24/04/2025
রুকইয়াহ হলো শিফার জন্য রবের কাছে প্রার্থনার অঝোর কান্না,
যেখানে প্রতিটি শব্দ একেকটি ফরিয়াদ। আর প্রতিটি ফরিয়াদ পাখির মতো ছুটতে থাকে আল্লাহর আরশের দিকে, যেখানে মিলবে সকল ব্যধির আরোগ্যের ফায়সালা।
“এটা এমন এক চিকিৎসা পদ্ধতি, যেখানে যন্ত্রের ব্যবহার নয়, বরং রবের নিকট দোয়া, তাওয়াক্কুল, আত্মার আকুলতা ও নিয়তের পরিশুদ্ধিতা কাজ করে।”
রাব্বে কারীম, তোমার হৃদয়ের ব্যাকুল প্রার্থনার ধ্বনি শোনার অপেক্ষায় থাকেন, চাওয়ার মতো চাইতে পারলেই তোমার আত্মায় শিফার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ।
Amama Health Care
সুস্থতার সুন্নাহ পথ