Hijama Healing Therapy Bangladesh

Hijama Healing Therapy Bangladesh হিজামা একটি সুন্নাহ ও বিজ্ঞান সম্মত চ?

আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ক্লিনিকের প্রধান ডাঃ ফাহিম ইউনুস ২০ বছর ধরে ভাইরাস নিয়ে কাজ করছেন। তার...
20/04/2021

আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ক্লিনিকের প্রধান ডাঃ ফাহিম ইউনুস ২০ বছর ধরে ভাইরাস নিয়ে কাজ করছেন। তার মতো ভাইরাস চেনা ডাক্তার অনেক কম আছে। কোভিড ১৯ নিয়ে তিনি গুরুত্বপূর্ন কিছু তথ্য টুইট করেছেন।
তিনি লিখেছেন, আমরা কত মাস বা কত বছর কোভিড ১৯ এর সাথে থাকবো তা কেউ জানিনা। এই অজানা সময়কে অস্বীকার করার যেমন দরকার নেই তেমনি আতঙ্কিত হবারও প্রয়োজন নেই। কোভিড ভাইরাস পর্যবেক্ষণ করে আমরা বিজ্ঞানীরা এপর্যন্ত যা বুঝেছি তাতে বলতে পারি, আমাদের জীবনকে অহেতুক কঠিন করার কোন প্রয়োজন নেই। আমাদের সুখে থাকা দরকার তার জন্যে দরকার করোনা নিয়ে সত্য কথাগুলো জানা।
সত্য কথাগুলি কি কি?
১) কোভিড থেকে বাঁচার শুধুমাত্র তিনটি উপায় আছে-- মাস্ক পড়া, হাত ধোয়া এবং ১.৮ মিটার দূরত্ব বজায় রাখা। এই তিনটি কাজ ভাইরাস থেকে রক্ষা পাবার সেরা পদ্ধতি।
২) গ্রীষ্মে ভাইরাসটি তার প্রভাব হ্রাস করে না। ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনায় গ্রীষ্মকালেই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
৩) লিটার কে লিটার গরম জল পান করে করে কোন লাভ নেই। কারণ সেল ওয়ালে ঢুকে যাওয়া ভাইরাসকে পান করা গরম পানির উষ্ণতা কোনো ক্ষতি করতে পারেনা। খামাখা শুধু বারবার টয়লেট যেতে হয় পেশাব করতে।
৪) যদি আপনার বাড়িতে কোভিড ১৯ রোগী না থাকে তবে বাড়ির মেঝে, দেয়াল, উপরিভাগের সব কিছুকে জীবাণুমুক্ত করার কোন দরকার নেই, কোনো লাভ নেই।
৫) কার্গো প্যাকেজ, শপিং ব্যাগ, পেট্রোল পাম্প, শপিং কার্ট বা ব্যাংকের এটিএম মেশিন সংক্রমণ সৃষ্টি করে না। আপনার হাত ধুয়ে নেবেন বারবার এবং যথারীতি আপনার জীবন যাপন করুন।
৬) কোভিড ১৯ কোন খাদ্য সংক্রমণ এর মাধ্যমে ছড়ানো রোগ নয়। এটি ফ্লুর সংক্রমণের মতো হাঁচি কাশির ফোটাগুলির সাথে সম্পর্কিত। অর্ডার করা খাবার থেকে কোভিড ১৯ সংক্রমণ হওয়ার কোনও প্রমাণিত ঝুঁকি পাওয়া যায়নি। আপনার অর্ডারকৃত খাবারগুলিকে আপনি চাইলে মাইক্রোওয়েভে কিছুটা গরম করে নিতে পারেন।
৭) অনেকে মনে করেন সুয়ানা নিলে গরম বাষ্প শরীরে প্রবেশ করে কোভিড ভাইরাসগুলিকে হত্যা করবে,-- কখনোই না। যা কোষে প্রবেশ করেছে তাকে কোন প্রকার উষ্ণতা ধ্বংস করতে পারবেনা, তা পানি বা বাষ্প যাই হোক।
৮) অনেক অ্যালার্জি এবং অন্য ভাইরাল সংক্রমণ হলেও আপনার গন্ধ অনুভূতি হারাতে পারেন। গন্ধ না পাওয়া কোভিড ১৯-এর একটি অ-নির্দিষ্ট লক্ষণ, সু-নিদৃষ্ট লক্ষণ নয়।
৯) বাইরে থেকে বাড়ি ফিরে আসার পর তাৎক্ষণিক জামাকাপড় পরিবর্তন করার এবং স্নান করার কোনো দরকার নেই। স্নানে-শুদ্ধতা একটি পুণ্যের কাজ হলেও কোভিড ঠেকাতে এটির প্রয়োজন নেই।
১০) কোভিড ১৯ ভাইরাসটি বাতাসে ভেসে থাকে না। এটি একটি ড্রিপ সংক্রমণ যার জন্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন। তাই আপনি খোলা পার্কের নির্মল বাতাসে অন্য মানুষের সাথে দূরত্ব বজায় রেখে ঘুরে আসতে পারেন।
১১) কোভিড ১৯ মানুষের জাতি বা ধর্ম বুঝে আক্রমন করেনা, যেকোন ধরণের যেকোন জাতির মানুষ এতে আক্রান্ত হতে পারে।
১২) অ্যান্টিব্যাকটেরিয়াল বিশেষ সাবান ব্যবহার না করে কোভিড ১৯ এর বিপরীতে যেকোন সাধারণ সাবান ব্যবহার করাই যথেষ্ট। ভাইরাস কোনভাবেই ব্যাকটিরিয়া নয়।
১৩) আপনার জুতোর মাধ্যমে কোভিড ১৯ বাড়িতে এনে অসুস্থ হওয়ার সম্ভাবনা দিনে মাথায় দু'বার বজ্রপাত হবার মতো। আমি ২০ বছর ধরে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, বুঝেছি ড্রপ সংক্রমণ কখনো জুতার নাধ্যমে ছড়িয়ে যায় না।
১৪) ভিনেগার, সোডা, আদার রস, বিভিন্ন হারবের রস জাতীয় জিনিষ পান ভাইরাস থেকে রক্ষা করেনা। বৈজ্ঞানিক কোন প্রমাণ নেই। এন্টি অক্সিজেন জন্য মাসরুম জাতীয় কিছু নাচারাল খাবার খেতে পারেন।
১৫) সারাক্ষন গ্লাভস পরে থাকা একটি ভুল ধারণা, ভাইরাসটি গ্লাভসে জমে থাকতে পারে, এবং তারপর নিজের অজান্তে আপনার মুখটি স্পর্শ করলে সহজেই সংক্রমণ হতে পারে।
১৬) রেস্টুরেন্ট কর্মীরা একটি গ্লাভস পরেই সব খাদ্য স্পর্শ করতে থাকে, এটি প্রায়শঃই বদলানো দরকার। সাধারণ মানুষদের জন্য গ্লাভসের বদলে বারবার হাত ধোওয়াই ভাল।

(সংগৃহীত)

06/01/2021

হিজামা কাপিং থেরাপি এখন চট্টগ্রাম সহ সারাদেশে !! দীর্ঘদিনের ব্যথার সমস্যা কিংবা জটিল শারীরিক সমস্যায় ভুগলে একবার সুন্নাহ চিকিৎসা নিয়ে দেখুন! ইনশাআল্লাহ্‌ উপকৃত হবেন। যোগাযোগ করুনঃ 01319-222197 নাম্বারে।

05/01/2021

প্রতি কাপিং প্রাইজ ১৫০ টাকা করে, ১৫+ কাপিং হলে হোম ডেলিভারি ফ্রি …

04/12/2020

হিজামার সুন্নত দিন প্রতি সাপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার ।

হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

ঢাকায় আগামী ২ দিন হিজামা ৫০% ডিসকাউন্ট। প্রতি কাপিং থেরাপি ১০০ টাকা করে, সর্বনিন্ম ১০ টা কাপিং গ্রহণ করতে হবে। যোগাযোগ করুন ইনবক্সে ♥

কি করবেন টাকা দিয়ে দেখেন তো  ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের ব...
28/09/2020

কি করবেন টাকা দিয়ে দেখেন তো
ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের বাড়ি, স্বর্নের গাড়ি, স্বর্নের বিমান,, সহ তিনি
ধন সম্পদের পাহাড় রেখে গেছেন
সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই ?

কিন্তু তাঁর অর্জিত পুন্য ছাড়া কিছুই নিতে পারেন না।
তাই টাকা বা ধন সম্পদের পেছনে না দৌড়ে
যদি আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনুযায়ী
জীবন পরিচালনা করি এবং সৎপথে নিজেকে নিয়োজিত করি, তবে সেটাই হবে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ।

29/08/2020
হিজামা করিয়েছেন কিনা জানি না, তবে এটুকুই বলব, জমে থাকা দূষিত রক্ত একদিন আপনার কাল হবে,রক্ত দিচ্ছেন ভাল কথা , সে রক্ত আর ...
15/03/2020

হিজামা করিয়েছেন কিনা জানি না, তবে এটুকুই বলব, জমে থাকা দূষিত রক্ত একদিন আপনার কাল হবে,
রক্ত দিচ্ছেন ভাল কথা , সে রক্ত আর একজন এর জন্য উপকারী, কিন্তু সে রক্ত আপনার ধমনী জুড়ে বয়ে চলা রক্ত,আর হিজামার দ্বারা যে রক্ত নেয়া হয় তা হল সারফেস ব্লাড, যা প্রয়োজন অনুযায়ী প্রবাহিত না হলে , জমাট বেঁধে বাধিয়ে দিতে পারে, মারাত্মক রোগ হয়ে যেতে পারে অপূরণীয় ক্ষতি।
তাই সুস্থ অবস্থায় করে নিন , হিজামা বা কাপিং ।
একজন সারটিফাইড হিজামা থেরাপিস্ট পারে আপনার নিদিষ্ট পয়েন্ট খুঁজে বের করে হিজামা করিয়ে, আপনাকে সারিয়ে তুলতে,বের করে নিতে আপনার জমে থাকা টক্সিক ব্লাড।

এখনি বুকিং করুন : ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭.

সারা পৃথিবীতে কাপিং (হিজামা) থেরাপির ট্রেন্ডটা বেশ ভাল মতই চালু আছে বলা যায়! প্রেসিডেন্ট থেকে এথলেট, সেলিব্রিটি কিংবা সাধারণ মানুষ, পেইন রিলিফ থেকে শুরু করে সৌন্দর্য চর্চা - কাপিং এর প্রতি প্রতিনিয়ত বাড়ছে মানুষের আগ্রহ এবং নির্ভরতা!কাপিং বা হিজামা শারীরিক সুস্থতার জন্য যে কেউ করতে পারে, এতে কোন সাইড এফেক্ট নেই।

সাধ আর সাধ্য মিলিয়ে, সবার কথা মাথাই রেখে,
আমরা চলে আসলাম হিজামা অফার নিয়ে, এটি একটি সুন্নাহ্, ব্যাবসায়ীক চিন্তা ধারার বাহিরে আমাদের সেবা।

স্পেশাল অফারঃ প্রতি কাপিং পয়েন্ট মাত্র ৳ ১০০ টাকা বাংলাদেশে আমরাই সর্বনিন্ম হাদিয়া।

বিঃ দ্রঃ- সাধারণত রোগের কন্ডিশন অনুযায়ী অবস্থা অনুযায়ী কয়টা সেশন লাগবে সেটার উপরে খরচ নির্ভর করছে, উপরে যেসব চার্জ এর কথা উল্লেখ আছে, তা সেশন প্রতি নির্ধারণ করা হয়েছে,

এখনি বুকিং করুন : ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭.

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।

এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হ’লেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

ইনশাল্লাহ হিজামার দ্বারা যেসব রোগ ভাল হয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। পিঠের ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনুসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ,
২৮। ডায়াবেটিস (Diabetes) ও ডায়াবেটিক ফুট,
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,
৩০। চুল পড়া (Hair fall),
৩১। মানসিক সমস্যা (Psychological disorder),
৩২। পারকিনসন্স ডিজিজ
৩৩। কিডনির সমস্যা
৩৪। স্পোর্টস ইঞ্জুরি (খেলোয়াড়, আর্মি, কনট্যাক্ট স্পোর্টস)
৩৫। কানের সমস্যা
৩৬। ক্যান্সারের ব্যাথা নিয়ন্ত্রন,
৩৭। লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশান,
৩৮। হরমোনাল সমস্যা,
৩৯। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৪০। ক্রনিক কফ
৪১। Erectile Dysfunction (ED)
৪২। ব্রন,
৪৩। সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস (SLE),
৪৪। অনিয়মিত মাসিক, মেয়েদের অন্যান্য সমস্যা,
৪৫। এডিকশান/ ডিপেন্ডেন্সি (স্লিপিং পিল, ড্রাগস, কফ সিরাপ, জর্দা, সিগারেট, এলকোহল ও অন্যান্য নেশাদ্রব্য)
৪৬। TMJ Dysfunction Syndrome
৪৭। প্যারালাইসিস (স্ট্রোক, মেরুদন্ডে আঘাত, গিয়েন বারে সিন্ড্রোম, ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি প্রভৃতি)
৪৮। অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
৪৯। Post menopsusal hot flush
৫০। Vaginismus
৫১। vertigo (মাথা ঘোরা) ইত্যাদি সহ আরো ৯৩ টা রোগের চিকিৎসা হিজামা।

আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
সিডিএ-১, কর্নেলহাট, চট্টগ্রাম।
ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭.

# # সাধারণত রোগের কন্ডিশন অনুযায়ী অবস্থা অনুযায়ী কয়টা সেশন লাগবে কত পয়েন্ট লাগবে সেটার উপরে খরচ নির্ভর করছে।
হোম সার্ভিস ফ্রি *শর্ত প্রযোজ্য

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পর...
15/03/2020

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।

এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হ’লেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।

মহানবী (সা.) বলেছেন, ‘হিজামা গ্রহণকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)

ঘাড়ে ও পিঠে ব্যথায় আজকাল অনেকেই কাবু হচ্ছেন৷ কারণ বেশির ভাগ অফিস মানেইতো কম্পিউটারের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যাওয়া৷ এতেই নাকি যত সমস্যা, অথচ উপায় নেই। কারণ কম্পিউটার ছাড়াতো এখন কাজ করার কথা ভাবাই যায় না৷ আর ঘাড়ে পিঠে ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, এই ব্যাথার অন্যতম প্রধান কারণ হল সার্ভিকাল স্পন্ডিলোসিস।

মেরুদন্ডের ক্ষয় রোগ হল স্পন্ডিলোসিস আর মেরুদন্ডের ঘাড়ের অংশের ক্ষয়কে বলে সার্ভিকাল স্পন্ডাইলোসিস। আমাদের মেরুদন্ড গঠিত হয় হাড়, মাংশপেশী, হাড়ের জোড়া ইত্যাদি নিয়ে।

পিট ও কোমর ব্যথার কারণ :

বেশিরভাগ পিঠ ব্যথা হয মাংসপেশির টানে।ব্যথা ধীরে ধীরে কিংবা হঠাৎ আসতে পারে। পেমির সংকোচনজনিত ব্যতা এতা তীব্র যে, কয়েক মুহূর্তে আপনাকে অসাড় রাখবে।বেশির ভাগ মাথ্যব্যথা ও পিঠব্যথা আবগজনিত চাপের সাথে সম্পৃক্ত।

সাধারণত দেখা যায় মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থান পরিবর্তনের কারণে কোমর ব্যথা হয়ে থাকে। চলাফেরা, খুব বেশি ভার বা ওজন তোলা, মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া, একটানা বসে বা দাড়িয়ে কোন কাজ করা, মেরুদণ্ডে আঘাত পাওয়া, সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্য হয়ে এ ব্যথা দেখা যায়।

অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডে ক্ষয় বা বৃদ্ধি, অস্টিওআথ্র্যাটিস বা গেঁটে বাত, অস্টিওপোরেসিস, এনকাইলজিং স্পনডাইলাইটিস, মেরুদণ্ডের স্নায়ুবিক সমস্যা, টিউমার, ক্যান্সার, বোন টিবি, কোমরের মাংসে সমস্যা,বিভিন্ন ভিসেরার রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালির সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি।

সাধারণত ঘাড় সামনে ঝুঁকিয়ে কাজ করতে হয় এমন সব পেশার মানুষদের এ রোগটি বেশী দেখা যায়। যেমন- শুধুমাত্র চেয়ার টেবিলে বসে কাজ করে এমন এক্সিকিউটিভ, কম্পিউটারে একনাগাড়ে কাজ ইত্যাদি। ঘাড়ের ঝাঁকুনি হয় এমন পেশা যেমন নর্তকী, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করতে হয় এমন পেশা ইত্যাদি। রোগীদের ঘাড়ের আঘাতের ইতিহাস থাকে অনেক ক্ষেত্রে।

রোগের উপসর্গ

# এই রোগের উপসর্গ হল ঘাড়ের ব্যাথা অনেক সময় কাঁধ থেকে উপরের পিঠে, বুকে, মাথার পিছনে বা বাহু হয়ে হাত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ঘাড় থেকে হাতে নেমে আসা স্নায়ু বা নার্ভের উপর চাপ পড়লে পুরো হাতেই ব্যথা হতে পারে।

# এই রোগের সবচেয়ে মারাত্মক দিক হল যদি স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে। হাত পায়ে দুর্বলতা, হাঁটতে অসুবিধা হতে পারে। পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, ব্যথা ইত্যাদি হতে পারে।

# এই রোগের আক্রান্ত হলে ঘাড় নাড়াতে গেলে ব্যথা লাগে। ডানে বায়ে ঘাড় ঘুরাতে সমস্যা হবে। ঘাড়ে স্থবিরতা লাগে বা জ্যাম মেরে ধরে থাকে। ব্যথার সঙ্গে হাতে, বাহুতে ঝিন ঝিন, সির সির্, অবশ ভাব, সূচ ফোটানোর অনুভুতি সাথে হাত দিয়ে কাজ করতে অসুবিধা।

পিট ও কোমর ব্যথার লক্ষণ ;

ঘাড়, পিঠের উপরের অংশ এবং বাহুতে চাপ দিলে ব্যথা অনূভুত হয়। ঘাড়ের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হয়।
কোমরের ব্যথা আস্তে আস্তে বাড়তে পারে বা হঠাৎ প্রচণ্ড ব্যথা হতে পারে। নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ব্যথা কোমরে থাকতে পারে বা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে অথবা পা থেকে কোমর পর্যন্ত উঠতে পারে। অনেক সময় কোমর থেকে ব্যথা মেরুদণ্ডের পেছন দিক দিয়ে মাথা পর্যন্ত উঠতে পারে। রোগী অনেকক্ষণ বসতে বা দাঁড়িয়ে থাকতে পারে না। ব্যথার সঙ্গে পায়ে শিন-শিন বা ঝিন-ঝিন জাতীয় ব্যথা নামতে বা উঠতে পারে, হাঁটতে গেলে পা খিচে আসে বা আটকে যেতে পারে, ব্যথা দুই পায়ে বা যেকোন এক পায়ে নামতে পারে। অনেক সময় বিছানায় শুয়ে থাকলে ব্যথা কিছুটা কমে আসে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে রোগীর কোমর ও পায়ের মাংসপেশীর ক্ষমতা কমে আসে এবং শুকিয়ে যেতে পারে, সর্বোপরি রোগী চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে।

আনাকে চিকিৎসকের শরাণাপন্ন হতে হবে যদি-

ব্যথা আপনার পায়ে ছড়িয়ে পড়ে
আপনার জন্য প্রস্রাব কিংবা পায়খানা করা কস্টকর হয়
আপনার পায়ের পাতা কিংবা আঙুলে অসাড় অনুভূতি হয়
দেহের অবস্থান পরিবর্তন করলেও ব্যথা না সারে কিংবা শুয়ে পড়লে আরো খারাপ লাগে
ব্যতার সাথে জ্বরম বমি কিংবা বমিবমিভাব হয়
ব্যথা এতা তীব্য যে, আপনি যন্ত্রণায় মোচড় খান।

হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
---------------------------------------------------------------------------



1. CardioVascular Disorders
2. Hypertension and Hypertensive Crisis
3. Hypotension
4. Chest pain of different causes
5. Hypocholesterolmia
6. Disorders of blood circulation
7. Varicose vein



1. Seizures and epilepsy
2. Hemiplegia
3. Paraplegia
4. Quardriplegia
5. Migrane
6. Hedache and Cranial Arterities
7. Cerebral Palsy
8. Facial Palsy
9. Trigeminal Neuralgia
10. Peripheral Neuropathy
11. Speech Disorders



1. Depression
2. Memory Disorders
3. Insomnia
4. Excessive Sleep
5. Mental Retardation
6. Decreased Intelligence
7. General Hijamah in Psychiatry

:

1. Asthma
2. Bronchitis
3. Penuemonia
4. Tuberculosis
5. Influenza
6. Cough
7. To stop smoking
8. Respiratoty allergies



1. Peptic ulcer
2. Heartburn
3. Indigestion
4. Abdominal Distention
5. Hiatus Hernia
6. Inflammatory Bowel Disease
7. Irritable Bowel Syndrome
8. Umbilical Hernia
9. Abdominal Pain
10. A**l fissure and re**al pr*****ed
11. Nausea and vomiting
12. Constipation
13. Diarrhoea
14. Dysentry
15. Obesity
16. Loss of Appetite
17. Uderweight
18. Food Allergies
19. Hiccups



1. Hepatitis A,B,C,D,E
2. Jaundice
3. Liver Disorders
4. Diseases of the Gall Bladder and Bille Duct



1. Pancreatitis
2. Diseases of the Prostate
3. Varicocele



1. Disorders of the Ear
2. Disorders of the Middle Ear
3. Deafness
4. Acute and Chronic Sinusitis
5. Deafness
6. Disorders of the Tonsils
7. Laryngitis



1. Alopecia
2. Acne
3. Vitiligo
4. Psoriasis
5. Pruritis
6. Eczema
7. Elephantitis



1. Poisoning or Drug Overdose
2. Side Effects
3. Poisoning Insect Bites
4. Thalassaemia Major

Hijamah for cosmetic purpose etc.

# ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি প্যাক ডিস্কাউন্টঃ
----------------------------------------------
** পরিবার বা বন্ধুদের দুজন একই সাথে হিজামা করলে, তৃতীয় জন পাবেন ১০% ছাড়।
( হোম সার্ভিস ফ্রী থাকছে ) -

আমাদের দক্ষ প্রফেশনাল হিজামা থেরাপিস্ট রা পৌঁছে যাবে আপনার ই দ্বার গোঁড়ায়,

হিজামা একটি সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যাবস্থা। বিস্তারিত জানতেঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

প্রস্তুতিঃ
------------
@ ৩/৪ ঘণ্টা খালি পেটে থাকবেন।
@ হিজামার পূর্বে গোসল করে পবিত্র থাকতে হবে।
@ ১২ ঘন্টা বিবাহিতরা স্ত্রী সহবাস থেকে বিরত থেকে পরেই হিজামা করাতে হবে।
@ ডাইবেটিস থাকলে তা কন্ট্রোল রেখে করতে হবে।

বুকিং করুন,

আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
সিডিএ-১, কর্নেলহাট, চট্টগ্রাম।
ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭
(আমাদের হোম সার্ভিস ফ্রি)
(নিদৃষ্ট দূরত্বের মধ্যে)

--হিজামা করুন সুস্থ থাকুন।
হিজামা শেফা / হিজামা সুন্নাহ

 # ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি প্যাক ডিস্কাউন্টঃ----------------------------------------------** পরিবার বা বন্ধুদের দুজন একই ...
15/03/2020

# ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি প্যাক ডিস্কাউন্টঃ
----------------------------------------------
** পরিবার বা বন্ধুদের দুজন একই সাথে হিজামা করলে, তৃতীয় জন পাবেন ১০% ছাড়।
( হোম সার্ভিস ফ্রী থাকছে ) -

আমাদের দক্ষ প্রফেশনাল হিজামা থেরাপিস্ট রা পৌঁছে যাবে আপনার ই দ্বার গোঁড়ায়,

হিজামা একটি সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যাবস্থা। বিস্তারিত জানতেঃ পেইজ ভিজিট করুন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

প্রস্তুতিঃ
------------
@ ৩/৪ ঘণ্টা খালি পেটে থাকবেন।
@ হিজামার পূর্বে গোসল করে পবিত্র থাকতে হবে।
@ ১২ ঘন্টা বিবাহিতরা স্ত্রী সহবাস থেকে বিরত থেকে পরেই হিজামা করাতে হবে।
@ ডাইবেটিস থাকলে তা কন্ট্রোল রেখে করতে হবে।

বুকিং করুন,

আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
সিডিএ-১, কর্নেলহাট, চট্টগ্রাম।
ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭
(আমাদের হোম সার্ভিস ফ্রি)
(নিদৃষ্ট দূরত্বের মধ্যে)

--হিজামা করুন সুস্থ থাকুন।
হিজামা শেফা / হিজামা সুন্নাহ

 #প্রতিটা সুস্থ মানুষের জন্য হিজামা জরুরি....??দূষিত রক্ত(Toxin) কি? #টক্সিন_শরীরের_নিরব_ঘাতক।টক্সিন হল জৈব বিষ যা মানব ...
15/03/2020

#প্রতিটা সুস্থ মানুষের জন্য হিজামা জরুরি....??

দূষিত রক্ত(Toxin) কি?
#টক্সিন_শরীরের_নিরব_ঘাতক।টক্সিন হল জৈব বিষ যা মানব দেহে প্রতি মুহূর্তে তৈরি হয়,আবার শরিরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় মল, মূত্র,ঘাম এবং নিঃশ্বাসের সাথে টক্সিন বের হয়ে যায়।যদি উৎপন্ন বর্জ্যের পরিমান নির্গত বর্জ্যের থেকে বেশি হয় তবে কিছু পরিমান এই দূষিত দেহে জমতে জমতে টক্সিনে পরিনত হয়।হজমে সমস্যা থাকলে,মলত্যাগে সমস্যা হলে,ঘাম না হলে,পরিমিত পানি পান না করলে শরিরে টক্সিন জমতে শুরু করে বা টক্সিন উৎপন্ন হওয়া সহজ হয়ে যায়।টক্সিন শরিরের কোষগুলোকে দূর্বল করে দেয়। যার ফলে আমরা অল্পতেই অসুস্থ হয়ে পড়ি।প্রতিদিন আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই টক্সিন গুলো উৎপন্ন হয়,যেমনঃ খাবার খাওয়ার মাধ্যমে,বাহিরের ভাজাপুড়া,মাছে বা ফলে থাকা ফরমালিন,পানিতে থাকা আয়রন বা আর্সেনিক,ধুমপানের অভ্যাস থাকলে,বায়ূ দুষণের কারনে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা,অ্যালুমিনিয়াম ইত্যাদি এর মত ক্ষতিকারক বস্তু সমুহ।মোটকথা প্রায় সকল মানব দেহেই টক্সিন বিদ্যমান,কারো পরিমানে কম অথবা বেশি।হিজামা/কাপিং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে ঐ সমস্যা লুকিয়া থাকা টক্সিনগুলো বের করে ফেলি।যার ফলে আপনি হবেন সুস্থ,সবল এবং শক্তিশালী।এই জন্যই সুস্থ অবস্থায় প্রতি চার মাস অন্তর হিজামা/কাপিং করা উত্তম।
--------------
হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।

এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হ’লেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

ইনশাল্লাহ হিজামার দ্বারা যেসব রোগ ভাল হয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। পিঠের ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনুসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ,
২৮। ডায়াবেটিস (Diabetes) ও ডায়াবেটিক ফুট,
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,
৩০। চুল পড়া (Hair fall),
৩১। মানসিক সমস্যা (Psychological disorder),
৩২। পারকিনসন্স ডিজিজ
৩৩। কিডনির সমস্যা
৩৪। স্পোর্টস ইঞ্জুরি (খেলোয়াড়, আর্মি, কনট্যাক্ট স্পোর্টস)
৩৫। কানের সমস্যা
৩৬। ক্যান্সারের ব্যাথা নিয়ন্ত্রন,
৩৭। লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশান,
৩৮। হরমোনাল সমস্যা,
৩৯। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৪০। ক্রনিক কফ
৪১। Erectile Dysfunction (ED)
৪২। ব্রন,
৪৩। সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস (SLE),
৪৪। অনিয়মিত মাসিক, মেয়েদের অন্যান্য সমস্যা,
৪৫। এডিকশান/ ডিপেন্ডেন্সি (স্লিপিং পিল, ড্রাগস, কফ সিরাপ, জর্দা, সিগারেট, এলকোহল ও অন্যান্য নেশাদ্রব্য)
৪৬। TMJ Dysfunction Syndrome
৪৭। প্যারালাইসিস (স্ট্রোক, মেরুদন্ডে আঘাত, গিয়েন বারে সিন্ড্রোম, ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি প্রভৃতি)
৪৮। অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
৪৯। Post menopsusal hot flush
৫০। Vaginismus
৫১। vertigo (মাথা ঘোরা)
৫২।বডি ডিটক্স ইত্যাদি সহ আরো ৯৩ টি রোগের চিকিৎসা হিজামা।

তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।

📌মাথার চুল কেটে হিজামা/কাপিং করা বেশি ভালো বা উত্তম।

📌বিঃদ্রঃ হিজামা/কাপিং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই।

# # সাধারণত রোগের কন্ডিশন অনুযায়ী অবস্থা অনুযায়ী কয়টা সেশন লাগবে সেটার উপরে খরচ নির্ভর করছে ।

তবে অফারে প্রতি কাপিং পয়েন্ট ৳১০০ টাকা করে।

প্রস্তুতিঃ
------------
@ ৩/৪ ঘণ্টা খালি পেটে থাকবেন।
@ হিজামার পূর্বে গোসল করে পবিত্র থাকতে হবে।
@ ১২ ঘন্টা বিবাহিতরা স্ত্রী সহবাস থেকে বিরত থেকে পরেই হিজামা করাতে হবে।
@ ডাইবেটিস থাকলে তা কন্ট্রোল রেখে করতে হবে।

হিজামা/কাপিং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ।
Cupping Therapy ba bekam
Hijama type kore Search den.

হোম সার্ভিস আলোচনা সাপেক্ষে।

বুকিং করুন,

আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
সিডিএ-১, কর্নেলহাট, চট্টগ্রাম।
ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭
(আমাদের হোম সার্ভিস ফ্রি)
(নিদৃষ্ট দূরত্বের মধ্যে)

--হিজামা করুন সুস্থ থাকুন।
হিজামা শেফা / হিজামা সুন্নাহ

 # # যারা মাথা ব্যাথা ও মাইগ্রেনের ব্যাথায় ভূগছেন, তাদের জন্য তাদের জন্য হিজামা অত্যন্ত কার্যকরী চিকিৎসা। কারণ অনেক ক্ষে...
15/03/2020

# # যারা মাথা ব্যাথা ও মাইগ্রেনের ব্যাথায় ভূগছেন, তাদের জন্য তাদের জন্য হিজামা অত্যন্ত কার্যকরী চিকিৎসা। কারণ অনেক ক্ষেত্রেই মাথা ব্যাথা রক্ত চলাচল কমে যাওয়ায় ও ধমনীর শাখা গুলির সংকোচনের ফলে হয়ে থাকে। হিজামার দ্বারা রক্ত চলাচল বাড়ে এবং মস্তিষ্কের স্নায়ূ গুলির কার্যকরী ক্ষমতা বাড়ে।ফলে মাথা ব্যাথা ও মাইগ্রেনের ব্যাথা থেকে মুক্তি পাওয়া য়ায়। ধুমপান করেন যারা তাদের শরীর থেকে নিকোটিন দূর হয় হিজামা থেরাপি/কাপিং থেরাপির মাধ্যমে।

# # মাথায় হিজামা থেরাপির দ্বারা বিশেষ ভাবে কিছু রোগের উপকার হয়,যেমন_

1- মাইগ্রেন জনিত দীর্ঘদিনের মাথা ব্যাথা এবং সাধারণ মাথা ব্যাথা।
2- উচ্ছ রক্ত চাপ।
3- রক্ত দূষণ।
4- ঘূমের ব্যাঘাত।
5- স্মৃতি ভ্রষ্টতা।
6- ঘাড়ে ব্যাথা।
7- হরমোনাল সমস্যা।
8- সাইনো সাইটিস।
9- মানসিক সমস্যা।
10- চুল পড়া।
11- পারকিনসন্স ডিজিজ।
12- মাদকা শক্তি।
13- প্যারালাইসিস।
13- যাদু টোনা (ব্ল্যাক ম্যাজিক) ইত্যাদি।

অফারঃ প্রতি কাপিং পয়েন্ট ৳১০০ টাকা করে (সীমিত সময়ের জন্য)

আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
সিডিএ-১, কর্নেলহাট, চট্টগ্রাম।
ফোনঃ +৮৮ ০১৩১৯ ২২২ ১৯৭
(আমাদের হোম সার্ভিস ফ্রি)
(নিদৃষ্ট দূরত্বের মধ্যে)

04/03/2020

মিজানুর রহমান আজহারী বলেছেন মহানবী (সঃ) হিজামা চিকিৎসা গ্রহণ করতেন। এবং তিনি এ ও বলেছেন হিজামা সেন্টার দিতে এটি সুন্নতি চিকিৎসা। হিজামা সেন্টারঃ- Hijama Healing Therapy Bangladesh.
For Booking your Appointment: Hijama Home Service: 01319222197.

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Healing Therapy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram