Bay City Medical Services.

Bay City Medical Services. It's a Diagnostic Center, Digital x-ray, ECG, Pathology, Biochemistry, Immunology, Ultrasonography, Hormone, etc.

28/10/2013

এক গ্লাস পানির উপকারিতাঃ

১. এক গ্লাস পানি ঘুম থেকে উঠার সাথে সাথেযদি আপনি পান করেন, তবে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় হয়ে যায়।

২. এক গ্লাস পানি যদি আপনি খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে পান করেন তবে এটা খাবার হজমে সাহায্য করবে বেশি।

৩. এক গ্লাস পানি গোসলের আগ মুহূর্তে আপনি পান করলে এটা আপনাকে উচ্চ
রক্তচাপ থেকে বাঁচাতে সাহায্য করবে।

৪. এক গ্লাস পানি ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে যদি পান করেন তবে আপনাকে হৃদরোগ এবং হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সাহায্য করবে।

ভালো লাগলে লাইক দিন, কমেন্টে করে জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা

শারমিন সুলতানা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

10/07/2013
এই ঠান্ডায় আদা ভীষণ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে। জ্বর জ্বর ভাব, ...
05/06/2013

এই ঠান্ডায় আদা ভীষণ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে। জ্বর জ্বর ভাব, গলাব্যথা ও মাথাব্যথা দূর করতে সাহায্য করে। বমি বমি ভাব দূর করতে এর ভূমিকা অপরিহার্য। তাই বমি বমি ভাব হলে কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন। এতে মুখের স্বাদ বৃদ্ধি পায়। অসটিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস—এই অসুখগুলোয় সারা শরীরের প্রায় [...]

13/05/2013

৫টি ঘরোয়া নিরাময়!

১. হাসতে গিয়েও হাতে পারছেন না? একটু সরিষার তেল এবং লবন মিশিয়ে দাঁতে লাগান, দাঁত হবে ঝকঝকে সাদা আর মজবুত।

২. নিজকে কিছুটা স্বাধীনতা দিন! খালি পায়ে দৌঁড়াতে ভাল লাগে? এটি আপনার পা কে শক্তিশালী এবং সচল করে।..

৩. জ্বর হলে বেশি করে পানীয় এবং ফলের রস যেমন, বেদানা বা কমলার রস খান।

৪. খাওয়ায় অরুচি ও ক্ষধা মন্দা হলে ১-৩গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সাথে লবন এবং কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে প্রতিদিন একবার করে ৭-৮ দিন খান।

৫. মধু খাওয়ায় সতর্কতা। নিন্ম লিখিত খাবারের সাথে মধু খাওয়া যাবে না।
ক) মধুর সাথে কোন গরম খাবার।
খ) সমান মাত্রায় মধু এবং ঘি।
গ) মধু ও ঘোল।
ঘ) মধু ও খিচুরী।

13/05/2013

অপারেশনের পরবর্তী সময় বমি প্রতিরোধে ‘আদা’

যাদের শরীরে অস্ত্রোপচার বা অপারেশন করা হয় তাদের অপারেশন পরবর্তী ব্যথা কমানোর জন্য পেথিডিন দেওয়া হয়। কিন্তু এই পেথিড্রিনের পার্শ্বক্রিয়া হিসেবে অধিকাংশ রোগীর বমি হয়। তছাড়াও অপারেশনের সময় যে চেতনা নাশক ওষুধ দেওয়া হয়, তার প্রভাবেও রোগীদের বমি হতে পারে। তখন বমিরোধক ওষুধ দেওয়া হয়ে থাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ১ গ্রাম আদা অপারেশন পরবর্তী ব...মি এবং মাথা ঘোরার প্রতিরোধে অনেক বেশি কার্যকরী। আদা সব জায়গাতে পাওয়া যায়। তুলনামূলকভাবে এর দামও সস্তা। তাই আমেরিকার ‘জার্নাল অফ অবস্টেট্রিকস অ্যান্ড গাইনি’ আদা’কে বিকল্প ওষুধ হিসেবে ভাবছে। বিশেষ করে গরীব দেশগুলোর জন্যে, যেখানে রোগীদের আর্থিক সামর্থ্য সীমিত।

12/05/2013

হাটু ও কোমর ব্যথায় করণীয়

হাটু ও কোমর ব্যথায় করণীয়

প্রশ্নঃ হাটু ও কোমর ব্যথার কারণগুলো কি?
উত্তরঃ পৃথিবীতে এমন কোন লোক নেই যে, তিনি জীবনের কোন না কোন সময়ে হাটু বা কোমর ব্যথায় ভুগেন নাই। শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে বৃদ্ধরা পর্যন্ত এ জাতীয় ব্যথায় ভুগে থাকেন। তবে বৃদ্ধ বয়স ও অত্যাধিক পরিশ্রমী পেশাজীবি মানুষ হাটু ও কোমর ব্যথায় বেশী ভুগে থাকেন। হাটু ও কোমর ব্যথায় নানাবিধ কারণ রয়েছে। যেমনঃ রোগীর হাটু বা কোমরের অস্বাভাবিক অবস্থান সেটা কৃষিকাজ করার সময় হতে পারে, দৈনন্দিন কাজের সময় হতে পারে। অনেক সময় হাটু বা কোমরে আঘাত পেলে, মাংস পেশী হঠাৎ ঠিড়ে গেলে বা মচকালে, হাড় ক্ষয় রোগ যেমন- আথ্রাইটিস, মেরুদন্ডের ডিক্সের সমস্যায়, নানাবিধ রোগে যেমন রিউমাটয়েট আথ্রাইটিস এনকাইলোজিং স্পন্ডলোসিস, বোনটিবি, বোন ক্যান্সার, অত্যাধিক কাজের চাপ, স্নায়ুবিক সমস্যা বা হাড় ভেঙ্গে গেলে।

আর বাংলাদেশের পেক্ষাপটে এ সমস্যা অনেক বেশী তার কারণের মধ্যে অত্যাধিক পরিশ্রম, ভার বা ওজন বেশী বহন, শ্রমিক পেশাজীবি, কাজকর্ম বা চলাফেরার নিয়মের অজ্ঞাতা, অপুষ্টিজনিত সমস্যাই বেশী। চল্লিশ উর্ধ্ব মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে ইস্ট্রোজেন নামক হরমনের অভাবে হাড় ও জোড়ার ক্ষয় হয় বা ছিদ্র হয়ে যেতে পারে। তা থেকেও হাটু কোমরে ব্যথা হতে পারে আর পঞ্চশ উর্ধ্ব পুুরুষদের ও এ জাতীয় সমস্য দেখা দিতে পারে। যাহা একটি বয়ঃবৃদ্ধি জনিত সমস্যা।

প্রশ্নঃ হাটু ও কোমর ব্যথার চিকিৎসা ও প্রতিকার কি?

উত্তরঃ প্রথমতঃ ব্যথা হওয়ার সাথে সাথে রোগীকে বিশ্রাম নিতে হবে। কাজ করা, ভারী বোঝা বহন বন্ধ রাখতে হবে। ব্যথার সাথে অবশ হয়ে যাওয়া বা অন্য কোন সমস্য দেখা দিলে রুগিকে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের স্বরনাপন্ন হতে হবে। দীর্ঘদিন ব্যথায় কুসুম গরম সেখ খুবই উপকারে আসে। পাশাপাশি হাটু ও কোমরের নির্দিষ্ট ব্যায়াম ব্যথা সারাতে সাহায্য করে। ব্যথানাসক ঔষধ ও খাওয়া যেতে পারে তাবে তা অবশ্যই চিকিৎসকের নির্দিশে হতে হবে। কাজকর্ম চলাফেরায় রুগিকে সাবধান হতে হবে। অনেক ক্ষেত্রে ঔষধের পাশাপশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ফলদায়ক। ফিজিওথেরাপিতে ইলেকট্রোগনেটিক রেজিয়েশন, আল্ট্রাসাউন্ড ফেরাপি, ট্রাকশন, আই এফ টি, আই আর আর ও বিভিন্ন কৌশলগত ব্যায়াম চিকিৎসক দিয়ে থাকেন।

রোগীকে কিছু উপদেশ মেনে চলতে হবে যেমন- শরীরে ওজন বেশী হলে ওজন কমানো বা নিয়ন্ত্রনে রাখা, উপর হয়ে ভারি জিনিস না তোলা, কাজ করার সময় অনেক সময় ভারি বোঝা মেরুদন্ড সামনে উপর হয়ে তোলা তা না করে মেরুদন্ড সোজা রেখে কাজ করা, নিচু জিনিস বা মাটিতে দীর্ঘক্ষন বসে না থাকা, ফোম বা জাজিমের বিছানায় না শোয়া, দীর্ঘক্ষণ এক জায়গায় বসা বা দাড়িয়ে না থেকে কিছুক্ষণ পর পর অবস্থান পরিবর্তন করা, সেলুন বা বাসায় ম্যাসেজ না করা, মহিলারা হাই-হিলযুক্ত জুতা ব্যবহার না করা, পরিমিত কাজকর্ম বা হাটা চলাফেরা করতে হবে, সুষম খাবার খাওয়া, খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবার কমিয়ে ফলমুল শাকসব্জী বেশী করে খাওয়া। ক্যালশিয়াম ও ভিটামিন ডি হাড় ও জোড়ার জন্য খুবই ভাল ফলদায়ক। তা বাজার থেকে কিনেও খাওয়া যেতে পারে।

ডাঃ মোঃ সফিউল্যাহ্ প্রধান

12/04/2013

১. প্রতিদিন পৃথিবীতে কতোবার বিজলি চমকায়?
উঃ প্রায় ৮৬ লক্ষ ৪০ হাজার বার!
২. শুধু এম্পায়ার স্টেট বিল্ডিংয়েই প্রতি বছর ২৫
বার বিদ্যুৎ আঘাত করে।
৩. যখন বিজলি চমকায় তখন সেখানে কতো ভোল্ট
বিদ্যুৎ উৎপন্ন হয় ?
উঃ প্রায় ১ বিলিয়ন ভোল্ট! আর তাতে যেই তাপ উৎপন্ন হয় তা সূর্যের চেয়েও ৫ গুণ বেশি!
৪.বিজলি চমকালে শব্দ হয় কেনো?
উঃ নিশ্চয়ই এটা জানো আছে যে, যে কোনো কম্পনের ফলেইশব্দ সৃষ্টিহয়। আসলে বিজলি চমকালে এমনই তাপ উৎপন্ন হয় । তাতে বাতাসেরঅণুগুলোর ­ মধ্যে এমনই কম্পনের সৃষ্টি হয়, যে বিকট শব্দ হয় ।♦ আপনাদের সর্বোচ্চ Like আমাদের
পরবর্তী শিক্ষামূলক পোস্ট শেয়ার
করতে উত্সাহ দেয় ♦

Address

1277, AIRPORT Road, OPPOSIT OF CEPZ MAIN GET
Chittagong

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bay City Medical Services. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bay City Medical Services.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category