Asthma Therapy

Asthma Therapy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma Therapy, Medical and health, Chittagong.

21/11/2022
স্কিন কেয়ার ট্যাবলেট
20/11/2022

স্কিন কেয়ার ট্যাবলেট

18/11/2022

আসসালামু আলাইকুম
প্রিয় গ্রাহক, আপনারা অনেকেই অগ্রিম কোন প্রে মেন্ট ছাড়া প্রোডাক্ট কনফার্ম করেন। এবং কোন কারণ ছাড়া এই প্রোডাক্ট রিটার্ন করে দেন। যার জন্য আমাদের কে কুরিয়ার এর টাকা টা আমাদের কোম্পানি কে দিতে হয়। তাই, আমরা অনেকের থেকেই অগ্রিম কুরিয়ার এর টাকা নিয়ে থাকি,আবার অনেকের উপরে বিশ্বাস করে আমরা কোন টাকা না নিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেয়। কিন্তু আপনারা অনেকেই আছেন কোন কারন ছাড়া প্রোডাক্ট রিটার্ন করে দেন। আর পরবর্তীতে আমাদেরকে এর জবাবদিহিতা করতে হয়, এবং কুরিয়ার এর টাকা টা দিতে হয়। দয়া করে কেও এইরকম প্রতারণা করবেন না, ধন্যবাদ।

17/11/2022

ব্রঙ্কাইটিস

মিউকাস (কফ) সমেত একটা বিরক্তিকর কাশি এবং শ্বাসগ্রহণের কষ্ট হল ব্রঙ্কাইটিসের সূচক| সমস্যা শুরু হয় যখন ফুসফুসে শ্বাসনালী, যা ব্রঙ্কিয়াল টিউব নামে পরিচিত, সংক্রমিত বা উত্তেজিত হয় এবং ফুলে যায়| এটা বাতাসের পক্ষে নলের মধ্যে ঢোকা ও বের হওয়াকে কঠিন করে তোলে, যার ফলে শ্বাসগ্রহণ কষ্টকর হয়| ব্রঙ্কাইটিসে উদ্বিগ্ন হওয়ার মত কিছু নেই এবং সঠিক রোগনির্ণয়ের পরে এটা সম্পূর্ণরূপে চিকিৎসাযোগ্য| ব্রঙ্কাইটিসের সাধারণ কারণগুলির মধ্যে কয়েকটি হল জীবাণু, ভাইরাস, উত্তেজক বস্তুসমূহ, ধোঁয়া, এবং রাসায়নিক পদার্থ|

'সঠিক রোগনির্ণয় এবং চিকিৎসা ব্রঙ্কাইটিস নিরাময় করতে পারে '

মোটামুটিভাবে, দুই ধরণের ব্রঙ্কাইটিস হয় -

তীব্র ব্রঙ্কাইটিস - এটা অনেক বেশী সাধারণ, যা ভাইরাল বা জীবাণুঘটিত সংক্রমণের কারণে হয়ে থাকে| অন্যান্যগুলির মধ্যে, এর কয়েকটি লক্ষণের মধ্যে অন্তর্ভূক্ত হয়েছে কাশি, জ্বর, গলায় ঘা এবং নিঃশ্বাসে সাঁ সাঁ শব্দ| এটা সাধারণত কয়েক সপ্তাহ স্থায়ী হয়, কিন্তু পরবর্তীতে সাধারণত এটা আর কোন সমস্যার কারণ হয় না|

দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস - এটা তীব্র ব্রঙ্কাইটিসের চেয়ে কিছু বেশী গুরুতর| এই ধরণের ব্রঙ্কাইটিস সাধারণত বারে বারে হয় বা দীর্ঘদিন ধরে চলতে থাকে| এটা ফুসফুসের অন্য কোন সমস্যার প্রতি ইঙ্গিত করে, যেমন সিওপিডি| প্রধান লক্ষণগুলি হল কাশি এবং শ্বাসগ্রহণের সমস্যা যা মাস বা বছরভর লেগেই থাকে| ধূমপান হল দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের সবচেয়ে সাধারণ কারণ| মনে রাখার মতন জরুরী বিষয় এই যে সঠিক রোগনির্ণয় এবং চিকিৎসা সহযোগে, ব্রঙ্কাইটিস নিরাময়যোগ্য|

একজন চিকিৎসকের সঙ্গে কখন দেখা করতে হয় ?

তীব্র বা দীর্ঘস্থায়ী যাই হোক না কেন, ব্রঙ্কাইটিসের দরকার চিকিৎসাগত মনোযোগ যাতে আপনি উপযুক্ত চিকিৎসা পেতে পারেন| যদি আপনি দেখেন যে আপনার কাশিতে নিচের বৈশিষ্ট্যগুলি রয়েছে, তবে এটা জরুরী যত তাড়াতাড়ি সম্ভব আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা|

যদি আপনি কাশিতে রক্ত বা ঘন/কালো মিউকাস (কফ) দেখেন

যদি আপনি আপনার মুখে একটা বাজে স্বাদ পান

যদি এটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়

যদি এটা ৩ সপ্তাহের বেশী স্থায়ী হয়

যদি এর জন্য বুক ব্যাথা করে

যদি এর জন্যে কথা বলতে কষ্ট হয়

যদি এর সঙ্গে অন্যান্য লক্ষণ, যেমন নিঃশ্বাসে সাঁ সাঁ শব্দ এবং/বা হাঁফ ধরা, যুক্ত হয়

যদি এর সঙ্গে একটা অব্যাখ্যাত ওজন হ্রাস যুক্ত হয়

ত্বকের অ্যালার্জি কি?শরীরের রোগপ্রতিরোধক ব্যবস্থা যখন অনিষ্টকারী নয় এমন উপাদানের বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিক্রিয়া জানায়, ...
15/11/2022

ত্বকের অ্যালার্জি কি?

শরীরের রোগপ্রতিরোধক ব্যবস্থা যখন অনিষ্টকারী নয় এমন উপাদানের বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিক্রিয়া জানায়, তখন অ্যালার্জি হয়। সাধারণত, দেহের রোগপ্রতিরোধক ব্যবস্থা আমাদের ক্ষতিকারক অসুখের হাত থেকে রক্ষা করে, তবে যাঁদের ত্বকের অ্যালার্জি রয়েছে তাঁদের দেহের রোগপ্রতিরোধক ক্ষমতা অতিরিক্ত সংবেদনশীল। এগজিমা, আমবাত, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং অ্যাঞ্জিওডেমা, সবই সাধারণ অ্যালার্জিজনিত ত্বকের প্রতিক্রিয়া।

এর প্রধান লক্ষণ ও উপসর্গ কি?

নিম্নলিখিত তালিকাটি সাধারণ লক্ষণ ও উপসর্গের:

লালচেভাব।

চুলকুনি।

ফোলাভাব।

ফুসকুড়ি।

ফোঁড়ার মতো ওঠা।

আঁশের মতো চামড়া ওঠা।

চামড়া ফাটা।

এগজিমা এবং আমবাত হলো সাধারণ ধরনের ত্বকের অ্যালার্জি এবং এদের উপসর্গ দেখেই দু’টির মধ্যে পার্থক্য করা যায়। এগজিমা সাধারণত মুখের চামড়ায় চুলকুনি, লালচে অথবা শুষ্কভাব হিসাবে দেখা দেয়, এর থেকে তরল বের হতে পারে এবং আঁচড়ে দিলে উঠেও আসে। হাইভ বা আমবাত শরীরের যে কোনও জায়গায় চুলকুনি, লালচে ও সাদা রঙয়ের, ফোঁড়ার মতো উঠতে পারে আর কয়েক মিনিট অথবা সপ্তাহের মধ্যে মিলিয়ে যায়। অ্যাঞ্জিওডেমা (তরল জমা হওয়ার ফলে ফোলাভাব) মুখমণ্ডলে চোখ, গাল অথবা ঠোঁটের চারপাশে হয়। এছাড়া, অ্যালার্জির জন্য দায়ী উপাদান অর্থাৎ অ্যালার্জেনের সরাসরি সংস্পর্শের প্রতিক্রিয়ায় চামড়ায় চুলকুনি ও লালচে ভাবের ফলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়।

এর প্রধান কারণ কি?

নিম্নলিখিত কোনও একটি অ্যালার্জেনের সংস্পর্শ থেকে সাধারণত অ্যালার্জি হয়:

ল্যাটেক্স।

বিছুটি লতা।

ঠাণ্ডা ও গরম তাপমাত্রা।

পরাগ বা রেণু।

বাদাম, খোলাযুক্ত জলজ প্রাণীর মতো খাদ্য উপাদান।

জল।

পোকা-মাকড়।

ওষুধ।

রোদ।

15/11/2022

অ্যালার্জি কী?

অ্যালার্জি আসলে আমাদের ইমিউন সিস্টেম (Immune System) বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যার বহিঃপ্রকাশ। সাধারণত, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তখনই আমাদের দেহের সুরক্ষার জন্য কাজ করে যখন কোনো ক্ষতিকর বস্তু, যেমন- ব্যাকটেরিয়া,ভাইরাস, ছত্রাক ও বিভিন্ন ধরনের পরজীবী আমাদের দেহে প্রবেশ করতে চায়। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আমাদের ইমিউন সিস্টেম কাজ করে। তাহলে সমস্যার উদ্ভব কোথায়? হ্যাঁ, সমস্যাটা তখনি হয় যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা অক্ষতিকর বস্তুকেও ক্ষতিকর ভেবে দেহের সুরক্ষার কাজ করে। আর এর বহিঃপ্রকাশ ঘটে কারো হাঁচির মাধ্যমে, চোখের অ্যালার্জি, কারো চুলকানি, কারও বা শ্বাসকষ্ট ও র‍্যাশ বা চাকা হয়ে ফুলে ওঠার মাধ্যমে। বলে রাখা ভালো, যে সকল বস্তুর কারণে আমাদের আলার্জি হয়, তাকে অ্যালার্জেন বলে। তার মানে অ্যালার্জি কোনো রোগ নয়। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরূপ অবস্থার একটি লক্ষণ মাত্র।

15/11/2022

সাইনোসাইটিসে ভুগছেন না তো

মানুষের নাকের আশপাশের হাঁড়গুলোর ভেতরে কিছু গহ্বর/কুঠুরি রয়েছে, যা বাতাসে পূর্ণ থাকে। এই গহ্বরগুলোই সাইনাস। মূলত শরীরে বাতাস চলাচলে সাহায্য করে থাকে এই অঙ্গটি। একজন মানুষের নাকের আশপাশে সব মিলিয়ে প্রায় আটটি সাইনাস থাকে। ম্যাক্সিলারি সাইনাস, স্পেনয়েড সাইনাস, ইথময়েড সাইনাস, ফ্রন্টাল সাইনাস নামে নাকের দুই পাশে দুটি করে সাইনাস থাকতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। যখন কোনো কারণে সাইনাসের কোষগুলোতে কোনো প্রকার প্রদাহ হয়, তখন এটাকে সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিসের সাধারণত সাইনাসের ফাঁপা অংশগুলো তরল (ফ্লুইড) দিয়ে আটকে যায়। সেখানে প্রদাহ হয়। পাশাপাশি বিভিন্ন জীবাণু বংশবিস্তার করতে পারে।

ছোটবেলা থেকে দেখে আসছি মা চিংড়ি খান না। অথচ চিংড়ি মায়ের ভীষণ পছন্দের। চিংড়ি খেলেই নাকি মায়ের শ্বাসকষ্ট হয়। আবার আমার বেগ...
15/11/2022

ছোটবেলা থেকে দেখে আসছি মা চিংড়ি খান না। অথচ চিংড়ি মায়ের ভীষণ পছন্দের। চিংড়ি খেলেই নাকি মায়ের শ্বাসকষ্ট হয়। আবার আমার বেগুন খেলেই গায়ে চুলকানো শুরু হয়ে যেত দেখে মা আমাকে বেগুন খাওয়াতেন না। তখন থেকেই বলা শিখলাম- “বেগুনে আমার অ্যালার্জি।” অনেক দিন আগে গরমের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেখানে অদ্ভূত এক ঘটনা ঘটেছিল! সবাই মিলে যখন মজা করে আম খাচ্ছিলাম, তখন হঠাৎ করেই আমার এক ভাইয়ের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, একইসাথে গায়ে চাকা চাকা হয়ে ফুলে গেল! তখন শুনলাম আমে নাকি তার অ্যালার্জি আছে! আর আমার পাশের বাসার দাদুতো তার নাতিকে বিড়াল পুষতে দেন না। বলেন বিড়াল বাড়িতে থাকলে হাঁপানি রোগ মানে শ্বাসকষ্ট হয়! ব্যাপারটা বেশ আশ্চর্যজনক কিন্তু! কারো চিংড়িতে, কারো আমে, কারো বেগুনে আবার কারো বা পোষা কুকুর বা বিড়ালে আবার কেউ ফুলের সুবাস নিয়ে হাঁচি দিলেও বলে অ্যালার্জি! কী অদ্ভূত তাই না? সবাই শুধু অ্যালার্জি নিয়ে চিন্তায় থাকে। ত্বকের ৪ ধরনের অ্যালার্জি নিয়ে জানার আগে জানতে হবে আসলে এই অ্যালার্জি কী? কত ধরনেরই বা অ্যালার্জি আছে? আর এই অ্যালার্জি থেকে পরিত্রাণ পাবার উপায়টাই বা কী? আসুন তাহলে জেনে নেয়া যাক অ্যালার্জির আদ্যোপান্ত!

★ কেনো আমাদের থেকেই প্রোডাক্ট নিবেন??কারণ----- ➡️আমরা প্রোডাক্ট এর জন্য অগ্রীম কোনো পেমেন্ট  নেই না।➡️ আমাদের প্রোডাক্ট ...
15/11/2022

★ কেনো আমাদের থেকেই প্রোডাক্ট নিবেন??

কারণ-----
➡️আমরা প্রোডাক্ট এর জন্য অগ্রীম কোনো পেমেন্ট নেই না।

➡️ আমাদের প্রোডাক্ট এর পেমেন্ট করার আগে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ আছে,অভিযোগ থাকলে সাথে সাথে ব্যাক করে দেওয়ার ও সুযোগ আছে।

➡️ প্রোডাক্ট ব্যাবহার করার পর যদি কোনো বেনিফিট না পান,, কিংবা আশানুরূপ বেনিফিট না পান,, তাহলে আমাদের রিটার্ন পলিসি মেইন্টেন করে নুন্যতম ২৫% প্রোডাক্ট অবশিষ্ট থাকা অবস্থায় প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন।

➡️ রিটার্ন প্রোডাক্ট এর জন্য পরবর্তী ৭ দিনের মধ্যে আপনাকে ৬০% টাকা ব্যাক দেওয়া হবে।

★ মোট কথা আমাদের প্রোডাক্ট নিয়ে হয় আপনি উপকৃত হবেন,অন্যথায় আপনার ম্যাক্সিমাম টাকা রিটার্ন পাবেন,, তাহলে এইবার বলুন, কেনো আমাদের থেকে না নিয়ে অন্যদের থেকে নিবেন??

15/11/2022

প্রশ্নঃশ্বাসকষ্ট কি?

শ্বাস নেওয়ার কষ্টকে শ্বাসকষ্ট বলে।শ্বাসকষ্ট বিভিন্ন অনুভূতির মধ্যে আছে শ্বাস নেওয়ার জন্য কাজ করতে হচ্ছে এইরকম অনুভূতি,বুক চেপে আসা এবং বাতাসের জন্য আকুতি( অক্সিজেনের অভাব হয়েছে এমন অনুভূতি)অথাৎ অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে এইসব উপসগ দেখা যায়

অ্যাজমা বা হাঁপানি  ★দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাকে বলে হাঁ...
15/11/2022

অ্যাজমা বা হাঁপানি
★দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং সংবেদনশীলতায় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাকে বলে হাঁপানি বা অ্যাজমা । অ্যাজমা বা শ্বাসকষ্ট এমন একটা রোগ যার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও চিহ্নিত করা হয়েছে প্রধানত ২ টি কারণকে বলে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা.শাহরিয়ার জামান দীপ ।
১) ‘এটোপি’ বা বংশগত (Genetic) ও ‘এলার্জি’ পরিবেশগত উপাদান এবং
২) শ্বাসনালীর অতি-সক্রিয়তা (Bronchial hyper-responsiveness)
পৃথিবীজুড়ে ৩০ কোটি লোক অ্যাজমায় আক্রান্ত, যা ২০২৫ সাল নাগাদ ৪০ কোটিতে পৌছবে । বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ । যার মধ্যে ৪০লাখই শিশু ।
৬৫% মানুষের আক্রান্ত হবার কারণ এলার্জি । যুবক বয়সে অ্যাজমা আক্রান্তের হার ১৫% । পেশাগত ভাবে ‘potent sensitizer’ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ১৫-২০% এজমায় আক্রান্ত হয় ।
অ্যাজমা রোগের লক্ষণ চেনার উপায় ।
- শ্বাসকষ্ট, সাথে শুকনো কাশি ।
- শ্বাস-প্রশ্বাসের সময় বাঁশির মতো সাঁ সাঁ শব্দ ।
- হঠাৎ দমবন্ধ ভাব অনুভব করা ।
- ধুলোবালি বিশেষভাবে ঘরের ধুলো, ঠাণ্ডা কিংবা গরমের কারণে শুকনো কাশি, শ্বাসকষ্ট ।
- ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্ট ।
- বিটাব্লকার বা অ্যাসরিন জাতীয় ওষুধ খেলে শ্বাসকষ্ট ।

15/11/2022

আসুন জেনেনি বিভিন্ন এলার্জি সম্পর্কে

★কোল্ড অ্যালাজিঃ
শীতের মধ্যে সদি,কাশি,গলা ব্যাথা করা যা কোল্ড অ্যালাজি নামে পরিচিত

★ডাস্ট অ্যালার্জিঃ
ধুলাবালির কারণে যে অ্যালাজি হয়ে থাকে তা ডাস্ট অ্যালার্জি নামে পরিচিত

★ফ্রুড এলার্জিঃএলার্জি জাতীয় যে খাবার(গরুর মাংস,ছাগলের মাংস,হাসের ডিম,পুইশাক,ডাল,কলা ইত্যাদি)খেলে নানান সমস্যা হওয়াকে ফ্রুড এলার্জি বলে

হা'পা'নী শ্বাস,কষ্ট সমস্যা কে বিদায় দিন!!"সম্পুর্ন  নিয়ন্ত্রণ করুন, ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট এর সাহায্যে।"  ইন,হেলার ও ...
14/11/2022

হা'পা'নী শ্বাস,কষ্ট সমস্যা কে বিদায় দিন!!
"সম্পুর্ন নিয়ন্ত্রণ করুন, ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট এর সাহায্যে।"

ইন,হেলার ও মেডি,সিন ছেড়ে দিন মাত্র ১৫-২০ দিনে 😍

❝এছাড়াও আমরা দিচ্ছি সার্বক্ষণিক, প্রশিক্ষণপ্রাপ্ত কন্সাল্টেন্ট কর্তৃক গাইডলাইন ও ফ্রি পরামর্শ❞

আপনার সমস্যার বিস্তারিত উল্লেখ করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিন আমাদের কন্সাল্টেটিভ বিস্তারিত সিরিয়াল অনুযায়ী যোগাযোগ করবেন।

☑আপনারা পাবেন দেশের যেকোন প্রান্ত থেকে হোম ডেলিভারি সুবিধা, ঘরে বসে পণ্য পাবেন অগ্রিম কোন পেমেন্ট ছাড়াই!!

🔷 বিস্তারিত জানতে ও অর্ডার করতে Send Message এ ক্লিক করুন অথবা সরাসরি কল করুন-01856034972...

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Medical & Health in Chittagong

Show All

You may also like