Amama Health Care

Amama Health Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amama Health Care, Medical and health, Chittagong.

✨ আমাদের বিশেষ সেবাসমূহ ✨

◽রুকইয়াহ শারইয়্যাহ: জিন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা ও মানসিক সমস্যার কুরআনিক সমাধান।

◽হিজামা/কাপিং থেরাপি: ব্যথামুক্ত জীবন ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সুন্নাহভিত্তিক সমাধান।

Amama Health Care
সুস্থতার সুন্নাহ পথ
📱01820-644314

24/04/2025

রুকইয়াহ হলো শিফার জন্য রবের কাছে প্রার্থনার অঝোর কান্না,
যেখানে প্রতিটি শব্দ একেকটি ফরিয়াদ। আর প্রতিটি ফরিয়াদ পাখির মতো ছুটতে থাকে আল্লাহর আরশের দিকে, যেখানে মিলবে সকল ব্যধির আরোগ্যের ফায়সালা।
“এটা এমন এক চিকিৎসা পদ্ধতি, যেখানে যন্ত্রের ব্যবহার নয়, বরং রবের নিকট দোয়া, তাওয়াক্কুল, আত্মার আকুলতা ও নিয়তের পরিশুদ্ধিতা কাজ করে।”
রাব্বে কারীম, তোমার হৃদয়ের ব্যাকুল প্রার্থনার ধ্বনি শোনার অপেক্ষায় থাকেন, চাওয়ার মতো চাইতে পারলেই তোমার আত্মায় শিফার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ।

Amama Health Care
সুস্থতার সুন্নাহ পথ

"যাদুর বেড়াজাল ছিন্ন করে সুস্থতার পথে…"আজ এক বোনের দ্বিতীয় হিজামা সেশন সম্পন্ন করলাম—যাদুর সমস্যায় দীর্ঘদিন কষ্টে ছিলেন...
22/04/2025

"যাদুর বেড়াজাল ছিন্ন করে সুস্থতার পথে…"

আজ এক বোনের দ্বিতীয় হিজামা সেশন সম্পন্ন করলাম—
যাদুর সমস্যায় দীর্ঘদিন কষ্টে ছিলেন তিনি।
প্রথম সেশন নেওয়ার পর, তার কণ্ঠে ছিল আশ্চর্য এক প্রশান্তির ছোঁয়া।
বললেন, "আপু, আমার শরীরটা যেনো হালকা হয়ে গেছে। মাথার ভেতরকার ভার কেটে গেছে।"
আলহামদুলিল্লাহ!

তিনি একজন রাক্বীর কাছ থেকে নিয়মিত রুকইয়াহ নিচ্ছেন, আর একইসাথে আমার মাধ্যমে হিজামা থেরাপিও গ্রহণ করছেন।
আজ তিনি অনেকটাই স্বস্তিতে আছেন।

হিজামা ও রুকইয়ার সম্মিলনে আল্লাহ যেভাবে শিফা দান করছেন, তা এক জীবন্ত নিদর্শন।
এ যেনো শুধু চিকিৎসা নয়,
একটি নতুন জীবনের সূচনা।

আমরা শুধু মাধ্যম। শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।
আল্লাহ এই বোনকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন।
আমীন।

উম্মে ফাইয়াজ
Co-founder: Amama Health Care
📱01820-644314

18/04/2025

দ| জ্জ| লে র বাহিনী জিন শ| য় ত| ন দের পরিজিত করার, কুরআনিক হাতিয়ার হচ্ছে সূরা কাহাফের তিলাওয়াত।
আজ জু'মাবার, সেই সূবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু।
সকল ব্যস্থতাকে পাশ কাটিয়ে এখুনি সূরা কাহাফ তিলাওয়াত করুন।
আল্লাহ আমাদের সবাইকে,
সকল প্রকার ফিতনার অন্ধকার থেকে রক্ষা করুন।
আমীন।

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

17/04/2025

"একটি কলেই সব সমস্যার সমাধান চাই!"

কল/মেসেজ দিয়েই বলে

◽“নাম বললেই কি সমস্যা বলে দিতে পারবেন?”
◽“একজনকে ভালোবাসি, তাকে পেতে সাহায্য করবেন?”
◽“ওমুককে বশ করতে চাই, কত টাকা লাগবে?”
◽“আগে কাজ করে দিন, তারপর টাকা দেবো!”
◽“গ্যারান্টি আছে তো? না হলে কিছুই দেবো না!”

এসব প্রশ্ন আজকাল যেন নিয়মে পরিণত হয়েছে।
শুনতে শুনতে বিরক্ত নই, ক্লান্ত হয়ে গেছি।
বুঝে নাও, এই জাতি কতটা গভীরে ঢুকে গেছে কুফর, শিরক আর জাদুর ভয়াল ফাঁদে!

বন্ধু, কুফরের পথ মুক্তির নয়
এই পথ ধ্বংসের।

তোমার ব্যথা আছে, কষ্ট আছে, সবই বুঝি আমরা।
কিন্তু সমাধান কি সত্যিই তাবিজ-কবচ, বশীকরণ আর গ্যারান্টির নামে শয়তানি চুক্তিতে?

আমরা ডাকছি কুরআনের দিকে—
যেখানে আছে আল্লাহর ওয়াদা, রাসূল ﷺ এর দেখানো সুন্নাহ।
তুমি ফিরে পাবে অপার্থিব শান্তি, যেটা জাদুতে নয়, হিদায়াতের আলোয় মেলে।

"রুকইয়াহ শারইয়্যাহ" তোমাকে ফেরাতে চায় ঐশী চিকিৎসার দিকে,
যেখানে ব্যবসা নয়, বরং ঈমান ও আত্মান শিফা'ই মুখ্য।

ভালোবাসা হোক হালাল পথে,
চিকিৎসা হোক তাওহীদের আলোয়,
সমাধান হোক দোয়া, ধৈর্য আর কুরআনের মাধ্যমে।

তুমি কি প্রস্তুত সত্যের পথে ফিরতে?

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

16/04/2025

জিন, জাদু, হাসাদ একটি অদৃশ্য আঘাত,
যেখানে আধুনিক চিকিৎসা হার মানে,
"রুকইয়াহ শারইয়্যাহ" বা কুরআনের আয়াত তখন শিফার ঢাল হয়ে উঠে।
"রুকইয়াহ শারইয়্যাহ" শুধু রোগের শিফা নয়,
পাপ থেকে বাঁচার, রবের দিকে প্রত্যাবর্তনের আধ্যাত্মিক এক আহ্বান।

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

13/04/2025

চোখের অশ্রু ফুরিয়ে,
অন্তরে হয়তো কষ্টের পাথর জমা হয়েছে।
কিন্তু রবের সাহায্য পেতে যার রুহ নিরবে ক্রন্দন করে,
তার আরোগ্য আসে আসমানের দুয়ার খুলে রহমতের ফিরিশতার হাত ধরে।
"রুকইয়াহ শারইয়্যা" সেই দরজার কুরআনিক চাবি,
যা দিয়ে খুলে যায় রহমতের পথ,
আর ফিরে আসে হারিয়ে যাওয়া প্রশান্তি।

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

10/04/2025

"যেখানে ঔষধের কার্যকারিতা থেমে যায়, সেখান থেকেই রুকইয়াহর যাত্রা শুরু হয়।
আল্লাহর কালাম'ই আমাদের অন্তরের শুশ্রূষা।"

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

09/04/2025

রুকইয়াহ মানে পবিত্র কালামের সাথে রুগ্ন আত্মার শিফার আলিঙ্গন, পবিত্র শব্দে রহমতের বারিধারায় স্নান করা।
কুরআনের আয়াত যখন উচ্চারিত হয়, তখন হৃদয় থেকে শয়তানের চক্রান্তের গুঞ্জন নিঃশব্দে ঝরে পড়ে।
এ যেনো আত্মা আর অদৃশ্য শত্রুর মাঝে অসম এক লড়াই—
যেখানে তিলাওয়াত হচ্ছে ধারালো তরবারি।
মাসনূন দোয়াগুলো হচ্ছে নিরাপত্তার বেষ্টনী প্রাচীর।
সিজদায় গিয়ে করা প্রার্থনাগুলো হয়ে উঠে আত্মার প্রশান্তির ফল্গুধারা।

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

08/04/2025

মানুষ যখন ব্যর্থতার আঁধারে নিমজ্জিত হয়, কুরআন তখন সাফল্যের শিখরে আলোর পিদিম জ্বালিয়ে দেয়।
রুকইয়াহ হলো সেই সন্ধিক্ষণ,
যেখানে শুধু রোগের শিফা নয়— আত্মা হয়ে ওঠে আলোকোজ্জ্বল।
"রুকইয়াহ" শুধু চিকিৎসা নয়, আল্লাহর নিকটবর্তী হওয়ার অনন্য একটি মাধ্যম।

06/04/2025

"রুকইয়াহ" মানে শুধু পঠিত কিছু শব্দাবলী বা আয়াত নয়, এ হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতার প্রতীক।
যেখানে ডাক্তার বলেছে "অসম্ভব",
সেখানে রাব্বুল আলামীন বলেন,
"কুন—ফায়াকূন।"

05/04/2025

রুগ্ন হৃদয়ের সুস্থতার জন্য
আসমানি শিফা আল-কুরআন🥰
এ এক অনন্ত ঔষধ, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রুকইয়াহ তার স্রোতধারা, যেখানে কান্না হয়ে ওঠে দোয়া,
আর দোয়া হয়ে যায় মুক্তির সোপান।

© Md. Maruf Billah Saki
DUMS (in-course)
Consultant: Ruqyah & Hijama.

05/04/2025

কোনো ঔষধ কাজ করছে না?
তাহলে রবের প্রতি বিশ্বাসের দরজা খুলে দিন।
তাওহিদের আলোয় জ্বলে ওঠে যাত্রা করুন রুকইয়াহ শারইয়্যাহর পথে..
যেখানে চিকিৎসা হয় শারিরীক ও আধ্যাত্মিক সুস্থতার কুরআনিক ফর্মূলায়।

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801820644314

Alerts

Be the first to know and let us send you an email when Amama Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amama Health Care:

Share