Nikah Littaqwa Matrimony

Nikah Littaqwa Matrimony Religious Organisation, Marriage Matrimony.

▌বিয়ের অসাধারণ প্রস্তাব 🥰ইমাম আহমদ বিন হাম্বল রাহ.।তিনি বলেছেন:إذا خطب رجل امرأة سأل عن جمالها أولا ، فإن حُمد سأل عن دي...
09/03/2023

▌বিয়ের অসাধারণ প্রস্তাব 🥰

ইমাম আহমদ বিন হাম্বল রাহ.।

তিনি বলেছেন:
إذا خطب رجل امرأة سأل عن جمالها أولا ، فإن حُمد سأل عن دينها ، فإن حمد تزوج، وإن لم يحمد يكون ردها لأجل الدين ، ولا يسأل أولا عن الدين ، فإن حُمد سأل عن الجمال ، فان لم يحمد ردَّها للجمال لا للدين
“কোন পুরুষ যদি কোনও নারীকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সর্বপ্রথম তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি এ ব্যাপারে তার প্রশংসা করা হয় তাহলে তার দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। দ্বীনের ক্ষেত্রে যদি প্রশংসিত হয় তাহলে বিয়ে করবে; অন্যথায় দীনের কারণে প্রত্যাখ্যান করবে। কিন্তু এমনটি করা ঠিক নয় যে, প্রথমেই দীন সম্পর্কে জিজ্ঞেস করবে। এ ক্ষেত্রে প্রশংসনীয় হলে তারপরে তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারপর সৌন্দর্যের ব্যাপারে প্রশংসনীয় না হলে ফিরিয়ে দিবে। তাহলে এ প্রত্যাখ্যান হবে সৌন্দর্যের কারণে; দীনের কারণে নয়। ”

(শরহু মুনতাহাল ইরাদাত-ইমাম বুহুতি ২/৬২১)

কপি Ayesha fatema

18/02/2023

তুমুল জোশে খাতাকলম নিয়ে বসল। কেমন মেয়ে বিয়ে করতে চাই? একে একে ৪০টার মতো গুণ লিখল। তালিকা ধরে পাত্রী দেখা শুরু হল। দুনিয়ার সব পাত্রীর গুণ যোগ করলেও এমন ‘অতিমানবী’ মিলবে কি না সন্দেহ। প্রথম কিছুদিন বাজারের ছোতার মতো ফর্দ মিলিয়ে পাত্রী বাছাইয়ের চেষ্টা করল। লোম বাছতে কম্বল উজাড় হওয়ার দশা। বয়েস বেড়েই চলছে; পাত্রী পাওয়া যায় না। শুভাকাঙ্খীদের পরামর্শে প্রতিবার পাত্রী দেখতে যাওয়ার সময় একটা দুইটা করে গুণ তালিকা থেকে কাটা পড়তে লাগল।
এই করতে করতে চুলের রঙ ধূসর হতে শুরু করল। ততদিনে কাটা পড়তে পড়তে গুণের তালিকাও তলানির দিকে। চুলে পাক ধরার পর, সবার ধরাধরি-জোরাজুরিতে তালিকায় বাকি থাকা একটিমাত্র গুণসম্পন্নাকেই বিয়ে করতে সম্মত হল। আর কিছুদিন দেরি হলে হয়তো এই গুণও কাটা দিতে হবে। তখন যাকে বিয়ে করতে হবে, ভাবলেও গা শিউরে ওঠে। তালিকায় থাকা সর্বশেষ গুণটি ছিল:
‘নারী’।

কালেক্টেড ফ্রম শায়েখ Atik Ullah

There is none to feed anymore!!!!
07/02/2023

There is none to feed anymore!!!!

31/01/2023
অনেক কিছু জানার বাকি........
31/01/2023

অনেক কিছু জানার বাকি........

31/01/2023

আল্লাহ! যারা অবিবাহিত তাদেরকে বিয়ের পর স্ত্রীসহ মক্কা -মদিনায় যাওয়ার তৌফিক দিয়েন।

আর আমরা যারা বিবাহিত, আল্লাহ আমাদের প্রত্যেককে নিজ স্ত্রী-পরিজন সহ আল্লাহর ঘর এবং মসজিদে নববী ঘুরে আসার তাওফিক দান করুক।

যাওয়ার আগে যাওয়ার প্রতি ভালবাসা বৃদ্ধি করতে আসুন ভার্চ্যুয়ালি আল্লাহর রাসুল সা.এর রওযায়ে আতহারটা একটু ঘুরে আসি...

পেইজে ফলো দিতে ভুলবেন না ইন শা আল্লাহ

কুরআনি ভাবনা: বিয়ে!-বিয়ে মানে লাখ লাখ টাকা মোহরানার ফুটানি নয়। বিয়ে মানে জাঁক-জৌলুসের বাহারি চমক নয়। বিয়ে মানে চাকচিক্যে...
20/01/2023

কুরআনি ভাবনা:
বিয়ে!
-
বিয়ে মানে লাখ লাখ টাকা মোহরানার ফুটানি নয়।
বিয়ে মানে জাঁক-জৌলুসের বাহারি চমক নয়।
বিয়ে মানে চাকচিক্যের অপরিমিত দেখানোপনা নয়।
বিয়ে মানে একটি ‘সুখিগৃহ’-এর নাম।
যার ভিত ‘আল্লাহর আনুগত্য’-এর উপর স্থাপিত।
যার খুঁটি সহনশীল পরস্পরকে বোঝাপড়াময় দু’টি হৃদয়।
যার ছাদ হবে (إِیَّاكَ نَعۡبُدُ وَإِیَّاكَ نَسۡتَعِینُ) আমরা আল্লাহরই ইবাদত করি। আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই।

একটুখানি তাদাব্বুর: ইউনুস আ. ছিলেন মাছের পেটে। বুঝতে পারলেন, তিনি উম্মতকে ছেড়ে চলে এসে ঠিক করেন নি। আল্লাহর অনুমতি নিয়ে ...
20/01/2023

একটুখানি তাদাব্বুর:
ইউনুস আ. ছিলেন মাছের পেটে। বুঝতে পারলেন, তিনি উম্মতকে ছেড়ে চলে এসে ঠিক করেন নি। আল্লাহর অনুমতি নিয়ে আসা দরকার ছিল। এটা বুঝতে পারার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করলেন। অনবরত দু‘আ করে যেতে থাকলেন:
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
(হে আল্লাহ!) আপনি ছাড়া কোনও মাবুদ নেই। আপনি সকল ত্রুটি থেকে পবিত্র। নিশ্চয়ই আমি অপরাধী (আম্বিয়া ৮৭)।
আল্লাহর সাহায্য আসতে দেরী হয় নি। অপরাধ যত বড়ই হোক, দোষ স্বীকার করলে, আল্লাহ তা‘আলা মাফ করেই দেন।
সুবহানাল্লাহ!
আলহামদুলিল্লাহ!
আল্লাহু আকবার!

পাঁচবিবির আদরমানুষটা চারবিবির জ্বালাতনে অতিষ্ঠ। চারজন একজোট হয়ে ‘বাবাজীবনকে’ সারাক্ষণ দৌড়ের ওপর রাখে। একদিন দাবিদাওয়া নি...
19/01/2023

পাঁচবিবির আদর
মানুষটা চারবিবির জ্বালাতনে অতিষ্ঠ। চারজন একজোট হয়ে ‘বাবাজীবনকে’ সারাক্ষণ দৌড়ের ওপর রাখে। একদিন দাবিদাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চারবিবি একযোগে হামলা করল। চার মাতঙ্গিনি হাজরার সাঁড়াশি আক্রমণে বেচারা কাবু হয়ে পড়ল। নেতিয়ে পড়া ‘বীর’কে চারজনে ধরাধরি করে বাড়ির বাইরে রেখে এল। ঘটনা পুরো পাড়ায় ছড়িয়ে পড়তে দেরি হল না। দাবানলের মতো রটে গেল।
কদিন পর দেখা গেল সেই বীরপুঙ্গব একজন ককেশিয় বাঁদী কিনে দন্তরুচি বিকাশ করতে করতে ঘরে ফিরছে। পাড়াবাসির চোখ কপালে! ব্যাপারটা কি জানতে চাইল,
-সেদিনের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে গেলে? চারজনের আদর যত্নে মন ভরেনি বুঝি?
বীরশ্রেষ্ঠ একগাল হেসে চোখ টিপে উত্তর দিল,
-সেদিন দেখেছেন দুজনে ধরেছিল দুইপা, বাকি দুজনে দুইহাত ধরে বাইরে এনে ফেলেছিল। কিন্তু খেয়াল করেছেন, মাথাটা আলগা হয়ে ছিল? সামনের বার মাথাটাও যেন নরমকোমল আলতো ছোঁয়া পায়, সে ব্যবস্থা পাকাপাকি করতেই...!!!

19/01/2023

ও আলেয়া রে!
আখেরি মুনাজাতের পর সদ্য ‘কুরবানি’ হওয়া ব্যক্তিদের চিল্লার জন্য জামাতবন্দী করা হচ্ছে। আমির সাহেব সবার কাছ থেকে মোবাইল জমা নিচ্ছেন। মোবাইল জমা দেয়ার জন্য তাশকিল করতে গিয়ে একটা ছড়াও বললেন,
বাড়ি থেকে যদি আসে হ্যালো
তাহলে আপনার চিল্লা গেলো।
জামাতবন্দী হওয়া বৃদ্ধ মানুষটা হঠাৎ করে তড়িঘড়ি করে উঠে একটু দূরে চলে গেলেন। মোবাইলে কাঁদতে কাঁদতে বললেন,
ও আলেয়া রে, চিল্লা শেষ হওয়ার আগে তোর সাথে আর কথা বলতে পারব না!
বৃদ্ধ চোখ মুছতে মুছতে ফিরে এসে মোবাইল জমা দিলেন।

বিসমিল্লাহির রহমানির রহিম নাম: জন্ম (আসল) : গায়ের রং :উচ্চতা : ওজন : বৈবাহিক অবস্থা : শিক্ষাগত যোগ্যতা: বর্তমান প্রতিষ্ঠ...
18/01/2023

বিসমিল্লাহির রহমানির রহিম
নাম:
জন্ম (আসল) :
গায়ের রং :
উচ্চতা :
ওজন :
বৈবাহিক অবস্থা :
শিক্ষাগত যোগ্যতা:

বর্তমান প্রতিষ্ঠান :

বর্তমান ঠিকানা :

স্থায়ী ঠিকানা :

আকিদা :
পারিবারিক অবস্থা :
পরিবারের সদস্য :
বাবা :
পেশা:

মা:
পেশা :

ভাই-বোন :

নিজের সম্পর্কে কিছু লিখুন :

১. পাঁচ ওয়াক্ত নামাজ :

২. পর্দা (বিস্তারিত) :

৩. কুরআন :

৪.পছন্দনীয় বিষয় :

৫. পছন্দের বই :

৬. পছন্দের আলিম :

৭. চাকুরী :

৮. কিভাবে বিয়ে করতে চাচ্ছেন :

৯.বিয়ে কেন করতে চান :

পাত্র/পাত্রী যেমন চান :
বয়স :
ওজন :
উচ্চতা :
গায়ের রং :

পেশা :

ঠিকানা :

আকিদা:

বৈবাহিক অবস্থা :

পাত্র/পাত্রী এর কোন দিকটি বেশি প্রাধান্য দিচ্ছেন :

চাইলে গুগল ফর্মেও আপনার বায়োডাটা আপলোড করতে পারেন

Annikah Littaqwa Matrimony

Address

Chattogram
Chittagong
4216

Telephone

+8801712646333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nikah Littaqwa Matrimony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nikah Littaqwa Matrimony:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram