Wellbeing Clinic

Wellbeing Clinic Provide Mental health services such as counselling, therapy, consultancy etc.
(1)

আমাদের অনেকেই আছে, যারা সারাদিন পড়াশোনা করে, পরিশ্রম করে, নিজের সেরাটা দেয় কিন্তু তারপরও আশানুরূপ ফলাফল আসে না।আর তখন ম...
03/11/2025

আমাদের অনেকেই আছে, যারা সারাদিন পড়াশোনা করে, পরিশ্রম করে, নিজের সেরাটা দেয় কিন্তু তারপরও আশানুরূপ ফলাফল আসে না।
আর তখন মনে হয়—আমি কি একদমই অযোগ্য? আমি কি আর পারব না?
এই পরিস্থিতিতে আমরা নিজের মুখোমুখি নিজেরা দাঁড়িয়ে পরি, নিজের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে পরি।
সাইকোলজি তে এটাকে বলে learned helplessness; যখন বারবার ব্যর্থতার পরে মস্তিষ্ক বিশ্বাস করে নেয়, ‘চেষ্টা করেও লাভ নেই, you're a failure; good for nothing’
কিন্তু আসল ব্যাপারটা হলো, চেষ্টা আপনি করছেন ঠিকই, কিন্তু হয়তো কৌশল টা একটু চেঞ্জ করতে হবে, হয়তো একটু থেমে নতুন কোন স্ট্র্যাটেজি নিয়ে শুরু করতে হবে।
সেক্ষেত্রে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেনস নয় বরং পড়ার পদ্ধতি, টাইম ম্যানেজমেন্ট, মানসিক ক্লান্তির মতো বেশ কিছু ফ্যাক্টর আমাদের এফোর্ট কে প্রভাবিত করে, কাঙ্খিত ফলাফল আটকে দেয়।

আর নিজেকে worthless মনে হওয়া টা ক্রমাগত মুখ থুবড়ে পড়ার ক্লান্তি থেকে আসা মানসিক প্রতিক্রিয়া।

তাহলে কী করবেন?
1. Stop blaming yourself, instead start appreciating for small success . আমরা যখন নিজের কাজ কে evaluate করি তখন বেশ শক্ত ভাবে নিজেকে জাজ করি, কিন্তু ভেবে দেখুন তো আপনার পরিস্থিতি তে যদি অপনার কোন বন্ধু বা অন্য কেউ থাকতো আপনি কি তাকে এতটা কঠোর ভাবে বলতে পারতেন "you are worthless!" নিশ্চই না? তাহলে নিজের প্রতি এত কঠোর কেন হচ্ছেন?
2. Ask for help, it's not a sign of weakness. আমরা কেউই সব বিষয়ে পারদর্শী না, জীবনে এক আধ বার এরকম পরিস্থিতি আসা টা খুবই স্বাভাবিক, একা একা যে সব সমাধান করতে হবে বিষয় টা মোটেও এমন নয়। বরং এক্সপার্ট দের গাইডলাইন নিলে স্ট্রাগল টা আরো সহজ হয়ে যাবে।
3. Remember that the meaning of trying is not just getting results immediately rather it means a journey towards the goal. আমাদের চেষ্টা কখনো ব্যর্থ হয় না। হয়তো আমরা ইমিডিয়েট কোন আমূল পরিবর্তন দেখতে পাই না কিন্তু আমাদের ক্রমাগত চেষ্টা একটু একটু করে আমাদের স্বপ্নের কাছে নিয়ে যায়।

এই দ্রুততম প্রতিযোগিতার যুগে নিজেকে একটু সময় দিন, একটু slow down করুন, শান্তি খুঁজুন নিজের ভেতরে।
কারণ আপনি ব্যর্থ না—আপনি কেবল একটু ক্লান্ত।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায়আমরা গভীরভাবে শোকাহত।এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায়
আমরা গভীরভাবে শোকাহত।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শ্রদ্ধা।
পরিবারগুলোর প্রতি রইল আমাদের আন্তরিক সহানুভূতি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আসুন, আমরা সবাই এই শোকের সময়ে একে অপরের পাশে দাঁড়াই।


#মাইলস্টোন_বিমানদুর্ঘটনা
#শোকাহত

Address

Chittagong
4330

Website

https://play.google.com/store/apps/details?id=com.sofolit.wellbeingclinic

Alerts

Be the first to know and let us send you an email when Wellbeing Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram