Beard ox

Beard ox Make yourself look smart by growing a facial beard locally.

29/08/2025

আসলেই কি ৭ দিনে চুল কিংবা দাড়ি গজানো সম্ভব?

​প্রথমে বলি, সাত দিনে চুল বা দাড়ি গজানো অসম্ভব। এটি শুধু মিনোক্সিডিলের ক্ষেত্রেই নয়, অন্য কোনো চিকিৎসা বা পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। চুল ও দাড়ির বৃদ্ধির একটি নির্দিষ্ট জৈবিক প্রক্রিয়া আছে, যা রাতারাতি পরিবর্তন করা যায় না।
​মিনোক্সিডিল নিয়ে গবেষণা কী বলে?
​মিনোক্সিডিল মূলত উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু পরে গবেষকরা লক্ষ্য করেন যে, এর একটি পার্শ্বপ্রতিক্রিয়া হলো শরীরে অতিরিক্ত চুল ও লোম গজানো। এরপর এটি চুল গজানোর ওষুধ হিসেবে ব্যবহার শুরু হয়।

​গবেষকদের মতে:
​কার্যকারিতা: মিনোক্সিডিল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি ওষুধ, যা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটি চুলের ফলিকলে রক্ত ​​সঞ্চালন বাড়িয়ে দেয়, যা চুলের ফলিকলকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে এবং এর ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।

​সময় লাগে: গবেষকরা জোর দিয়ে বলেন যে, মিনোক্সিডিলের ফলাফল দেখতে দীর্ঘ সময় লাগে। সাধারণত, নিয়মিত ব্যবহারের ২ থেকে ৪ মাসের মধ্যে নতুন চুল গজানোর লক্ষণ দেখা যায়। তবে উল্লেখযোগ্য ফলাফল পেতে ৪ থেকে ৬ মাস বা তারও বেশি সময় লাগতে পারে।
​সাত দিনের কোনো ম্যাজিক নেই: কোনো গবেষণা বা ক্লিনিক্যাল ট্রায়ালে সাত দিনের মধ্যে চুল বা দাড়ি গজানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা এই ধরনের দাবি করেন, তারা ভুল তথ্য দেন।

​দাড়ির ক্ষেত্রে: যদিও মিনোক্সিডিল প্রাথমিকভাবে মাথার চুলের জন্য তৈরি, কিছু গবেষণা এবং ব্যবহারিক অভিজ্ঞতা থেকে জানা যায় যে এটি দাড়ির বৃদ্ধির জন্যও কার্যকর হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, 5% মিনোক্সিডিল সল্যুশন ব্যবহার করে ১৬ সপ্তাহ পর দাড়ির ঘনত্বে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এটি এখনো FDA দ্বারা দাড়ির জন্য স্বীকৃত নয়, অর্থাৎ এর ব্যবহারকে "অফ-লেবেল" (off-label) ধরা হয়।

​সংক্ষেপে, মিনোক্সিডিল একটি কার্যকর ওষুধ, কিন্তু এটি কোনো দ্রুত সমাধান নয়। এটি ব্যবহার করলে অবশ্যই ধৈর্য ধরতে হবে । সাত দিনে চুল বা দাড়ি গজানোর ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন।

Contact : 01629-295679

29/08/2025

দাঁড়ি কিংবা চুল পড়া রোধে, অথবা নতুন করে গজাতে, বর্তমান বিশ্বে minoxidil এর গুরুত্ব অপরিসীম।।

This is Krikland Minoxidil 5%.If you get orginial Minoxidil Please Contact 01629-295679
24/08/2025

This is Krikland Minoxidil 5%.

If you get orginial Minoxidil Please Contact 01629-295679

আমরা শোকাহত 😪এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য গভীর শোক প্রকাশ করছি। তাঁদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সু...
21/07/2025

আমরা শোকাহত 😪

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য গভীর শোক প্রকাশ করছি। তাঁদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আমিন

08/07/2025

🚫 সম্মানিত Minoxidil ইউজার ভাই ও বোনেরা আপনারা Minoxidil কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন।

বর্তমানে বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে কিছু অসাধু ব্যবসায়ী নকল Minoxidil মেডিসিন বিক্রি করতেছে।

যে কোন তথ্য পেতে 01629-295679

Minoxidil আলহামদুলিল্লাহ অনেক কার্যকরী মেডিসিন। এই মেডিসিন ব্যবহার করে রেজাল্ট আনতে ধৈর্য লাগে। আপনিও যদি এমন চমৎকার রেজ...
30/05/2025

Minoxidil আলহামদুলিল্লাহ অনেক কার্যকরী মেডিসিন।

এই মেডিসিন ব্যবহার করে রেজাল্ট আনতে ধৈর্য লাগে।

আপনিও যদি এমন চমৎকার রেজাল্ট পেতে চান আজই যোগাযোগ করুন : 01629-295679

29/05/2025
10/05/2025

👉 "Minoxidil ব্যবহার করে আমার নিজের অভিজ্ঞতা!

কতদিন ব্যবহার করলে ফল মিলবে, রেজাল্ট কেমন হয়—সব কিছু জানুন এই ভিডিওতে!"

cell : 01629-295679

#দাড়িগজানোরউপায়

03/05/2025

কেন এটা মিমিমাম ৩ মাস ইউজ করতে হয়!

কেননা, তিন মাসের আগে ভালো রেজাল্ট বোঝা যায় না।
যদি আপনি এই মেডিসিন ইউস করা শুরু করেন মিনিমাম তিন থেকে ছয় মাস ইউজ করবেন অবশ্যই।।

01629-295679 call for order..

29/04/2025

একটা মানুষের মাথার চুলের গড় জীবনকাল সাধারণত ২ থেকে ৭ বছর পর্যন্ত হয়।

চুলের জীবনচক্র তিনটি প্রধান ধাপে বিভক্ত:

Anagen (বৃদ্ধি ধাপ) – এই ধাপে চুল গড়ে উঠে এবং লম্বা হয়। এটি ২ থেকে ৭ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

Catagen (সংক্রমণ ধাপ) – এটি একটি সংক্ষিপ্ত সময়ের ধাপ, যেখানে চুলের বৃদ্ধি বন্ধ হয়। প্রায় ২ থেকে ৩ সপ্তাহ স্থায়ী হয়।

Telogen (বিশ্রাম ধাপ) – এই ধাপে চুল পড়ে যায় এবং নতুন চুল জন্ম নিতে শুরু করে। এটি ২ থেকে ৪ মাস স্থায়ী হয়।

চুলের এই চক্রটি প্রতিটি চুলের জন্য আলাদা হয়, তাই সব চুল একসঙ্গে পড়ে না।

19/04/2025

কোন রকম সার্জারি ছাড়া বৈজ্ঞানিক উপায়ে চুল এবং দাঁড়ি গজানোর জন্য FDA Approved একমাত্র মেডিসিন Kirkland Minoxidil 5%

যা আপনি দুই থেকে তিন মাস ইউজ করার মধ্যেই অবিশ্বাস্য রেজাল্ট নিয়ে আসতে পারবেন।

নিজেকে আরো বেশি সৌন্দর্যমন্ডিত করতে আজই ইউজ করুন Minoxidil

Cell : 01629-295679

19/04/2025

Minoxidil কিভাবে ইউজ করবেন, এবং কখন ইউজ করা ছেড়ে দিবেন এই বিষয়গুলো নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন।

আশা করি উক্ত প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মধ্যে পাবেন।

Call : 01629-295679

Address

Chattogram, Bangladesh
Chittagong
4333

Alerts

Be the first to know and let us send you an email when Beard ox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram