Hello Medicine

Hello Medicine we serve online and offline medicine and medical services.

we serve online and offline medicine and medical services.
�ওষুধের জন্য ফার্মেসীতে লম্বা লাইন?
�নির্দিষ্ট ওষুধের জন্য দোকানে দোকানে ঘুরতে হচ্ছে?�ওষুধের দাম নিয়ে অসন্তুষ্ট? এসব ভাবনা আর নয়
�এখন ওষুধ কিনুন মোবাইলে মোবাইলে ঘরে বসেই।
� এই করোনা কালীন সময়ে ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় সব ওষুধ। আর তা সুলভ মূল্যে ও নুন্যতম সময়ের মধ্য আপনার দোরগোড়ায় পৌছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি আমরা। আমরা সুলভ মূল্যে ডাক্তারের পেসক্রিপশন অনুযায়ী কোম্পানির ওষুধ অনলাইনে বিক্রি করছি৷তাই আমাদের উপর আপনারা কোন চিন্তা ছাড়ায় ভরসা করতে পারেন।বাসায় থাকুন, দুরত্বে থাকুন, নিরাপদে থাকুন। অর্ডার করতে নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করুনঃ★প্রেসক্রিপশন এর ছবি আমাদের ফেইসবুক পেইজে বা what'sapp এ মেসেজ করে পাঠিয়ে দিন ★প্রেসক্রিপশন না থাকলে অবশ্যই ওষুধের পাতার ছবি দিতে হবে ★ওষুধের ছবি না থাকলে শুদ্ধভাবে ওষুধের নাম লিখে দিতে হবে ★যেকোনো ওষুধের দাম জানতে আমাদের ফেইসবুক পেইজে মেসেজ দিন,এবং এই করোনা পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি MRP থেকে যত পারি কম টাকায় দেওয়ার। ★তবুও যদি আপনি ওষুধের বাক্সে দেওয়া দাম ও ডেইট জানতে চান তাহলে আমরা মেসেঞ্জারের মাধ্যমে ওষুধের বাক্স এর ছবি প্রদান করবো ★অর্ডার করার সময় ২ টিঃ Morning shift: সকালে (৯-১২)টা এরপর ডেলিভারি দেওয়া হবে Evening shift : বিকালে(৪-৮) টা এরপর ডেলিভারি দেওয়া হবে বিঃদ্রঃ আমরা ওষুধের প্রি-অর্ডার নিব ★সর্বনিম্ন অর্ডার লিমিট ১০০ টাকা ★সম্পূর্ণ ডেলিভারির টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিব ★প্রতিটা ডেলিভারির জন্য স্থানভেদে ৩০-৮০ টাকা চার্জ প্রযোজ্য ★৫০০০ টাকার উপরে পণ্য নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী ★ অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনার ফোন নং এবং এক্সেট এড্রেস দিতে হবে ★যদি কোন ওষুধ বাজারে কম এভেলেবল হয়, সেক্ষেত্রে ৫০% বিকাশে পেমেন্ট করতে হবে ★ যেকোন অর্ডার একবার কনফার্ম করার পর, তা অফেরতযোগ্য বলে বিবেচিত হবে ★ আমরা যেকোন সার্জিকাল আইটেমের ও অর্ডার নিয়ে থাকি। সেক্ষেত্রে আপনাকে বিকাশ নং এ ৫০% পেমেন্ট অগ্রিম দিয়ে দিতে হবে।

ওষুধ সেবন যেহেতু করতেই হয়, তাহলেওষুধ সেবনের কিছু কমন নিয়ম-কানুন রয়েছে যা জানা থাকা উচিত। অনেক সময় চিকিৎসকরাও পাশে লিখে...
05/09/2023

ওষুধ সেবন যেহেতু করতেই হয়, তাহলে
ওষুধ সেবনের কিছু কমন নিয়ম-কানুন রয়েছে যা জানা থাকা উচিত। অনেক সময় চিকিৎসকরাও পাশে লিখে দিতে ভুলে যায়ঃ

(এক).ব্যথানাশক ওষুধ যেমন: ডাইক্লোফেনাক সোডিয়াম, প্যারাসিটামল, এসিক্লোফেনাক,ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন ও কিটোরোলাক ইত্যাদি ভরা পেটে গ্রহণ করা উত্তম।

(দুই). প্রোটন পাম্প ইনহেবিটর যেমন: ওমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল ইত্যাদি খাবারের আগে সেবন করা উত্তম।

(তিন).ঠাণ্ডা-সর্দি বা অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, যেমন: লোরাটাডিন, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন খালি পেটে গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয়।

(চার).অ্যান্টাসিড খাবারের পর পর না খেয়ে ৩০ মিনিট পর খেলে ভালো ফল পাওয়া যায়।

(পাঁচ).সিপ্রোফ্লোক্সাসিন খাবার খাওয়ার ২ ঘণ্টা পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেবন করাই ভালো। সিপ্রোফ্লক্সাসিন গ্রহণের ২ ঘণ্টার মধ্যে দুগ্ধজাত খাবার বা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন বা জিংকযুক্ত খাবার খাওয়া উচিৎ না।

(ছয়).ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন খাবার কয়েক ঘণ্টা আগে বা পরে সেবন করা ভালো।

(সাত).পেনিসিলিন খালি পেটে সেবন করাই ভালো।

(আট).কিছু ওষুধ যেমন_ কোট্রিম এবং ক্যালসিয়াম ট্যাবলেট,সেবন করলে বেশি পরিমাণে পানি পান করা উচিত।

(নয়).একসঙ্গে বেশ কয়েকটি ওষুধ সেবন করলে ওষুধের মধ্যে প্রতিক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা বাড়তে পারে। এ দুটোই বেশ ক্ষতিকর। তাই একই সাথে অনেকগুলো মেডিসিন না খেয়ে চিকিৎসকের পরামর্শানুযায়ী খাওয়া উচিত।

(দশ).হাঁপানি আছে এমন ব্যক্তির ব্যথানাশক ওষুধ, বেটা ব্লকার-এটেনোলল, প্রোপানোলল সেবন করা থেকে বিরত থাকতে হবে।

(এগারো). গর্ভাবতী এবং দুগ্ধদানকারী নারীকে ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শানুযায়ী যে কোন মেডিসিন খাওয়া উচিত, কেননা অনেক মেডিসিন আছে যা ভ্রুণের ক্ষতি করে। আবার অনেক মেডিসিন আছে যা মিল্কের সাথে সিক্রেশন হয়ে নবজাতকের ক্ষতি করার সম্ভাবনা থাকে।

(বার).আটা ময়দা দিয়ে তৈরি অচেনা ঔষধ একথায়
আন রেজিস্ট্রার্ড কোন কোম্পানির মেডিসিন খাবেন না।

(তের).মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই মেয়াদ দেখে নিবেন।

(চৌদ্দ).চিকিৎসকের দেয়া নিয়ম অনুযায়ী সঠিক মাত্রায় সঠিক নিয়মে যথাসময়ে মেডিসিন খাবেন।

(পনের).যে কোন বিষয় না বুঝলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন,
প্রত্যেক মেডিসিনের কম বেশি সাইড ইফেক্ট রয়েছে, তাই কথায় কথায় ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ ব্যাতিত ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

ডা: মোহাম্মদ আলী
চীফ কনসালট্যান্ট
বিজিএমইএ।

প্রয়োজনীয় ঔষধ অর্ডার করতে inbox করুনHello Medicine
06/04/2023

প্রয়োজনীয় ঔষধ অর্ডার করতে inbox করুন
Hello Medicine

হাতের নাগালের বাইরে কিছু নয় 🤗Hello Medicine সাথে থাকলেই হয়❤️
14/02/2023

হাতের নাগালের বাইরে কিছু নয় 🤗
Hello Medicine সাথে থাকলেই হয়❤️

নিশ্চিন্তে ও নিরাপদে ভেজালমুক্ত ঔষধ অর্ডার করতে এখনই Hello Medicine - এ ইনবক্স করুন আপনার প্রেশক্রিপশনের ছবি👨‍⚕️আর বাসায়...
07/02/2023

নিশ্চিন্তে ও নিরাপদে ভেজালমুক্ত ঔষধ অর্ডার করতে এখনই Hello Medicine - এ ইনবক্স করুন আপনার প্রেশক্রিপশনের ছবি👨‍⚕️
আর বাসায় বসেই সেবা গ্রহণ করুন💊
্রম_উভয়ই_সাশ্রয়_করুন

আর নয় দুশ্চিন্তা🤔 Hello Medicine থেকে প্রয়োজনীয় ঔষধ অর্ডার করুন ঘরে বসেই
01/02/2023

আর নয় দুশ্চিন্তা🤔
Hello Medicine থেকে
প্রয়োজনীয় ঔষধ অর্ডার করুন ঘরে বসেই

আর নয় অন্ধের মতো ঔষধ খাওয়া😑Hello Medicine থেকে আপনার ঔষধ সম্পর্কে জানুন💊আর অাসল ঔষুধ অর্ডার করুন নিশ্চিতে🤗
27/01/2023

আর নয় অন্ধের মতো ঔষধ খাওয়া😑
Hello Medicine থেকে আপনার ঔষধ সম্পর্কে জানুন💊
আর অাসল ঔষুধ অর্ডার করুন নিশ্চিতে🤗

যেকোন সময় যেকোন স্থানে আপনার প্রয়োজনে দরকারী ঔষধ অর্ডার করুন Hello Medicine থেকে
20/01/2023

যেকোন সময় যেকোন স্থানে আপনার প্রয়োজনে
দরকারী ঔষধ অর্ডার করুন Hello Medicine থেকে

ফার্মেসির ঝামেলা এড়াতে দরকারি ঔষধ অর্ডার করুন Hello Medicine থেকে আর বুঝে নিন, আকর্ষণীয় মূল্যছাড় সহ সারা চট্টগ্রাম জুড়ে ...
27/12/2022

ফার্মেসির ঝামেলা এড়াতে দরকারি ঔষধ অর্ডার করুন Hello Medicine থেকে আর বুঝে নিন, আকর্ষণীয় মূল্যছাড় সহ সারা চট্টগ্রাম জুড়ে হোম ডেলিভারি

 #ত্বকের_উজ্জ্বলতা বাড়ায় যে ১২ খাবার! ★সুন্দর ত্বক কে না চায়? অনেকেই ত্বকের ব্যাপারে বেশ সেনসেটিভ। যেভাবেই হোক ত্বক সুন্...
04/12/2022

#ত্বকের_উজ্জ্বলতা বাড়ায় যে ১২ খাবার!

★সুন্দর ত্বক কে না চায়? অনেকেই ত্বকের ব্যাপারে বেশ সেনসেটিভ। যেভাবেই হোক ত্বক সুন্দর রাখতে হবে। এর জন্য বাড়তি যত্নও নিয়ে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে অর্থকড়িও খরচ করেন অনেক। ত্বক ভালো রাখতে কৃত্রিম প্রসাধনীর চেয়ে খাবারের দিকে নজর দেওয়াটাই উত্তম পন্থা। কারণ প্রসাধনীর চেয়েও ত্বকের জন্য বেশি জরুরি হলো ভেতর থেকে পুষ্টি লাভ। ত্বক যদি ভেতর থেকে পুষ্টি না পায় তাহলে হাজার প্রসাধনী ব্যবহার করলেও ত্বক নির্জীব দেখাবে।

★পুষ্টিবিদরা বলছেন, সঠিক খাবার ত্বকের সমস্যা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করে। এমন কিছু খাবার আছে যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এ খাবারগুলো আপনার হাতের কাছে থাকে। প্রতিদিনের মেন্যুতে এ খাবারগুলো রাখলে আপনার ত্বক পুষ্টি লাভ করবে, ত্বক হবে সুন্দর ও উজ্জ্বল।

★এবার জেনে নেই ত্বকের জন্য উপকারী খাবারগুলো :

#কলা-
কলা ত্বক ভাল রাখার জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে প্রচুর ভিটামিন-এ, যা স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি এটি ত্বকের মলিনভাব দূর করতেও সাহায্য করে।

#গাজর-
গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যা শরীরে গিয়ে ভিটামিন-এ তে পরিণত হয়। নিয়মিত গাজর খেলে আপনার ত্বক থাকবে সজীব ও উজ্জ্বল। গাজর ত্বকের টিস্যুগুলোকে মেরামত করে এবং ক্ষতিকর সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে।

#পানি-
ত্বক ভালো রাখতে বেশি করে পানি পান করার বিকল্প নেই। প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লিটার পানি বা পানিযুক্ত খাদ্য খাওয়া উচিত। পানি ত্বকের ভাঁজ দূর করার পাশাপাশি শরীরে চিনি জমতে দেয় না। শরীর থেকে বিষাক্ত উপাদান ঘামের মাধ্যমে বের করে দেয় পানি। পর্যাপ্ত পানি পেলে ত্বকের কোষে পানি পৌঁছায় এবং ত্বক সজীব দেখায়। পরিমিত পানি খেলে ব্রণের উপদ্রবও কমে।

#বাদাম-
বাদাম ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ভিটামিন-ই এর একটি অন্যতম উৎস। নিয়মিত খাবারের তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও সজীব ও মোহনীয় করে তুলবে।

#ভিটামিন_সি-
ভিটামিন-সি যুক্ত ফলফলাদি ত্বকের সজীবতার জন্য জরুরি। নিয়মিত ফলমূল খেলে ত্বক ভালো থাকে। পেয়ারা, আনারস, পেঁপে, নানা রকম বেরি জাতীয় ফল ইত্যাদি ত্বককে ভালো রাখে এবং সহজে বয়সের ছাপ পড়তে দেয় না।

#জিরা-
জিরায় এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে জমে থাকা দূষিত উপাদান দূর করতে সাহায্য করে। শরীরে দুষিত পদার্থের পরিমাণ বেড়ে গেলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই প্রতিদিনের খাবারের তালিকায় জিরা রাখা উচিত।

#মিষ্টি_কুমড়া-
ত্বকের যত্নে সবজি হিসেবে মিষ্টি কুমড়া অনেক উপকারী। মিষ্টি কুমড়ায় থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে। ত্বককে সজীব, নরম ও সতেজ রাখতে সক্ষম মিষ্টি কুমড়া। তাই খাবারে মিষ্টি কুমড়া অবশ্যই রাখবেন।

#করলা-
করলায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ যা স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও উপকারী। করলা ত্বকের রংয়ের অসমতা দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন-সি যা কোষের ক্ষতি পুষিয়ে ত্বক সুস্থ্য রাখতে উপযোগী। তাছাড়া করলা কোলাজেন গঠনেও সহায়ক।

#কুমড়ার_বীজ-
মিষ্টি কুমড়ার বীজ ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক ত্বকের কোষগুলোকে সজীব করে এবং ভেতর থেকে পুষ্টি যোগায়। তাই নিয়মিত কুমড়ার বীজ খেতে পারলে ত্বক থাকবে সজীব ও প্রাণবন্ত।

#ব্রোকলী-
ব্রোকলীতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকে গভীর থেকে পুষ্টি যোগায়। ভিটামিন-ই সূর্যের অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকেও ত্বককে রক্ষা করে।

#মাছ-
মাছে ওমেগা-৩ ফ্যাট থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। এই মাছ ত্বকের কোষ সজীব রাখে এবং ত্বককে ক্যান্সারের থেকে রক্ষা করে।

#গ্রিন_টি-
গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। তাই নিয়মিত গ্রিন টি পানের অভ্যাস ত্বকে ব্রণের সমস্যা কমায় এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।

ত্বকের বাহ্যিক সৌন্দর্য নির্ভর করে ভেতরের সুস্থতার উপর। তাই ত্বকের জন্য উপকারী খাবারগুলো নিয়মিত খাবেন এবং প্রচুর পানি পান করুন। তাহলে আপনার ত্বক কোনো রকমের প্রসাধনী ছাড়াই হয়ে উঠবে উজ্জ্বল ও লাবণ্যময়। এ খাবারগুলোর দামও কিন্তু বেশি নয়। সেই দিক থেকে আপনার অর্থও সাশ্রয় হচ্ছে।

সুস্থ থাকুন আর প্রয়োজনীয় ঔষধ অর্ডার করুন ঘরে বসে Hello Medicine

27/11/2022

💊সবাই যখন #ফুটবল নিয়ে ব্যস্ত তখন Hello Medicine ব্যস্ত আপনাদের ঔষধ ডেলিভারি নিয়ে🤗
💊 #ফিফা_বিশ্বকাপ_ফুটবল উপলক্ষে আপনার প্রতিটি অর্ডারেই পাচ্ছেন বিশেষ ছাড়🤩
💊গ্রাহকের আস্থা, সন্তুষ্টি আর বিশ্বাস রক্ষা করতে বিন্দুমাত্র আপোষ করে না আমাদের #ডেলিভারি_হিরো রা🧡🧡🧡

Hello Medicine  থেকে সপ্তাহের ৭ দিনই কম সময়ে ও সাশ্রয়ী মূল্যে সকল প্রকার  #দেশী_বিদেশী_ঔষধ ও  #সার্জিকেল_আইটেম পেতে ইনবক...
24/11/2022

Hello Medicine থেকে সপ্তাহের ৭ দিনই কম সময়ে ও সাশ্রয়ী মূল্যে সকল প্রকার #দেশী_বিদেশী_ঔষধ ও #সার্জিকেল_আইটেম পেতে ইনবক্সে যোগাযোগ করুন 🚛 🚛

আজ  #বিশ্ব_ডায়বেটিস_দিবস।পৃথিবীর অন্যতম বিপদজনক অসুখ।ঘন ঘন প্রস্রাব, অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া ; অতিশয় দুর্বলত...
14/11/2022

আজ #বিশ্ব_ডায়বেটিস_দিবস।
পৃথিবীর অন্যতম বিপদজনক অসুখ।

ঘন ঘন প্রস্রাব, অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া ; অতিশয় দুর্বলতা ; সার্বক্ষণিক ক্ষুধা ; স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস ; চোখে ঝাপসা দেখা ; ঘন ঘন সংক্রমণ ইত্যাদি ডায়বেটিসের লক্ষণ।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস হচ্ছে জীবনধারাজনিত (লাইফস্টাইল) রোগ। কায়িক শ্রম কমে যাওয়া, কম হাঁটা, অধিক তেলযুক্ত খাবার ও ফাস্টফুড খাওয়া, খেলাধুলা না করা, স্থূল হওয়া, মানসিক চাপ এসব কারণে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ, ডায়বেটিসকে দীর্ঘমেয়াদি, অবক্ষয়ী ও ব্যয়বহুল ব্যাধি হিসাবে বর্ণনা করেছে যা মানবদেহে মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে। ২০১৭ সালে বিশ্বব্যাপী ৭২৭ বিলিয়ন ডলার খরচ হয়েছিল ডায়বেটিস সংক্রান্ত বিষয়ে।

দেশের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ১১ শতাংশ নারী-পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা দ্রুতই বাড়ছে। আমাদের দেশে ২০১৫ সালে প্রায় ৫০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আমাদের আশেপাশে তাকালেই ডায়বেটিস রোগী দেখি। একটি ফ্যামিলিতে ডায়বেটিস আক্রান্ত রোগী থাকলে তারাই বুঝতে পারে কতটা অর্থ ব্যয় হয় এই রোগটির পেছনে।

চিনি কিন্তু এই রোগটির অন্যতম শত্রু। আবার শারিরীক পরিশ্রম না করলেও এই রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এখন থেকেই নিয়ম মেনে হেলদি খাবার খান। শারীরিক পরিশ্রম করুন।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, পায়ে ক্ষতর মত হয়ে আছে যেগুলো আসলে ভ্যানিলা আইসক্রীম। বলার অপেক্ষা রাখেনা স্ট্রবেরি আইসক্রিম এই রোগের শত্রু। আবার এই রোগ হলে ক্ষত সহজে শুকাতে চায়না। তাই স্ট্রবেরি আইসক্রিম দিয়ে ক্ষত না শুকানোর বিষয়টি বোঝানো হয়েছে।

সূত্র : প্রথম আলো ও উইকিপিডিয়া

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801670346692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hello Medicine:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram