Dr. MD. Abdur Rob

Dr. MD. Abdur Rob Welcome to the official page of
Dr. Md. Abdur Rob.

MBBS, FCPS (Medicine)
Specialist in Medicine, Liver & Gastroenterology
Associate Professor, Chittagong Medical College Hospital

গুরুত্বপূর্ণ ঘোষণা !প্রশাসনিক কাজের জন্য ডা. মো. আবদুর রব স্যার আগামী ২ ও ৩ আগস্ট,২০২৫ তারিখে চট্টগ্রামের বাইরে অবস্থান ...
31/07/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা !
প্রশাসনিক কাজের জন্য ডা. মো. আবদুর রব স্যার আগামী ২ ও ৩ আগস্ট,২০২৫ তারিখে চট্টগ্রামের বাইরে অবস্থান করবেন।

স্যারের সকল চেম্বার উক্ত দুই দিন বন্ধ থাকবে।
ডা. মো. আবদুর রব স্যার ৪ আগস্ট সোমবার থেকে যথারীতি রোগী দেখবেন।
সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
+880 1339 860 717 (সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে)

26/07/2025

চট্টগ্রামে কেন এত জ্বরের প্রকোপ? | প্রসঙ্গ চট্টগ্রাম | Prosongo Chattogram | পর্ব-৩৯৪ | ২৫ জুলাই ২০২৫ | Channel 24

বিষয়: চট্টগ্রামে কেন এত জ্বরের প্রকোপ?

অতিথি:
১. ডা. মো. আবদুর রব মাসুম
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
২. ডা. সুশান্ত বড়ুয়া
সদস্য সচিব, চট্টগ্রাম জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি

সঞ্চালনা: রনি দত্ত

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহ...
21/07/2025

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।
এই দুঃসময়ে আমরা সকলে একসাথে তাদের জন্য প্রার্থনা করি।

গুরুত্বপূর্ণ ঘোষণা !প্রশাসনিক কাজের জন্য ডা. মো. আবদুর রব স্যার আগামী ১৯, ২০ ও ২১ জুলাই তারিখে চট্টগ্রামের বাইরে অবস্থান...
15/07/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা !

প্রশাসনিক কাজের জন্য ডা. মো. আবদুর রব স্যার আগামী ১৯, ২০ ও ২১ জুলাই তারিখে চট্টগ্রামের বাইরে অবস্থান করবেন।
স্যারের সকল চেম্বার উক্ত তিন দিন বন্ধ থাকবে।

ডা. মো. আবদুর রব স্যার ২২ জুলাই মঙ্গলবার থেকে যথারীতি রোগী দেখবেন।

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
+880 1339 860 717 (সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে)

14/07/2025

লিভার নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হয়, উপসর্গ ধরা পড়ে অনেক দেরিতে।
ফ্যাটি লিভারকে হালকাভাবে নেবেন না—এটাই হতে পারে সিরোসিস বা লিভার ক্যান্সারের শুরু।
সচেতন হোন, নিয়মিত চেকআপ করুন, এবং খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন।

সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।

এন্টি আলসারেন্ট ড্রাগ (সাধারণ মানুষ গ্যাস্ট্রিকের ঔষধ নামে জানে) লম্বা সময় ধরে কি খাওয়া উচিত??? বাজারে প্যারাসিটামল জা...
08/07/2025

এন্টি আলসারেন্ট ড্রাগ (সাধারণ মানুষ গ্যাস্ট্রিকের ঔষধ নামে জানে) লম্বা সময় ধরে কি খাওয়া উচিত???

বাজারে প্যারাসিটামল জাতীয় ঔষধ এর পরেই সর্বোচ্চ বিক্রিত ঔষধ হচ্ছে এন্টি আলসারেন্ট ড্রাগ সমূহ।দেদারসে মানুষ বছরের পর বছর এসব ওষুধ খেয়ে আসছে। ফার্মেসি থেকে সহজেই মানুষ এসব কিনতে পারে।কথা হচ্ছে কেন মানুষ প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ খাচ্ছে?? সঠিক রোগ নির্ণয় ছাড়াই মানুষ নিজেরাই এসব ঔষধ খেয়ে আসছে।
প্রথমত, এন্টি আলসারেন্ট ড্রাগ আমরা কখন প্রেসক্রাইব করি বা কতদিনের জন্য করা হয় সেটা জানা প্রয়োজন।
আমরা সাধারণত গ্যাস্ট্রিক এর সমস্যা আছে বলে যে লক্ষণগুলি বলি সেগুলি হচ্ছে - বুক জ্বালা পোড়া,পেটে ব্যথা,হজম না হওয়া,গ্যাস নির্গত হওয়া ও ক্ষিধা অনুভূত না হওয়া।

