Dr. Panchanan Acharjee

Dr. Panchanan Acharjee Dr. Panchanan Acharjee
MD(Psychiatry)
Associate Professor & Head,
Dept. of Psychiatry, CMCH. Psychiatrist & psychotherapist from Chattogram, Bangladesh.

16/08/2025

বন্ধের বিজ্ঞপ্তি : সরকারী প্রশিক্ষনে অংশগ্রহণের জন্যে আগামী ১৬/০৮/২০২৫ খ্রিঃ হতে ২০/০৮/২০২৫ খ্রিঃ ডা. পঞ্চানন আচার্য্য স্যার চেম্বার করবেন না।
আগামী ২৩/০৮/২০২৫ খ্রিঃ হতে উনি যথারীতি চেম্বার করবেন।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ - এর সকল শিক্ষক ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নিয়মিত সেমিনারে গত ২৪/০৭/২০২৫ খ্রি: ড...
26/07/2025

চট্টগ্রাম মেডিকেল কলেজ - এর সকল শিক্ষক ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নিয়মিত সেমিনারে গত ২৪/০৭/২০২৫ খ্রি: ডা. পঞ্চানন আচার্য্য Evaluation of Skill and Attitude শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্ব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এর নিয়মিত জার্নালের এবারের সং্খ্যার মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব।

গত ০২/০৬/২০২৫ খ্রিঃ বিভাগীয় কমিশনার অফিস, চট্টগ্রাম-এর উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “Sedentary Lifestyle...
03/06/2025

গত ০২/০৬/২০২৫ খ্রিঃ বিভাগীয় কমিশনার অফিস, চট্টগ্রাম-এর উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “Sedentary Lifestyle, Work-life Balance & Psychological Wellbeing for Govt. Officials for Ensuring E-Governance”-শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. পঞ্চানন আচার্য্য, একজন আলোচক হিসেবে Sedentary Lifestyle & Work-life Balance এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন। উক্ত সেমিনারে বিভাগীয় ও জেলা অফিসের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

24/05/2025

দেখার জন্য আমন্ত্রণ...... বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস-২০২৫ খ্রিঃ...

গত ২০/০৫/২০২৫ খ্রি: চট্টগ্রাম কলেজ মিলনায়তনে 'মনোকর্ণ'ও 'অংকুরণ'- এর যৌথ উদ্যোগে আয়োজিত Breath with Us শীর্ষক এক সেমিনার...
23/05/2025

গত ২০/০৫/২০২৫ খ্রি: চট্টগ্রাম কলেজ মিলনায়তনে 'মনোকর্ণ'ও 'অংকুরণ'- এর যৌথ উদ্যোগে আয়োজিত Breath with Us শীর্ষক এক সেমিনার আয়োজিত হয়। সেমিনারে বক্তা হিসেবে ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আচার্য্য এবং মনোবিদ তোফা হাকিম।

সেমিনারে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদেরকে মানসিক চাপ কি এ বিষয়ে আলোকপাত করা হয় এবং সেটা মোকাবেলার কিছু পদ্ধতি হাতে-কলমে অভ্যাস করানো হয়। সবচেয়ে উপভোগ্য ছিল প্রায় ১ ঘন্টাব্যাপী শিক্ষার্থীদের সরাসরি প্রশ্ন ও সেসবের সরাসরি উত্তর প্রদান। এতে করেই বুঝা যায় বর্তমানে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে। এরকম আরো অনুষ্ঠানের মাধ্যমে আরো সচেতনতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে বলে ডা. পঞ্চানন আচার্য্য এর অভিমত।

এমন সুন্দর একটা আয়োজনের জন্য 'মনোকর্ণ'ও 'অংকুরণ'-কে ধন্যবাদ।

বন্ধের বিজ্ঞপ্তি : আসন্ন ঈদ ও ব্যক্তিগত কারণে ডা. পঞ্চানন আচার্য্য স্যার আগামী ২৫/০৩/২০২৫ খ্রি: হতে ০৫/০৪/২০২৫ খ্রি:পর্য...
25/03/2025

বন্ধের বিজ্ঞপ্তি : আসন্ন ঈদ ও ব্যক্তিগত কারণে ডা. পঞ্চানন আচার্য্য স্যার আগামী ২৫/০৩/২০২৫ খ্রি: হতে ০৫/০৪/২০২৫ খ্রি:পর্যন্ত চেম্বার করবেন না। তিনি আগামী ০৬/০৪/২০২৫ খ্রি:হতে পুনরায় নিয়মিত চেম্বার করবেন।

রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত। অতি জরুরি প্রয়োজনে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে (01852-302835) প্রেস্ক্রিপশনের ছবিসহ সমস্যা লিখে পাঠানোর পরামর্শ দেয়া যাচ্ছে। স্যার সময় করে উত্তর দিতে চেষ্টা করবেন।

সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা এবং শুভকামনা।

সর্বশেষ আপডেটঃ ডা. পঞ্চানন আচার্য্য স্যারের বই দুইটি নিয়মিত পাবেন- রকমারি, বাতিঘর, খড়িমাটি, এবং স্যারের চেম্বারে। বিস্তা...
08/03/2025

সর্বশেষ আপডেটঃ ডা. পঞ্চানন আচার্য্য স্যারের বই দুইটি নিয়মিত পাবেন- রকমারি, বাতিঘর, খড়িমাটি, এবং স্যারের চেম্বারে। বিস্তারিত নীচে দেখুনঃ

সরাসরিঃ
১) বাতিঘর-এর বিক্রয় কেন্দ্রে,
২) খড়িমাটি-এর বিক্রয় কেন্দ্রে,
২) স্যারের চেম্বার (এপিক ও ম্যাক্স-এ)

অনলাইনঃ
১) রকমারি-তেঃ
ভেসে চলা অন্তহীন এর লিংক- https://www.rokomari.com/book/451804/veshe-chola-ontohin
পাইরেটস অব দ্যা হেড অফিস (মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ) এর লিংক- https://www.rokomari.com/book/458604/pirates-of-the-head-office

২) বাতিঘরের ওয়েবসাইটেঃ
ভেসে চলা অন্তহীন এর লিংক- https://baatighar.com/shop/9789849798279-102892
পাইরেটস অব দ্যা হেড অফিস (মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ) এর লিংক- https://baatighar.com/shop/9789846820058-104124

৩) খড়িমাটির ওয়েবসাইটেঃ
ভেসে চলা অন্তহীন এর লিংক- https://kharimati.com/product/-------PKH2z
পাইরেটস অব দ্যা হেড অফিস (মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ) এর লিংক- https://kharimati.com/product/----------ui3Wk

‘ভেসে চলা অন্তহীন’- একটি কাব্যগ্রন্থ যেখানে স্যারের ২০০০ খ্রিঃ থেকে এ পর্যন্ত লেখা বাছাই করা কবিতাগুলো স্থান পেয়েছে। আর ‘পাইরেটস অব দ্যা হেড অফিস’ বইটি মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ প্রসঙ্গ নিয়ে এযাবত স্যারের সকল লেখা সংকলিত হয়েছে। যেখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ-সরল ভাষায় এই বিষয়গুলো নিয়ে পাঠক-পাঠিকারা জানতে পারবেন, বুঝতে পারবেন।

সকলের প্রতি অনুরোধ রইল- বইগুলো কিনুন, এবং নিজেকে সমৃদ্ধ করুন।

🥳🥳🥳   বই, বই, বই... আগ্রহীদের জন্য ডা. পঞ্চানন আচার্য্য স্যারের দুইটি নতুন বই। পাওয়া যাচ্ছে অফলাইন ও অনলাইনে। নীচে দেখুন...
26/02/2025

🥳🥳🥳 বই, বই, বই... আগ্রহীদের জন্য ডা. পঞ্চানন আচার্য্য স্যারের দুইটি নতুন বই। পাওয়া যাচ্ছে অফলাইন ও অনলাইনে। নীচে দেখুনঃ

অফলাইনঃ
১) বইমেলাতে 'খড়িমাটি'-র স্টলে (ঢাকা স্টল নং ৪৫-৪৬; চট্টগ্রাম স্টল নং ৮৭-৮৮)
২) স্যারের চেম্বার (এপিক ও ম্যাক্স-এ)

অনলাইনঃ
১) রকমারি-তেঃ
ভেসে চলা অন্তহীন এর লিংক- https://www.rokomari.com/book/451804/veshe-chola-ontohin
পাইরেটস অব দ্যা হেড অফিস (মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ) এর লিংক- https://www.rokomari.com/book/458604/pirates-of-the-head-office

২) খড়িমাটির ওয়েবসাইটেঃ
ভেসে চলা অন্তহীন এর লিংক- https://kharimati.com/product/-------PKH2z
পাইরেটস অব দ্যা হেড অফিস (মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ) এর লিংক- https://kharimati.com/product/----------ui3Wk

‘ভেসে চলা অন্তহীন’- একটি কাব্যগ্রন্থ যেখানে স্যারের ২০০০ খ্রিঃ থেকে এ পর্যন্ত লেখা বাছাই করা কবিতাগুলো স্থান পেয়েছে। আর ‘পাইরেটস অব দ্যা হেড অফিস’ বইটি মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ প্রসঙ্গ নিয়ে এযাবত স্যারের সকল লেখা সংকলিত হয়েছে। যেখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ-সরল ভাষায় এই বিষয়গুলো নিয়ে পাঠক-পাঠিকারা জানতে পারবেন, বুঝতে পারবেন।

সকলের প্রতি অনুরোধ রইল- বইগুলো কিনুন, এবং নিজেকে সমৃদ্ধ করুন।

🥳🥳🥳   আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করছি। এবারের বইমেলাতে প্রকাশিত হয়েছে ডা. পঞ্চানন আচার্য্য স্যারের দুইটি নতুন বই। পাওয়া যাচ...
18/02/2025

🥳🥳🥳 আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করছি। এবারের বইমেলাতে প্রকাশিত হয়েছে ডা. পঞ্চানন আচার্য্য স্যারের দুইটি নতুন বই। পাওয়া যাচ্ছে বইমেলাতে 'খড়িমাটি'-র স্টলে (ঢাকা স্টল নং ৪৫-৪৬; চট্টগ্রাম স্টল নং ৮৭-৮৮; ছবি দেয়া আছে) এবং খড়িমাটির ওয়েবসাইটে https://kharimati.com/product/-------PKH2z এই লিংকে। আর রকমারি-তে https://www.rokomari.com/book/451804/veshe-chola-ontohin এই লিংকে। ‘পাইরেটস অব দ্যা হেড অফিস’ বইটি আগামী ২১ তারিখের দিকে সবখানেই পাওয়া যাবে আশা রাখি। স্যারের চেম্বারেও বই দুইটি পাওয়া যাবে ছাড়কৃত মূল্যে।

‘ভেসে চলা অন্তহীন’- একটি কাব্যগ্রন্থ যেখানে স্যারের ২০০০ খ্রিঃ থেকে এ পর্যন্ত লেখা বাছাই করা কবিতাগুলো স্থান পেয়েছে। আর ‘পাইরেটস অব দ্যা হেড অফিস’ বইটি মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ, মনস্তত্ত্ব ও বিবিধ প্রসঙ্গ নিয়ে এযাবত স্যারের সকল লেখা সংকলিত হয়েছে। যেখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ-সরল ভাষায় এই বিষয়গুলো নিয়ে পাঠক-পাঠিকারা জানতে পারবেন, বুঝতে পারবেন।

সকলের প্রতি অনুরোধ রইল- বইগুলো কিনুন, এবং নিজেকে সমৃদ্ধ করুন।

নতুন নোটিশ: ডা. পঞ্চানন আচার্য্য-এর চেম্বার সম্পর্কিত সচরাচর জানতে চাওয়া বিষয়াদিঃ ১) চেম্বারঃ ম্যাক্স হাসপাতাল - শনি থেক...
31/01/2025

নতুন নোটিশ:
ডা. পঞ্চানন আচার্য্য-এর চেম্বার সম্পর্কিত সচরাচর জানতে চাওয়া বিষয়াদিঃ
১) চেম্বারঃ
ম্যাক্স হাসপাতাল - শনি থেকে বুধ ৩.০০ টা থেকে ৬ টা,
এপিক (নতুন পূর্বগেইট শাখা) - শনি থেকে বুধ সন্ধ্যা ৭টা থেকে ৯ টা।
বৃহস্পতি ও শুক্রবার বন্ধ।
২) সিরিয়াল নেবার পদ্ধতিঃ
ম্যাক্স হাসপাতালঃ শনিবার থেকে বুধবার সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে 01841-267036 এই নাম্বারে কল দিয়ে সিরিয়াল নিবেন।
এপিক (নতুন পূর্বগেইট শাখা)তে দেখানোর জন্য এপিকের রিসেপশন থেকে সরাসরি বা ফোনে সিরিয়াল নিবেন।
৩) সিরিয়াল সম্পর্কিত কিছু তথ্যঃ
- প্রতিদিন নির্ধারিত সংখ্যক রোগীর সিরিয়াল দেয়া হয়, যাতে যার যতটুকু প্রয়োজন সেই সময়টা রোগিকে দেয়া যায়। এরপর মোবাইল বন্ধ থাকে।
- অনেকেই একসাথে চেষ্টা করেন, তাই হয়তো নির্ধারিত সময়ে সিরিয়াল নিতে কিছুটা ঝামেলা হয়। সিরিয়াল নেয়ার এই কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটার বিকল্প আর কোন সহজ পদ্ধতি এখনো ব্যবস্থা করতে পারছি না।
তবে, প্রতিদিনই অন্য রোগী এই নাম্বারে ফোন করেই সিরিয়াল নিয়ে দেখা করছেন। তাই একটু ধৈর্য্য ধরে চেষ্টা করবেন আশা রাখি।
- **সিরিয়াল না পাওয়া পর্যন্ত ঔষধ বন্ধ না করে প্রেসক্রিপশন অনুসারে ঔষধ চালিয়ে যাবেন।
- সিরিয়ালের বাইরে রোগী দেখার অনুরোধ না করার জন্য অগ্রীম ধন্যবাদ।
- WhatsApp এ সিরিয়াল সংক্রান্ত কোন আলাপ দয়া করে করবেন না।
৪) জরুরী সমস্যায় WhatsApp এ মেসেজ দিতে পারেন। WhatsApp এর নাম্বার 01852-302835, রোগীর অবস্থা বেশী সমস্যাজনক হলে নিকটস্থ এমবিবিএস চিকিৎসকের পরামর্শ অনুসারে হাসপাতালে ভর্তি করা/প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
৫) WhatsApp সম্পর্কিত তথ্যঃ
- WhatsApp এর নাম্বার 01852-302835
- এখানে শুধুমাত্র রোগিদের সুবিধার জন্যই রোগ সংক্রান্ত সাধারণ সমস্যা বা জিজ্ঞাসার উত্তর বিনামূল্যে দেয়া হয়, যাতে করে অল্প সমস্যায় বা কিছু একটা জানার জন্য চেম্বারে আসা না লাগে এবং আপনারই টাকা খরচ, সময় নষ্ট বা শারীরিক কষ্ট কম হয়।
- জরুরী সমস্যা হলে প্রেস্ক্রিপশন এর ছবি তুলে এবং সেই সাথে আপনার সমস্যা লিখে জানান। ডা. পঞ্চানন স্যার ব্যস্ততার মধ্যে উনার সুযোগমত সময়ে উত্তর দিবেন। সে পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য অগ্রিম ধন্যবাদ।
- দয়া করে WhatsApp -এ ফোন কল বা ভিডিও কল করবেন না।***
বিভিন্ন যৌক্তিক কারণেই ফোন ধরা বা ফোন কলে কোন যোগাযোগ করা হয় না।

27/06/2024

INVITATION

আমন্ত্রণ...
24/06/2024

আমন্ত্রণ...

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত মনের খবর টিভির নিয়মিত

মাসিক আয়োজন "সাইকিয়াট্রির A to Z"

বিষয়:ম্যানিয়া নিয়ে যতো কথা
সময়ঃ ২৭ জুন, বৃহস্পতিবার রাত ৯:০০ টায়

এমন কিছু মানুষ আছেন যারা এক সময় মানসিকভাবে ভীষণ উৎফুল্ল থাকেন আবার কয়েক দিন পরেই হতাশায় ডুবে যান। দু'টি অনুভূতির তীব্রতাই অনেক বেশি থাকে।

যারা এ ধরণের চরম মেজাজ পরিবর্তনে ভুগছেন তাদের জানা জরুরি এটি বাইপোলার ডিসঅর্ডারের প্রভাবে কিনা।

'বাইপোলার ডিসঅর্ডার' এমন এক ধরণের তীব্র মানসিক স্বাস্থ্য পরিস্থিতি যা আপনার মুড বা মেজাজকে প্রভাবিত করে। এটি 'ম্যানিক ডিপ্রেশন' নামেও পরিচিত।

সাধারণত আপনি যদি হঠাৎ খুব আনন্দিত অনুভব করেন, অতিরিক্ত অ্যাকটিভ বা সক্রিয় হয়ে যান, মন অস্থির থাকে এবং তারপর হঠাৎ আপনার এনার্জি অনেক কমে যায়, প্রচণ্ড বিষণ্ণ বোধ করেন তাহলে আপনার বাইপোলার ডিসঅর্ডার থাকতে পারে।

মেজাজের এই চরম উত্থান পতনের অনুভূতি কয়েক দিন এমনকি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই একেক ধরণের মেজাজের সময়কালকে 'মুড এপিসোড' বলা হয়।

মন চরম উৎফুল্ল বা অতিরিক্ত অ্যাকটিভ থাকার এপিসোডকে বলা হয় 'ম্যানিয়া' এবং বিষণ্ণ ও অলস থাকার এপিসোডকে বলে 'ডিপ্রেশন'।

বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্তরা কিছু সময় স্বাভাবিকও থাকতে পারেন।

আক্রান্তদের অনুভূতিগুলো এতো তীব্র থাকে যে এতে তার প্রতিদিনের রুটিন, সামাজিক যোগাযোগ, প্রিয়জনের সাথে সম্পর্ক, অফিস, পড়াশোনা বা যেকোনও কাজের ওপর বিরূপ প্রভাব পড়ে। এতে আত্মহত্যার ঝুঁকিও বেড়ে যায়।
বিস্তারিত জানতে চোখ রাখুন মনের খবর টিভির পর্দায়

সাথে থাকবেনঃ

ডা. পঞ্চানন আচার্য্য
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মনোরোগবিদ্যা বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার:
ম্যাক্স ডায়াগনস্টিক লিঃ ৩৫/৩৬, মেহেদীবাগ রোড, চট্টগ্রাম।
সাক্ষাতের সময়ঃ শনি-বুধ বার, বিকাল ৩টা-৬.৩০টা।
ল্যাব এইড ডায়াগনস্টিক এম এম আলী রোড, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম।
সাক্ষাতের সময়ঃ শনি-বুধ বার, বিকাল ৬.৩০টা-রাত ৯টা।
সরাসরি সিরিয়াল: ০১৮৫২-৩০২৮৩৫ সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যে

সঞ্চালনায়,
আফসানা রহমান লিওনি
সাইকোলজিস্ট

Address

Chittagong

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801852302835

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Panchanan Acharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Panchanan Acharjee:

Share

Category

About Dr. Panchanan (In short) www.drpanchanan.com

Assistant Professor & Head of the Dept., Dept. of Psychiatry, Chittagong Medical College & Hospital, Chattogram-4203.

Dr. Panchanan Acharjee, MBBS, MD (Psychiatry),

Psychiatrist & Psychotherapist,

Chamber: