Al Razi Dental Care

Al Razi Dental Care complete oral & dental solution under one roof.

আমাদের সেবা সমূহঃ
24/01/2023

আমাদের সেবা সমূহঃ

23/10/2022

⭕ একটা প্রাইভেট চেম্বারে দাঁতের চিকিৎসা খরচটা কেন বেশী ?

কারন:
১। স্পেস ভাড়া।
২। ডেন্টাল চেয়ারের জন্য ইলেকট্রিসিটি বিল।
৩। স্পেসের ইলেকট্রিসিটি এবং পানির বিল।
৪। মার্কেটের ম্যানটেনেস খরচ এবং পরিষ্কার।
৫। চেয়ারের হ্যান্ডপিস , বার থেকে শুরু করে প্রতিটা জিনিসের একটা ভেলিডিটি ডেট আছে।
৬। ডেন্টাল ইন্সট্রুমেন্টের স্টেরিলাইজেশন কস্ট।
৭। ডেন্টাল ম্যাটেরিয়াল এবং ইন্সিট্রুমেন্ট পারচেজ কস্ট।
৮। ওয়ান টাইম ইউজ লাইক গ্লাভস, মাস্ক , ফেস শিল্ড , গ্লাস, সাকার টিপসের ব্যবহার ।
৯। ডাক্তারের খরচ।
১০। ডেন্টাল এসিস্ট্যান্টের খরচ
১১। ডেন্টাল ল্যাবের খরচ
১২। কোয়ালিটি জিনিস একটু এক্সপেনসিভ।

⭕ এখন আসেন মেইন কথায় পল্লী চিকিৎসক বা যারা ডেন্টালের এসিস্ট্যান্ট থেকে কম টাকায় চিকিৎসা দেয় ক্যামনে সম্ভব:
১। ওয়ান টাইম ইউজ জিনিস মাল্টিপল টাইম ইউজ বা ওয়ান টাইম জিনিস বাদে খালি হাতে রোগীর মুখে হাত দিয়ে কাজ করা।
২। তুলনামূলক সস্তা জিনিস ব্যাবহার।
৩। স্টেরিলাইজেশনের ঝামেলা নাই।
৪। ইচ্ছা মত ৮-১০ টা ড্রাগ যাতে রোগী ভালো হবেই এমন একটা ৫০/৫০ চান্সে চলে খেলা।
খুব পাওয়ারফুল বা কম্বিনেশন থেরাপি দিয়ে নরমাল ডিজিজের রোগীকে ভালো করে একটা চমক দেখায় ।
রোগী মনে করে ২০০ টাকার ডাক্তার তো জোস কিন্তু ওইদিকে তার লিভার কিডনির জন্য কয়েক বছর পরে ডায়ালাইসিস দিতে বা সিরোসিস চিকিৎসা করতে জায়গা জমি বেচা লাগে।
৫। অবশ করতে নিম্নমানের এবং জীবানুমুক্ত নহে এমন ইন্সট্রুমেন্ট ব্যাবহার।
৬। সিস্টেমিক ডিজিজ হবার চান্স থাকে ১০০/১০০। এইডস, হেপাটাইটিসের মত রোগ ছড়াতে পারে স্বল্পব্যয়ের অল্প চিকিৎসায়।
৭। সব ধরনের চিকিৎসা স্বল্পব্যয়ে স্বল্পকালীন সময়ের জন্য প্রদান করে।
ম্যাক্সিমাম রোগী ডেন্টাল সার্জনদের কাছে আসে রেফার্ড হয়ে আজ না হয় কাল। তবে, আসেই এবং আসতে তাদের হয়ই। দাঁত তুলে ফেললে তো ঝামেলাই চলে গেল। কিন্তু, তারপরও অনেক সময় ঝামেলা যায় না। অনেক রোগীকেই ডেন্টাল সার্জনের কাছে আসতে হয় এলভিওলার ওস্টাইটিস/ড্রাই সকেট নিয়ে, অস্টিওমাইলাইটিস নিয়ে, ফ্র্যাকচারড জ /জ বোনস নিয়ে। কিন্তু অনেক সময় আর ,অনেক চেষ্টা করেও উপায় থাকেনা।
#লিখা : Muinul Hasan ( কিঞ্চিত পরিবর্তিত)

#বিঃদ্রঃ কোয়ালিটির পার্থক্য সবকিছুতেই আছে। নামে যদিও মোবাইল তবুও স্যামসাং এবং সিম্ফনি র মধ্য ডিফারেন্স নিশ্চয়ই বুঝেন। তেমনিভাবে, ফুটপাতের সস্তা কাপড় আর আড়ংয়ের কাপড়ের পার্থক্য ও হয়ত বুঝেন। বুঝতে চান না শুধু নিজের স্বাস্থ্যের খরচের বেলায়। পাড়ার গলির কোয়াক, হাতুরে, ফাইভ/এইট/এসএসসি/এইচএসসি পাশ নামের আগে স্ব উদ্যোগে লাগানো( ডাঃ) বিশেষণে বিশেষায়িত ব্যক্তির সাথে বিএম&ডিসি স্বীকৃত, এমনকি এফসিপিএস/এমএস/এমডি ডিগ্রীপ্রাপ্ত ডাক্তারদের একি পাল্লায় মাপেন। খুব বেশি আশ্চর্য এখন হই না। যষ্মিনদেশে যদাচরণ বলে কথা। আর এজন্যই এদেশে শিক্ষিতের হার বাড়লেও ফকির, কবিরাজ, পীর, দরবেশ, বাবার সংখ্যা কিন্তু কমেনি। বরং, বেড়েছে।

