Usmaniya Centre - উসমানিয়া সেন্টার -

Usmaniya Centre - উসমানিয়া সেন্টার - Ruqyah-Hijama & Mental Health you must book befor visiting us

এভাবেই যাদুর তাবিজ কবুতরের গলায় ঝুলিয়েপাঠিয়ে দেয়া হয় ভিকটিমের কাছে।কখনো কখনো বাবা মা যখন ছেলে মেয়েকে বিবাহ দিতে রা...
07/10/2022

এভাবেই যাদুর তাবিজ কবুতরের গলায় ঝুলিয়ে
পাঠিয়ে দেয়া হয় ভিকটিমের কাছে।

কখনো কখনো বাবা মা যখন ছেলে মেয়েকে বিবাহ দিতে রাজি হয় না তখন অন্য পক্ষের লোকেরা এভাবে যাদু করে
বাসা থেকে বের করে নিয়ে যায়।

কখনো কখনো অবৈধ প্রেম সংগঠিত করার জন্য যাদু করে কবুতরের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় ভিকটিমের কাছে.....

আবার কখনো কখনো বাবা-মা বা পরিবারের অবাধ্য হলে
ভিকটিমকে এই ভাবে যাদু করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

ধরুন মেয়ে শ্বশুরবাড়ি রয়েছে এখন তার বাবা-মা ওকে নিয়ে যেতে চায় কিন্তু কোন ভাবেই সম্ভব হচ্ছে না তখন
কবিরাজ এইভাবে জাদুকরে থাকে.........।

যাই হোক
এই যাদু অনেক উদ্দেশ্য করা হয় তাই আমাদের সতর্ক থাকা উচিত এ সকল বিষয়ের ক্ষেত্রে।
সকাল সন্ধ্যার আমল গুলো খুব গুরুত্ব সহকারে করা উচিত পাশাপাশি যদি কখনো এই ধরনের যাদুর জিনিস পাওয়া যায় তাহলে সাথে সাথে সূরা ফালাক নাস পড়ে যাদুর জিনিসের উপরে ফু দিয়ে সেটা পুড়িয়ে দিবেন।

13/09/2022

ইতিপূর্বে আমরা কয়েকটি যাদুর পুতুল উদ্ধার করেছি
তার মধ্যে এটা হলো অন্যতম যাতে রয়েছে খুব মারাত্মক কুফরি।
যে আপুকে যাদুটা করা হয়েছে
তার হাত পায়ে প্রায় সময় ব্যাথা থাকতো। বিশেষ করে মাথায়। তাছাড়া শরীর হাত পা জ্বালা পোড়াতো বেশিরভাগ সময়ই হতো।
আপুকে সকল কাজে বাধা গ্রস্থ করে রাখা হয়েছিল।
এমন কি বিয়ের ক্ষেত্রেও। হয়তো এই পুতুলের সাথে
আরো কিছু যাদু ঐ কবরে রয়েছে যা আমরা পরবর্তীতে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পুতুলের যাদুতে আক্রান্ত হওয়ার পরে যে সকল লক্ষণ দেখা দেয়।
১- শরীরের ভিতরে পিন ফোড়ার মতো অনুভূতি।
২- বেশিরভাগ সময় পুরো শরীর জ্বালা পোড়া করা।
৩- বিভিন্ন অঙ্গ পতঙ্গ অবশ হয়ে যাওয়া।
৪-মাথায় প্রচন্ড চাপ ও গিটের মত অনুভব করা।
৫-স্বপ্নে বিভিন্ন পুতুল অথবা কবরস্থান দেখা।
৬-পুরো শরীর নিস্তেজ হয়ে আসা।
৭- রুকইয়াহ করার সময় হাত-পা খুব বেশি
আঁকাবাঁকা হয়ে যাওয়া।
৮- বুকের মাঝে চাকুর আঘাতের মতো অনুভব করা।
ইত্যাদি আরও অসংখ্য সমস্যা তৈরি হয় বিশেষ করে যাদুর লক্ষণগুলো খুব বেশি মিল পাওয়া যায়।
এর কারণ হলো পুতুল দিয়ে বিভিন্ন আঙ্গিকে যাদু করা হয়। যার কারণে এর লক্ষণগুলো অসংখ্য হয়ে থাকে।
যাদুর উদ্দেশ্য অনুযায়ী পুতুল রোগীর উপরে প্রভাব বিস্তার করে থাকে।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুন..........
নিচের ভিডিও দেখলে বুঝতে পারবেন পুতুলের যাদুটা কত ভয়ংকর ভাবে করা হয়েছিল।
বেশি বেশি করে শেয়ার করুন মানুষকে জানার সুযোগ করে দিন।

Address

88 Hem Sen Lane, Monin Road
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801821724826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Usmaniya Centre - উসমানিয়া সেন্টার - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram