
19/09/2025
জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে বিগত ১৩/ ০৯/২০২৫ খ্রিঃ তারিখে “নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য”- শীর্ষক একটি সেমিনার চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে ডা. পঞ্চানন আচার্য্য “Young care, timeless mind.” শিরোনামে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করেন।