06/03/2022

আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের চেম্বার "আল রাযী ডেন্টাল কেয়ার" এর ২ বছর পূর্ণ হল।সামনের দিন গুলোতে যেন আরো ভালো চিকিৎসা সেবা দিতে পারি সকলে সেই দোয়া করবেন।

25/08/2021

আমেরিকায় দন্ত চিকিৎসা

আমাদের ছোটকালে দাঁত নড়ে গেলে বড়রা বলতেন, "হাত দিয়ে নাড়তে থাক"। প্রতিদিন সকাল বিকাল নাড়তে নাড়তে এক সময় দাঁতের গোড়ার শিকড় নরম হয়ে দাঁত আলগা হয়ে পড়ে যেত। মাঝেমাঝে দাঁত নাড়াতে ভয় এবং ব্যথা দুটোই লাগত। মা জোর করে ধরে টান দিলে দাঁত উঠে আসতো। আমরা সেই দাঁত নিয়ে ইঁদুরের গর্তে ফেলে দিতাম আর বলতাম, "ইঁদুর, আমার চ্যাপ্টা দাঁত নিয়ে তোর চিকন দাঁত দে"। এখন ভাবি ভাগ্যিস ইঁদুর সেই বদলাবদলির মহান প্রস্তাবে রাজি হয়নি! ইঁদুরের মত চিকন দাঁত দৃষ্টিনন্দন কিছু হতো বলে মনে হয় না।

আমার নিচের মাড়ির সামনের একটা দাঁত নড়ার পরে নিজে বেশি নাড়াইনি। মা ধরতে আসলে ভয়ে চিৎকার করে ধরতেও দেইনি। ফলে কয়েকদিন নড়েচড়ে দাঁতটা শক্ত হয়ে গেল, আর তার পিছন দিকে আর একটা দাঁত ওঠা শুরু করলো। আব্বা আমাকে পটুয়াখালী একজন দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দাঁতের গোড়ায় একটা ইঞ্জেকশন দিয়ে একটা কিছু দিয়ে গুতো দিলেন আর দাঁতটা পড়ে গেলো। আমার মনে আছে ডাক্তারকে আব্বা দুই টাকা দিয়েছিলেন। অনেক সময় অনেক প্রয়োজনীয় কথা বা তথ্য মনে থাকে না কিন্তু অনেক বাজে কথা মনে থাকে।

আশির দশকে ইউনিভার্সিটিতে পড়ার সময়ে আমার বান্ধবী গল্প করেছিল আমেরিকাতে না কি দাঁতের চিকিৎসা খুব ব্যয়বহুল। এটা এত বেশী যে ওর ভাই আমেরিকা থেকে দেশে এসে চিকিৎসা করালেও সস্তা পড়ে। আমি কথাটা বিশ্বাস অবিশ্বাস কিছুই করিনি, কি জানি সত্য হলেও হতে পারে।

বেশ কিছুদিন আগের কথা। একদিন আমার মাড়ির একটা দাঁতে শুরু হলো ব্যথা। কথায় বলে, "ভাত জ্বালা সয় দাঁত জ্বালা সয় না"। আমাদের বাসার কাছেই একজন বাংলাদেশি ডাক্তার আছেন, কিন্তু উনি আমার যে ইন্সুয়েরেন্স আছে ওটা নেন না। আমার ডেন্টাল ইনসিওরেন্স আছে, কিন্তু প্রায় কিছুই কভার করে না। আমি অনেক খুঁজে আমার ইন্সুয়েরেন্স নেয় এমন একজন ডক্তারের কাছে গেলাম। অনেকক্ষণ (ঘন্টাখানেক হবে) বসিয়ে রেখে এক্সরে করল টেকনিশিয়ান। আবারো কিছক্ষণ বসে থাকার পরে একজন লেডি ডাক্তার এলো। এক্সরে প্লেটগুলো দেখে সে বলে, "আমি সব রিসেপশানে বলে দিচ্ছি, কথা বলে সবকিছু বুঝে নাও"। বলে ডাক্তার চলে গেলো। আমি যে ব্যথায় কাতর হয়ে তার কাছে গেলাম, সেই ব্যথা নিয়ে সে কিছুই বলল না। আমার কোথায় ব্যথা বা কি সমাচার কিছু জানতে চাইল না, একটু দেখতেও চাইল না। কোন ঔষধও দিলো না। বাংলাদেশের ডাক্তাররা কিছু না হলেও তো পেইনকিলার দিত অন্তত।

রিসিপশনে আসার পরে একজন মেয়ে আমাকে বলল যে আমার যে দাঁতে ব্যথা, সেটাতে পোরসেলিন ফিলিং করাতে হবে। আর ৩/৪ টা দাঁতে রুট ক্যানাল করা লাগবে। আমার নিচের মাড়ির সামনের দুটো দাঁত আলগা (সে লুজ বলেছে), যে কোন সময় পরে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মন খুব খারাপ হয়ে গেলো, মানুষের বয়স ৭০ বছর বা তার বেশি হলে দাঁত পড়ে আর আমার এত কম বয়সে দাঁত পড়ে যাবে!

এবার সে আমাকে দাঁতের চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার তারিখ আর টাকার হিসাব দিতে লাগল। যে দাঁতে ব্যথা, তাতে পোরসেলিন ফিলিং করতে লাগবে ১০০০ ডলার । এটার জন্য ডেট দিচ্ছে প্রায়ে ১৫ দিন পরে। তারো ১৫ দিন পরে ডেট দিচ্ছে মাড়ি বিশেষজ্ঞের, যে কিনা পরীক্ষা করে দেখবে আমার ব্যথাওয়ালা দাঁতটা রাখা যাবে না উপড়ে ফেলতে হবে। সেই সঙ্গে আমার নিচের মাড়ির সামনের দুটো দাঁতের ব্যাপারেও ফয়সালা হবে। আমি অবাক হয়ে গেলাম। যদি দাঁত রাখাই না যায়, তাহলে ১০০০ ডলার খরচ করে ফিলিং করব কেন? আমি বললাম, "মাড়ি বিশেষজ্ঞের সাথে সাক্ষাতের তারিখটা আগে দেয়া যায় না? পোরসেলিন ফিলিং করার পরে দাঁত ফেলে দেয়ার তো কোন মানে নেই"।

ওই মেয়ে কি বুঝল কে জানে বলল, "ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট ডেট এভাবে পাওয়া গেছে, তাই এভাবে দিচ্ছি"। মাঝে মাঝে আমার মনে হয় আমেরিকায় উল্লেখযোগ্য সংখ্যক লোক নির্বোধ। সবসহ সে মোট ৫০০০ ডলার খরচের হিসাবের এক তালিকা আমার হাতে ধরিয়ে দিলো। আমার মন খারাপ দেখে মেয়েটা বলল যে আমি চাইলে সহজ শর্তে লোন নিতে পারি, দাঁতের চিকিৎসা করাতে।

পরের দিন আমার বাসার কাছের বাংলাদেশী ডেন্টিস্টের কাছে গেলাম নিজের টাকায় দেখাব বলে। উনি আবারো এক্সরে করে বললেন, "আপনার যে দাঁতে ব্যথা ওটাতে তো ফিলিং আছে, পোরসেলিন ফিলিং করতে বলল কেন বুঝলাম না। ওটাতে ইনফেকশন হয়েছে। আমি ঔষধ দিয়ে দিচ্ছি"।
উনি আমাকে অ্যান্টিবাওটিক দিলেন। আমি খেয়ে ভালো হয়ে গেলাম।

আগে থেকেই আমার বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল, আমি ১১০০ ডলার দিয়ে রিটার্ন টিকিট কেটে চলে গেলাম বাংলাদেশে। দেশে এক ডেন্টিস্ট এক্সরে করে যেগুলোতে রুট ক্যানেল করতে হবে বললেন, সেগুলো সব আবার আমেরিকান ডেন্টিস্টের সাথে কমন পড়ল না। আরো দুইজন ডেন্টিস্টের সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত একজনকে দিয়ে রুট ক্যানেল করালাম সবসহ হাজার চল্লিশেক টাকা লাগলো। সত্যি আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে দাঁতের চিকিৎসা করালে খরচ অনেক কম পড়ে। মেক্সিকান আমেরিকানদের অনেকে মেক্সিকো গিয়ে চিকিৎসা করিয়ে আসে।

আমার এখনকার ডেন্টিস্ট ইন্ডিয়ান (গুজরাটি)। সে দাঁত স্কেলিং আর ফিলিং করা ছাড়া আর কিছু করতে পারে না। দাঁত তুলতে হলে অন্য ডেন্টিস্টের কাছে পাঠায়। আমার একজন কলিগ আমাদের অফিসের অনেককেই তাঁর কাছে পাঠিয়েছে। ডাক্তার বড়দিন উপলক্ষে সেই কলিগকে একটা গিফট কার্ড দিয়েছে। কলিগ মনে করেছে বিশ ডলার হবে। বাসায় গিয়ে দেখে ২০০ ডলারের গিফট কার্ড। কলিগ ডাক্তারকে ফোন করে বলল, "ডাক্তার, এতো টাকার গিফট কার্ড কেন দিয়েছ"?
- তুমি আমাকে এত রোগী পাঠিয়েছ, তাই। এটা অনেক সামান্য গিফট।

ডাক্তার প্রতি বছর আমার কলিগকে গিফট দেয়া ছাড়াও আমাদের অফিসের সবার জন্য চকলেটের প্যাকেট পাঠায়। আমি একদিন বললাম, "ডাক্তার এটা তো তোমার ভালোই বুদ্ধি। আমাদেরকে চকলেট খাওয়াচ্ছ, যেন চকলেট খেয়ে আমাদের দাঁত নষ্ট হয় আর তোমার রোগীর সংখ্যা বেড়ে যায়"।

ডাক্তার বলল, "কি করব, তোমাদেরকে তো আমি ওয়াইন গিফট করতে পারি না! তাহলে আবার ড্রিঙ্ক করে গাড়ি চালানোর অপরাধে জেল, জরিমানা বা এমন কি চাকরিটাও চলে যেতে পারে। তখন আবার আমাকে দোষ দিবা"।
ডাক্তারের জবাব শুনে আমি লাজবাব।

ও আর হ্যাঁ ওই যে রিসিপশনের মেয়েটা বলেছিল যে আমার নিচের মাড়ির সামনের দাঁত দুইটা লুজ বা আলগা বা নড়বড়ে, সেই দাঁত দুইটা এখনো (প্রায় দশ বছর পরেও) বহাল তবিয়তে আছে।

মনে হয় কোন মাড়ি বিশেষজ্ঞের কাছে না যাওয়ার কারণেই উহারা নড়বড়ে হওয়া সত্ত্বেও এক দশক যাবত টিকিয়া আছেন।
Collected from Jesmin Ara Begum

এখন থেকে প্রতি বুধবার ও শুক্রবার চকবাজারে রোগী দেখব ইনশাআল্লাহ।
18/07/2021

এখন থেকে প্রতি বুধবার ও শুক্রবার চকবাজারে রোগী দেখব ইনশাআল্লাহ।

 #নবজাতক_শিশুর_দাঁত_কবে_উঠবে_চিন্তায়_পেরেশান_বাবা_মাআপনার বাচ্চার প্রথম দাঁত উঠা পিতা-মাতা হিসাবে আপনাদের যাত্রার অনেক আ...
01/06/2021

#নবজাতক_শিশুর_দাঁত_কবে_উঠবে_চিন্তায়_পেরেশান_বাবা_মা

আপনার বাচ্চার প্রথম দাঁত উঠা পিতা-মাতা হিসাবে আপনাদের যাত্রার অনেক আনন্দদায়ক মাইলফলকগুলির মধ্যে একটি। একটি শিশুকে পাওয়ার মাধ্যমে একটি সুন্দর যাত্রার শুরু হয়, যার প্রতিটি মুহুর্ত ভিন্ন, এবং আপনি প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শেখেন। আপনি মাতৃত্বে নতুন, যার থেকে এটি বোঝা যায় যে আপনার সন্তানের যে কোনো সমস্যা সম্পর্কেই আপনি উদ্বিগ্ন।

দাঁত উঠা বাচ্চাদের কাছে বিরক্তিকর হয় এবং ফলে মা–বাবারাও উদ্বিগ্ন হয়ে ওঠেন। আপনার বাচ্চার দাঁত বেরোনোর পর্যায়টিকে কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে আপনার পরামর্শের জন্য আজ আমি কথা বলবো।

প্রতিটি শিশু তাঁর অনন্য গতিতে বৃদ্ধি পায় এবং কোনো নির্দিষ্ট বয়স নেই যে সময় আপনার সন্তানের নিশ্চিতভাবে দাঁত বেরোনো শুরু হবে।

#কোন_মাসে_শিশুদের_দাঁত_উঠে?
বাচ্চাদের থেকে ৬- ১০ মাসের মধ্যে তাদের প্রথম দাঁত বেরোতে শুরু করে। অনেক ক্ষেত্রে, এক বছর থেকে শিশুর যখন ২৪মাস বেশি বয়সের পরে বাচ্চার দাঁত বেরোনো শুরু হয়। জন্মের সময় কিছু শিশুর প্রথম দাঁত নিয়ে জন্মগ্রহন করে যা অতিমাত্রায় বিরল।

াড়াতাড়ি_একটি_শিশুর_দাঁত_উঠতে_শুরু_হতে_পারে?
দাঁত উঠা সাধারণত ৬ মাসে শুরু হয়, তবে আপনার বাচ্চার ৪ মাসের মধ্যেও শুরু হতে পারে। একটি শিশুর এমনকি দুই মাসেও দাঁত বেরোনো শুরু হতে পারে।

মনে রাখা জরুরি যে শিশু গর্ভে থাকার সময়ই দাঁত বিকশিত হতে শুরু করে। আসলে, এই সময়ে দাঁত মাড়ির মধ্যে জন্ম নেয়। দাঁত বেরোনোর প্রক্রিয়া শুরু হলে এবং প্রথম দাঁত বেরিয়ে এলে, সব দাঁত দৃশ্যমান হতে কয়েক মাস লাগে।

#কোন_দাঁতগুলি_শিশুর_প্রথম_বেরোয়?
মুখের নিচের পাটির দুটি দাঁত প্রথম দেখা দেয়।

#বাচ্চাদের_দাঁতগুলি_কোন_ক্রমে_বেরোয়?
এখানে শিশুর দাঁত বেরোনোর সময়সূচী রয়েছে যা আপনাকে মনে রাখতে হবে যাতে আপনি বিভিন্ন পর্যায়ের জন্য প্রস্তুত থাকেন–

৬-১০ মাসঃ দাঁত বেরোনো শুরু হয়। প্রথমে, দুটি নীচের দাঁত (Primary Deciduous lower central Incisors) সময়ে দেখা দিতে শুরু করে

৮-১২ মাস: উপরের মধ্য দাঁত উঠতে শুরু করে এবং দৃশ্যমান হয় (Primary Deciduous Upper central Incisors)

৯-১৬ মাস: Primary Deciduous Lateral Incisors দাঁত উঠতে শুরু করে

১৩-১৯ মাস: Primary Deciduous 1st Molar বা ১ম মাড়ীর দুধ দাঁতগুলি আসে

১৬-২৩ মাস: এটি ক্যানাইন নামে পরিচিত ধারালো এবং তীক্ষ্ণ দাঁতের সময়

২৩-৩১ মাস: নীচের মাড়ীর Primary Deciduous 2nd Molar বা ২য় মাড়ীর দুধদাঁত দেখা দেয়

২৫-৩৩ মাস: উপর মাড়ীর Primary Deciduous 2nd Molar বা ২য় মাড়ীর দুধদাঁত দেখা দেয়

তিন বছরের মধ্যে, আপনার শিশুর প্রায় ২০টি দাঁত থাকবে। ৪ বছর বয়সে চোয়াল এবং মুখের হাড়গুলি বৃদ্ধি পায়, এভাবে স্থায়ী দাঁতগুলির বেরোনোর জন্য স্থান তৈরি হয়।

#শিশুদের_দাঁত_উঠার_কিছু_চিহ্ন
মা-বাবা হিসাবে আপনি দাঁত বেরোনোর কিছু লক্ষণ দেখতে প্রস্তুত হতে পারেন। এর ফলে আপনি আপনার বাচ্চাকে সময়মত সাহায্য করতে পারবেন।

১। দাঁত উঠার সময় শিশুদের মুখ থেকে লালা পড়াকে বেড়ে যায়। এটি আপনার প্রথম চিহ্ন। শিশুরা যখন দশ সপ্তাহ বয়সী হয় তখন থেকেই এটি শুরু হতে পারে।

২। লাল, প্রদাহযুক্ত ফোলা মাড়ি দেখলে বুঝবেন যে আপনার বাচ্চার দাঁত বেরোচ্ছে। ফোলা এলাকায় আপনার তর্জনী দিয়ে আলতোভাবে মালিশ করলে কিছু আরাম দিতে পারে।

৩। আপনার শিশুর মাড়ির নিচে একটি অস্পষ্ট সাদাটে বস্তু দেখা গেলে তা নির্দেশ করে যে তার দাঁত বেরচ্ছে।

৪। শিশুদের দাঁত বেরোনোর আরেকটি চিহ্ন হল তাদের খিটখিটে হয়ে থাকা। উঠতে থাকা দাঁত মাড়ি বরাবর চাপ দেয়, যা তাদের অস্বস্তিকর, খিটখিটে এবং কাঁদুনে করে তুলতে পারে

৫। ঘুমানোর সময় জ্বালাতন করা! দাঁত বেরোনোর অস্বস্তি আপনার শিশুকে সারা রাত জাগিয়ে রাখতে পারে!

৬।বাচ্চাদের যখন দাঁত বেরোনো শুরু হয়, তখন তারা তাদের হাতে যা পায় তাই–ই চিবাতে চায়। এমনকি মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় জোড়ে কামড় দিতে পারে।

৭। দাঁত বেরোনোর সময় তাদের যে অস্বস্তি হয় তার জন্য তারা খাবার খেতে চায় নয়া।

#দাঁত_বেরোনোর_সাথে_কি_সবসময়_জ্বর_এবং_ডায়রিয়া_হয়?

মা-বাবা হিসাবে, আপনি অবশ্যই ভাবতে পারেন যে, দাঁত উঠার সাথে জ্বর ও পেট খারাপের সংযোগ রয়েছে কিনা অথবা ভাবতে পারেন যে দাঁত বেরোনোর সাথে সবসময় জ্বর ও ডায়রিয়া হয় কিনা।
নাহ দাঁত উঠার সাথে এর কোন সম্পর্ক নেই।

অনেক বাচ্চাদের দাঁত বেরোনোর সময় জ্বর হয় আবার অনেক বাচ্চাদের দাঁত বেরোনোর সময়টি সহজেই পেরিয়ে যায়।
তবে ডায়রিয়ার ক্ষেত্রে, এটি সম্ভব যে শিশুটি কিছু চিবাচ্ছে বা কামড়াচ্ছে যা পরিষ্কার নয়, হাতের কাছে যা পাচ্ছে পরিষ্কার-অপরিষ্কার তা থেকে পেট খারাপ হতে পারে।

জ্বর বা ডায়রিয়া চলতে থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

#দাঁত_উঠার_সময়_কিভাবে_বাচ্চাকে_শান্ত_রাখতে_হবে

আপনার শিশুকে শান্ত করার এবং দাত বেরোনোর অস্বস্তিকে উপশম করার অনেক উপায় আছে।
- বাচ্চাকে পরিষ্কার টীথার (Teether) বা কামড় দেবার খেলনা দিন।
- শিশুর মাড়ি বরাবর একটি পরিষ্কার আঙুল ঘষুন। এই ব্যথা কমাতে সাহায্য করবে।
- যদি আপনার বাচ্চা ইতিমিধ্যেই চিবাতে শুরু করে থাকে এবং কঠিন খাবার খায়, তবে আপনি তাদের চিবানোর কিছু দিতে পারেন, যেমন একটি শসা, আপেল বা টোস্ট বিস্কুট

#বাচ্চাদের_দেরীতে_দাঁত_বেরোনোর_সমস্যা

কিছু বাচ্চাদের দেরীতে দাঁত বেরোনোর অনেক কারণ রয়েছে। হাইপারথাইরয়েডিজমও শিশুদের দেরীতে দাঁত বেরোনোর একটি কারণ হতে পারে। আপনার বাচ্চার দেড় বছর বয়সের সময়ও দাঁত বেরোতে শুরু না হলে, দাঁত বেরোনোর সঠিক কারণ জানতে একজন শিশু দন্তবিশেষজ্ঞের কাছে যান। এটি আসলে উদ্বিগ্ন হওয়ার মতো কোনও সমস্যা নয, তবে এটি কেন ঘটছে তা জানলে মোকাবিলা করতে সহায়তা করবে।

#নবজাতক_শিশুর_দাঁতের_যত্ন_নিতে_হবে
দাঁতের যত্নকে আপনার শিশুর রুটিনের একটি নিয়মিত অংশ করে তুলুন এমনকি দাঁত ওঠা শুরুর আগে। দিনে দুইবার আপনার শিশুর মাড়িতে একটি ভেজা ওয়াশক্লথ বা গজের টুকরো দিয়ে ঘষুন, বিশেষ করে খাওয়ার পরে এবং তাকে ঘুম পাড়ানোর আগে। প্রথম দাঁত বের হওয়ার সময়, একটি ছোট মাথা এবং হ্যান্ডেল যুক্ত একটি নরম ব্রাশ কিনতে হবে, যা আপনার শিশুর মুখের ভিতরে আরামদায়কভাবে ফিট হয়ে যাবে। শিশুর তিন বছর হলে তবেই ফ্লোরাইড টুথপেষ্ট ব্যবহার শুরু করুন।

