও পরামর্শ।
★ শিশুদের পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ।
★ শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের পরামর্শ।
এছাড়া এখানে
★দেশি-বিদেশি সকল প্রকার টিকা পাওয়া যায়।
★এখানে সকল বয়সের সবধরনের টিকা(সরকারি টিকা ছাড়া) দেওয়া হয়।বিভিন্ন দেশে ভ্রমণ ও বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজনীয় টিকা,Vaccine Card, Softcopy Vaccine card ও Certificate দেওয়া হয়।

আমার দর্পন:Drug History“********ডাক্তার প্রেসক্রিপশন করায় একজন বাবা তার ১মাস বয়সী বাচ্চার জন্য ভিটামিন D কিনেছেন।ডাক্তার...
27/07/2025

আমার দর্পন:
Drug History“********ডাক্তার প্রেসক্রিপশন করায় একজন বাবা তার ১মাস বয়সী বাচ্চার জন্য ভিটামিন D কিনেছেন।ডাক্তার লিখেছেন Vitamin D3 drop(400 IU/ml) যেখানে ১মিলিতে আছে ৪০০ ইন্টারন্যাশনাল ইউনিট এবং প্রতিদিন ১মিলি করে ৬মাস বয়স পর্যন্ত খাওয়াতে বলেছেন।কিন্তু ফার্মাসিতে Vitamin D3 drop নেই । ফার্মাসিতে কর্তব্যরত ব্যক্তি যথারীতি বললেন“Defrol OS(2000 IU/ml)আছে, একই ওষুধ ”!!!!অথচ ফার্মাসিতে কর্তব্যরত ব্যক্তি জানেন না দুটি ওষুধের পাওয়ারের পার্থক্য অনেক বেশি ;কোথায় ১মিলিতে ৪০০ আই ইউ আর আরেকটিতে ২,০০০!!একবার ভাবুনতো 🤔এই ২,০০০ মাত্রার ওষুধ উনি ওনার বাচ্চাকে গত দেড় মাস ধরে প্রতিদিন খাওয়াচ্ছেন।সমাধান কি? -আপনি এধরণের আনাকাঙ্খিত বিপদ এড়াতে চাইলে চিকিৎসকের দেওয়া prescription দেখে ওষুধ কিনুন।

*এবার আসি ওষুধ কিনতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিৎ বা কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতেই হবেঃ
প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ কিনুনঃ প্রেসক্রিপশনে যে ওষুধের নাম ডাক্তার লিখে দিয়েছেন, ঠিক সেই ওষুধটিই কিনুন। অনেক সময় দোকানদার নতুন বা নিম্নমানের কোন কোম্পানির ওষুধ কমিশনের লোভে আপনাকে ধরিয়ে দিতে পারে। এক্ষেত্রে বিভ্রান্ত হবেন না।

প্রেসক্রিপশনে ডাক্তারের লিখে দেওয়া medicine যাচাই করে কিনবেন।খেয়াল না করলে দেখবেন হয়তো আপনার কেনা ওষুধটি ছিলো মেয়াদোত্তীর্ণ অথবা অন্য কোনও ওষুধ অথবা একই ওষুধের অন্য পাওয়ারের বা একই ওষুদের অজানা কোনো Pharmacutical কোম্পানির ।এসবের কারণে এটা কেবল রোগমুক্তিতে দেরিই ঘটায় না বরং কখনো কখনো আপনার জীবন চলে যেতে পারে হুমকির মুখে। আপনার সামান্য ভুলের কারণে প্রাণ বাঁচাবার ওষুধ কেড়ে নিতে পারে আপনার জীবনও।

সংরক্ষণ পদ্ধতি দেখে নিনঃ কিছু ওষুধ আছে যেগুলো ফ্রিজে সংরক্ষণ করতে হয় কেননা সূর্যের তাপমাত্রায় এগুলোর কার্যকারিতা কমে আসে বা নষ্ট হয়ে যায়। তাই কেনার সময় দেখুন ওষুধটি কী অবস্থায় সংরক্ষিত ছিল।

ছেঁড়া, খোলা বা ফুটোযুক্ত প্যাকেট নয়ঃ কেনার সময় খেয়াল করুন ওষুধের প্যাকেট বা পাতাটি ছেড়া, ফুটোযুক্ত বা খোলা কিনা। এ ধরনের কিছু হলে কিনবেন না।

ব্যবহারবিধি জেনে নিনঃ প্রেসক্রিপশানে ওষুধের ব্যবহারবিধি লেখাই থাকে। তবুও আরেকবার ওষুধ বিক্রেতার কাছ থেকেও নিশ্চিত হয়ে নিন কখন, কয়বার, খাবার আগে না পরে ওষুধটি খাবেন।তবে ডাক্তারের নিকট থেকে সব বুঝে আশা ভালো ।

আবারও বলবো শুধুই ডাক্তারের পরামর্শে ওষুধ কিনুন। পরিচিত, একই রোগের রোগী বা ফার্মেসির কম্পাউন্ডারের পরামর্শে কখনোই ওষুধ কিনবেন না। এতে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি।
আপনার আমার সচেতনতা শিশুদের বা আপনাকে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাহায্য করবে। তাই সচেতন হন, সুস্থ থাকুন।
@ডাঃ এ টি এম মাহমুদুর রহমান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ

17/07/2025

অনিবার্য কারণে আগামী ১৯,২০ ও ২১শে জুলাই (শনিবার,রবিবার ও সোমবার) চেম্বার বন্ধ থাকবে।২২ তারিখ (মঙ্গলবার)থেকে যথারীতি আগের নিয়মে চেম্বার করবো ইনশাআল্লাহ।সাময়িক অসুবিধার জন্য দুঃখিত@CFC-World

03/07/2025

★নবজাতক ও শিশু চিকিৎসা এছাড়া এখানে সকল বয়সের সবধরনের টিকা দেওয়া হয়।বিভিন্ন দেশে ভ্রমণ ও ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজনীয় টিকা,
Vaccine Card, Softcopy card ও Certificate দেওয়া হয়।

এখানে নিচের সেবাসমূহ পাওয়া যায়:*নবজাতক ও শিশুদের সব ধরণের রোগের চিকিৎসা ও পরামর্শ। *শিশুদের পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ পর...
03/07/2025

এখানে নিচের সেবাসমূহ পাওয়া যায়:
*নবজাতক ও শিশুদের সব ধরণের রোগের চিকিৎসা ও পরামর্শ।
*শিশুদের পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ।
*শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের পরামর্শ।
এবং
*শিশু ছাড়াও যেকোনো বয়সের দেশি-বিদেশি সকল প্রকার টিকা(সরকারি টিকা ছাড়া) দেওয়া হয়।

22/06/2025
চেম্বার সময় : প্রতিদিন সন্ধ্যা ৭টা-রাত ১০টা পৰ্যন্ত ; শুক্রবার বন্ধ |চেম্বার ছাড়াও এখানে সকল বয়সের সব ধরণের টিকা দেওয়া হ...
12/06/2025

চেম্বার সময় : প্রতিদিন সন্ধ্যা ৭টা-রাত ১০টা পৰ্যন্ত ; শুক্রবার বন্ধ |
চেম্বার ছাড়াও এখানে সকল বয়সের সব ধরণের টিকা দেওয়া হয়|দেশ-বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজনীয় টিকা দেওয়া হয়| তাছাড়া Hardcopy ও Softcopy টিকার কার্ড দেওয়া হয়!!!!!

@ Children's Specialist Chamber; MUSKASH,. 51 South Khulshi; Road #01; Chattogram, Bangladesh
11/06/2025

@ Children's Specialist Chamber; MUSKASH,. 51 South Khulshi; Road #01; Chattogram, Bangladesh

অন্য রূপে ফিরেছে করোনা|নিজে মাস্ক পরুন ,অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন |
10/06/2025

অন্য রূপে ফিরেছে করোনা|নিজে মাস্ক পরুন ,অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন |

May this blessed day bring you endless joy, peace, and prosperity. May your prayers be answered and your heart be filled...
06/06/2025

May this blessed day bring you endless joy, peace, and prosperity. May your prayers be answered and your heart be filled with contentment. 🌙✨Eid Mubarak..!!🌙✨

Address

MUSKASH;51, SOUTH KHULSHI ;ROAD NO#1, CHITTAGONG
Chittagong
4225

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Saturday 19:00 - 22:00
Sunday 19:00 - 22:00

Telephone

+8801715266033

Website

Alerts

Be the first to know and let us send you an email when CFC-World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CFC-World:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram