Areebah Health Care

Areebah Health Care Welcome to "Areebah Health Care". Our theme is "We Care Your Necessary". Welcome to Our Areebah Health Care. Our Company Slogan we care your necessary. Thank You.

We Launched In 2021, We r Bangladesh Based Online Health Care Products selling company.Our online store is 24 Hours Open. Launched In 2021, Areebah Health Care is Bangladesh Based Online Health Care. Our online store is 24 Hours Open. Areebah Health Care has been mainly focused on Customer care and easy of Purchase support.If you ever have only queries & questions please feel free to Contact Us.

26/08/2021

(১) শিক্ষাগত যোগ্যতা -HSC.
(২)অভিজ্ঞতা -ইউনানি প্রোডাক্ট বিক্রিতে ১বছরের অভিজ্ঞতা।
(৩)নিজ এলাকায় কাজ করার সুবিধা ( শুধু মাএ চট্টগ্রাম বিভাগ)
(৪)অধিক পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
(৫)১০,০০০/=(দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) রাখতে হবে।
(৬)অর্ডার ও ডেলিভারি নিজেকেই করতে হবে।
(৭)৩ দিনের Products Training Course করতে হবে (নিজ খরচে)।
(৮)আকর্ষনীয় কমিশন প্রদান করা হবে।

আসছে আমাদের কিছু  ইউনানি ঔষধ.....
05/07/2021

আসছে আমাদের কিছু ইউনানি ঔষধ.....

05/07/2021

আমাদের ইউনানি ঔষধ চট্টগ্রামের বিভিন্ন থানা/উপজেলা/জেলা ও শহরে বিক্রি করার জন্য কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে।অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।যাদের অভিজ্ঞতা নাই তারা কাজ করার মন মানুষিকতা থাকলে (HSC Pass) আবেদন করতে পারেন।যারা ব্যবসা করতে চান তাঁরা ও যোগাযোগ করবেন। আকর্ষণীয় বেতন ও কমিশন প্রদান করা হবে (শর্ত অনুযায়ী)।

28/06/2021

ঘরে থাকুন।
নিরাপদ থাকুন।
কোনো কিছুর দরকার হলে অনলাইনে কেনাকাটা করুন।

18/06/2021

ডায়াবেটিক ফুট আলসার প্রতিরোধে করণীয়

রক্তে শর্করার মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ডায়াবেটিক ফুট আলসারের ঝুঁকি কমানো যায়। এ জন্য নিয়মিত বাড়িতে সুগার পরীক্ষা করতে হবে। আর তিন মাস অন্তর গড় সুগার পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

সুবিধামতো সময়ে আপনার পা পরীক্ষা করুন। পায়ের তলা দেখতে প্রয়োজনে আয়না বা পরিবারের অন্য সদস্যদের সাহায্য নিন। নখের গোড়ায়, কোনায়, আঙুলের ফাঁকে, পায়ের পাতায়/ তলায় ফেটে যাওয়া, লাল হওয়া, ফুলে যাওয়া, ফোসকা পড়া, চামড়া শক্ত হওয়া বা যেকোনো পরিবর্তন লক্ষ করলেই চিকিৎসকের পরামর্শ নিন। কখনোই কোনো ফোসকা বা কর্ন নিজে নিজে গলানো বা কাটার চেষ্টা করবেন না।

প্রতিদিন কুসুম গরম পানি বা সাবান দিয়ে পা ধুয়ে নিন। পানির উষ্ণতা সহনশীল কি না, বুঝতে অন্যের সহায়তা নিন। কারণ, ডায়াবেটিসের রোগীর পায়ের অনুভূতি হ্রাস পায়। অতিরিক্ত তাপে পা পুড়ে যেতে পারে।

পায়ের ত্বক নরম ও মসৃণ রাখুন। পায়ে নিয়মিত লোশন, ক্রিম বা তেল ব্যবহার করুন। আঙুলের ফাঁকে ছত্রাকের ইনফেকশন হচ্ছে কি না, খেয়াল রাখতে হবে।

সঠিক নিয়মে নখ না কাটার কারণে আঙুলে বিভিন্ন ইনফেকশন শুরু হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

খালি পায়ে হাঁটবেন না। সব সময় জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন, এমনকি ঘরের মধ্যেও। সঠিক মাপের জুতা এবং পরিষ্কার সুতির মোজা ব্যবহার করুন। জুতা পরার আগে দেখে নিন ভেতরে কিছু আছে কি না। অধিক গরম ও ঠান্ডা থেকে আপনার পা রক্ষা করুন।

পায়ের স্বাভাবিক রক্ত চলাচলের জন্য, দীর্ঘক্ষণ বসে থাকার সময় চেয়ার বা মোড়ার ওপর পা রাখুন। পায়ের আঙুল ও গোড়ালি দিনে দুই/ তিনবার ৫ মিনিট ধরে নাড়ুন।

ধূমপান পরিহার করুন।

পায়ের আলসারে প্রথম দিকে ব্যথা না থাকায় অনেকেই একে পাত্তা দেন না। পরে এ থেকে ইনফেকশনের সৃষ্টি হয়। তাই আলসার প্রতিরোধের সঙ্গে সঙ্গে নিজের পায়ের দিকে খেয়াল রাখুন। সামান্য লক্ষণ দেখতে পেলেই চিকিৎসকের পরামর্শ নিন।

অধ্যাপক মো. নুরুল গণি: মেডিসিন বিশেষজ্ঞ, লাইফ লাইন মেডিকেল সার্ভিস লিমিটেড, ঢাকা

06/06/2021
06/06/2021

'১. ডায়াবেটিস রোগীদের এমনি সময়ে আমরা আম খাওয়ার পরামর্শ দি না। কিন্তু আমের পুষ্টিগুণের কথা বিচার করলে দেখা যাবে, এর মধ্যে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। এগুলো খুব জরুরি শরীরের জন্য।



২. আমের একটাই দোষ। এর গ্লাইসেমিক ইনডেক্স খুব কম। প্রায় ৫৬ থেকে ৬০ এর মধ্যে এর গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড থাকে ১৮.৯ থেকে ১৯ এর মধ্যে। এই কারণেই ডায়াবেটিস, প্রি-ডায়াবেটিস রোগীদের বলা হয়, আম না খেতে।



৩. ধরুন, একটা মানুষের সারাদিনে যে পরিমাণ ক্যালোরির চাহিদা রয়েছে, ধার যাক ১৬০০,১৮০০ বা ২০০০ ক্যালোরি, এর মধ্যে যে পরিমাণ শর্করা গ্রহণ করা দরকার, সেটা যদি কেউ পরিমাপ করে নিতে পারেন কোনও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে, তাতে একটা আম ডায়েটে রাখা যেতেই পারে।



৪. সেক্ষেত্রে কিন্তু ক্যালোরির দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। ভাত পর্যাপ্ত খেলাম, রুটিও খাচ্ছি এবং আমও প্রচুর খেলাম, এমনটা করলে টাইপ ১, টাইপ ২ দু'ক্ষেত্রেই ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে।'







সাবধান করলেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অনন্যা ভৌমিকও। তিনি জানালেন -



'১ ডায়াবেটিস রোগীদের ডায়েটে সাধারণ কিছু গাইডলাইন দেওয়া থাকে। তাতে বলা হয়, আম না খেতে। তবে কোভিডের সময়, ডায়াবেটিক এবং প্রি-ডায়াবেটিকদের পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই খাওয়া-দাওয়া করা উচিত।



২. আম একেবারেই ছুঁতে পারবেন না, এটা আমি বলব না। বরং ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ করে শরীর বুঝে ক্যালোরি গ্রহণ করার কথা বলব।



৩. গাইডলাইন অনুযায়ী নিষেধ করা হয়। কিন্তু কখনও কখনও ক্যালোরি কাউন্ট করে আমি ডায়াবেটিস রোগীদের ডায়েটেও কিন্তু আম রাখি।



৪. ফাইবার ছাড়াও আমে প্রচুর ভিটামিন এ রয়েছে। বলা যেতে পারে, আম পুষ্টিগুণে ভরপুর। কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স যেহেতু কম, তাই হঠাৎ করে শরীরের সুগার লেভেল বাড়িয়ে দেয়।



৫. তাই কোনও বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া, হঠাৎ প্রচুর আম খেলে কিন্তু ভোগান্তি পোহাতে হবে খুব।'





অন্যদিকে নিউট্রিশনিস্ট শ্রেয়া চক্রবর্তীর মতে, 'ডায়াবেটিক, প্রি-ডায়াবেটিক দুটিই কোভিডের ক্ষেত্রে হাই-রিস্ক বলে ধরে নেওয়া হয়। তাই কোভিড হলে, নানা খাবার যেগুলোতে গ্লুকোজ লেভেল বেশি সেগুলো না খাওয়াই ভাল। গ্লাইসেমিক ইনডেক্স আমে কম থাকে, যা ডায়াবেটিক রোগীদের সুগার লেভেল হঠাৎ বাড়িয়ে

06/06/2021

আজ চট্টগ্রামে অনেক বেশি বৃষ্টি পড়ছে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজকে যাদের অর্ডার কনফার্ম করা আছে, হয়তো সময়মতো পাঠাইতে পারবোনা।🙏🙏

31/05/2021

Post a review to our profile on Google

কি ভাবে  আমাদের  মেশিন দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করবেন।
31/05/2021

কি ভাবে আমাদের মেশিন দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করবেন।

eBfine Blood Glucose Meter No code-card requiredTiny blooddrop of 0.5uLAccuracy result in 5 secondswww.visgeneer.com.tw

28/05/2021

Capable to buildup own team. New new sales idea making,

বৃদ্ধ পিতামাতাকে নিয়ে ডায়াবেটিস  টেস্ট করতে ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন? আর নয় ভয়!!!মাএ ৳৭৫০!!!!!!দিয়ে রক্তে    সুগার মাপ...
27/05/2021

বৃদ্ধ পিতামাতাকে নিয়ে ডায়াবেটিস টেস্ট করতে ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন? আর নয় ভয়!!!মাএ ৳৭৫০!!!!!!দিয়ে রক্তে সুগার মাপার এই সুপার তাইওয়ানের মেশিনটি দিচ্ছি আমরা।যার বাজার মূল্য ৳১০৫০।
সুবিধা সমূহঃ
#সহজ ব্যবহার।
#৫ সেকেন্ড এ রেজাল্ট!!
#২ বছরের ওয়ারেন্টী!!
#১৮০ টি রেজাল্ট সংরক্ষণ!!
#২৫টি Strip মাএ ৳৩৫০!!
#৫০টি Strip মাএ ৳৬৫০!!
# লেনসেট প্রতি বক্স মাএ ৳৬৫!!
প্রথমবার মেশিনের সাথে ১০টি Strip,১০টি লেনসেট থাকবে।
আজই অর্ডার করুন।আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকেন না কেনো,অর্ডার করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে আমাদের সার্ভিস।

Address

Sagorica Moor, Pahartali
Chittagong
4219

Telephone

+8801911789722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Areebah Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Areebah Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram