Dental Xpert.

Dental Xpert. A complete solution for dental problem including general, periodontal, orthodontics and oral surgery. ডেন্টাল এক্সপার্ট
(1)

Don't worries about your dental problem, We are here for you.

15/12/2025
"বিডিএস নয় তো - ডেন্টিস্ট নয়" বিমানের কেবিন ক্রু কখনই পাইলট হতে পারবেন না, আদালতের মুহুরী কখনই বিচারক হতে পারবেন না, রাজ...
02/12/2025

"বিডিএস নয় তো - ডেন্টিস্ট নয়"

বিমানের কেবিন ক্রু কখনই পাইলট হতে পারবেন না, আদালতের মুহুরী কখনই বিচারক হতে পারবেন না, রাজমিস্ত্রী কখনই ইঞ্জিনিয়ার হতে পারবেন না; ঠিক তেমনি ডেন্টাল টেকনলোজিস্টরাও কখনই ডেন্টিস্ট হতে পারবেন না। বিডিএস ডিগ্রীধারী ব্যাতীত কেউ নামের আগে ডেন্টিস্ট ব্যাবহার করলে সেটা সুস্পষ্ট প্রতারণা এবং অন্যায়।

হাতুড়ে/কোয়াক/ভূয়া ডেন্টিস্ট বলতে একসময় এমন কারও কথা মনে হতো যিনি রাস্তার পাশে ফুটপাতে বসে দাঁতের সকল চিকিৎসা গ্যারান্টি সহকারে করে থাকেন! কিন্তু না, দিনবদলের হাওয়ায় তারা আজ নিজেদের প্রতারণার কৌশল বদলিয়েছে। এখন আর শুধু নিরীহ সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে দাঁতের পোকা বের করার কথা বলে টাকা হাতিয়ে নেয় না; বরঞ্চ এখন তাদের অভিনব প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন শিক্ষিত মানুষজনরাও!

এসব ভূয়া ডেন্টিস্টরা যেভাবে ডেন্টাল চেয়ার, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জিত দোকান খুলে বসেছে, হঠাৎ করে সন্দেহ করার বিষয় মাথায়ই আসবে না। এদের সাইনবোর্ড,প্রেসক্রিপশন প্যাড আর ভিজিটিং কার্ডে থাকে বাহারি কাল্পনিক ডিগ্রীর সমাহার। আর যেভাবে গায়ে এপ্রোন আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে পুরোদস্তুর ডাক্তার সেজে বসে থাকে, সচেতন মানুষ জনও বুঝতে না পেরে প্রতারিত হচ্ছেন হরহামেশাই। চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি অপচিকিৎসার স্বীকার হলে তখন খোঁজ নিয়ে জানা যায়- ইনি আসলে ডেন্টিস্টই নন!

বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (BM&DC) এক্ট ২০১০ এর ধারা ২২(১,২) অনুযায়ী শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রীধারীরা "ডাক্তার" হিসেবে মানুষের চিকিৎসা সেবা দিতে পারবে। তারমধ্যে দাঁত এবং মুখগহ্বরের যেকোনো রোগের চিকিৎসা করতে পারবেন শুধুমাত্র BDS ডিগ্রীধারী ডেন্টাল সার্জন গণ। এক কথায় বলতে গেলে BDS ডিগ্রীধারী ব্যাতীত কেউ দাঁতের চিকিৎসক নন।

MBBS এবং BDS ডিগ্রীধারী ব্যাতীত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না,নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না, ডাক্তার সেজে কোনো চিকিৎসা প্রদান করতে পারবেন না; এসব আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এসব ভূয়া স্বঘোষিত ডেন্টিস্টরা নামের পূর্বে "ডেন্টিস্ট", " দন্ত প্রযুক্তিবিদ", "ডেন্টাল টেকনোলজিস্ট", " দন্ত বিশেষজ্ঞ" - ইত্যাদি উপাধি জুড়ে দেন। শুধু তাই নয়, BM&DC যেমন চিকিৎসকদের রেজিষ্ট্রেশন নম্বর দেয়; সেটার অনুকরণে অনেকে অস্তিত্বহীন লাইসেন্স নম্বরও ব্যাবহার করেন! যারা বিএসসি ইন ডেন্টাল টেকনলোজি কিংবা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনলোজি নিয়ে পড়াশোনা করেন, তারা চতুরতার সাথে নিজেদের ডিগ্রী থেকে "ডেন্টাল টেকনলোজি" অংশ টুকু মুছে ফেলে "ডেন্টিস্ট্রি" লাগিয়ে দেন। তাদের কার্যপরিধি ডেন্টাল ল্যাবে ক্রাউন-ব্রীজ-ডেনচার তৈরী, ডেন্টাল চেয়ার এবং অন্যান্য ইন্সট্রুমেন্টস সেটআপ-রক্ষণাবেক্ষণ, ডেন্টাল সার্জনের সহযোগী হিসেবে সীমাবদ্ধ থাকলেও তারা তাদের কাজ বাদ দিয়ে ডেন্টিস্ট সেজে রোগী দেখা শুরু করে!!

যে কেউ উদ্যোক্তা হিসেবে ডেন্টাল চেম্বার দিতে পারে, তবে চিকিৎসা করার জন্যে অবশ্যই বিডিএস ডিগ্রীধারী ডেন্টাল সার্জন প্রয়োজন। এতদিন যার কাছে চিকিৎসা করেছেন কিংবা নতুন কোনো ডেন্টাল চেম্বারে গেলে ডেন্টিস্ট বিডিএস ডিগ্রীধারী কিনা, সেটা অবশ্যই যাচাই করে নিবেন। চেম্বারের সাইনবোর্ডে বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের কথা উল্লেখ থাকলেও যাচাই করতে হবে যে আসলেই উনি চিকিৎসা দিচ্ছেন, নাকি উনার পরিচয় ব্যাবহার করে কোনো হাতুড়ে ডেন্টিস্ট প্রতারণা করছে!

https://verify.bmdc.org.bd/ ওয়েবসাইটে গিয়ে বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর দিলে ডেন্টাল সার্জনের নাম, ছবি, পিতার নাম, মাতার নাম চলে আসবে।

ভূয়া ডেন্টিস্টদের নিকট "কম টাকায় চিকিৎসা" করাতে যাবেন না, তাহলে যে ক্ষতি হবে পরবর্তীতে অনেক বেশী টাকা খরচ করেও হয়তো তার সমাধান করাতে পারবেন না। ভূয়া হাতুড়ে ডেন্টিস্ট দ্বারা যেভাবে প্রতারিত হতে পারেন-

🦷 নিম্নমানের পুডিং/ফিলিং/ঢালাই করে দিবে; কিন্তু সঠিকভাবে রেস্টোরেশন করতে পারবে না। ফলশ্রুতিতে অতিদ্রুত দাঁতে পাল্পাইটিস হতে পারে।

🦷 রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে এরা ক্যানেলই খুঁজে পায় না। যে দাঁত সঠিকভাবে চিকিৎসা করে সংরক্ষণ করা সম্ভব ছিলো, সে দাঁতে ড্রিল করে কৃত্রিম ফুটা করে নষ্ট করে দিতে পারে। আবার ক্যানেল খুঁজে পেলেও সঠিকভাবে সীল করতে পারে না। পরবর্তীতে বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের নিকট গিয়ে বেশী টাকা খরচ করে পুনরায় রূট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, কিংবা সংরক্ষণের অযোগ্য হলে ফেলে দিতে হতে পারে।

🦷 যে দাঁতে ক্রাউন করার বিন্দুমাত্র প্রয়োজন নেই, আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে ক্রাউন-ব্রীজ করতে পারে। বিশেষ করে যেখানে অর্থোডন্টিক চিকিৎসা প্রয়োজন, রেফার না করে ভালো দাঁত কেটেকুটে ক্রাউন পড়িয়ে দেয়! পরবর্তীতে পেশেন্ট যখন ভূল বুঝতে পারে, তখন ভোগান্তির সীমা থাকে না।

🦷 সঠিকভাবে দাঁত তুলতে পারে না; বিশেষ করে আক্কেল দাঁত তুলতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর বারোটা বাজিয়ে দেয়। কখনও অর্ধেক তুলে বাকি অর্ধেক রেখে দেয়, আবার কখনও নার্ভ ক্ষতিগ্রস্থ করে ফেলে।

