Chittagong Academy of Dermatology

Chittagong Academy of Dermatology To diagnose and treat Dermatological diseases properly medisense diagnostic centre, arrange road,opposite RAB-7,bahaddarhat,Chattogram.

Global warming মানে পুরো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের দেশেও স্বাভাবিক এর চেয়ে এখন অতিরিক্ত তাপ অনুভূত হয়।এই অত...
01/07/2025

Global warming মানে পুরো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের দেশেও স্বাভাবিক এর চেয়ে এখন অতিরিক্ত তাপ অনুভূত হয়।এই অতিরিক্ত গরমের কারণে চর্ম রোগ বেড়েই চলেছে। বিশেষ করে খোসপাচড়া যাকে স্কেবিস বলে তা বেড়ে যায় সাথে ফাংগাস রোগ, ঘামাচি, এবং সূর্যের তাপে ত্বক পুড়ে যায়। ছবিতে এই মহিলার ত্বক রোদে বেশি সময় অবস্থান করার কারনে ত্বক প্রতিক্রিয়া হয় একে photo contact dermatitis বলে। অতিরিক্ত তাপে অনেকের চামড়া পুড়ে যায়। যাদের রোদে গেলে মুখ জলে ,চুলকায় বা লাল হয়ে যায় তাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে রোদের যাওয়ার আগে। সানস্ক্রিন লোশন বা ক্রিম রোদ থেকে চামড়ার খতি থেকে বাচায়। এজন্য সবার উচিত রোদে যাওয়ার আধা ঘন্টা আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা।

বাচ্চাদের ঘাড়,বগল,রানের ভাজ কালো হয়ে যাওয়া সাধারণ লক্ষন নয়। বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। অতিরিক্ত ওজন,ঘন ঘন সর্দি কা...
11/06/2025

বাচ্চাদের ঘাড়,বগল,রানের ভাজ কালো হয়ে যাওয়া সাধারণ লক্ষন নয়। বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। অতিরিক্ত ওজন,ঘন ঘন সর্দি কাশি, হরমোনের মাত্রা বাড়া বা কমা, ইনসুলিন রেজিস্ট্যান্স।এই ধরনের রোগিদের খুব ভালো করে পর্যবেক্ষণ করে,ওজন মাপা, রক্ত পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা না দিলে রোগী বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

31/05/2025

এই ধরনের আরো পরামর্শ পেতে বেশী বেশী share করুন।

03/05/2025
কিছু কিছু শিশু এমন ফোস্কা পড়া রোগ নিয়ে জন্মায়, বিশেষ করে যারা আত্মীয় স্বজন এর মধ্যে বিয়ে করে তাদের এই ধরনের বাচ্চা ...
24/04/2025

কিছু কিছু শিশু এমন ফোস্কা পড়া রোগ নিয়ে জন্মায়, বিশেষ করে যারা আত্মীয় স্বজন এর মধ্যে বিয়ে করে তাদের এই ধরনের বাচ্চা হবে।এই রোগ এর কোন চিকিৎসা নেই তবে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসায় ও চিকিৎসক এর পরামর্শ মেনে চললে এই বাচ্চা সুস্থ ভাবে বেঁচে থাকা ও বেড়ে ওঠা সম্ভব।এই রোগ শনাক্ত করতে পারে শুধু চর্ম রোগ বিশেষজ্ঞ রা।এই রোগ এর চিকিৎসা সেবা এখন শুধু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল,আগ্ৰাবাদে , চর্ম রোগ বিভাগ ও নবজাতক শিশু বিভাগে পাওয়া যাবে ।

ফ্রি চর্ম রোগ এর চিকিৎসা প্রদান করা হয়েছে।ও পরামর্শ দেওয়া হয়েছে, কিভাবে ত্বকের যত্ন নিলে ত্বক ভালো থাকবে রোগমুক্ত থাক...
21/02/2025

ফ্রি চর্ম রোগ এর চিকিৎসা প্রদান করা হয়েছে।ও পরামর্শ দেওয়া হয়েছে, কিভাবে ত্বকের যত্ন নিলে ত্বক ভালো থাকবে রোগমুক্ত থাকা যাবে।গরিব রোগীদের চিকিৎসা খরচ কমাতে হলে জীবন যাপন এ পরিবর্তন আনতে, ভ্রান্ত ধারণা দূর করতে হবে, চর্ম রোগ নিয়ে কুসংস্কার দুর করতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতে হবে।

মাথার নির্দিষ্ট জায়গায় চুল পড়ে গেলে তাকে এলোপেসিয়া এরিয়াটা বলে,এইটা অট ইমিউন রোগ।এই রোগীর মাথার এই জায়গায় চুল পড়...
18/02/2025

মাথার নির্দিষ্ট জায়গায় চুল পড়ে গেলে তাকে এলোপেসিয়া এরিয়াটা বলে,এইটা অট ইমিউন রোগ।এই রোগীর মাথার এই জায়গায় চুল পড়ে যাচ্ছে। চিকিৎসা করার পর অল্প অল্প করে চুল গজাচ্ছে।আমরা বিভিন্ন রকমের চিকিৎসা প্রদান করি।এই রোগিকে যেখানে চুল পড়ে গিয়েছে সেখানে ইনজেকশন দিয়ে ঔষধ দেওয়া হয়েছে।এইটা একুশ দিন পর পর দেওয়া হয়।চার থেকে ছয়বার দিলেই সব গুলো চুল উঠে যাবে।এইরোগ হরমোন এর তারতম্য হলেও হতে পারে।তাই নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার খেলে এবং চুল পরিষ্কার রাখলে আবার নিজে নিজে চুল গজায়।

এমন গোল গোল খত দেখলেই সবাই ভাবে এইগুলো fungus 🍄‍🟫.আসলে তা নয়।সব গুলো খত ফাংগাস নয়। রোগী রা ফাংগাস রোগকে দাউদ বলে।এই গো...
28/01/2025

এমন গোল গোল খত দেখলেই সবাই ভাবে এইগুলো fungus 🍄‍🟫.আসলে তা নয়।সব গুলো খত ফাংগাস নয়। রোগী রা ফাংগাস রোগকে দাউদ বলে।এই গোল খত একধরনের একজিমা, শীতে বেশি হয় শুষ্ক ত্বকে। টনসিলের ইনফেকশন থেকেও হয়। এজন্য শীতে ত্বকের যত্ন নেওয়া ভীষণ জরুরী। প্রতিদিন গোসল করা। গোসল এগোসলের পর পর একটা ময়শ্চারাইজার সারা গায়ে মালিশ করা, প্রত্যেক বার অজু বা হাত মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার ব্যবহার করা।রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা এইগুলো ই ত্বকের যত্ন। খেয়াল রাখতে হবে ময়েশ্চারাইজিং ক্রিম লাগানোর পরও যদি ত্বক শুষ্ক হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ময়শ্চারাইজার ঠিক নয়। সুগন্ধি যুক্ত ময়শ্চারাইজার ত্বক এর শুস্ক তা কমাতে পারে না। সুগন্ধি বিহীন লোশন ব্যবহার করেন।এবং ভেসলিন পেট্রোলিয়াম জেলি সবচেয়ে ভালো ময়শ্চারাইজার। যেকোনো লোশন এর সাথে মিক্স করে ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয়। বয়স্কদের ত্বক বেশি শুষ্ক হয়। বয়স্কদের ত্বকের বেশি যত্ন নিতে হয়। ত্বক এর যত্ন নিন, সুস্থ থাকুন।

চামড়ায় খত দেখলেই আমরা মনে করি চর্ম রোগ।সবসময় তা নয়। আমাদের হার্ট, লিভার, কিডনি তে রোগ হলে চামড়ায় তার প্রকাশ দেখা য...
23/12/2024

চামড়ায় খত দেখলেই আমরা মনে করি চর্ম রোগ।সবসময় তা নয়। আমাদের হার্ট, লিভার, কিডনি তে রোগ হলে চামড়ায় তার প্রকাশ দেখা যায়।চামড়া সকল রোগের আয়না। ভেতরের সকল গন্ডগোল বাইরে প্রকাশ পায়, চামড়ায় প্রকাশ করে। শরীরের কোথাও যক্ষ্মা রোগ হলে
চামড়ায় তার প্রকাশ দেখা যায়। নিচের ছবির বাচ্চাটাও ভীষণ পেটে ব্যথা ও চামড়ায় চুলকানি নিয়ে হাসপাতাল ভর্তি হয়। পেটের আল্ট্রাসাউন্ড করে দেখা যায় যক্ষ্মা রোগ এর লক্ষন। চামড়ায় যক্ষ্মা পরিক্ষা করে দেখল চামড়ায় যক্ষ্মা।কাজেই সবাই জানুন ও সতর্ক থাকুন।

মেয়েদের মুখে মেছতার দাগ হয়।এই দাগে তারা ফার্মেসি থেকে স্ট্যারয়েড জাতীয় ক্রিম নিয়ে মুখে লাগায়।স্ট্যারয়েড মুখে লাগা...
23/10/2024

মেয়েদের মুখে মেছতার দাগ হয়।এই দাগে তারা ফার্মেসি থেকে স্ট্যারয়েড জাতীয় ক্রিম নিয়ে মুখে লাগায়।স্ট্যারয়েড মুখে লাগালে ব্রন হয়,মুখে বেশী লোম উঠে,চামড়া পাতলা হয়ে যায়।মুখ ফেলে যায়।ধীরে ধীরে শরীর এর ভেতর নানা সমস্যা দেখা দেয়।ওজন বেড়ে যায়,লিভার, কিডনি,হাড় ক্ষতিগ্রস্থ হয়,মাসিক অনিয়মিত হয়।খুব সাবধান হতে হবে।ফর্সা হওয়ার আসায় এমন ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ মুখে লাগালে না।মেছতার চিকিৎসায় আপনি সানস্ক্রিন বেবহার করবেন। glycolic ,lactic acid আছে এমন night cream মুখে লাগাবেন।বেশি টক ফল খাবেন।

এই রোগীর সোরিয়াসিস  ও ফাংগাস রোগ একসাথে হয়েছে।সোরিয়াসিস রোগের যে মলম বা ঔষধ লাগাতে দেওয়া হয় তা ফাংগাস রোগে লাগালে ফ...
09/10/2024

এই রোগীর সোরিয়াসিস ও ফাংগাস রোগ একসাথে হয়েছে।সোরিয়াসিস রোগের যে মলম বা ঔষধ লাগাতে দেওয়া হয় তা ফাংগাস রোগে লাগালে ফাংগাস রোগ বেড়ে যায়।এই রকম জটিল অবস্থায় অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের সরনাপন্ন হোক।

এই স্ট্যারয়েড জাতীয় ঔষধ বা মলম দাউদ বা ফাংগাস রোগে লাগানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। এইটি দাউদ রোগ বাড়িয়ে দেয় ও শরীর এর...
09/10/2024

এই স্ট্যারয়েড জাতীয় ঔষধ বা মলম দাউদ বা ফাংগাস রোগে লাগানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। এইটি দাউদ রোগ বাড়িয়ে দেয় ও শরীর এর ভীষণ খতি করে।

Address

Arakan Road
Chittagong
4212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Academy of Dermatology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram