10/12/2025
কোনো সম্পর্ক ভেঙে গেলে মানুষের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। হঠাৎ একা লাগা, ঘুম কমে যাওয়া, খেতে না ইচ্ছে করা, মাথা ভার লাগা—এসবই মানসিক আঘাতের সাধারণ লক্ষণ। অনেকেই বাইরে হাসিখুশি থাকলেও ভিতরে গভীর কষ্টে ভুগে থাকেন।
সময়ের সাথে অনুভূতি ঠিকই বদলায়, তবে নিজের আবেগগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। প্রয়োজন হলে এমন কারও সাথে কথা বলা ভালো, যিনি নিরপেক্ষভাবে বুঝতে ও সামলে উঠতে সাহায্য করতে পারেন। এটি নিজের প্রতি যত্ন নেওয়ারই একটি অংশ।
Book appointment now for any kind of Mental Health
▪️ Help Line: 01309-009689
▪️ info.lifecoachbd@gmail.com
▪️ Inbox us: m.me/lifecoachbangladesh