Health care

Health care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health care, Medical and health, Chittagong muradpur, .

22/03/2021

কাস্টমার কেয়ার
ফোনো কথা,বলে অর্ডার নিতে হবে,,
অর্ডার প্রতি কমিশন ভিত্তিক ,

ব্রে স্ট  নিয়ে চিন্তার দিন শেষআপনি কি ফি_গা_রের সৌন্দর্য নিয়ে চিন্তিত??১০ দিনের মধ্যেই হয়ে উঠুন স্মা র্ট ফি_গা_রের অধ...
05/01/2021

ব্রে স্ট নিয়ে চিন্তার দিন শেষ
আপনি কি ফি_গা_রের সৌন্দর্য নিয়ে চিন্তিত??
১০ দিনের মধ্যেই হয়ে উঠুন স্মা র্ট ফি_গা_রের অধিকারী।

তাহলে আর দেরি কেন?
আকর্ষণীয় মূল্য ছাড়, অফার টি পেতে এখনি অর্ডার করুন।
মূল্য মাত্র ১৫০০ টাকা।

বিস্তারিত জানার জন্য কল করুন ০১৮৮৭৯৩৬৮৫৪

ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাবেন,, হয়তো প্রথম প্রথম একটু দুষ্টামি করবে,, পরে এরাই নিয়মিত মুসল্লি হবে
04/01/2021

ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাবেন,,
হয়তো প্রথম প্রথম একটু দুষ্টামি করবে,,
পরে এরাই নিয়মিত মুসল্লি হবে

💟 আর নয় ভাবনা আর নয় চিন্তাআপুদের জন্য আমরা নিয়ে আসলাম  Breast Cream💯% কার্যকর 💯% আর্জিনালঅর্ডার করতে ইনবক্স বা কল করু...
03/01/2021

💟 আর নয় ভাবনা আর নয় চিন্তা
আপুদের জন্য আমরা নিয়ে আসলাম Breast Cream
💯% কার্যকর 💯% আর্জিনাল
অর্ডার করতে ইনবক্স বা কল করুন:
০১৮৮৭৯৩৬৮৫৪

#মেয়েদের_পার্সোনাল_আর_ও_কিছু_প্রোডাক্টস পেতে আমাদের কে মেসেজে করুন

Alhamdulillah ajk ar delivery ok😍😍😍😍
03/01/2021

Alhamdulillah ajk ar delivery ok😍😍😍😍

03/01/2021
29/12/2020

কোল্ড এলার্জির সাতকাহন

আমরা দেখে থাকি শীত আসলেই অনেক শিশু বা বয়স্ক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা সারা শীতজুড়ে অসুস্থ থাকেন। এর বেশিরভাগ হয়ে থাকে কোল্ড এলার্জির কারণে। ঠান্ডা বাতাস, সিগারেটের ধোঁয়া, সুগন্ধি, তীব্র গন্ধ, পত্রিকা বা বই-খাতার ধুলা যাতে মাইট থাকে, ফুলের রেণু মোল্ড ইত্যাদির উপস্থিতি অনেকেই একেবারে সহ্য করতে পারেন না। এসবের উপস্থিতি শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যাজমা, সর্দি ইত্যাদির দেখা দেয়। এসব বিষয়কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এলারজেন বলা হয়। এসব এলারজেনজনিত উপসর্গকে আমরা এলার্জি বলে থাকি। সুতরাং প্রচণ্ড শীতেও অনেকের জন্য এলারজেন হিসাবে কাজ করে এবং এ কারণে সৃষ্ট উপসর্গকে কোল্ড এলার্জি বলা হয়।

কেন হয়

: আমাদের নাসারন্ত্র ও শ্বাসনালীতে স্নায়ুকোষের কিছু রিসেপ্টর আছে। এই রিসেপ্টরগুলো আবার ভ্যাগাস নার্ভ (এক) জোড়া নার্ভ যা শ্বাসনালী ও কণ্ঠনালীর মাংসপেশীর সংকোচন ও প্রসারণকে উদ্দীপ্ত করে এর সাথে সংযুক্ত। ইতিপূর্বে উল্লেখিত এলারজেনসমূহ শ্বাসনালীর রিসেপ্টর নার্ভকে উদ্দীপ্ত করে। ফলে শ্বাসনালীর মাংসপেশীর সংকোচন ঘটে এবং শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেয়। সাধারণত খুব কম বয়সী বাচ্চাদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা দেয়, তবে যে কোন বয়সেই হতে পারে।

উপসর্গসমূহ :

নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়, কাশি, শ্বাসকষ্ট, বাঁশির মতো আওয়াজ বের হওয়া ইত্যাদি।

কি করণীয় :

যে কারণে এ উপসর্গগুলো দেখা দেয় এলার্জি টেস্ট করে কারণ নির্ণয় করে তা পরিহার করে চলা উচিত। ঠাণ্ডা বাতাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক ধরনের মুখোশ (ফিল্টার মাস্ক) বা মুখবন্ধনী ব্যবহার করা যেতে পারে। যা ফ্লানেল কাপড়ের তৈরি এবং মুখের অর্ধাংশসহ মাথা, কান ঢেকে রাখে। ফলে ব্যবহারকারীরা উত্তপ্ত নিঃশ্বাস গ্রহণ করতে পারেন। শীত প্রধান দেশে সাধারণত তাদের শীতকালীন বিশেষ পোশাক-এর সাথে এই মাস্ক বা মুখোশ ব্যবহার করে থাকেন। সালবিউটামল ইনহেলার নেয়া যেতে পারে কারণ এ ওষুধ উপসর্গ নিসরণে প্রথম পছন্দনীয় ওষুধ। দীর্ঘমেয়াদি ভাল থাকার জন্য স্টেরয়েড ইনহেলার নেয়া যেতে পারে। ভ্যাকসিন পদ্ধতিতে কর্টিকোস্টেরয়েডের ব্যবহার অনেক কমে যায়। ফলে কর্টিকোস্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও রেহাই পাওয়া যায়। এই ভ্যাকসিন পদ্ধতির চিকিৎসাকে এলার্জিজনিত রোগের অন্যতম চিকিৎসা বলে অভিহিত করা হয়।

29/12/2020

কোল্ড এলার্জির সাতকাহন,,!

আমরা দেখে থাকি শীত আসলেই অনেক শিশু বা বয়স্ক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা সারা শীতজুড়ে অসুস্থ থাকেন। এর বেশিরভাগ হয়ে থাকে কোল্ড এলার্জির কারণে। ঠান্ডা বাতাস, সিগারেটের ধোঁয়া, সুগন্ধি, তীব্র গন্ধ, পত্রিকা বা বই-খাতার ধুলা যাতে মাইট থাকে, ফুলের রেণু মোল্ড ইত্যাদির উপস্থিতি অনেকেই একেবারে সহ্য করতে পারেন না। এসবের উপস্থিতি শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যাজমা, সর্দি ইত্যাদির দেখা দেয়। এসব বিষয়কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এলারজেন বলা হয়। এসব এলারজেনজনিত উপসর্গকে আমরা এলার্জি বলে থাকি। সুতরাং প্রচণ্ড শীতেও অনেকের জন্য এলারজেন হিসাবে কাজ করে এবং এ কারণে সৃষ্ট উপসর্গকে কোল্ড এলার্জি বলা হয়।

কেন হয় : কোল্ড এলারজি,,!

আমাদের নাসারন্ত্র ও শ্বাসনালীতে স্নায়ুকোষের কিছু রিসেপ্টর আছে। এই রিসেপ্টরগুলো আবার ভ্যাগাস নার্ভ (এক) জোড়া নার্ভ যা শ্বাসনালী ও কণ্ঠনালীর মাংসপেশীর সংকোচন ও প্রসারণকে উদ্দীপ্ত করে এর সাথে সংযুক্ত। ইতিপূর্বে উল্লেখিত এলারজেনসমূহ শ্বাসনালীর রিসেপ্টর নার্ভকে উদ্দীপ্ত করে। ফলে শ্বাসনালীর মাংসপেশীর সংকোচন ঘটে এবং শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেয়। সাধারণত খুব কম বয়সী বাচ্চাদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা দেয়, তবে যে কোন বয়সেই হতে পারে।

উপসর্গসমূহ :

নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়, কাশি, শ্বাসকষ্ট, বাঁশির মতো আওয়াজ বের হওয়া ইত্যাদি।

কি করণীয় :

যে কারণে এ উপসর্গগুলো দেখা দেয় এলার্জি টেস্ট করে কারণ নির্ণয় করে তা পরিহার করে চলা উচিত। ঠাণ্ডা বাতাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক ধরনের মুখোশ (ফিল্টার মাস্ক) বা মুখবন্ধনী ব্যবহার করা যেতে পারে। যা ফ্লানেল কাপড়ের তৈরি এবং মুখের অর্ধাংশসহ মাথা, কান ঢেকে রাখে। ফলে ব্যবহারকারীরা উত্তপ্ত নিঃশ্বাস গ্রহণ করতে পারেন। শীত প্রধান দেশে সাধারণত তাদের শীতকালীন বিশেষ পোশাক-এর সাথে এই মাস্ক বা মুখোশ ব্যবহার করে থাকেন। সালবিউটামল ইনহেলার নেয়া যেতে পারে কারণ এ ওষুধ উপসর্গ নিসরণে প্রথম পছন্দনীয় ওষুধ। দীর্ঘমেয়াদি ভাল থাকার জন্য স্টেরয়েড ইনহেলার নেয়া যেতে পারে। ভ্যাকসিন পদ্ধতিতে কর্টিকোস্টেরয়েডের ব্যবহার অনেক কমে যায়। ফলে কর্টিকোস্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও রেহাই পাওয়া যায়। এই ভ্যাকসিন পদ্ধতির চিকিৎসাকে এলার্জিজনিত রোগের অন্যতম চিকিৎসা বলে অভিহিত করা হয়।

29/12/2020

নিম গাছের বহুবিধ উপকারিতা,,!

নিমের কিছু ঔষধি গুণখোস পাচড়া বা চুলকানি কৃমিনাশক ত্বক দাতের রোগ রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে চুল উকুন বিনাশে খুশকি বিনাশে ওজন কমাতে রক্ত পরিষ্কার করে ঠান্ডা জনিত বুকের ব্যথা পোকা-মাকড়ের কামড ়জন্ডিস ভাইরাস রোগ ম্যালেরিয়া বাত চোখ ব্রণ দূর করতে ছত্রাকের ইনফেকশন দূর করতেক্ষত নিরাময়ে অজীর ্ণঅ্যালার্জি একজিমানিমের বিভিন্ন অংশ কীভাবে উপকারী পাতা ছালনিম তেলনিম চানিম দাঁতন

নিম ,ঔষধি গাছ যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। নিম একটি বহু বর্ষজীবি ও চির হরিত বৃক্ষ। আকৃতিতে ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কান্ড ২০-৩০ ইঞ্চি ব্যাস হতে পারে। ডালের চারদিকে ১০-১২ ইঞ্চি যৌগিক পত্র জন্মে। পাতা কাস্তের মত বাকানো থাকে এবং পাতায় ১০-১৭ টি করে কিনারা খাঁজকাটা পত্রক থাকে। পাতা ২.৫-৪ ইঞ্চি লম্বা হয়। নিম গাছে এক ধরনের ফল হয়। আঙুরের মতো দেখতে এ ফলের একটিই বিচি থাকে। জুন-জুলাইতে ফল পাকে, ফল তেতো স্বাদের।ভারত এবং বাংলাদেশের প্রায় সবত্রই নিম গাছ জন্মে। প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে ১০ বছর। নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়া প্রধান অঞ্চলে ভাল হয়। মাটির পিওএই ৬.২-৮.৫ এবং বৃষ্টিপাত ১৮-৪৬ ইঞ্চি ও ১২০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা নিম গাছের জন্য উপযোগী। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর।নিমের কাঠ খুবই শক্ত। এ কাঠে কখনো ঘুণ ধরে না। পোকা বাসা বাঁধে না। উইপোকা খেতে পারে না। এ কারণে নিম কাঠের আসবাবপত্রও তৈরি করা হচ্ছে আজকাল। এছাড়া প্রাচীনকাল থেকেই বাদ্যযন্ত্র বানানোর জন্য কাঠ ব্যবহার করা হচ্ছে। এর উত্পাদন ও প্রসারকে উত্সাহ এবং অন্যায়ভাবে নিম গাছ ধ্বংস করাকে নিরুত্সাহিত করছে। নিমের এই গুনাগুনের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা‘একুশ শতকের বৃক্ষ’ বলে ঘোষনা করেছে।

নিউ কাপলদের জন্য সেরা সুখবর!!  পুরাতন দের জন্য ও রয়েছে বিশাল অফার!!01742035329------------------------------------------...
12/12/2020

নিউ কাপলদের জন্য সেরা সুখবর!! পুরাতন দের জন্য ও রয়েছে বিশাল অফার!!01742035329
------------------------------------------------------------------
ফুল কোর্সে রয়েছে বিশাল ডিস্কাউন্ট, আমাদের পন্য সম্পুর্ন ন্যাচারাল ও শতভাগ কার্যকরী

ফেসবুক পলিসির নিষেধাজ্ঞা থাকায় সবকিছু খোলামেলা ভাবে বলা যাচ্ছেনা,, তাই বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন।

ঘরে বসে অর্ডার করুন ঘরে বসেই প্রোডাক্ট রিসিভ করুন,, আগে প্রোডাক্ট বুঝে নিবেন পরে টাকা দিবেন।

বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন।
01742035329

Address

Chittagong Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram