08/07/2025
এন্টি আলসারেন্ট ড্রাগ (সাধারণ মানুষ গ্যাস্ট্রিকের ঔষধ নামে জানে) লম্বা সময় ধরে কি খাওয়া উচিত???
বাজারে প্যারাসিটামল জাতীয় ঔষধ এর পরেই সর্বোচ্চ বিক্রিত ঔষধ হচ্ছে এন্টি আলসারেন্ট ড্রাগ সমূহ।দেদারসে মানুষ বছরের পর বছর এসব ওষুধ খেয়ে আসছে। ফার্মেসি থেকে সহজেই মানুষ এসব কিনতে পারে।কথা হচ্ছে কেন মানুষ প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ খাচ্ছে?? সঠিক রোগ নির্ণয় ছাড়াই মানুষ নিজেরাই এসব ঔষধ খেয়ে আসছে।
প্রথমত, এন্টি আলসারেন্ট ড্রাগ আমরা কখন প্রেসক্রাইব করি বা কতদিনের জন্য করা হয় সেটা জানা প্রয়োজন।
আমরা সাধারণত গ্যাস্ট্রিক এর সমস্যা আছে বলে যে লক্ষণগুলি বলি সেগুলি হচ্ছে - বুক জ্বালা পোড়া,পেটে ব্যথা,হজম না হওয়া,গ্যাস নির্গত হওয়া ও ক্ষিধা অনুভূত না হওয়া।
এসব লক্ষণগুলি সাধারণত পেপটিক আলসার ডিজিজ,নন আলসার ডিসপেপসিয়া বা গল স্টোন জাতীয় সমস্যার জন্য হয়ে থাকে।তবে বেশীর ভাগই লাইফ স্টাইল সঠিক না হওয়ার কারনেই হয়ে থাকে।যেমন সময়মত আহার না করা,তেল,মসলা,ভাজাপোড়া এসব বেশী খাওয়া,একেবারে পেট ভর্তি করে খাবার গ্রহণ করা,রাতের খাবার দেরীতে খাওয়া,খাওয়ার পর পরই শুয়ে পড়া,শারীরিক পরিশ্রম না করা ইত্যাদি।
দ্বিতীয়ত, রোগ নির্ণয়ের জন্য রোগের ইতিহাসের পাশাপাশি Endoscopy, USG এসব পরীক্ষা করা প্রয়োজন।রোগ নির্ণয় হলেই কেবলমাত্র এন্টি আলসারেন্ট ড্রাগ প্রেসক্রাইব করা উচিত,তাও সর্বোচ্চ ৮ সপ্তাহের জন্য,এর বেশি কোনভাবেই নয়।
তৃতীয়ত, লম্বা সময় ধরে এসব ঔষধ খেলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা আমাদের জানা প্রয়োজন।
সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া গুলো হচ্ছে ডায়রিয়া, বমি ভাব, পেটে ব্যথা। তবে জটিল বা মারাত্মক পার্শপ্রতিক্রিয়া গুলো হচ্ছে Rebound Hyperacidity -এর মানে হলো আরো বেশি গ্যাস্ট্রিক তৈরি হওয়া। Hyper Gastrinemia-এর জন্য এটা হয়ে থাকে। নিউমোনিয়া, ডায়রিয়ার মত ইনফেকশন হতে পারে (অ্যাসিড সিক্রেশন কমে গিয়ে ব্যাকটেরিয়ার Overgrowth er কারণে) এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এসব মিনারেল শরীরে কমে গিয়ে ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। ম্যাগনেসিয়াম কমে গিয়ে হার্টের অসুখ মাংসপেশি দুর্বল হওয়া, ও খিচুনি ও হতে পারে।
আয়রন ও বি B12 এর এবজর্পসন কমে গিয়ে রক্তশূন্যতাও হতে পারে।তবে সবচেয়ে মারাত্মক পার্শপ্রতিক্রিয়া হল Parital Cell Hypertrophy হয়ে Gastric Carcinoma বা পাকস্থলীর ক্যান্সার হতে পারে।
পরিশেষে প্রেসক্রিপশন ও রোগ নির্ণয় ছাড়া এসব ঔষধ খাওয়া কোনমতেই উচিত নয় এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য খেতে হবে, এভাবে বিনা প্রয়োজনে এসব ঔষধ খাওয়া এখনই বন্ধ করুন।
সবাই সুস্থ থাকুন।
ভালো থাকুন।
#সবাই