এসব লক্ষণগুলি সাধারণত পেপটিক আলসার ডিজিজ,নন আলসার ডিসপেপসিয়া বা গল স্টোন জাতীয় সমস্যার জন্য হয়ে থাকে।তবে বেশীর ভাগই লাইফ স্টাইল সঠিক না হওয়ার কারনেই হয়ে থাকে।যেমন সময়মত আহার না করা,তেল,মসলা,ভাজাপোড়া এসব বেশী খাওয়া,একেবারে পেট ভর্তি করে খাবার গ্রহণ করা,রাতের খাবার দেরীতে খাওয়া,খাওয়ার পর পরই শুয়ে পড়া,শারীরিক পরিশ্রম না করা ইত্যাদি।

দ্বিতীয়ত, রোগ নির্ণয়ের জন্য রোগের ইতিহাসের পাশাপাশি Endoscopy, USG এসব পরীক্ষা করা প্রয়োজন।রোগ নির্ণয় হলেই কেবলমাত্র এন্টি আলসারেন্ট ড্রাগ প্রেসক্রাইব করা উচিত,তাও সর্বোচ্চ ৮ সপ্তাহের জন্য,এর বেশি কোনভাবেই নয়।

তৃতীয়ত, লম্বা সময় ধরে এসব ঔষধ খেলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা আমাদের জানা প্রয়োজন।
সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া গুলো হচ্ছে ডায়রিয়া, বমি ভাব, পেটে ব্যথা। তবে জটিল বা মারাত্মক পার্শপ্রতিক্রিয়া গুলো হচ্ছে Rebound Hyperacidity -এর মানে হলো আরো বেশি গ্যাস্ট্রিক তৈরি হওয়া। Hyper Gastrinemia-এর জন্য এটা হয়ে থাকে। নিউমোনিয়া, ডায়রিয়ার মত ইনফেকশন হতে পারে (অ্যাসিড সিক্রেশন কমে গিয়ে ব্যাকটেরিয়ার Overgrowth er কারণে) এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এসব মিনারেল শরীরে কমে গিয়ে ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। ম্যাগনেসিয়াম কমে গিয়ে হার্টের অসুখ মাংসপেশি দুর্বল হওয়া, ও খিচুনি ও হতে পারে।

আয়রন ও বি B12 এর এবজর্পসন কমে গিয়ে রক্তশূন্যতাও হতে পারে।তবে সবচেয়ে মারাত্মক পার্শপ্রতিক্রিয়া হল Parital Cell Hypertrophy হয়ে Gastric Carcinoma বা পাকস্থলীর ক্যান্সার হতে পারে।

পরিশেষে প্রেসক্রিপশন ও রোগ নির্ণয় ছাড়া এসব ঔষধ খাওয়া কোনমতেই উচিত নয় এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য খেতে হবে, এভাবে বিনা প্রয়োজনে এসব ঔষধ খাওয়া এখনই বন্ধ করুন।
সবাই সুস্থ থাকুন।
ভালো থাকুন।

#সবাই

I welcome you to connect with me on LinkedIn, where I share insights on clinical practice, genetic counseling, and healt...
01/07/2025

I welcome you to connect with me on LinkedIn, where I share insights on clinical practice, genetic counseling, and healthcare advancements. Let’s build a network for learning and collaboration.

Connect here: https://www.linkedin.com/in/drmdabdurrob

25/06/2025

উপসর্গ হালকাভাবে নেবেন না। কোভিড, ডেঙ্গু, চিকনগুনিয়া—সবাই সচেতন থাকলে কমবে ঝুঁকি।
সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিন, নিজে সুস্থ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন।
সচেতনতাই এখন সবচেয়ে বড় প্রতিরক্ষা।

মেডিসিন, বক্ষব্যাধি, লিভার ও পরিপাকতন্ত্রের যত্ন - এখন আরও সহজ ও কাছাকাছি !২৪+ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেডিসিন, লিভার ও প...
23/06/2025

মেডিসিন, বক্ষব্যাধি, লিভার ও পরিপাকতন্ত্রের যত্ন - এখন আরও সহজ ও কাছাকাছি !

২৪+ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবদুর রব এখন নিয়মিত রোগী দেখছেন মেডিঅরা ওয়েলনেস সেন্টার, পাঁচলাইশ, চট্টগ্রাম এ।

রোগী দেখার সময়:
শনিবার থেকে বৃহস্পতিবার | বিকেল ৬ টা - ৮টা
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন: +88 01339-860717 (প্রতিদিন দুপুর ২টার মধ্যে)
📍 ঠিকানা: ২৪/৩৫, কাতালগঞ্জ (বড় মসজিদের পাশে-IFIC Bank এর বিল্ডিং ), পাঁচলাইশ, চট্টগ্রাম।

***This post is for informational purposes only. For personalized medical advice, please consult directly with the physician.


14/06/2025
13/06/2025

করোনা নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে প্রয়োজন সচেতন হওয়া।

করোনা আতঙ্ক নিয়ে "এখন টিভিতে" প্রচারিত হয়েছে আমার দেয়া মতামত। সবাইকে দেখার অনুরোধ রইল।

Address

Al-Noor Badrun Center, 1486/1672, O. R. Nizam Road, Probartak Circle, Opposite Of Badna-Shah Majar, 4th Floor Of City Bank Building
Chittagong
4000

Telephone

+8801701297203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. MD. Abdur Rob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category