তাই সামর্থবান হলে দাঁত ও মুখগহ্বর এর যেকোনো সমস্যায় নিকটস্থ বিডিএস ডিগ্রীধারী ডেন্টাল সার্জনের শরনাপন্ন হউন; আর সামর্থ না থাকলে সরকারি ডেন্টাল কলেজ কিংবা সরকারি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে যেতে পারেন। খরচ কমাতে গিয়ে আপনার মূল্যবান টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে অপচিকিৎসার স্বীকার হবেন না।

সব সম্ভবের দেশে রাজনৈতিক ছত্রছায়ায়, প্রশাসনকে "ম্যানেজ" করে এরা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাই, আসুন সবাই সচেতন হই।

মনে রাখবেন- "বিডিএস নয় তো - ডেন্টিস্ট নয়"

23/11/2025
🎉🎉🎉 আপনাদের জন্য ডেন্টাল এক্সপার্ট আরো একবার নিয়ে আসলো ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন।🥳🥳🥳 আগামী ২৭ নভেম্বর ( বৃহস্পতিবার...
23/11/2025

🎉🎉🎉 আপনাদের জন্য ডেন্টাল এক্সপার্ট আরো একবার নিয়ে আসলো ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন।🥳🥳🥳
আগামী ২৭ নভেম্বর ( বৃহস্পতিবার) ২০২৫, আমাদের চেম্বারে অভিজ্ঞ ডাক্তার দিবেন আপনাকে ফ্রি ডেন্টাল চেকআপের সেবা ও পরামর্শ। তাই আপনার দাঁতের যদি ফ্রি চেকআপ করাতে চান, কিংবা ডাক্তারের কাছ থেকে যদি দাঁতের চিকিৎসার ব্যাপারে কোন পরামর্শ নিতে চান তাহলে চলে আসুন আমাদের ফ্রি ক্যাম্পেইনে। সকাল ১১:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত চলবে আমাদের ফ্রি ডেন্টাল চেকআপ প্রোগ্রাম।

আমাদের ঠিকানা:
২ নং গেইট কসমোপলিটন মোড়ের বামে, সামারা কনভেনশনের বিপরীতে ও স্বপ্ন আউটলেটের আগে।

বিঃদ্রঃ চট্টগ্রামে আমাদের আর কোনো শাখা নেই।

দাঁতের অভ্যন্তরীণ গঠন।
15/11/2025

দাঁতের অভ্যন্তরীণ গঠন।

12/11/2025

আমরা একটু সচেতন হলেই আমাদের মুখ ও দাঁতের সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব। আমাদের দীর্ঘদিনের অবহেলার কারণেই দাঁতের ভয়াবহ ক্ষয় হয় এবং এর পরিণতি হিসেবে দাঁত হারাতে হয়। ডেন্টাল এক্সপার্ট সবসময় দাঁতকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের কাছে আপনি পাবেন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি ব্যবহার করে উন্নত চিকিৎসা। আপনার একটু সচেতনতাই পারবে আপনার দাঁতকে সঠিক সময়ে বাঁচাতে। তাই দাঁত নিয়ে আর অবহেলা না করে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আর ডেন্টাল এক্সপার্ট তো সবসময় আছেই আপনাদের সেবা প্রদানের জন্য। 🦷🦷🦷🤗🤗🤗

আমাদের ঠিকানা:
২ নং গেইট কসমোপলিটন মোড়ের বামে, সামারা কনভেনশনের বিপরীতে ও স্বপ্ন আউটলেটের আগে।

বিঃদ্রঃ চট্টগ্রামে আমাদের আর কোনো শাখা নেই।

সুস্থ সুন্দর দাগ মুক্ত ঝকঝকে দাঁতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। বিঃদ্রঃ চট্টগ্রামে কোথাও আমাদের শাখা নেই।
12/11/2025

সুস্থ সুন্দর দাগ মুক্ত ঝকঝকে দাঁতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

বিঃদ্রঃ চট্টগ্রামে কোথাও আমাদের শাখা নেই।

ডেন্টাল এক্সপার্ট আপনাকে দিচ্ছে ব্যথামুক্তভাবে দাঁতের চিকিৎসা। আমাদের চেম্বারে রোগীর সমস্যা অনুযায়ী দাঁতের এক্সরে করে দ...
10/11/2025

ডেন্টাল এক্সপার্ট আপনাকে দিচ্ছে ব্যথামুক্তভাবে দাঁতের চিকিৎসা। আমাদের চেম্বারে রোগীর সমস্যা অনুযায়ী দাঁতের এক্সরে করে দেখা হয়। যার ফলে খুব দ্রুত রোগীর রোগ নির্ণয় করা যায়। আপনিও চাইলে চলে আসতে পারেন আমাদের চেম্বারে।

আমাদের ঠিকানা:
২ নং গেইট কসমোপলিটন মোড়ের বামে, সামারা কনভেনশনের বিপরীতে ও স্বপ্ন আউটলেটের আগে।

বিঃদ্রঃ চট্টগ্রামে আমাদের আর কোনো শাখা নেই।

সম্পূর্ন ব্যাথামুক্তভাবে আক্কেল দাঁত ফেলতে চাইলে চলে আসুন ডেন্টাল এক্সপার্টে। আমাদের অভিজ্ঞ ডাক্তাররা অত্যন্ত যত্নের সাথ...
07/11/2025

সম্পূর্ন ব্যাথামুক্তভাবে আক্কেল দাঁত ফেলতে চাইলে চলে আসুন ডেন্টাল এক্সপার্টে। আমাদের অভিজ্ঞ ডাক্তাররা অত্যন্ত যত্নের সাথে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে আপনার আক্কেল দাঁত তুলে ফেলতে পারেন। আপনার দাঁত ও মাড়ি সম্পূর্ণরূপে অবশ করে, তারপর ব্যথাহীন ভাবে দাঁত তুলে আনা হবে। তাই আক্কেল দাঁত ফেলা নিয়ে আর কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনার একটু সচেতনতাই পারবে আপনাকে, সঠিক সময়ে আপনার দাঁতের সঠিক চিকিৎসা দিতে।

আমাদের ঠিকানা:
২ নং গেইট কসমোপলিটন মোড়ের বামে, সামারা কনভেনশনের বিপরীতে ও স্বপ্ন আউটলেটের আগে।

বিঃদ্রঃ চট্টগ্রামে আমাদের আর কোনো শাখা নেই।

05/11/2025

"ডেন্টাল এক্সপার্ট" - যেখানে আপনি পাবেন সব ধরনের উন্নত চিকিৎসা!!! এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সম্পূর্ণ জীবাণুমুক্ত জিনিসপত্র ব্যবহার করে আপনার দাঁতের সঠিক চিকিৎসা করা হয়। দাঁতের চিকিৎসা যদি সঠিকভাবে না করা যায়, তাহলে পরবর্তীতে এটা আপনার জন্য ভোগান্তির কারণ হতে পারে। তাই বিডিএস ডাক্তার ছাড়া কোন হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে নিজের দাঁতের ক্ষতি করবেন না। ভুল চিকিৎসা শুধুমাত্র আপনার দাঁতেরই ক্ষতি করে না বরং আপনার শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেরও ক্ষতির কারণ হয়। আমাদের ডেন্টাল এক্সপার্টে আপনি পাবেন অভিজ্ঞ বিডিএস ডাক্তার, যারা আপনাকে দিবে দাঁতের চিকিৎসার সঠিক পরামর্শ ও দাঁতের উন্নত চিকিৎসা।🦷🦷🦷

আমাদের ঠিকানা:
২ নং গেইট কসমোপলিটন মোড়ের বামে, সামারা কনভেনশনের বিপরীতে ও স্বপ্ন আউটলেটের আগে।

বিঃদ্রঃ চট্টগ্রামে আমাদের আর কোনো শাখা নেই।

Address

347/707 3rd Floor, Cosmopolitan Main Road, Opposite Samara Convention Center, 2no Gate
Chittagong
4210

Opening Hours

Monday 10:00 - 13:30
17:00 - 21:00
Tuesday 10:00 - 13:30
17:00 - 21:29
Wednesday 10:00 - 13:24
17:00 - 21:29
Thursday 10:00 - 13:35
16:24 - 21:00
Saturday 10:00 - 13:00
17:00 - 21:20
Sunday 10:00 - 13:30
17:00 - 21:00

Telephone

+8801793761768

Alerts

Be the first to know and let us send you an email when Dental Xpert. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental Xpert.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram