03/09/2025
রোগীর (আবদুল করিম,চকরিয়া, কক্সবাজার)কণ্ঠে অভিব্যক্তি(সেপ্টোপ্লাষ্টি অপারেশন)
“আলহামদুলিল্লাহ! আজ আমি নতুনভাবে জীবনকে উপভোগ করছি। মনে হচ্ছে বুকভরে শ্বাস নেওয়া যেন এক অপার শান্তি—যেটা এতদিন শুধু স্বপ্ন মনে হতো।
প্রায় দুই বছর ধরে আমি নাকের হাড় বাকা (DNS) সমস্যায় ভুগছিলাম। সেই সময়টা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। প্রতিদিন নাক বন্ধ হয়ে থাকতো, রাতে হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যেত, চোখ-মাথা ব্যথায় দিন কাটতো। এমনকি নাক ডাকার জন্য পরিবারেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো।
ডাক্তাররা বারবার বলতেন—অপারেশন ছাড়া উপায় নেই। কিন্তু ভয় আমাকে পেয়ে বসেছিল। চারপাশে যারা বলতো—“অপারেশন করলে নাকি ভালো হয় না, আবার করতে হয়”—তাদের কথায় আমি আরও দুশ্চিন্তায় ভুগতাম। তাই ওষুধ খেয়েই দিন কাটাতে থাকি। মন্টিলুকাস্ট আর লোরাডিটিন যেন আমার নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল।
কিন্তু এভাবে কতদিন? একেক মাস প্রায় পুরো সময়ই অসুস্থ থাকতে হতো। অবশেষে যখন চাকরি পেলাম, তখনও এই সমস্যার কারণে কাজে যোগ দিতে পারলাম না। ওরা স্পষ্ট জানিয়ে দিল—‘আগে অপারেশন করান, তারপর জয়েন করবেন।’ তখন মনে হলো—আর দেরি করলে শুধু কষ্টই বাড়বে, তাই ভয়ের দেয়াল ভেঙে সাহস নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নিলাম।
আজ সেই সিদ্ধান্তই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
অপারেশনের পর মনে হচ্ছে—আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। এখন স্বস্তির সঙ্গে নিঃশ্বাস নিতে পারি, বুকের ভেতরে আর কোনো চাপ নেই। যে সমস্যাগুলো এতদিন আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল—সবকিছু থেকেই মুক্তি পেয়েছি।
আমার জীবনে এই নতুন সূচনার পেছনে যিনি রয়েছেন, তিনি হলেন ডা. আলমগীর মো: সোয়েব স্যার—ENT Specialist & Head Neck Surgeon। সত্যিই স্যারের হাতের দক্ষতা ও আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। শুধু সার্জন নন, তিনি একজন মানবিক ডাক্তারও। রোগীর আর্থিক সমস্যা শুনে সাধ্যমতো সহযোগিতা করার মানসিকতা তাঁর মধ্যে রয়েছে।
আজ আমি স্যারের সাথে তাঁর চেম্বারে ক্যামেরাবন্দি হয়েছি। ছবিটা আমার কাছে শুধু একটা ছবি নয়, বরং কষ্ট থেকে স্বস্তিতে ফিরে আসার প্রতীক।
আল্লাহ আমার প্রিয় ডাক্তারকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দিন। আমিন।”
🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১
🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯
🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫
#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।