আপনার বাচ্চার ১ বছর বয়স হলে তাকে বিডিএস ডিগ্রীধারী দাঁতের ডাক্তারের নিয়ে যাবেন এবং প্রতি ৬মাস অন্তর অন্তর ফলো-আপ রাখবেন।

কার্টেসি:ডা. তাজিন রফিক

01/05/2021

দাত পড়ে যাওয়াকে অনেকেই সামান্য বিষয় হিসেবে দেখেন।কিন্তু দাত পড়ে গেলে এবং দীর্ঘদিন তার কোন চিকিৎসা না করালে দেখা দিতে পারে নানা জটিলতা।
প্রথমত, দাত না থাকলে খাওয়াদাওয়ার সমস্যা হয়।দীর্ঘদিন এভাবে থাকলে দেখা দেয় অপুষ্টি।বিশেষত অল্প বয়স্কদের এটি বেশি হয়।
দ্বিতীয়ত, সৌন্দর্য হানি।বিশেষ করে সামনের দিকের দাত না থাকলে সেটা রীতিমত অস্বস্তিকর।অনেকের মানসিক বিষণ্ণতার কারণ এটি।তাছাড়া পিছনের মাড়ির দাত না থাকলে সেখানকার হাড় ক্ষয়ে যায় এবং "চাপা ভাঙ্গা" দেখায় যার জন্য আপনাকে অনেক বয়স্ক বলে মনে হয়।
তৃতীয়ত,দাত না থাকলে কথা বলায় সমস্যা হয়। বিশেষ করে সামনের দিকের দাত না থাকলে অনেক শব্দ উচ্চারণে ব্যাঘাত ঘটে।
চতুর্থত, যে দাতটি মিসিং তার বিপরীত চোয়ালের Corresponding দাতটি তার কোটর থেকে কিছুটা বের হয়ে আসে যাকে বলে সুপ্রাইরাপশন (Supra Eruption)।এর ফলে উক্ত দাতটি চোয়ালের সাপোর্ট অনেকাংশে হারায়,যন্ত্রণার কারণ হয় এবং সবশেষে পড়ে যায়।এজন্য দেখা যায় দীর্ঘদিন পড়ে যাওয়া দাতএর চিকিৎসা না করালে আপনার আরো কয়েকটি দাত যন্ত্রণা দিতে দিতে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
পঞ্চমত, সকল দাত তার পাশে ফাকা জায়গা থাকলে নড়াচড়া করে।সুতরাং দীর্ঘদিন দাত না থাকলে তার পাশের দাত সেদিকে সরে আসে।ফলে মুখের সমস্ত দাতের বিন্যাস বিনষ্ট হয় এবং বেশি সরে যাওয়া দাতগুলো তাদের কার্যকারিতা অনেকটা হারায়।এছাড়া এসব ক্ষেত্রেও এই দাতগুলো তাদের পেরিওডন্টাল সাপোর্ট হারিয়ে দূর্বল হয়ে যায় এবং তার বিপরীত চোয়ালের দাতের নানামুখী সমস্যার (যেমন-দাত ফেটে যাওয়া,ভেঙ্গে যাওয়া,নিয়মিত আঘাতপ্রাপ্ত হওয়া,দাত ভিতরের দিকে ঢুকে যাওয়া,মাড়িতে ক্ষত সৃষ্টি হওয়া ইত্যাদি যার প্রতিটি অত্যন্ত যন্ত্রণাদায়ক) কারণ হয়ে দেখা দেয়।
ষষ্ঠত, দীর্ঘদিন একাধিক দাত মিসিং থাকলে আমাদের নিচের চোয়াল যে জয়েন্টের( TMJ - Temporomandibular Joint ) সাহায্যে আটকে থাকে এবং নড়াচড়া করতে পারে সেখানে জটিল সমস্যার সৃষ্টি করতে পারে।দুই কানের সামনের দিকে যেখানে জয়েন্ট দুটির অবস্থান সেখানে তীব্র ব্যথা এবং "ক্লিকিং সাউন্ড" হতে পারে।নিচের চোয়ালের পিছনের দিকের মাড়ির একাধিক দাত দীর্ঘদিন না থাকলে MPDS (Myofunctional Pain Dysfunction Syndrome) নামক রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
তাই আর অবহেলা না করে একজন বিডিএস ডিগ্রীধারী চিকিতসকের কাছ থেকে আপনার মিসিং দাতের চিকিৎসা করিয়ে নিন।মিসিং দাত প্রতিস্থাপনের আধুনিক সব চিকিৎসা ( যেমন ডেন্টাল ব্রিজ,রিমুভেবল পার্শিয়াল ডেনচার,ডেন্টাল ইমপ্লান্ট ) বাংলাদেশে সহজপ্রাপ্য এবং সুলভ।
আর অতি অবশ্যই দাত ও মুখের চিকিৎসায় বিডিএস ডিগ্রী ব্যতীত কেউ ডাক্তার নয়।
ধন্যবাদ।

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়াপ্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চ...
13/04/2021

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়া

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি রমজানের দিনের বেলায় রোজা রেখে দন্ত চিকিৎসকের কাছে যাই- এর হুকুম কি? যদি কোন কিছু গলার ভিতরে চলে যায় এবং আমি গিলে ফেলি?

উত্তর
আলহামদু লিল্লাহ।.

