29/04/2025
চট্টগ্রাম শহরে দীর্ঘ ১৯ বছরের সফলতা নিয়ে নিউরো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ফিজিওথেরাপি চিকিৎসক কামরুল হাসান এর তত্ত্বাবধানে চিকিৎসা দিয়ে আসছেন । স্ট্রোক ,প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া ,ব্যাক পেইন যেমন- PLID, Sciatica ঘাড় ব্যথা, হাত পায়ে হাত পায়ে ঝিন ঝিন, হাঁটু ব্যথা যেমন-হাঁটু ক্ষয় লিগামেন্ট ইঞ্জুরী ACL/PCL, meniscus ইনজুরি , পায়ের গোড়ালি ব্যথা ও শিশু প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। অনেকেই ফিজিওথেরাপি মেশিন এর উপর নির্ভর হয়ে পড়েন, অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা চিকিৎসকের জ্ঞান ও লেখাপড়া ও বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল। সঠিক চিকিৎসা রোগীকে কোন ইলেকট্রথেরাপি ও কোন ব্যায়াম দিতে হবে তা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের উপর নির্ভরশীল, তাই একজন ডিগ্রিধারী চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন ধন্যবাদ।
Call/WhatsApp: 01727-229858