Dr.Fahmida Alam-Oncologist

Dr.Fahmida Alam-Oncologist Dr.Fahmida Alam
MBBS,BCS(Health)
FCPS
Cancer Specialist
Chittagong Medical College Hospital

ওভারিয়ান ক্যান্সার কি ও ওভারিয়ান ক্যান্সার সনাক্ত করতে একজন রোগীর কি কি লক্ষন থাকতে পারে?জানতে হলে সম্পূর্ণ ভিডিও টা দেখ...
27/09/2025

ওভারিয়ান ক্যান্সার কি ও ওভারিয়ান ক্যান্সার সনাক্ত করতে একজন রোগীর কি কি লক্ষন থাকতে পারে?
জানতে হলে সম্পূর্ণ ভিডিও টা দেখুন।

ডাঃফাহমিদা আলম
ক্যান্সার বিশেষজ্ঞ
ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ
চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

To Watch More Nexus TV Program, SUBSCRIBE Our YouTube Channel Now ► https://shorturl.at/bdtyTDon't forget to like, share and commentএকজন রোগীর কী কী লক্ষণ থা...

Delighted to attend the MOSB (Medical Oncology Society of Bangladesh) Congress 2025 on 19/09/25. Proud to contribute as ...
21/09/2025

Delighted to attend the MOSB (Medical Oncology Society of Bangladesh) Congress 2025 on 19/09/25. Proud to contribute as part of the Case Discussion session in a Satellite Symposium.

সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস-⸻বাংলাদেশের প্রোস্টেট ক্যান্সার পরিস্থিতি – মূল পরিসংখ্যান (২০২২) • গ্লোব...
07/09/2025

সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস-



বাংলাদেশের প্রোস্টেট ক্যান্সার পরিস্থিতি – মূল পরিসংখ্যান (২০২২)
• গ্লোবোক্যান(Global Cancer Observatory) অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের সব ক্যান্সারের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের ইউনিক নতুন রোগীর সংখ্যা ছিল ২,৩৩৫, যা সব ক্যান্সারের মধ্যে ১৬তম সাধারণ রোগ ।

• পাঁচ বছরব্যাপী রোগী সংখ্যা (prevalence) ছিল ৪,৭২৮, যা পুরুষদের মধ্যে প্রায় ৫.৬% ।

বাংলাদেশের বিশেষ গবেষণার দৃষ্টিকোণ
• এক সাম্প্রতিক (২০২৪) জেনেটিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশি জাতির মধ্যে XRCC1 Trp/Trp জেনোটাইপ একটি সম্ভাব্য মার্কার হিসেবে কাজ করতে পারে যা প্রোস্টেট ক্যান্সারের প্রভাব বাড়াতে পারে। তবে এই গবেষণায় XPD জিন সামগ্রী নিয়ে উল্লেখযোগ্য যুক্তি পাওয়া যায়নি ।

সচেতনতা ও স্ক্রিনিং এর সঙ্কট
• গবেষণাগুলো থেকে পরিস্ফুটিত হয়েছে যে, বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কিত সচেতনতা খুবই কম, এবং স্ক্রিনিং-সুবিধাও প্রায় অপ্রতুল, যার ফলে রোগ অনেক সময় দেরিতে ধরা পড়ে   ।

আসুন সচেতন হই -

ডাঃ ফাহমিদা আলম
এমবিবিএস,এফসিপিএস
ক্যান্সার বিশেষজ্ঞ
ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

19th June2025World Kidney Cancer Day-2025
19/06/2025

19th June2025
World Kidney Cancer Day-2025

Ovarian cancer poses a significant and growing health challenge in Bangladesh, marked by rising incidence rates, limited...
10/05/2025

Ovarian cancer poses a significant and growing health challenge in Bangladesh, marked by rising incidence rates, limited public awareness, and constrained treatment resources.

“Therefore, it is very important to know about ovarian cancer.”



04/02/2025

"বিশ্ব ক্যান্সার দিবস-২০২৫" উপলক্ষে এসপেরিয়া হেলথকেয়ার আয়োজিত ক্যান্সার বিষয়ক আলোচনা অনুষ্ঠান "ক্যান্সার মানেই মৃত্যুদন্ডাদেশ নয়-সাহস,ভালোবাসা,সংকল্পে যুদ্ধ হবে জয়"
আলোচনাটি শুনলে আশা করছি ক্যান্সার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ অজানা তথ্য জানতে পারবেন -

ধন্যবাদে
ডাঃফাহমিদা আলম
ক্যান্সার বিশেষজ্ঞ
রেডিওথেরাপী বিভাগ
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

Celebrating "World Cancer Day-2025" "United By Unique"
04/02/2025

Celebrating "World Cancer Day-2025"

"United By Unique"

03/02/2025

"বিশ্ব ক্যান্সার দিবস-২০২৫" উপলক্ষে কিছু মূল্যবান কথা আপনাদের সাথে শেয়ার করছি;আমি -

ডাঃফাহমিদা আলম
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য),এফসিপিএস(রেডিওথেরাপী)
ক্যান্সার বিশেষজ্ঞ
রেডিওথেরাপী বিভাগ
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বারঃ
♠এপিক হেলথ কেয়ার লিঃপুর্বগেইট শাখা;
রুম নং-৮১৩
সাক্ষাৎ এর সময়ঃ বিকাল ৫টা থেকে রাত ৭টা
সিরিয়ালঃ ০১৯৮৪৪৯৯৭০০;০১৮৯৪৩১৩২১০;০১৮৯৪৩১৩২১১

এবং
পপুলার ডায়াগনস্টিক সেন্টার
রুম নং-৭০৫
সময়ঃসন্ধা ৭টা থেকে রাত ৯টা
সিরিয়াল এর জন্য:০১৮৮৬৩৫৩৭৮৫

🎗ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রস্তুত,আপনি আছেন তো?💪ক্যান্সার মানেই জীবনের শেষ নয়!!!সচেতনতা, সঠিক চিকিৎসা এবং সম...
02/02/2025

🎗ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রস্তুত,
আপনি আছেন তো?💪

ক্যান্সার মানেই জীবনের শেষ নয়!!!
সচেতনতা, সঠিক চিকিৎসা এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি।
তারই লক্ষ্যে, অভিজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে আমরা আয়োজন করতে "বিশেষ লাইভ"

📆 ৪ই ফেব্রুয়ারি, রবিবার
⏰ সন্ধ্যা ৬টা
🔴 বিশেষ ফেসবুক লাইভে যুক্ত হন এসপেরিয়া'র সঙ্গে

বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে জানুন ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও যত্নের গুরুত্বপূর্ণ তথ্য।

লড়াই করি আপন পথে ; চিহ্ন রাখি একসাথে- #ফুসফুস_ক্যান্সার_সচেতনতা_মাস_নভেম্বর২০২৪
27/11/2024

লড়াই করি আপন পথে ; চিহ্ন রাখি একসাথে-
#ফুসফুস_ক্যান্সার_সচেতনতা_মাস_নভেম্বর২০২৪

25/11/2024

♣ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস নভেম্বর-২০২৪♣

♠ফুসফুসের ক্যান্সার কী?

ফুসফুসের কোষগুলি অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে গিয়ে টিউমার তৈরি করলে সেটিকে ক্যান্সার বলা হয়।
কারণ
৯০ শতা্ংশ ক্ষেত্রে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়। এছাড়াও অন্ কিছু ক্ষতিকর পদার্থও ফুসফুস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় ফুসফুসের ক্যান্সারের স্পষ্ট কোনও কারণও ধরা পড়ে না।
ধূমপান- সিগারেট, বিড়ির ধোঁয়া ফুসফুসের ক্ষতি করে। প্রাথমিক পর্যায় ফুসফুস এর রিকোভার করে নিতে পারে। কিন্তু লাগাতার ধোঁয়ার সংস্পর্শে থাকলে ফুসফুসের পক্ষেও তা সারিয়ে তোলা কষ্টকর হয়ে পড়ে। কোষগুলি ক্ষতিগ্রস্ত হলে অস্বাভাবিক ব্যবহার করতে শুরু করে, যার ফলে ফুসফুসে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায়।
অন্যান্য ক্ষতিকর পদার্থ
দীর্ঘকাল ধরে বিপজ্জনক পদার্থের মধ্যে শ্বাস নিলে ফুসফুসের ক্যান্সার হতে পারে। অ্যাসবেস্টসে সংস্পর্শে থাকলে মেসোথেলিয়োমা নামক ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা থেকে যায়। এ ছাড়াও—
আর্সেনিক
ক্যাডমিয়াম
ক্রোমিয়াম
নিকেল
কিছু পেট্রোলিয়ম পদার্থ
ইউরেনিয়াম

♠লক্ষণ
প্রাথমিক পর্যায় এর বিশেষ কোনও লক্ষণ ধরা পড়ে না। এই রোগ বৃদ্ধি পেলে লক্ষণ প্রকাশ্যে আসে। সে ক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা যায়, তা হল—

১. ক্রমাগত কাশি।
২. সামান্য হলেও কাশির সঙ্গে রক্ত বেরিয়ে পড়া।
৩. শ্বাসকষ্ট।
৪. বুকে ব্যথা।
৫. গলা বসে যাওয়া।
৬. অকারণে ওজন কমে যাওয়া।
৭. হাড়ে ব্যথা।
৮. মাথা ব্যথা।

♠ফুসফুসের ক্যান্সার রোধের উপায়ঃ

১. ধূমপান করবেন না- ধূমপান না-করে থাকলে, তা শুরু করবেন না। এমনকি নিজের সন্তানের মধ্যেও এ বিষয় সচেতনতা বিস্তার করুন, যাতে তাঁরা কখনও ধূমপান না-করে।
২. ধূমপান বন্ধ করুন- আজই ধূমপান বন্ধ করুন। এর ফলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমবে।
৩. সেকেন্ড হ্যান্ড স্মোকিং এড়িয়ে যান- ধূমপায়ী কোনও ব্যক্তির সংস্পর্শে থাকলে ধূমপানের ধোঁয়া আপনার জন্যও ক্ষতিকর। এই সেকেন্ড হ্যান্ড স্মোকিং আপনার ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
৪. কার্সিনোজেনিক পদার্থ থেকে বাঁচার চেষ্টা করুন।
৫. ফল ও সবজি বেশি করে খান- বিভিন্ন ফল ও সবজির মধ্যে ভিটামিন-সহ নানান পুষ্টিকর উপাদান থাকে। সেগুলি খান।

৬. নিয়মিত এক্সারসাইজ করুন- নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত এক্সারসাইজ করুন।
লাঙ ক্যান্সার ধরা পড়লে খাদ্য তালিকা কেমন হওয়া উচিত?
১. ভিটামিন সি- কর্কট রোগের ক্ষেত্রে ভিটামিব সি সমৃদ্ধ খাবার-দাবার বেশি করে খান।
২. ক্যারোটিনয়েড- সবুজ, লাল, হলুদ, কমলা সবজিতে এই উপাদানটি পাওয়া যায়।
৩. সেলেনিয়ম- ব্রাজিল নাট, সূর্যমুখীর বীজ, তিল, মাছ, নানান সিফুড, ডিম, মাংস ও গোটা অন্নে সেলেনিয়ম পাওয়া যায়।
৪. কারকিউমিন- হলুদে কারকিউমিন পাওয়া যায়। এই কারকিউমিন ঔষধী গুণে সমৃদ্ধ।
৫. সোয়া- তোফু, টেম্পে, সোয়া সস, সোয়া মিল্ক খাদ্য তালিকা অন্তর্ভূক্ত করুন।
৬. ভিটামিন ডি৩- ফর্টিফায়েড খাদ্য দ্রব্য এবং সূর্য রশ্মি এবং ভিটামিন ডি৩ সাপ্লিমেন্ট গ্রহণ করুন।
৭. গ্রিন টি- এতে পলিফেনল নামক ক্যান্সার প্রতিরোধক উপাদান থাকে। নিয়মিত দিনে দুবার গ্রিন টি পান করুন।
উল্লেখ্য, কাশি, কাশির সঙ্গে রক্ত, বুকে ব্যথার মতো লক্ষণ বার বার দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার পাশাপাশি খাওয়া-দওয়ার যত্ন নিতে হবে।

05/11/2024

ক্যান্সার সম্পর্কে জানতে চোখ রাখুন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় আজ রাত ৯.৫০ মিনিটে

Address

Mahedi Bag
Chittagong

Telephone

+8801886254249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Fahmida Alam-Oncologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category