26/09/2022
অফার মূলে পন্য নিয়েছে তা ও আবার ডেলিভারি চার্জ না দিয়ে। বিশ্বাস করে পার্শেল পাঠানোর পর আর রিসিভ করে না। অযুহাত দেখায় দূরে আছে, ব্যস্ত আছে, পন্য ভালো না, আরো নানা কিছু। অনলাইনে শুধু ক্রেতারা প্রতারিত হয় না, বিক্রেতারা ও হয়।
তাই অর্ডার করলে আমাদেরকে ১০০ টাকা আগে বিকাশ করতে হয়।
অন্যথায় আমরা পার্শেল পাঠাবো না৷