Smart Shop

Smart Shop যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:- +8801975846901

আপেল এক প্রকারের ফল। এটি রোসাসি (Rosaceae) পরিবারের ম্যালিয়াস ডমেস্টিকা (Malus domestica ) প্রজাতিভুক্ত। আপেল মূলত তার ...
17/06/2023

আপেল এক প্রকারের ফল। এটি রোসাসি (Rosaceae) পরিবারের ম্যালিয়াস ডমেস্টিকা (Malus domestica ) প্রজাতিভুক্ত। আপেল মূলত তার মিষ্টি স্বাদের জন্য জনপ্রিয়। সারা পৃথিবীব্যাপী আপেলের চাষ হয়ে থাকে এবং সবচেয়ে বেশি চাষকৃত প্রজাতি হচ্ছে জেনাস ম্যলুস (genus Malus)১ । মধ্য এশিয়াকে আপেলের উৎপত্তিস্থল মনেকরা হয়, যেখানে এখনও তার পূর্বতন বুনো প্রজাতি ম্যলুস সিভেরসিকে (Malus sieversii) দেখতে পাওয়া যায়। হাজার হাজার বছর ধরে এশিয়া এবং ইউরোপ জুড়ে আপেলের চাষ হয়ে আসছে এবং ইউরোপীয় বসতি স্থাপনকারীদের মাধ্যমে লাতিন আমেরিকায় এর পদার্পণ হয়। অনেক সংস্কৃতিতে আপেলের ধর্মীয় এবং পৌরাণিক তাৎপর্য আছে, এদের মধ্যে নর্স, গ্রীক এবং ইউরোপীয়ান খ্রিস্টীয় ঐতিহ্য অন্যতম। সাধারণত আপেলের জাতগুলি মূলের কলমের মাধ্যমে তৈরি করা হয়, যা ফলস্বরূপ গাছের আকার নিয়ন্ত্রণ করে। আপেলের প্রায় ৭,৫০০ টির বেশি পরিচিত জাত রয়েছে।[২]

আম খেলে হৃদরোগ, ভুলে যাওয়ার সমস্যা, আথ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। মিনারেলের ঘাটতি দূর করে: শরীরে মিনারেলের ঘাটতি দেখা ...
17/06/2023

আম খেলে হৃদরোগ, ভুলে যাওয়ার সমস্যা, আথ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। মিনারেলের ঘাটতি দূর করে: শরীরে মিনারেলের ঘাটতি দেখা দিলে নানা অসুখ বাসা বাঁধতে পারে। আম খেলে এই ঘাটতি অনেকটাই পূরণ হয়। কারণ আমে আছে প্রচুর পটাশিয়াম।

কালোজিরা ও মধু খালি পেটে রোজ, এক সপ্তাহ খেয়ে দেখুন! উপকার পাবেন...রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও...
17/06/2023

কালোজিরা ও মধু খালি পেটে রোজ, এক সপ্তাহ খেয়ে দেখুন! উপকার পাবেন...
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা। ...
বাতের ব্যাথায় আরাম পেতে ...
সর্দি-কাশিতে আরাম পেতে ...
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ ...
রক্ত সঞ্চালন ...
কালিজিরার বিশেষত্ব ...
হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায়

ডাবের পানি প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য...
17/06/2023

ডাবের পানি প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্যও ডাবের পানি খুব উপকারী। এছাড়া ডাবের পানিতে রয়েছে ডাই-ইউরেটিক উপাদান যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্টই শুধু করে না পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে।

গাজরে থাকে কম ক্যালোরি। উচ্চ ফাইবার যুক্ত গাজরে চিনির পরিমাণ কম থাকায় তা ডায়বেটিস আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতিকারক নয়। ...
17/06/2023

গাজরে থাকে কম ক্যালোরি। উচ্চ ফাইবার যুক্ত গাজরে চিনির পরিমাণ কম থাকায় তা ডায়বেটিস আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতিকারক নয়। গাজরে থাকা ফাইবার এবং পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। গাজরে থাকে ভিটামিন সি, যা অনাক্রম্যতা বৃদ্ধিতে সাহায্য করে।

