
28/10/2024
২৫ অক্টোবর ২০২৪ ইং- শুক্রবার বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত "মানসিক রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথি" বিষয়ক বিজ্ঞান সেমিনার বাহোপ জেলা শাখার সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহোপ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা.এস এম রবিউল হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার কোষাধ্যক্ষ ডা.রতনকুমার বণিক।
প্রবন্ধকার ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর। প্রবন্ধ পাঠ করেন ডা. ফারজানা বাহার।
জেলা শাখার প্রচার সম্পাদক ডা. মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রবন্ধের উপর আলোচনা করেন ডা.অমিতা দেবী, ডা. মোঃ মুছা, ডা. কাবেরী বড়ুয়া, মামুনুর রশীদ, রীতা বড়ুয়া, শ্রাবন্তী, ফকরুদ্দিন চোধুরী, ডা. মাসুকা বেগম, ডা. সায়মাতুল জান্নাত প্রমুখ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সেমিনার সমাপ্ত করেন।