25/06/2025
দাঁত ফেলেছেন… কিন্তু বসাননি? এখনই সাবধান হোন! 🦷
"একটা দাঁত পড়ে গিয়েছিল… খুব একটা সমস্যা মনে হয়নি তখন। খাবার চিবোতেই তো পারছিলাম। তাই আর ডেন্টিস্টের কাছেও যাইনি। এখন বুঝি, সেটাই ছিল সবচেয়ে বড় ভুল।"
এই কথাটা আমরা অনেকের মুখে শুনি।
অনেক সময় দাঁত পড়ে গেলে আমরা ভাবি, ‘আরেকটা দাঁত তো আছে’, বা ‘এখনই কিছু করবো না, পরে দেখা যাবে’। কিন্তু এই ‘পরে’ আসতে আসতেই শুরু হয়ে যায় অজান্তে অনেকগুলো জটিলতা।
➤ চোয়ালের হাড় ক্ষয় হতে শুরু করে, মুখের গঠন বদলে যায়।
➤ পাশের দাঁত হেলে পড়ে, পুরো দাঁতের সারি এলোমেলো হয়ে যায়।
➤ খাবার চিবাতে কষ্ট হয়, হজমেও সমস্যা দেখা দেয়।
➤ হাসির আত্মবিশ্বাস কমে যায়, মুখ ফাঁকা দেখায়।
➤ উচ্চারণেও সমস্যা হয়, কিছু শব্দ স্পষ্ট বলতে কষ্ট হয়।
➤ ফাঁকা দাঁত হবার অন্যতম কারন দাঁত ফেলে সেটা আবার না বসানো
❗ দাঁত শুধু মুখের সৌন্দর্য নয়, পুরো শরীরের স্বাস্থ্যের সাথে জড়িত।
এখন ইমপ্লান্ট, ব্রিজ, কিংবা ডেনচারের মতো নিরাপদ ও কার্যকর অপশন রয়েছে যার মাধ্যমে সহজেই মিসিং দাঁত রিপ্লেস করতে পারেন।
একটা ছোট্ট সিদ্ধান্ত- দ্রুততম সময়ে স্পেশালিষ্ট ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া—আপনার মুখের স্বাস্থ্যকে রক্ষা করতে পারে বহুদিনের জন্য।
🌟 আপনার হাসি, আপনার আত্মবিশ্বাস। দাঁতের যত্নে তা ফিরিয়ে আনুন।
আপনার নিজের অভিজ্ঞতা বা চিন্তা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টে।
আমরা পাশে আছি। 😊
#দাঁতের_যত্ন #সুস্থ_হাসি #ডেন্টাল_কেয়ার #আপনার_হাসি_আমাদের_প্রেরণা
এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01647-110314
ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম. এস(অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ(পিজি হাসপাতাল),ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন অ্যান্ড স্পেশালিষ্ট ইন অর্থোডন্টিক ব্রেসেস/এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি এম ডি সি রেজি নং: ১০৮২৪
সাক্ষাতের সময়-
প্রতি শনিবার বিকাল (৪ টা হতে রাত ১০ টা)