11/12/2025
অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিক
চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবন
📍 নবাব সিরাজদ্দৌলা রোড, চকবাজার, চট্টগ্রাম
👨⚕️ ডা. এম এ ফজল
#এ্যাজমা ও হাঁপানি: শ্বাসকষ্ট আর দুর্ভোগ নয়!
এ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসনালীর দীর্ঘমেয়াদি প্রদাহজনিত সমস্যা। শ্বাসনালী সংকুচিত হয়ে গেলে শ্বাস নেওয়া কষ্টকর হয় এবং রোগী হুইজিং, কাশি, বুকে চাপ ও শ্বাসকষ্ট অনুভব করেন। সময়মতো সঠিক চিকিৎসা হলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ সম্ভব।
#হাঁপানির মূল লক্ষণ
বারবার শ্বাসকষ্ট
বুক বাঁধা ভাব
শুকনো কাশি (বিশেষ করে রাতে)
শ্বাস নেওয়ার সময় সিটি-সিটি শব্দ
ঠান্ডা, ধুলো, ধোঁয়া বা পরিশ্রমে সমস্যা বেড়ে যাওয়া
#যেসব কারণে এ্যাজমা হয়
বংশগত কারণ
ধুলা, মাইটস, ফুলের পরাগ
ধোঁয়া ও দূষণ
আবহাওয়া পরিবর্তন
ভাইরাল সংক্রমণ
মানসিক চাপ
#হোমিও চিকিৎসায় হাঁপানি
হোমিও চিকিৎসা রোগীর শারীরিক গঠন, উপসর্গ ও কারণ অনুযায়ী নির্বাচিত হয়। এতে—
১.শ্বাসনালীর প্রদাহ কমে
২. কাশি ও হুইজিং কমে
৩. অ্যাটাকের পুনরাবৃত্তি কমে
৪. রোগীর ইমিউন সিস্টেম শক্তিশালী হয়
#প্রতিরোধে করণীয়
ধুলা–ধোঁয়া এড়িয়ে চলা
ঠান্ডা থেকে সুরক্ষিত থাকা
নিয়মিত স্টিম/গরম পানি খাওয়া
ব্যায়াম ও শ্বাস-প্রশ্বাস অনুশীলন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ
যে কোনো স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
01852580606
🏥 ডা. এম এ ফজল, অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিক