26/05/2022
ফুড সাপ্লিমেন্ট এটা কোনো এলোপাতি বা হোমিওপ্যাথি কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়,,, এটা সম্পুর্ণ ন্যাচারল আইটেম এর সমন্বয়ে তৈরি বিজ্ঞান ভিত্তিক একটি ফর্মুলা,,
গবেষকরা গবেষণা করে প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই এর আবিষ্কার,, কারণ সৃষ্টিকর্তা এমন কোনো রোগ মানব দেহে দেন না যার প্রতিষেধক তিনি প্রকৃতির মাঝে রাখে নাই,,,
সাধারণত প্রত্যেকটা খাবার বা ন্যাচারাল আইটেম এর একটা গুণ থাকে,, যা মানুষের দেহের কোনো না কোনো একটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে,,, বিজ্ঞান আজ উন্নত হয়েছে তাই গবেষণায় বিষয় গুলো স্পষ্ট হয়ে আসছে,,
অনেকেই ফুড সাপ্লিমেন্ট কে হারবাল এর সাথে মিলাই ফেলে বলা হয় যে হারবাল ও তো আমাদের মতই,,, কিন্তু বাস্তবতা ভিন্ন,, হারবাল এর হিস্টোরি যদি দেখেন,, দেখবেন দাদা কবিরাজ ছিলো সেই সুত্রে বাবাও কবিরাজ তার সুত্রে ছেলেও কবিরাজ সম্পুর্ন বংস পরামপরায় একটা বিষয় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের নেই,,,
আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দারা গাইড লাইন করা হয়,, প্রতিটি সাপ্লিমেন্ট আবার সাইন্সল্যাব কতৃক টেস্ট করা হয়,, তারপর বাজারজাত করা হয়।
ন্যাচারাল ফুড খান,, নাচারালি সুস্থ্য থাকুন।