26/12/2025
⭕এন্ডোস্কোপিক পদ্ধতিতে সর্বাধুনিক Medtronic (Originator brand) মাইক্রোডেব্রাইডার ব্যবহার করে
বাইরে কোনো প্রকার কাটা–ছেঁড়া ছাড়াই ভোকাল কর্ড পলিপ/সিস্ট অপারেশন করা যায়। নীচের ভিডিওতে দেখুন।
👉ভোকাল কর্ড পলিপ/সিস্ট কী?
দীর্ঘদিনের কণ্ঠে চাপ, ভুলভাবে কথা বলা, ধূমপান, এসিড রিফ্লাক্স বা সংক্রমণের কারণে ভোকাল কর্ডে পলিপ বা সিস্ট তৈরি হতে পারে। এতে কণ্ঠ ভাঙা, কর্কশতা, স্বর বসে যাওয়া বা কথা বলতে কষ্ট হয়।
🔸অপারেশন কীভাবে করা হয়?
✔ সম্পূর্ণ এন্ডোস্কোপিক পদ্ধতি
মুখ দিয়ে এন্ডোস্কোপ প্রবেশ করিয়ে সরাসরি ভোকাল কর্ড দেখা হয়—গলার বাইরে কোনো কাটা নেই।
✔ Medtronic (Originator) Microdebrider
উচ্চমানের, অত্যন্ত সূক্ষ্ম কাটিং ও সাকশন সিস্টেমের মাধ্যমে—
শুধু রোগাক্রান্ত পলিপ/সিস্ট অংশই অপসারণ
সুস্থ ভোকাল কর্ড টিস্যু অক্ষত থাকে
✔ Microlaryngeal Precision
মাইক্রো লেভেলে কাজ হওয়ায় কণ্ঠের স্বাভাবিক গঠন ও কার্যকারিতা রক্ষা পায়।
✅ এই আধুনিক পদ্ধতির সুবিধা
🔹 বাইরে কোনো কাটা–ছেঁড়া বা দাগ নেই
🔹 রক্তপাত খুবই কম
🔹 ভোকাল কর্ডের ক্ষতি হওয়ার ঝুঁকি কম
🔹 দ্রুত কণ্ঠের উন্নতি
🔹 হাসপাতালে থাকার সময় কম
🔹 দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা
👉কারা উপকৃত হবেন?
যাদের দীর্ঘদিন ধরে—
কণ্ঠ ভাঙা বা বসে যাওয়া
কথা বললে ক্লান্তি
গায়ক, শিক্ষক, ইমাম, বক্তা, কল সেন্টার কর্মী
তাদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর।
🔴সংক্ষেপে:
এন্ডোস্কোপিক ভোকাল কর্ড সার্জারি + Medtronic Microdebrider = নিরাপদ, নিখুঁত ও আধুনিক চিকিৎসা,
যেখানে বাইরে কোনো কাটা–ছেঁড়া ছাড়াই কণ্ঠ ফিরে পায় তার স্বাভাবিক স্বর।
🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
বিএমডিসি রেজিঃ এ ৪৫০৮২
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।