Dr. Alamgir Md. Shoab - ENT Specialist And Head Neck Surgeon

Dr. Alamgir Md. Shoab - ENT Specialist And Head Neck Surgeon ENT specialist and Head Neck Surgeon working as Senior Consultant at Medical Centre Hospital, Ctg. 1. Medical Centre Hospital, 953 O.R. Chattogram. A.
(1)

NIzam road (GEC Circle), Ctg. Visiting time : Sunday, Tuesday at 5:00 to 9:00 PM, Thursday at 8-10 pm Mobile - 01783558161/ 01978117371

2.Qrex Diagnostic and Consultation Centre, Plot-9/A, Road-1, Lane-2, Blok-G, Halishahar R/A . Visiting hour- Saturday , Monday at 8:30 PM to 10:00 PM, Thursday 3-5 pm
Mobile - 01828 880299, 02 3333 17090 / 01978117371

3. Karnafuli Diagnostic Complex, M. Hashem Tower, 2 no. Mailer matha, Airport Road, Bandar, Ctg. Visiting hour : 4:30 to 7:30 PM (Saturday and Monday)
Mobile : 02 3333 40455, 01615 740455, 01619740455 / 01978117371

03/09/2025

রোগীর (আবদুল করিম,চকরিয়া, কক্সবাজার)কণ্ঠে অভিব্যক্তি(সেপ্টোপ্লাষ্টি অপারেশন)

“আলহামদুলিল্লাহ! আজ আমি নতুনভাবে জীবনকে উপভোগ করছি। মনে হচ্ছে বুকভরে শ্বাস নেওয়া যেন এক অপার শান্তি—যেটা এতদিন শুধু স্বপ্ন মনে হতো।

প্রায় দুই বছর ধরে আমি নাকের হাড় বাকা (DNS) সমস্যায় ভুগছিলাম। সেই সময়টা আমার জন্য ভীষণ কষ্টকর ছিল। প্রতিদিন নাক বন্ধ হয়ে থাকতো, রাতে হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যেত, চোখ-মাথা ব্যথায় দিন কাটতো। এমনকি নাক ডাকার জন্য পরিবারেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো।

ডাক্তাররা বারবার বলতেন—অপারেশন ছাড়া উপায় নেই। কিন্তু ভয় আমাকে পেয়ে বসেছিল। চারপাশে যারা বলতো—“অপারেশন করলে নাকি ভালো হয় না, আবার করতে হয়”—তাদের কথায় আমি আরও দুশ্চিন্তায় ভুগতাম। তাই ওষুধ খেয়েই দিন কাটাতে থাকি। মন্টিলুকাস্ট আর লোরাডিটিন যেন আমার নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল।

কিন্তু এভাবে কতদিন? একেক মাস প্রায় পুরো সময়ই অসুস্থ থাকতে হতো। অবশেষে যখন চাকরি পেলাম, তখনও এই সমস্যার কারণে কাজে যোগ দিতে পারলাম না। ওরা স্পষ্ট জানিয়ে দিল—‘আগে অপারেশন করান, তারপর জয়েন করবেন।’ তখন মনে হলো—আর দেরি করলে শুধু কষ্টই বাড়বে, তাই ভয়ের দেয়াল ভেঙে সাহস নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নিলাম।

আজ সেই সিদ্ধান্তই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

অপারেশনের পর মনে হচ্ছে—আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। এখন স্বস্তির সঙ্গে নিঃশ্বাস নিতে পারি, বুকের ভেতরে আর কোনো চাপ নেই। যে সমস্যাগুলো এতদিন আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল—সবকিছু থেকেই মুক্তি পেয়েছি।

আমার জীবনে এই নতুন সূচনার পেছনে যিনি রয়েছেন, তিনি হলেন ডা. আলমগীর মো: সোয়েব স্যার—ENT Specialist & Head Neck Surgeon। সত্যিই স্যারের হাতের দক্ষতা ও আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। শুধু সার্জন নন, তিনি একজন মানবিক ডাক্তারও। রোগীর আর্থিক সমস্যা শুনে সাধ্যমতো সহযোগিতা করার মানসিকতা তাঁর মধ্যে রয়েছে।

আজ আমি স্যারের সাথে তাঁর চেম্বারে ক্যামেরাবন্দি হয়েছি। ছবিটা আমার কাছে শুধু একটা ছবি নয়, বরং কষ্ট থেকে স্বস্তিতে ফিরে আসার প্রতীক।
আল্লাহ আমার প্রিয় ডাক্তারকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দিন। আমিন।”

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

⭕গলায় হাড় বেড়ে যাওয়া — স্টাইলয়েড প্রসেস অপারেশন (স্টাইলয়েডেক্টমি)৩৮ বছর বয়সী মোঃ রাশেদুল আলম দীর্ঘদিন ধরে এক অজানা গলার ...
01/09/2025

⭕গলায় হাড় বেড়ে যাওয়া — স্টাইলয়েড প্রসেস অপারেশন (স্টাইলয়েডেক্টমি)
৩৮ বছর বয়সী মোঃ রাশেদুল আলম দীর্ঘদিন ধরে এক অজানা গলার ব্যথায় ভুগছিলেন। গলার এক পাশে কাঁটার মতো বেদনা, চোয়ালে ব্যথা, গিলতে কষ্ট, মাঝে মাঝে কানের ভিতরে বা গোড়ায় ব্যাথা — এসব উপসর্গ নিয়ে তিনি বহু চিকিৎসকের শরণাপন্ন হন।

টনসিল ইনফেকশন ভেবে অনেকদিন অ্যান্টিবায়োটিক সেবন করলেও ব্যথা যাচ্ছিল না। বরং দিন দিন বাড়ছিল। অবশেষে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে সমস্যাটির প্রকৃত কারণ — Eagle’s Syndrome।

এ রোগে স্টাইলয়েড হাড়টি অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গলার ভেতরের স্নায়ু ও পেশিতে চাপ সৃষ্টি করে ব্যথা তৈরি করে। একমাত্র কার্যকর সমাধান হলো স্টাইলয়েডেক্টমি অপারেশন — অর্থাৎ অস্বাভাবিক হাড়টি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ।

আলহামদুলিল্লাহ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অপারেশনের পরপরই রোগী তাৎক্ষণিকভাবে ব্যথামুক্তির অভিজ্ঞতা জানান।

🔹 যদি আপনারও হয়—
• দীর্ঘদিন ধরে অজানা গলার ব্যথা
• গিলতে কষ্ট
• কানে বা ঘাড়ে ছড়ানো ব্যথা
👉 তবে দেরি না করে একজন অভিজ্ঞ নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

#স্টাইলয়েডেক্টমি

#গলারঅপারেশন
#নাক_কান_গলা_চিকিৎসা

মিসেস রুবি আক্তার নামের আরও একজন রোগীর সফল কানের পর্দার অপারেশনের পর নতুন পর্দার ছবি বুঝিয়ে দেয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ...
31/08/2025

মিসেস রুবি আক্তার নামের আরও একজন রোগীর সফল কানের পর্দার অপারেশনের পর নতুন পর্দার ছবি বুঝিয়ে দেয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। বিস্তারিত জানতে কমেন্ট এ ক্লিক করুন।

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

31/08/2025

বিস্তারিত জানুন......
২ বছর ধরে নাকের ভিতর পঁচতে থাকা খেলনার ব্যাটারিটি আলহামদুলিল্লাহ চেম্বারেই বের করতে সক্ষম হই।

দেখুন, ব্যাটারির পিতলের আবরনটি পুরুটিই ক্ষয় হয়ে ভিতরের কার্বন এবং অন্যান্য কেমিক্যাল বের হচ্ছিল। শিশুটির নাকের ভেতরের অবস্থাটি একবার চিন্তা করে দেখুন।

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

30/08/2025

নোটিশ
ছুটি শেষে আগামীকাল রবিবার (৩১/০৮/২৫ ইং) হতে সকল চেম্বার কার্যক্রম আগের নিয়মে চালু হবে ইনশাআল্লাহ।
জরুরী প্রয়োজনে নিচের নাম্বারে যোগাযোগ করুন:
০১৭৮৩-৫৫৮১৬১, ০১৯৭৮১১৭৩৭২
কমেন্ট সেকশনে চেম্বারের ঠিকানা এবং সিরিয়াল নাম্বার দেয়া হলো।

২ বছর ধরে নাকের ভিতর পঁচতে থাকা খেলনার ব্যাটারিটি আলহামদুলিল্লাহ চেম্বারেই বের করতে সক্ষম হই। দেখুন, ব্যাটারির পিতলের আব...
30/08/2025

২ বছর ধরে নাকের ভিতর পঁচতে থাকা খেলনার ব্যাটারিটি আলহামদুলিল্লাহ চেম্বারেই বের করতে সক্ষম হই।

দেখুন, ব্যাটারির পিতলের আবরনটি পুরুটিই ক্ষয় হয়ে ভিতরের কার্বন এবং অন্যান্য কেমিক্যাল বের হচ্ছিল। শিশুটির নাকের ভেতরের অবস্থাটি একবার চিন্তা করে দেখুন।

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

29/08/2025

অসহ্য কানের ব্যাথা থেকে মুক্তি — কৃতজ্ঞতা আল্লাহর প্রতি
টিটু দাশ সাহেব প্রায় দুই সপ্তাহ ধরে কানের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। গত এক সপ্তাহ হাসপাতালে ইনজেকশন নেওয়ার পরও ব্যথা একটুও কমছিল না। এতটাই অসহ্য কষ্টে ছিলেন যে চেম্বারে এসে আমাকে জড়িয়ে ধরে অনুরোধ করেছিলেন— “ডাক্তার সাহেব, কোনোভাবে আমাকে এই কষ্ট থেকে বাঁচান।”

আলহামদুলিল্লাহ, এক সপ্তাহের চিকিৎসার পর এখন তিনি অনেকটাই সুস্থ। তার চেহারা ও শারীরিক অবস্থার পরিবর্তন সত্যিই লক্ষণীয়। যে মানুষটিকে প্রথম দিন ব্যথার কারণে তাকানোই কঠিন ছিল, আজ তার মুখে আবারো হাসি ফুঁটেছে। ফিরে এসেছে চেহারার সৌন্দর্য।

👉 রোগীর এই হাসিই চিকিৎসকের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় শান্তি।

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

#কানের_চিকিৎসা িকিৎসা #আলহামদুলিল্লাহ

28/08/2025
28/08/2025
👉সেপ্টোপ্লাস্টি অপারেশনের পর সম্মানিত রোগী জনাব কামাল পাশা সাহেবের অভিব্যক্তি :আসসালামু আলাইকুম আমি এখন অনেক বেটার ফিল ক...
28/08/2025

👉সেপ্টোপ্লাস্টি অপারেশনের পর সম্মানিত রোগী জনাব কামাল পাশা সাহেবের অভিব্যক্তি :
আসসালামু আলাইকুম
আমি এখন অনেক বেটার ফিল করছি।
আলহামদুলিল্লাহ।
সত্যি কথা বলতে কি অপারেশনের আগে ও পরে দুনিয়া আমার কাছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের।
বর্তমান অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য নয়।
এই মুহূর্তে সেসব মানুষের কথাটাই মনে পড়ছে
যারা এ ধরনের সমস্যায় ভুগছে কিন্তু সামর্থের অভাবে বুক ভরে শ্বাস নেওয়ার মতো আল্লাহ প্রদত্ত নেয়ামত থেকে বঞ্চিত।
যদি সম্ভব হয় এসব অভাবি মানুষদের জন্য বিশেষ প্যাকেজ রাখবেন।
মহান আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।

জি এম কামাল পাশা

বিস্তারিত জানতে নীচের কমেন্টে ক্লিক করুন

সফল কানের পর্দার অপারেশনের পর নতুন পর্দার ছবি বুঝিয়ে দেয়া হচ্ছে। 🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েবএমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল ক...
28/08/2025

সফল কানের পর্দার অপারেশনের পর নতুন পর্দার ছবি বুঝিয়ে দেয়া হচ্ছে।

🔷🔹▪️ডাঃ আলমগীর মোঃ সোয়েব
এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল), ডিএলও (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন
কানের মাইক্রো ইয়ার সার্জারি ও নাকের সাইনাস সার্জারির উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (রামাইয়া ইউনিভার্সিটি অব এপলাইড সায়েন্স - ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট (ইএনটি),
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

চেম্বার ও যোগাযোগ :
🅾️মেডিকেল সেন্টার হাসপাতাল, জিইসি, চট্টগ্রাম।
রুম নং: ৪৬৪ (৪র্থ তলা), ৯৫৩, ও আর নিজাম রোড (জিইসি মোড়), গ্রামীণ ফোন অফিস বিল্ডিং
চেম্বার সময়:
রবি ও মঙ্গল: বিকাল ৫টা – রাত ৯টা
বৃহস্পতিবার: সন্ধ্যা ৭টা – রাত ১০টা
ফোন: ০১৭৮৩-৫৫৮১৬১

🅾️কিউরেক্স ডায়াগনোষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার
প্লট ৯/এ, রোড-১, লেইন-২, ব্লক-জি, হালিশহর (বড়পুল এ সি মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: রাত ৮:৩০ – ১০:০০
বৃহস্পতি: বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
ফোন: ০২-৩৩৩৩১৭০৯০, ০১৮২৮-৮৮০২৯৯

🅾️কর্ণফুলি ডায়াগনষ্টিক কমপ্লেক্স
এম এ হাশেম টাওয়ার, ২ নং মাইলের মাথা, এয়ারপোর্ট রোড, বন্দর, চট্টগ্রাম
চেম্বার সময়:
শনি ও সোম: বিকাল ৫টা – সন্ধ্যা ৭:৩০
ফোন: ০২-৩৩৩৩৪০৪৫৫, ০১৬১৫-৭৪০৪৫৫




#ডাক্তার_আলমগীর_মোঃ_সোয়েব
নাক কান গলার রোগে সঠিক চিকিৎসার নিশ্চয়তা।

Address

OR Nizam Road, GEC
Chittagong

Opening Hours

Tuesday 05:00 - 21:00
Thursday 05:00 - 20:00
Sunday 04:00 - 21:00

Telephone

+8801717117372

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Alamgir Md. Shoab - ENT Specialist And Head Neck Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Alamgir Md. Shoab - ENT Specialist And Head Neck Surgeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram