01/07/2025
Global warming মানে পুরো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের দেশেও স্বাভাবিক এর চেয়ে এখন অতিরিক্ত তাপ অনুভূত হয়।এই অতিরিক্ত গরমের কারণে চর্ম রোগ বেড়েই চলেছে। বিশেষ করে খোসপাচড়া যাকে স্কেবিস বলে তা বেড়ে যায় সাথে ফাংগাস রোগ, ঘামাচি, এবং সূর্যের তাপে ত্বক পুড়ে যায়। ছবিতে এই মহিলার ত্বক রোদে বেশি সময় অবস্থান করার কারনে ত্বক প্রতিক্রিয়া হয় একে photo contact dermatitis বলে। অতিরিক্ত তাপে অনেকের চামড়া পুড়ে যায়। যাদের রোদে গেলে মুখ জলে ,চুলকায় বা লাল হয়ে যায় তাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে রোদের যাওয়ার আগে। সানস্ক্রিন লোশন বা ক্রিম রোদ থেকে চামড়ার খতি থেকে বাচায়। এজন্য সবার উচিত রোদে যাওয়ার আধা ঘন্টা আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করা।