Dr. Yusuf Ahmed

Dr. Yusuf Ahmed MBBS, FCPS (Medicine) Final Part,
DOC (Skin), CCD (BIRDEM)
Chittagong Medical College Hospital

Alhamdulillah!! It is the beauty of Dermatology. Look at the difference between before & after treatment!
17/08/2025

Alhamdulillah!!
It is the beauty of Dermatology.
Look at the difference between before & after treatment!

✅ সঠিক চিকিৎসায় দাউদ ১০০% ভালো হয়।(ছবিতে নিজ চোখেই দেখুন)বর্তমানে স্কিনের মহামারীর আরেক নাম দাউদ / দাদ। মেডিক্যালের ভাষা...
19/07/2025

✅ সঠিক চিকিৎসায় দাউদ ১০০% ভালো হয়।
(ছবিতে নিজ চোখেই দেখুন)

বর্তমানে স্কিনের মহামারীর আরেক নাম দাউদ / দাদ।
মেডিক্যালের ভাষায় এটাকে বলা হয় Tinea.
এটি এক ধরণের ফাংগাস বা ছত্রাকের সংক্রমণ যা শরীরের বিভিন্ন অংশে (যেমন: মাথা, মুখ, পিঠ, পেট/তল পেট, রানের চিপা, হাত - পা, নখের আংগুলের ভাঁজ) ইত্যাদি স্থানে হয়ে থাকে। এটি সাধারণত গরমে এবং ঘামে বৃদ্ধি পায়। এবং শরীরের ঘর্মাক্ত অংশ (বগল, তলপেট, রানের চিপা, নিতম্ব) ইত্যাদি অংশে বেশি হয়।

সম্প্রতি এই রোগের প্রচুর রোগী পাওয়া যাচ্ছে, যারা একসাথে পরিবারের অন্যান্য সদস্যসহ আক্রান্ত।
অনেকেই মনে করেন, দাউদ একবার হলে আর ভাল হয় না কিংবা খাবারের কারণে দাউদ হয়।
এইসব ধারণা মোটেও ঠিক নয়। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে এই রোগ থেকে একবারেই পরিত্রাণ পাওয়া সম্ভব এবং কোন ধরণের খাবার ও বাদ দেওয়ার দরকার নেই।

✅✅ যা মনে রাখা দরকার:

১/ দাউদের চিকিৎসায় সুস্থ হতে সময় লাগতে পারে দেড় থেকে তিন মাস।
২/ ডাক্তারের পরামর্শ মত ওষুধ খেয়ে যেতে হবে এবং ক্রিম / মলম লাগাতে হবে।
৩/ আক্রান্ত ব্যক্তি নিয়মিত গোসল করবে।
৪/ কাপড়চোপড়, গামছা/তোয়ালে, বিছানাপত্র নিয়মিত গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে বা ইস্ত্রি করে ব্যবহার করবে।
৫/ পরিবারের আক্রান্ত সকেলই একই সাথে চিকিৎসা নিবে।
৬/ আক্রান্ত স্থানে গোসলের পর নারিকেল তেল ব্যবহারে আরাম পাওয়া যায়।

⛔⛔ যা করা যাবে না:

১/ আক্রান্ত স্থানে সরাসরি গরম পানি ঢালা, নিমপাতা, স্যাভলন, ডেটল ইত্যাদি লাগানো যাবে
না।
২/ গোসলের সময় আক্রান্ত স্থানে সাবার ব্যবহার না করাই ভাল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিফাংগাল শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
৩/ কোন অবস্থাতেই গ্যাকোজিমা, ডেরোবিন, স্টেরয়েড মিক্সড ক্রিম ব্যবহার করা যাবে না।
৪/ ইনফেকশন না থাকলে অযথা এন্টিবায়োটিক খাওয়ার কোন দরকার নেই।
৫/ ভরিকোনাজল জাতীয় দামী ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।

সব নিয়ম কানুন মেনে একজন কোয়ালিফাইড চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নিলে এবং
ফলোআপ করলে দাউদ থেকে চিরতরে মুক্তি লাভ সম্ভব।

ডা. ইউসুফ আহমেদ
MBBS, FCPS (Medicine) Final Part
DOC (Skin), CCD (BIRDEM), DMU

🩺 শহরের চেম্বার:
চেম্বার: কোর ডায়াগনস্টিক লিমিটেড
এ এস টাওয়ার, আরকান রোড (র‍্যাব ৭ এর বিপরীতে), বহদ্দারহাট, চট্টগ্রাম।

🕰️ সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা (শুক্রবার বন্ধ)
📞 সিরিয়াল: 01958 092201, 01319 034327

🩺 বোয়ালখালী চেম্বার:
হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার
রেললাইন সংলগ্ন, বেংগুরা রোড, হোসেন শপিং কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।

🕔 সময়:
প্রতি রবিবার ও বুধবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা)

📞 সিরিয়াল: ০১৮৮৬ ৮৮৩৭০০, ০১৬০১ ৮৮৬৭০০

⛔⛔⛔ অসহ্য চুলকানীর নাম স্ক্যাবিস, জীবন অতিষ্ঠের নাম স্ক্যাবিস!!!বর্তমানে স্কিনের যে কয়টি সমস্যা প্রায় প্রতি ঘরেই দেখা যা...
14/07/2025

⛔⛔⛔ অসহ্য চুলকানীর নাম স্ক্যাবিস, জীবন অতিষ্ঠের নাম স্ক্যাবিস!!!

বর্তমানে স্কিনের যে কয়টি সমস্যা প্রায় প্রতি ঘরেই দেখা যাচ্ছে বা মহামারীর মত আকার ধারণ করছে তার মধ্যে ১ নম্বর হল স্ক্যাবিস বা খোস পাঁচড়া।

🔰🔰 স্ক্যাবিস একটি মারাত্মক ছোঁয়াচে চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক পরজীবি দিয়ে হয়।
সাধারণত এই রোগে বাচ্চারা আক্রান্ত হয় বেশী। পরবর্তীতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। ছোট ছোট বিচি বা ফুসকুড়ির মত উঠে। ওখান থেকে পানি পড়ে এবং রাতের বেলা তীব্র চুলকানী হয়।

⛔⛔ আশংকার বিষয় হল অনেকেই এক বা একাধিকবার এই রোগের চিকিৎসা নিয়ে ও ভাল হচ্ছেন না। কেন রোগীরা সহজে ভালো হচ্ছে না, তার কিছু কারণ আলোচনা করা হল:

১/ এটা খুবই ছোঁয়াচে। একজনের হলে ফ্যামিলির সবাই কমবেশি আক্রান্ত হয়। চিকিৎসা নিতে হলে, ফ্যামিলি মেম্বার সবার একসাথে চিকিৎসা নিতে হয়। এটা অনেকে করে না। তাই রোগ বাড়তে থাকে। দেখা গেল, কেউ আত্নীয়ের বাড়িতে বেড়াতে গেল, সেখান থেকে এই রোগ নিয়ে এল (বিশেষ করে বাচ্চারা)।

২/ যারা মাদ্রাসা, এতিমখানা বা হোস্টেলে একসাথে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসা খুবই চ্যালেঞ্জিং। কারণ এক্ষেত্রে সবার একসাথে চিকিৎসা করানো সম্ভব হয় না। তাই কেউ একজন একবার ভাল হলেও অন্য বাচ্চা থেকে পুনরায় আক্রান্ত হয়। এছাড়া আক্রান্ত কোন বাচ্চা স্কুলে গেলে সেখানে অন্য বাচ্চারাও আক্রান্ত হতে পারে।

৩/ চিকিৎসকের পরামর্শ না নিয়ে ফার্মেসী থেকে ক্রিম লাগানো। এক্ষেত্রে দেখা যায় অনেকেই স্টেরয়েড জাতীয় ক্রিম দিয়ে দেয়, ফলে এই রোগ ভাল করা কষ্টসাধ্য হয়ে পড়ে।

৪/ বাজারে স্ক্যাবিসের যেসব ওষুধ / ক্রিম পাওয়া যায় সবগুলার মান একই রকম না। মানে ভালো এরকম অল্প কয়েকটাই আছে। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ গ্রহণ/ ক্রিম লাগাতে হবে।

৫/ কাউন্সেলিং: ওষুধ কিভাবে লাগাবে/খাবে, কাপড়চোপড় গরম পানিতে ধোয়া, আয়রন করা, ফ্যামিলির সবাই কোন নিয়মে কতটুকু লাগাবে ইত্যারি বিস্তারিত রোগীকে জানতে হবে এবং তা পালন করতে হবে। এসব বিস্তারিত বিষয় রোগীকে বা পরিবারকে সময় নিয়ে বুঝিয়ে বলা দরকার। এই জায়গায় ঘাটতি থাকায় অনেকে ভাল ফলাফল পায় না।

৫/ চিকিৎসা নিতে দেরী করে, তাই সেকেন্ডারি ইনফেকশন হয়ে বসে থাকে, আবার কেউ কেউ আরেকজনের প্রেস্ক্রিপশন ফলো করে, কিন্তু রোগী ভেদে চিকিৎসার ডোজ ও ডিউরেশন ভিন্ন ভিন্ন হবে।

৬/ ঠিকমত ফলোআপে না যাওয়া। একবার ওষুধ খেয়ে ভালো লাগলে ১/২ সপ্তাহ পর ফলোয়াপে যেতে বললে আর যায় না। ফলে রোগ পুরোপুরি নির্মূল হয় না।

✅✅ যা মনে রাখা আবশ্যক:

১/ সব নিয়ম মেনে চিকিৎসা চালালেও স্ক্যাবিস ভালো হতে ১ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
তাই ধৈর্য্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
২/ চিকিৎসায় সুস্থ হওয়ার পর রোগী পুনরায় আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্বের চিকিৎসা রিপিট করবে।
৩/ ইনফেকশন না থাকলে অযথা এন্টিবায়োটিক খাওয়ার কোন প্রয়োজন নেই।
৪/ চুলকানীর স্থানে সরাসরি গরম পানি, নিমপাতা, ডেটল, স্যাভলন এসব লাগানো উচিত নয়।
৫/ কারো কারো ক্ষেত্রে স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার কিছুদিন পর কিডনীতে ইনফেকশন হতে পারে। সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা চালাতে হবে।
৭/ অতিরিক্ত দামী সাবান, দামী লোশন এগুলো লাগানোর প্রয়োজনীয়তা নেই।

✅✅ আশা করি, এসব বিষয় মাথায় রেখে, একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পুরো পরিবারের চিকিৎসা করলে ও নিয়মকানুন মেনে চললে এই অসহ্য রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

ডা. ইউসুফ আহমেদ
MBBS, FCPS (Medicine) Final Part
DOC (Skin), CCD (BIRDEM), DMU

🩺 শহরের চেম্বার:
চেম্বার: কোর ডায়াগনস্টিক লিমিটেড
এ এস টাওয়ার, আরকান রোড (র‍্যাব ৭ এর বিপরীতে), বহদ্দারহাট, চট্টগ্রাম।
🕰️ সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা (শুক্রবার বন্ধ)
📞 সিরিয়াল: 01958 092201, 01319 034327

🩺 বোয়ালখালী চেম্বার:
হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার
রেললাইন সংলগ্ন, বেংগুরা রোড, হোসেন শপিং কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।
🕔 সময়:
প্রতি রবিবার ও বুধবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা)
📞 সিরিয়াল: 01886 883700, 01601 886700

দাউদ, স্ক্যাবিস, এলার্জির সমস্যায় দীর্ঘদিন চিকিৎসা করেও হতাশ?স্কিনের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি মিলছে না? ঔষধ সেবনে কয়দ...
04/07/2025

দাউদ, স্ক্যাবিস, এলার্জির সমস্যায় দীর্ঘদিন চিকিৎসা করেও হতাশ?
স্কিনের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি মিলছে না?
ঔষধ সেবনে কয়দিন কমলে ও আবার এলার্জি বেড়ে যায়? কিংবা আপনার শিশু দীর্ঘদিন ধরে চুলকানিতে ভোগে কষ্ট পাচ্ছে?
আর দু:শ্চিন্তা নয়। এখন আপনার বাড়ির পাশে, বোয়ালখালীতেই পাচ্ছেন চর্মরোগের আধুনিক ও কার্যকর চিকিৎসা।

🌟 আপনাদের পাশে আছেন চর্ম ও এলার্জি রোগে অভিজ্ঞ:

ডা. ইউসুফ আহমেদ
MBBS, FCPS (Medicine) Final Part
DOC (Skin), CCD (BIRDEM)

🩺 চেম্বার:
হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার
রেললাইন সংলগ্ন, বেংগুরা রোড, হোসেন শপিং কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।

🕔 সময়:
প্রতি রবিবার ও বুধবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা)

📞 সিরিয়াল:
০১৮৮৬ ৮৮৩৭০০, ০১৬০১ ৮৮৬৭০০

আজই সিরিয়াল নিয়ে আপনার সুস্থতা নিশ্চিত করুন।

📢 বোয়ালখালীবাসীর জন্য সুসংবাদ!আর চর্মরোগ বা এলার্জির চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। এখন আপনার কাছেই মিলছে আধুনিক, আন্তর...
10/05/2025

📢 বোয়ালখালীবাসীর জন্য সুসংবাদ!
আর চর্মরোগ বা এলার্জির চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। এখন আপনার কাছেই মিলছে আধুনিক, আন্তরিক এবং মানসম্মত চিকিৎসা।

যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চর্মরোগ বা এলার্জির সমস্যায় ভুগছেন এবং অনেক জায়গায় চিকিৎসা নিয়ে আশানুরূপ ফল পাননি, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

🌟 বিশেষজ্ঞ ডাক্তার:
ডা. ইউসুফ আহমেদ
MBBS, FCPS (Medicine) Final Part
DOC (Skin), CCD (BIRDEM)

🩺 চেম্বার:
হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার
রেললাইন সংলগ্ন, বেংগুরা রোড, হোসেন শপিং কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।

🕔 সময়:
প্রতি রবিবার ও বুধবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা)

📞 সিরিয়াল:
০১৮৮৬ ৮৮৩৭০০, ০১৬০১ ৮৮৬৭০০

আজই সিরিয়াল নিয়ে নিশ্চিত করুন আপনার স্বাস্থ্যকর ভবিষ্যৎ।

এলার্জি, চুলকানীর অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ? অনেক জায়গায় দেখিয়ে ও ভালো ফলাফল পাচ্ছেন না? চিকিৎসায় আস্থা হারিয়ে ফেলেছেন?তাহল...
04/05/2025

এলার্জি, চুলকানীর অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ?
অনেক জায়গায় দেখিয়ে ও ভালো ফলাফল পাচ্ছেন না? চিকিৎসায় আস্থা হারিয়ে ফেলেছেন?
তাহলে আজই চলে আসুন চেম্বারে।
অসংখ্য রোগী চর্মরোগ থেকে আরোগ্য লাভ করেছেন যার চিকিৎসায়,
চর্ম ও এলার্জি রোগে অভিজ্ঞ:

ডা. ইউসুফ আহমেদ
MBBS, FCPS (Medicine) Final Part
DOC (Skin), CCD (BIRDEM)

চেম্বার: কোর ডায়াগনস্টিক লিমিটেড
এ এস টাওয়ার, আরকান রোড (র‍্যাব ৭ এর বিপরীতে), বহদ্দারহাট, চট্টগ্রাম।

সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা (শুক্রবার বন্ধ)
সিরিয়াল: 01958 092201, 01319 034327

⛔⛔ আর্টিকেরিয়া বা আমবাত/পিড়িবাত শুধু খাবারের কারণে হয় না।✅✅অন্য অনেক কারণেও হতে পারে, ফ্লেয়ার আপ করতে পারে।রোগী আমার আত্...
03/05/2025

⛔⛔ আর্টিকেরিয়া বা আমবাত/পিড়িবাত শুধু খাবারের কারণে হয় না।
✅✅অন্য অনেক কারণেও হতে পারে, ফ্লেয়ার আপ করতে পারে।

রোগী আমার আত্নীয়। সকাল থেকে র‍্যাশ, তীব্র চুলকানী আর অল্প জ্বর নিয়ে একজন ফিজিশয়ানকে দেখান। উনি কয়েকটা ওষুধ দেন। সন্ধ্যা হতে হতে খারাপ আরো বেশি লাগায় উনারা একজন সিনিয়র স্পেশালিষ্ট এর কাছে নিয়ে যান। তিনি একটা বড় ডায়াগনোসিস লিখে হাসপাতালে ভর্তি করাতে বলেন।
এতে উনারা আতংকিত হয়ে আমার কাছে ছুটে আসেন। হিস্ট্রি নিলাম নতুন কোন খাবার খায় নি।
অত:পর বললাম এটা একিউট আর্টিকেরিয়া, ইনফেকশনের কারণে ফ্লেয়ার আপ করেছে। চিন্তার কিছু নাই, ২-৩ দিনে ঠিক হয়ে যাবে ইন'শা'আল্লাহ।
আলহামদুলিল্লাহ ৩-৪ দিনেই সব ঠিকঠাক হয়ে গেল।

(👉👉 চেম্বারের ঠিকানা কমেন্টে)

👉 মুখে যেকোন দাগ বা চর্মরোগ সেটা যতই ছোট হোক না কেন, হয়ে দাঁড়ায় আমাদের বড় দুশ্চিন্তার কারণ।✅এরকম যেকোন সমস্যায় চেম্বারে...
02/05/2025

👉 মুখে যেকোন দাগ বা চর্মরোগ সেটা যতই ছোট হোক না কেন, হয়ে দাঁড়ায় আমাদের বড় দুশ্চিন্তার কারণ।
✅এরকম যেকোন সমস্যায় চেম্বারে আসুন, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, ইন'শা'আল্লাহ।

🔰শহরের চেম্বার:
কোর ডায়াগনস্টিক লিমিটেড।
এ এস টাওয়ার, র‍্যাব ৭ এর বিপরীতে (চাঁন্দগাও আবাসিক), বহদ্দারহাট, চট্টগ্রাম।
সময়: প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মি. থেকে রাত ৮টা।
সিরিয়াল: ০১৯৫৮ ০৯২২০১, ০১৩১৯ ০৩৪৩২৭

🔰বোয়ালখালী চেম্বার:
হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার।
রেললাইন সংলগ্ন, বেংগুরা রোড, হোসেন শপিং কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।
সময়: রবি ও বুধবার (বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা)
সিরিয়াল: ০১৮৮৬ ৮৮৩৭০০, ০১৬০১ ৮৮৬৭০০

✅✅ চিকিৎসার আগে আর পরের তফাত নিজ চোখেই দেখুন।👉 আপনি বা আপনার পরিবারের কেউ যদি চর্মরোগে অনেক দিন ধরে কষ্ট পান তাহলে আর দে...
29/04/2025

✅✅ চিকিৎসার আগে আর পরের তফাত নিজ চোখেই দেখুন।
👉 আপনি বা আপনার পরিবারের কেউ যদি চর্মরোগে অনেক দিন ধরে কষ্ট পান তাহলে আর দেরী না করে চেম্বারে চলে আসুন।

➡️ শহরের চেম্বার:
কোর ডায়াগনস্টিক লিমিটেড।
এ এস টাওয়ার, র‍্যাব ৭ এর বিপরীতে (চাঁন্দগাও আবাসিক), বহদ্দারহাট, চট্টগ্রাম।
সময়: প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মি. থেকে রাত ৮টা।(শুক্রবার বন্ধ)
সিরিয়াল: ০১৯৫৮ ০৯২২০১, ০১৩১৯ ০৩৪৩২৭

➡️ বোয়ালখালী চেম্বার:
হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার।
রেললাইন সংলগ্ন, বেংগুরা রোড, হোসেন শপিং কমপ্লেক্স, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।
সময়: রবি ও বুধবার (বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা)
সিরিয়াল: ০১৮৮৬ ৮৮৩৭০০, ০১৬০১ ৮৮৬৭০০

(লাইক ও শেয়ার করে অন্যদের ও দেখার সুযোগ করে দিন)

🔴 বারবার চর্মরোগে ভুগছেন? এখনই নিন নির্ভরযোগ্য চিকিৎসা!আপনি বা আপনার সন্তান কি স্কিন সমস্যায় বারবার ভুগছেন? স্ক্যাবিস, দ...
25/04/2025

🔴 বারবার চর্মরোগে ভুগছেন? এখনই নিন নির্ভরযোগ্য চিকিৎসা!

আপনি বা আপনার সন্তান কি স্কিন সমস্যায় বারবার ভুগছেন? স্ক্যাবিস, দাউদ, একজিমা, খুশকি, চুল পড়া বা ব্রণ – কিছুতেই কমছে না?

✅ এখনই পরামর্শ নিন চর্ম ও এলার্জি রোগে অভিজ্ঞ

ডা. ইউসুফ আহমেদ
MBBS, FCPS (Medicine) Final Part
DOC (Skin), CCD (BIRDEM)

🔬 যেসব রোগের চিকিৎসা করা হয়:
✔ স্ক্যাবিস, দাউদ, একজিমা, সোরিয়াসিস
✔ ব্রণ, মেছতা, কদমা, পিগমেন্টেশন
✔ চুল পড়া ও টাক সমস্যা
✔ খুশকি ও ফাঙ্গাল ইনফেকশন
✔ শিশুদের চর্ম রোগ
✔ স্কিন কেয়ার ও কসমেটিক চিকিৎসা

📍 চেম্বার:
কোর ডায়গনস্টিক লিমিটেডএ এস টাওয়ার,
আরকান রোড (র‍্যাব ৭ এর বিপরীতে),
বহদ্দারহাট, চট্টগ্রাম
🕕 সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা - রাত ৮টা (শুক্রবার বন্ধ)
📞 সিরিয়াল: 01958 092201, 01319 034327

👉 আপনার এবং পরিবারের ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন।

22/04/2025

স্কিন হলুদ হওয়া মানেই জন্ডিস নয়!
১০ মাস বয়সী এক বাচ্চাকে বাবা মা চেম্বারে নিয়ে আসেন। তারা আতংকিত, বাচ্চার জন্ডিস হয়েছে!
আমি ডিটেইল হিস্ট্রি নিলাম। বাচ্চা জন্মের পর থেকে সুস্থ। কিছুদিন আগে থেকে গায়ের রঙ কিছুটা হলদেটে দেখাচ্ছে।
কোন জ্বর, বমি, পেট ব্যথা কিছুই নেই! খাবার রুচি ও ভাল।
আমি কিছুক্ষণ ভেবেচিন্তে জিজ্ঞেস করলাম, বাচ্চাকে কে গাজর বা এদের লাল সবজি / ফল বেশি খাওয়ান?
মা বলল, জ্বি স্যার। গাজর, বিটরুট এসব নিয়মিতই খাওয়াই!
আমি বললাম, এটাই কারণ। এটাকে বলে Carotenemia.
কোন পরীক্ষা বা ওষুধের দরকার নেই। কিছুদিন এগুলো খাওয়া বন্ধ রাখুন, এমনিতেই ঠিক হয়ে যাবে। তারা খুশিমনে চেম্বার থেকে বিদায় নিল!
(অন্য কোথাও হলে কমে ৩-৪ হাজার টাকার টেস্ট ছাড়া বিকল্প ছিল না!)

She got her beautiful smile back, MashaAllah!
21/04/2025

She got her beautiful smile back, MashaAllah!

Address

Chittagong

Telephone

+8801319034327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Yusuf Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Yusuf Ahmed:

Share

Category