ডিমের উপকারিতাওজন কমাতে ডিমের উপকারিতা – অনেকেই মনে করেন, ডিম খেলে ওজন বাড়ে। ...এনার্জি বাড়াতে – মানব দেহে এনার্জি বাড...
17/06/2023

ডিমের উপকারিতা
ওজন কমাতে ডিমের উপকারিতা – অনেকেই মনে করেন, ডিম খেলে ওজন বাড়ে। ...
এনার্জি বাড়াতে – মানব দেহে এনার্জি বাড়াতে ডিম খুবই উপকারি একটি খাদ্য। ...
ক্যান্সার প্রতিরোধে – ...
হাড়ের স্বাস্থ্যে – ...
দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ডিমের উপকারিতা – ...
প্রোটিনের উৎস – ...
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে – ...
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে –

ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ হওয়ার কারণে শসা শরীরে ফাইবার এবং জলের পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও প্রচুর ফাইবার থ...
17/06/2023

ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ হওয়ার কারণে শসা শরীরে ফাইবার এবং জলের পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও প্রচুর ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সাহায্য করে থাকে। ২. শসায় মধ্যে রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান, যা মানব দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে...
17/06/2023

শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই।

খেজুরে রয়েছে পটাশিয়াম, যা হৃদ্‌রোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেজুর শরীরের খা...
17/06/2023

খেজুরে রয়েছে পটাশিয়াম, যা হৃদ্‌রোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় (এলডিএল) এবং ভালো কোলেস্টেরলের (এইচডিএল) পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। হিমোগ্লোবিনের সামঞ্জস্যতা বজায়: খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন।

সম্পূর্ণ 🌿 প্রাকৃতিক 🌿 উপায়ে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া নিজেকে করে তুলুন ফিট ও স্মার্ট, স্থায়ী-ভাবে!!!💪💪 সুস্বাস্থ্য থ...
17/06/2023

সম্পূর্ণ 🌿 প্রাকৃতিক 🌿 উপায়ে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া নিজেকে করে তুলুন ফিট ও স্মার্ট, স্থায়ী-ভাবে!!!
💪💪 সুস্বাস্থ্য থাকুন সব-সময়।

# #ইদ উপলক্ষে বিশেষ ছাড়া!!!!

☎️- 01639170616 (WhatsApp)

🌿 যারা শারী-রিক ভাবে দুর্বল
রো গ প্রতি,রোধ ক্ষমতা একে'বারেই কম।

🌿 তাদের জন্য আমাদের প্রাকৃতিক উপাদানে তৈরি চকলেট শেক/মিল্ক শেক প্রডাক্টটি৷, এটির কোনো পার্শ্ব প্রতি,ক্রিয়া নেই।

✔️ ১০০% কার্যকর অরজিনাল পণ্য।
✔️এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান কার্য,করী।

♻ এটির কার্যকারিতা :-
১। স্থায়ীভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া।
২। ক্যালসিয়াম এর অভাব পূরণ করে।
৩। হজম শক্তি বৃদ্ধি করে।
৪। শরীরের দুর্বলতা দূর করে।
৫। মাসেল তৈরি করে
৬। বডি সেল উন্নত করে
৭। রুচিশীল এবং প্রচুর পুষ্টিদায়ক।

বিস্তারিত জানতে ফোন করুন
☎ 01639170616✅ (WhatsApp)

🟢* ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে।   ✔* মুহুর্তেই প্রাণবড় করে । * ব্রেইন এটাক্ট ও স্ট্রোক হতে বাঁধা দেয় ।  * সুস্থ্য ব্য...
15/06/2023

🟢* ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ✔* মুহুর্তেই প্রাণবড় করে । * ব্রেইন এটাক্ট ও স্ট্রোক হতে বাঁধা দেয় । * সুস্থ্য ব্যক্তিদের আলসার বা ক্যান্সার হতে বাঁধা দেয় । * শুক্রানু উৎপাদন করে। * খাবারের চাহিদা বৃদ্ধি করে । * ট্রস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে । * বী**র্য গাঁড় করে । * কিডনীকে সুস্থ্য রাখে। লিভারকে সুস্থ্য রাখে।

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram