07/10/2022
এভাবেই যাদুর তাবিজ কবুতরের গলায় ঝুলিয়ে
পাঠিয়ে দেয়া হয় ভিকটিমের কাছে।
কখনো কখনো বাবা মা যখন ছেলে মেয়েকে বিবাহ দিতে রাজি হয় না তখন অন্য পক্ষের লোকেরা এভাবে যাদু করে
বাসা থেকে বের করে নিয়ে যায়।
কখনো কখনো অবৈধ প্রেম সংগঠিত করার জন্য যাদু করে কবুতরের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় ভিকটিমের কাছে.....
আবার কখনো কখনো বাবা-মা বা পরিবারের অবাধ্য হলে
ভিকটিমকে এই ভাবে যাদু করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।
ধরুন মেয়ে শ্বশুরবাড়ি রয়েছে এখন তার বাবা-মা ওকে নিয়ে যেতে চায় কিন্তু কোন ভাবেই সম্ভব হচ্ছে না তখন
কবিরাজ এইভাবে জাদুকরে থাকে.........।
যাই হোক
এই যাদু অনেক উদ্দেশ্য করা হয় তাই আমাদের সতর্ক থাকা উচিত এ সকল বিষয়ের ক্ষেত্রে।
সকাল সন্ধ্যার আমল গুলো খুব গুরুত্ব সহকারে করা উচিত পাশাপাশি যদি কখনো এই ধরনের যাদুর জিনিস পাওয়া যায় তাহলে সাথে সাথে সূরা ফালাক নাস পড়ে যাদুর জিনিসের উপরে ফু দিয়ে সেটা পুড়িয়ে দিবেন।