শাইখ আব্দুল আযিয বিন বাযকে জিজ্ঞেস করা হয়েছিল যদি কোন ব্যক্তি দাঁতে ব্যথা নিয়ে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁতে স্কিলিং করে, অথবা ফিলিং করে অথবা কোন একটি দাঁত ফেলে দেয়- এতে করে কি তার রোজার ক্ষতি হবে? যদি ডাক্তার তার দাঁত অবশ করার জন্য ইনজেকশন দেয় সেক্ষেত্রে রোজার উপর এর কোন প্রভাব আছে কি?

উত্তরে তিনি বলেন: প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে তাতে রোজার উপর এর কোন প্রভাব নেই। বরং এটি করা যেতে পারে। তবে এ রোগীকে ঔষধ বা কোন কিছু গিলে ফেলা থেকে সাবধান থাকতে হবে। অনুরূপভাবে যে ইনজেকশনের কথা উল্লেখ করা হয়েছে রোজার শুদ্ধতার ক্ষেত্রে সেটারও কোন প্রভাব নেই। যেহেতু এ ইনজেকশন পানাহারের পর্যায়ে পড়ে না এবং যেহেতু রোজাভঙ্গকারী কিছু সাব্যস্ত না হলে রোজা শুদ্ধ হওয়াটাই মূল বিধান।( সমাপ্ত)

[আজওয়িবা মুহিম্মা তাতাআল্লাকু বি আরকানিল ইসলাম]

আর যদি রাতের বেলায় ডাক্তার দেখানো সম্ভব হয় তাহলে সেটাই ভাল।

আল্লাহই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/answers/13767

__________

রোযা অবস্থায় অবশকরণ ইনজেকশন দেয়া ও দাঁত স্কেলিং করা কিংবা দাঁত ফিলিং করা বা তুলে ফেলার হুকুম কি?

প্রশ্ন
যদি কারো দাঁতে ব্যথা হয়ে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁত স্কেলিং করে কিংবা ফিলিং করে কিংবা কোন একটি দাঁত তুলে ফেলে— এগুলো কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে? যদি ডাক্তার তার দাঁতকে অবশ করার জন্য কোন ইনজেকশন দেয় সেটা কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে?

উত্তর
আলহামদু লিল্লাহ।.

প্রশ্নে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে রোযার শুদ্ধতার ওপর এসব কর্মের কোন (নেতিবাচক) প্রভাব নেই। বরং এগুলো ক্ষমার্হ। তবে তাকে সাবধান থাকতে হবে যাতে করে কোন ঔষধ বা রক্ত যেন গিলে না ফেলে। অনুরূপভাবে উল্লেখিত ইনজেকশনেরও রোযার শুদ্ধতার ওপর (নেতিবাচক) কোন প্রভাব নেই। যেহেতু এ ধরণের ইনজেকশন পানাহারের আওতায় পড়ে না। মূলবিধান হলো—রোযার শুদ্ধতা।[উদ্ধৃতি সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

মাজমুউ ফাতাওয়া ও মাকালাত মুতানাওয়িআ (১৫/২৫৯)

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/106495

-------------

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি র....

স্কেলিং কি ও কখন স্কেলিং করানো প্রয়োজন ও স্কেলিং সম্পর্কিত ভুল ধারনা।স্কেলিং সম্ভবত ডেন্টাল প্রসিডিউরগুলোর মধ্যে সবচেয়ে ...
26/02/2021

স্কেলিং কি ও কখন স্কেলিং করানো প্রয়োজন ও স্কেলিং সম্পর্কিত ভুল ধারনা।

স্কেলিং সম্ভবত ডেন্টাল প্রসিডিউরগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নাম। এই পোস্টে আলোচনা করা হবে স্কেলিং কখন করা প্রয়োজন আর এ সম্পর্কিত ভুল কিছু ধারনা নিয়ে।

♦♦স্কেলিং কি?♦♦
স্বাভাবিক নিয়মেই খাবার পর কিছু খাবার দাঁত ও মাড়ির মাঝের খাঁজ, যেটাকে gingival crevice বলে,সেখানে আটকে যায়। নিয়মিত ঠিকভাবে ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবার এর অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়।একে বলে প্লাক (plaque)। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাক এর কিছু অংশ পরবর্তীতে ব্রাশের সাথে উঠতে চায়না। আর প্রত্যেকবার এরকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস(calculus)। সহজ বাংলায় পাথর।

♦♦এই ক্যালকুলাস যেভাবে আপনার ক্ষতি করে♦♦

দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন(dentine) উন্মুক্ত করে দেয়। ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে।
ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ (inflammation) তৈরি করে। ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও রক্ত আসতে পারে মুখে।

মুখে দুর্গন্ধ হয় যেটাকে Halitosis বলা হয়।

ক্যালকুলাস মাড়ির নীচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। একসময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিং এ আর তা ভালো হয় না। দাঁত ফেলে দিতে হয়।
এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হল স্কেলিং। এটি সাধারনত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।

🔴🔴স্কেলিং সম্পর্কে কিছু ভুল ধারনা🔴🔴

1⃣বছরে একবার/দুইবার স্কেলিং করতে হয়।
এটি ভুল ধারনা। স্কেলিং একমাত্র চিকিৎসক এর পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেইনটেইন করেন এমন ব্যক্তির সাধারনত অনেক বছর পর (যদি কোন সমস্যা থাকে তবে) স্কেলিং করা লাগে। আর যিনি ওরাল হাইজিন এর প্রতি কেয়ারলেস তার স্কেলিং এর প্রয়োজন হবে বেশী। সহজ কথায়, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তবেই স্কেলিং এর জন্য বলেন। নিয়মিত ইন্টারভেলে স্কেলিং করানোর প্রয়োজন নেই।

2⃣স্কেলিং করলে দাঁত ফাকা হয়ে যায়
এটিও ভুল ধারনা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাস এর দরুন দাঁত এর থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি পুনরায় স্বাভাবিক জাগায় আসতে কয়েকদিন সময় লাগে। এই সময় ঐ জায়গাগুলো জিহ্বায় ফাকা ফাকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েকদিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে তখন এই দাঁত ফাকা হয়ে যাবার অনুভূতি ঠিক হয়ে যায়।

3⃣স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়
স্কেলার মেশিন এর মূল মেকানিজম হল আল্ট্রাসনিক ভাইব্রেশন। এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। হ্যাঁ, এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে। তাই সবসময় দাঁত ও মুখের চিকিৎসায় বিডিএস ডিগ্রী সম্পন্ন ডাক্তার এর শরণাপন্ন হওয়া উচিত।

4⃣স্কেলিং এ অনেক ব্যাথা পাওয়া যায়
এটা আরেকটি ভুল ধারনা। স্কেলার এর ভাইব্রেশনের জন্য স্কেলিং এর সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমান যদি খুব বেশি হয় তবে স্কেলিং এর সময় বেশি শিরশির করতে পারে। তাই সময় মত স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই, বা অন্তত বছরে একবার ডেন্টিস্ট এর কাছে চেক আপ করানো উচিত।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর দাঁত ও মুখের যত্ন নিন।লেখকঃ ডাঃ আরিফ

দাঁত ও মাড়ির যত্নে স্কেলিং ও পলিশিংসুন্দর দাঁত ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।এছাড়াও সুন্দর দাঁত ও হাস...
20/02/2021

দাঁত ও মাড়ির যত্নে স্কেলিং ও পলিশিং

সুন্দর দাঁত ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।এছাড়াও সুন্দর দাঁত ও হাসি সহজেই অন্যদের নজর কাড়ে। খাদ্যাভ্যাসের কারনে দাঁতের যত্নের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। ব্যক্তিগত পর্যায়ে বাড়িতেই ব্রাশ, মাউথওয়াশ, ফ্লস দিয়ে মুখ গহব্বর পরিষ্কার রেখে দাঁত ও মাড়ির যত্ন নেয়া যায়।তা স্বত্বেও অধিকাংশ ক্ষেত্রে যত্ন নেয়া সম্ভব হয়ে ওঠেনা। ব্রাশ করার পরেও অবশিষ্ট খাদ্য কনা / ডেন্টাল প্লাক জমতে থাকে। সময়ের সাথে ডেন্টাল প্লাক ডেন্টাল ক্যালকুলাস বা পাথরে এ রূপান্তর হয়।এই পাথর দাঁতের গোড়া থেকে সরানোর জন্য দরকার ডেন্টাল স্কেলিং।
দাঁতের পাথর এর ক্ষতিকর দিক অনেক, তাই দাঁতের পাথর স্কেলিং এর মাধ্যমে দূর করা জরুরী।
দাঁতের পাথরের ক্ষতিকর দিকগুলো হলোঃ-
– দাঁত ও মাড়ির মধ্যে বাধার সৃস্টি করে হাড় ক্ষয় ও মাড়ি ক্ষয় করে-মাড়ির সাথে দাঁতকে আটকে রাখার ক্ষমতা হ্রাস পায়- মুখে দুর্গন্ধ হয়- রক্ত পড়ে-শিরশির করে- দাঁতের শেকড় উন্মুক্ত হয়ে যায় – দাঁত দ্রুত নড়ে যায় ও পড়ে যায়।
# কখন স্কেলিং করাবেনঃ
একবার স্কেলিং করার পরে নিয়মানুযায়ী সঠিকভাবে ব্রাশ করলে দীর্ঘদিন স্কেলিং এর প্রয়োজন হয়না।যখন দাঁতের গোড়ায় দৃশ্যমান হালকা হলুদাভ বা কালো অংশ দেখা দিলে স্কেলিং করাতে হবে।
# স্কেলিং সংক্রান্ত ভূল ধারনাঃঅনেকের ধারনা স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়,দাঁত শিরশির করে, চোখের ক্ষতি হয়।বাস্তবতা হলো- দাঁতের সমস্যায় চোখের সম্পৃক্ততা নাই- দাঁত শিরশির সাময়িক করতে পারে( ক্ষেত্র বিশেষে) তবে ক্ষনস্থায়ী এবং দাঁতকে মজবুত রাখতে অতীব জরুরী।
ডেন্টাল পলিশিং:-যাদের বেশি চা,পান, সিগারেট, আয়রনযুক্ত পানি পান করেন তাদের দাঁতে অনেক দাগ / স্পট থাকে।ডেন্টাল পলিশিং এর মাধ্যমে দাগ দূর করা হয় এবং ন্যাচারাল কালার ফিরে আসে। পরবর্তীতে খাদ্যাভ্যাস ও যত্নের ওপর নির্ভর করে সাদা চকচকে ভাব।
মূলত দাঁতের পাথর দূর করতে করা হয় স্কেলিং ও দাগ দূর করতে করা হয় পলিশিং।
দাঁতের যত্নে ও পরামর্শে বছরে অন্তত দুইবার ডেন্টাল সার্জন দিয়ে ওরাল হেল্থ চেক-আপ করা দরকার।

Address

ShantirHat, Patiya
Chittagong
4371

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Saturday 15:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Telephone

+8801831087035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Razi Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Razi Dental Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category