Pain School BD

Pain School BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pain School BD, Medical and health, Chittagong.

16/05/2025
Starting my practice @ Apollo Imperial Hospital, Chittagong.
06/06/2023

Starting my practice @ Apollo Imperial Hospital, Chittagong.

পি.এল.আই.ডি (সায়াটিকা): অপারেশন লাগবে কি? ==============এই একটা প্রশ্নের উত্তরের জন্য রোগিরা ডাক্তারের পর ডাক্তার পরিবর্...
14/02/2022

পি.এল.আই.ডি (সায়াটিকা):
অপারেশন লাগবে কি?
==============
এই একটা প্রশ্নের উত্তরের জন্য রোগিরা ডাক্তারের পর ডাক্তার পরিবর্তন করে।

রোগি: আমার কোমরে তীব্র ব্যথা।
৭দিন ধরে। মনে হচ্ছে জান'টা বের হয়ে যাবে। আমার ব্যথাটা একটু কমান, প্লিজ।

আপনার বয়স?
৩৬।

এর আগে কখনো ছিল না ব্যথা?
না, তবে ২ বছর আগে একবার হয়েছিন এমন।

কোন ভারী কাজ করেছিলেন?
আমার তেমন ভারী কাজ করতে হয়না। তবে ব্যথা হওয়ার ২/১ দিন আগে ৫ কেজির চালের বস্তা টেনেছিলাম একটু।

ব্যথা পায়ের দিকে যায়?
প্রথমে ছিল না, এখন মনে হচ্ছে বাম পা'টা ঝিন ঝিন করছে।

আপনার প্রফেশনে কি রকম কাজ করতে হয়?
ডেস্ক, ল্যাপ্টপ জব।

ব্যয়াম করা হয়?
উহু।
এটা আপনার কোমরের জন্য খুব খারাপ। অনেক্ষণ একই পজিশনে থাকা, ব্যয়ামের অভাব।
ও...

এখন ব্যথাটা পায়ে বেশি না কোমরে?
প্রথমে কোমরে বেশি ছিল, এখন পায়ের দিকে বাড়ছে।

কি করলে কোমরে ব্যথা বাড়ে?
নামাজে সিজদা দিতে গেলে, জুতার ফিতা আগাতে গেলে (সামনে ঝুঁকলে এই ব্যথা বাড়ে)।

আপনাকে ড্রাইভিং বা জার্নি করতে হয়?
তা তো লাগেই। প্রতিদিন সি,এন,জি তে করে অফিসে যাই।
(যাদের রেগুলার অসমান রাস্তায় জার্নি করতে হয়, তাদের এটি বেশি হয়)।

বিশ্রাম নিলে ভাল লাগে?
একটু কমে।

কোন মেডিসিন খেয়েছিলেন?
ন্যাপ্রক্স জাতীয় মেডিসিন খেয়েছিলাম। কিচ্ছু লাভ হয় না।
(পিএলআইডি এর ব্যথা অনেক সময় পেইন কিলারে কমে না)।

রোগি এম,আর,আই করিয়েছেন ইতিমধ্যে। দেখলাম, বাম দিকে L5, S1 নার্ভ রুটে চাপ লেগেছে। ডিস্ক প্রলেপ্স।

রিফ্লেক্স সব ভাল আছে। কোন মটর উইকনেস ও নাই।

ডক্টর, আমার কি সার্জারি/ অপারেশন লাগবে?
πππππππππππππ

আপনার পায়খানা প্রস্রাব কি ঠিক মত হয়? প্রস্রাব কি কন্ট্রোল করতে পারেন?
জ্বী, আলহামদুলিল্লাহ। এগুলোর সমস্যা নাই।

আপনার পায়ে প্যারালাইসিস বা দুর্বলতার লক্ষণ নাই।
থ্যাংকস, ডক্টর।

তাই আপনার এই মুহুর্তে অপারেশন লাগবে না মনে করি। তবে ফলো আপে থাকতে হবে। কন্ডিশন খারাপের দিকে গেলে, প্যারালাইসিস দেখা দিলে নিউরোসার্জন এর সহায়তা লাগতে পারে।

এখন তাহলে চিকিৎসা কি? পেইন কিলার তো কাজ করছে না।

আপনার লাগবে কম্প্রিহেন্সিভ মেনেজমেন্ট।
এটা কি?

এটা অনেক রকম চিকিৎসার সমন্বয়।

🏀১। লাইফ স্টাইল চেঞ্জ।

এটার ফাংশান কি?
এটা প্রিভেনশন এর জন্য সবচেয়ে জরুরী।

🏀২। সাইকোথেরাপি ও কাউন্সেলিনং।
এটা কেন?
পেইন থেকে ভয় তৈরী হয় (ক্যাটাসট্রফাইজেশন)। ভয় থেকে আসে এনজাইটি, এনজাইটি বা ডিপ্রেশন পেইনকে দীর্ঘ মেয়াদী রূপ দেয়)।

এটা কে দিবে?
সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট।

🏀৩। থেরাপিউটিক এক্সসারসাইজ, ফিজিওথেরাপি ও অন্যান্য রিহেবিলিটেশন।

তাহলে তো একজন ফিজিওথেরাপিস্ট এর কাছে গেলেই হতো মনে হয়।

থেরাপিস্ট এর কাছে আপনাকে পাঠাবো। তবে, প্রাইমারি ইভালুয়েশন এর জন্য অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। কারণ, সব ব্যাক পেইন বা সায়াটিকা পিএলআইডি জনিত নয়। কিছু খারাপ রোগেও আমরা প্রায়ই ব্যাকপেইনের রোগি পাই। যেমন:
🌶️ বাত (স্পন্ডাইলো আরথ্রাইটিস)
🌶️ মেরুদন্ডের টিবি (টিউবারকুলোসিস)।
🌶️ মেরুদন্ডের ইনফেকশন
🌶️ মেরুদন্ডের হাঁড় স্লিপ করা ( লিসথেসিস)।
🌶️ অস্টিওপোরোসিস ও ফ্রাকচার।
🌶️ সর্বোপরি, ক্যান্সার।
এসকল কারন গুলো বের করা একজন ফিজিওথেরাপিস্ট এর পক্ষে সম্বব হবে না। তাছাড়া কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট এর জন্য একমাত্র ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট রাই ট্র্বেইন্ড।

🏀৪। পেইন কিলার বা যাদের এটা দেয়া যায় না, তাদের জন্য অন্যান্য এনালজেসিক বা অন্যান্য মেডিসিন।

এগুলো করতে তো সময় লাগবে। ইমেডিয়েট ব্যথা কমানোর কি আছে?

ব্যথা খুব অসহ্য হলে:
🏀 এপিডুরাল ব্লক। তবে এটা অবশ্যই গাইডেড করতে হবে (এক্সরে বা আলট্রা এর সাহায্যে)

এটা কারা করেন?
ফিজিক্যাল মেডসিন বা পেইন স্পেশালিস্ট রা সাধারণত ইন্টারভেনশন করেন। তবে প্রোপ্রার ট্রেনিং নিলে অন্যান্য বিশেষজ্ঞ ও করতে পারেন।

ব্লক এর সাইড এফেক্ট কি?
সাইড এফেক্ট আসলে পেইন কিলারেরই বেশি। ব্লকে স্টেরয়েড দেয়া হয়। যার জন্য ডস্যাবেটিস, উচ্চরক্তচাপ এগুলা নিয়ন্রণে রাখতে হয়। এটা কিডনি রোগি বা হার্টের রোগিকেও দেয়া যায়। এমনকি প্রেগনেন্ট মহিলাদের পিএল আইডি হলে কোন মেডিসিন দেয়া যায় না, বা থেরাপি দিতেও ভয় পাই। তখন সবচেয়ে নিরাপদ অপশন এপিডুরাল ব্লক।

এটা কয়বার করা যায়?
বছরে ২/৩ বার। আমেরিকার রোগিদের দেখেছি ৬ মাস পর পর ১টা করে দিতে। তবে আমার ৭০-৮০% রোগির ক্ষেত্রে এটা একবারের বেশি লাগে নাই।

ব্লকে ব্যথা কমার নিশ্চয়তা কতটুকু?
মেডিক্যাল সায়েন্সে কোন কিছুই ১০০% না। ৭০% রোগির ব্যথা কমবে। তাই আমরা পেশেন্ট সিলেক্ট করি, কার ব্যথা করার সম্ভাবনা বেশি, তাকেই দেই।

তবে এপিডুরাল ব্লক সাময়িক ব্যথা কমায়। তাই পাশাপাশি কম্প্রিহেন্সিভ এর অন্যান্য চিকিৎসা চলবে?

তাহলে ডক্টর সাময়িক ব্যথা কমিয়ে লাভ কি?
দুইটা লাভ। একটা আপনি নিজেই বুঝবেন, ব্যথার কষ্ট কি!

২য়, একিউট পেইন যদি দেড় মাসের বেশি স্থায়ী হয়, তবে তা দীর্ঘ স্থায়ী ব্যথায় (ক্রোনিক পেইন) রূপ নেয়। ক্রোনিক পেইন মেডিসিন দিলেই ভাল হয় না। চিকিৎসা করা খুব কষ্ট। তাই এটা প্রিভেন্ট করার জন্য পেইনের চিকিৎসা করা জরুরী।

তাছাড়া পেইন রোগির মানসিক ও শারীরিক অনেক ক্ষতি করে, অনিদ্রার জন্য দায়ী। কোয়ালিটি অব লাইফ কমিয়ে দেয়। কর্মক্ষমতা হ্রাস করে।

ডক্টর, এই রোগ ভাল হবেতো?
রিসার্চ বলে, ৯০% এর বেশি অপারেশন ছাড়াই ভাল হয়। তবে ধৈর্য ধরতে হবে। সময় লাগবে পুরোপুরি ভাল হতে। সেটা ইন্ডিয়া বা আমেরিকা যেখানেই যান।

ধন্যবাদ।

ডা.মো. মঈন উদ্দীন (মনজু)।
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট।
ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট।

ও মাগো, মেরে ফেল্লো রে! রোগি ক্ষেপে আগুন ডাক্তারের উপর। তার ফ্রোজেন সোল্ডার। ডাক্তার তাকে ব্যয়াম করতে বলেছেন। সেটা করে ত...
12/02/2022

ও মাগো, মেরে ফেল্লো রে!

রোগি ক্ষেপে আগুন ডাক্তারের উপর। তার ফ্রোজেন সোল্ডার। ডাক্তার তাকে ব্যয়াম করতে বলেছেন। সেটা করে তার ব্যথা নাকি অনেক বেড়ে গেছে।

পঞ্চাশোর্ধ ভদ্রমহিলা। খুব কষ্ট পাচ্ছিলেন।
ডক্টর, আগের ডাক্তার কি রোগ বুঝতে পারেন নি?

মোটেই না। উনি সঠিক চিকিৎসাই দিয়েছেন। তবে ব্যায়ামের প্রকার ও টাইমিং এ একটু চেঞ্জ করতে হবে।

নৈমত্তিক ঘটনা এটা। ব্যায়াম করে ব্যথা কমছে না, বরং বেডে যাচ্ছে। ডায়াবেটিস ছাড়া ২-৫% এবং ডায়াবেটিস রোগির ৭-২০% মানুষের ফ্রোজেন সোল্ডার হয়। এই রোগ অনেকেই নির্ণয় করতে পারলেও ম্যানেজমেন্ট একটু ট্রিকি। তাই রোগিদের ভোগান্তি।

আপনার ব্যথা কতদিন?
৬ মাস।

ডায়াবেটিস কত বছর? কন্ট্রোল থাকে?

৮ বছর। ইনসুলিন নিচ্ছি ৪ বছর। তাও ১১-১২ থাকে ভরা পেটে (তার মানে কন্ট্রোলে নাই)।

কোন কারন ছাড়াও এই রোগ হতে পারে। তবে কমন কারণগুলো (রিস্ক ফেক্টর) হল ডায়াবেটিস, আঘাত, থাইরয়েড সমস্যা, রক্তে কোলেস্টেরল এর সমস্যা, ফুসফুসের কোন রোগ (বর্তমানে পোস্ট কভিড), পারকিনসনিজম, স্ট্রোক ইত্যাদি।

ডক্টর, ব্যয়াম দিলেন, তাও বেড়ে গেল কেন?

আপনি কোন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট বা ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিয়ে ব্যয়াম করেছেন?

না, আসলে উনি আমাদের একরকম ফ্যামিলি ফিজিশিয়ান। তাই তিনি ব্যয়াম করতে বললেন। আর আমার মেয়ে ইউ টিউব দেখে ব্যায়াম শিখিয়ে দিল।

আসলে ফ্রোজেন সোল্ডার ডিজিজ একটা হলেও এর স্টেজ ৩টা। ৩ টা স্টেজে চিকিৎসাও একটু ভিন্ন।

সেটা কি রকম?
স্টেজ ১ বা ২ এ, ব্যায়াম দিতে সাবধান। সব ব্যায়াম দেয়া যায় না। ব্যথা বেড়ে যায়। আবার স্টেজ ৩ এ ব্যয়াম ভিগোরাসলি দেয়া যায়। স্টেজ বুঝে চিকিৎসা দিতে হবে।

ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ছাড়া ফিজিও থেরাপিস্টরাও কি স্টেজ বুঝে এই রোগের চিকিৎসা দিতে পারেন?

জ্বী। তবে অনেকগুলো কারণ বা রিস্ক ফ্যাক্টর (উপরে বলেছি) আছে যা নির্ণর করার জন্য, এবং ডায়াগনসিস সঠিক ভাবে বের করার জন্য আগে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ এর পরামর্শ নেয়া জরুরী। যেমন ক্যান্সার, টিবি (যক্ষা) এর মত মারাত্মক রোগেও ফ্রোজেন সোল্ডারের মত লক্ষণ নিয়ে আসে। রোগ নির্ণয় না করেই ফিজিও থেরাপি দেয়া কি ঠিক হবে, বলেন?

এখন আমার চিকিৎসা কি?

ব্যায়াম আপনার করতেই হবে। তবে আমার শেখানো নিয়মে। গুগল বা ইউ.টিউব দেখে না।

মনে রাখবেন, এই রোগের দুইটা দিক। একটা হল পেইন, ২য় টা সোল্ডার জ্যাম হয়ে যাওয়া। হাত উপরে তুলতে বা পিছনে নিতে পারেন না রোগি।

ব্যয়াম কিন্তু সরাসরি পেইন কমায় না। মুভমেন্ট বাড়ায়। পেইন কমাতে পেইন কিলার আমি সাজেস্ট করি না।

কেন ডক্টর? এত পেইন, তাও পেইন কিলার দিবেন না?

ঠিক বলেছে। দেয়া যায়। তবে তা সাময়িক। এই রোগ দেড় থেকে ৩ বছর থাকে। ততদিন তো আর পেইন কিলার দেয়া যায় না।

তাহলে কি দিবেন?
হিট থেরাপি, ম্যাসাজ, ম্যানিপুলেশ ইত্যাদি। এগুলোতে কাজ না হলে ইন্টারভেনশন।

ইন্টারভেনশন টা কেমন ডক্টর?
কনভেনশনাল জয়েন্ট ইঞ্জকেশন দেয়া যায়। তবে এখন আধুনিক চিকিৎসা আমরা প্রেফার করি। যেমন:
(১) আল্ট্রাসাঊ গাইডেড ক্যাপসুলার ডিস্টেনশন। এতে জ্যাম হয়ে যাওয়া জয়েন্ট নরমাল স্যালাইনের মাধ্যমে ফ্রি করে দেয়া হয়। এটা অপারেশন ছাড়াই করা হয়। এতে পেইন কমে, মুভমেন্টও ইম্প্রুভ হয়।

(২) আলট্রাসাউন্ড গাইডেড সুপ্রাস্কাপুলার নার্ভ ব্লক। যে নারভ পেইনের জন্য দায়ী তা ব্লক করে দিলে পেইন কমে। পেইন কমলে ব্যায়াম করতে সুবিধা হয়।

এটা কি সবার লাগে?
না। অনেকের ব্যথা কম থাকে। তাদের ব্যয়াম দিলেই ভাল হয়ে যান।

যাদের ডায়াবেটিস, হারটের রোগ, কিডনি সমস্যা তারা কি এই চিকিৎসা নিতে পারেন?
জ্বী। তারাই তো এই চিকিৎসা বেশি নিবেন। পেইন কিলার মেডিসিন তাদের জন্য ক্ষতিকর।

ইঞ্জকশনে স্টেরয়েড কি ডায়াবেটিস রোগিকে দেয়া যায়?
ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে দেয়া যায়, তবে সুগার মনিটর করতে হবে। তবে ১নং চিকিৎসাতে আমরা স্টেরয়েড ছাড়াও করতে পারি। যেমন পি.আর.পি, হায়ালুরোনেট এগুলা দিয়ে করতে পারি।

আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। আমি চিকিৎসাটা নিব।

আপনাকেও ধন্যবাদ। মনে রাখবেন:
(১) রোগের কারণ বা রিস্ক ফেক্টরের চিকিৎসা নিতে হবে। যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল কন্ট্রোল ইত্যাদি
(২) ধৈর্য ধরতে হবে। এই রোগ সম্পূর্ণ ভাল হয়, কিন্তু সময় নিবে।
(৩) নিয়মিত শেখানো নিয়মে ব্যায়াম করবেন।

