23/03/2025
২০ মার্চ ২০২৫
লাকসাম ও নাঙ্গলকোটে এক্সন এনিমেল হেলথ-এর সফল ভিজিট ও নাঙ্গলকোট ডেইরি এসোসিয়েশনের সাথে সৌজন্যসাক্ষাত, মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
২০ মার্চ ২০২৫, এক্সন এনিমেল হেলথ-এর উদ্যোগে লাকসাম ও নাঙ্গলকোট উপজেলায় প্রাণীসম্পদ দপ্তর পরিদর্শন এবং নাঙ্গলকোট ডেইরি এসোসিয়েশনের সাথে ইফতার মাহফিল ও জরুরি মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রাণীসম্পদ দপ্তর পরিদর্শন ও বৈঠক
দুপুর ২:০০টায় লাকসাম ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করা হয়। সেখানে ULO ডা. কর্ণ চন্দ্র মল্লিক এবং ভেটেরিনারি সার্জন ডা. মাহে আলমের সাথে পৃথক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ৩:৩০টায় নাঙ্গলকোট প্রাণীসম্পদ দপ্তর পরিদর্শন করা হয়, যেখানে ULO ডা. ইমরুল হাসান রাসেল এবং LEO ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
সেমিনার ও মতবিনিময় সভা
বিকাল ৪:২০টায় নাঙ্গলকোট এ আই এসোসিয়েশনের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন এ আই কর্মী ও ৫ জন ডিলার অংশ নেন। সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি মো. ফারুক হোসেন, সেক্রেটারি ইমাম হোসেন ভূঁইয়া সোহেল, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেনসহ উপজেলার অন্যান্য এ আই ডাক্তাররা।
ইফতার মাহফিল ও বিশেষ বৈঠক
এক্সন এনিমেল হেলথ-এর আয়োজনে বিকাল ৪:০০টায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন:
এক্সন এনিমেল হেলথ-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ:
ব্যবস্থাপনা পরিচালক (MD) ডা. আবদুল্লাহ আল হারেছ
হেড অব সেলস ডা. শরীফ উদ্দিন
এইচ আর নাঈম উদ্দিন
সিনিয়র ASM তাহির আর রহমান
কুমিল্লা জোনের Asm জিল্লুর রহমান
কুমিল্লা জোন ৩-এর মার্কেটিং অফিসার জাহিদুল ইসলাম
কুমিল্লা জোন ১-এর মার্কেটিং অফিসার ফজলুল হক
বুড়িচং-দেবিদ্বার অফিসার জাহিদুল ইসলাম
নোয়াখালী ও চাঁদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার জনাব নূরুদ্দিন
সেমিনারে এমডি, হেড অব সেলস এবং এসোসিয়েশনের সহ-সভাপতি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ফলপ্রসূ ফলাফলের প্রত্যাশা
এই ভিজিট, সেমিনার ও ইফতার মাহফিল প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে এক্সন এনিমেল হেলথ-এর সম্পর্ক আরও দৃঢ় করেছে। এ আই কর্মী ও ডিলারদের মতামত নিয়ে ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করা যাচ্ছে।