সোল্ডার পেইনে আল্ট্রাসনোগ্রাফি।============এই রোগি এসেছিলেন সোল্ডার পেইন নিয়ে। বয়স ৫০ এর মত। তার ছেলেকে ধরতে গিয়ে হাতে ব...
10/09/2021

সোল্ডার পেইনে
আল্ট্রাসনোগ্রাফি।
============

এই রোগি এসেছিলেন সোল্ডার পেইন নিয়ে। বয়স ৫০ এর মত। তার ছেলেকে ধরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন। এর পর থেকে অল্প অল্প ব্যথা। এখন হাত উপরে তুলতে পারেন না। রাতে এক কাত হয়ে শুতে পারেন না। এখন ব্যথা অনেক বেশি। হাত নাড়াতেই পারেন না।
রোগিকে পাঠিয়েছেন একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট।

আলট্রা ডায়াগনসিস কি?
+++++++++++

সোল্ডার পেইন শুধু শুধু ফ্রোজেন সোল্ডার এর কারনেই হয় না।
এ রোগির ক্ষেত্র যে সমস্যাগুলো দেখেছি:
(১) একটা টেন্ডন ইঞ্জুরি হয়েছে। সুপ্রাস্পাইনাটাস টেন্ডন ইঞ্জুরি।
(২) টেন্ডনের উপরে সাবডেল্টয়েড বার্সাইটিস ও ফ্লুইড (বা ব্লাড) জমেছে।
(৩) বাইসেপস টেন্ডিনাইটিস।
(৪) সাব- কোরাকয়েড বার্সাইটিস।

কেন এক্সরে ও এম,আর,আই
এর চেয়ে আলট্রা ভাল?
-----------------------------

এক্সরে দিয়ে হাঁড়ের ফ্রাকচার বুঝা যায়, কিন্তু মাসল, টেন্ডন দেখা যায় না। তাই উপরের রোগগুলো ডায়াগনসিস করা যায় না।

এম,আর,আই দিয়ে বুঝা যায়, কিন্তু তা প্রায় ৮-৯ হাজার টাকা। তাছাড়া শরীরে কোন মেটাল থাকলে এম,আর,আই করা যায় না। কিন্তু আল্ট্রা করা যায়।
আল্ট্রাতে কোন রেফিয়েশন নাই, কিন্তু এক্সরে বা এম,আর,আই রেডিয়েশন হয়। আল্ট্রাতে আরো অনেক সুবিধা আছে।

+++++++++++++++++
ধন্যবাদ।
ডা. মো. মঈন উদ্দীন (মনজু)।
ফিজিক্যাল মেডিসিন ও পেইন স্পেশালিস্ট।

25/07/2021

ফ্রোজেন সোল্ডার ।। ৩।।
এর লক্ষণ কি কি?
++++++++++++

সোল্ডারে (কাঁধে ও বাহুতে) পেইন ফ্রোজেন সোল্ডার ছাড়াও অন্যান্য কারনে ও হতে পারে। যেমন, ঘাড় ব্যথা থেকে, টেন্ডিনাইটিস, বারসাইটিস, আরথ্রাইটিস ইত্যাদি। তাই ফ্রোজেন সোল্ডার এর লক্ষণ জানা জরুরী।

প্রথম দিকে হালকা ব্যথা হয়, হাত মাথার উপরে তুলতে বা পিছনে নিতে গেলে ব্যথা হয়, রাতে ওই কাত হয়ে ঘুমাতে গেলে ব্যথা।

পরে এমন হয়, হাত জাম হয়ে যায়, উপরে তোলা যায না, নাড়াচাড়া করতেই ব্যথা।

শেষের দিকে (রোগের বয়স যখন ১-২বছর) ব্যথা একটু কমে আসে, কিন্তু জাম থেকে যায়।

রোগের বয়স ২-৩ বছর হলে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ ভাল হয়ে যায়। তবে সঠিক ভাবে বা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে অনেকের এরোগ দীর্ঘ মেয়াদী বা স্থায়ী হয়ে যায়।

সঠিক রোগ নির্নয় ও সঠিক সময়ে সঠিক চিকিৎসাই আপনাকে তাড়াতাড়ি সুস্থ করবে, ইনশাল্লাহ।

supraspinatus tear with bursitis.
22/04/2021

supraspinatus tear with bursitis.

Address

Chittagong

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801868386005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pain School BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pain School BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram