Naime's Naturals Health Care

Naime's Naturals Health Care রোগ/ব্যাধি/অসুস্থতা সমস্যার প্রাকৃতিক সমাধান। পেইজটা ঘুরে দেখুন। প্রয়োজনে ম্যাসেজ করুন 😊

বর্তমানে খাঁটির নামে ভেজাল দিয়ে প্রতারণামুলক চিকিৎসা করার হাত থেকে রক্ষার জন্য আমি নিয়ে এসেছি অত্যাশ্চর্য ভেষজগুণ সমৃদ্ধ ও বাছাইকৃত প্রকৃতির সেরা উপাদান দিয়ে তৈরি আমার সরবারহকৃত এই পথ্যগুলি যা আপনাকে ইংশা-আল্লাহ অবশ্যই সুস্থ করবে যদি আপনি নিয়ম মেনে ঔষধ ছেড়ে আমার সরবারহকৃত পথ্য সমুহ সেবন ও ব্যবহার করেন। যেহেতু সম্পূর্ন প্রাকৃতিক নির্ভেজাল উপাদান দিয়ে তৈরি সুতরাং বিশ্বাস রাখতে পারেন আমার উপর। তবে একটি বিশেষ কথা, আমার সরবারহকৃত এই পথ্যগুলি কাজ করবে ধীরে ধীরে কারন সবই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। সুস্থতা ও অসুস্থতা মহান করুনাময় আল্লাহর হাতে তিনি চাইলে অবশ্যই আপনি আরগ্য লাভ করবেন ইংশা-আল্লাহ। আমি অবশ্যই চেষ্টা করব বিশ্বাসের মর্যাদা রাখার জন্য ইংশা-আল্লাহ।

26/07/2024

নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যা‌বেন না, আজ শেষ দিন! তাই একটা কাজ ক‌রে রাখুন। এটি আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে; আপনি যা কিছু পোস্ট করেছেন - এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন,পরে আফসোস করার চেয়ে ভালো হ‌বে।ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোন সময়েই।
এই পোস্টেটি কপি করে আপনার নি‌জের পে‌জে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি ফেসবুক/মেটা-কে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধু-বান্ধব, ফোন নম্বর, ই‌মেইল এ‌ড্রেস, ব‌্যক্তিগত কোন তথ‌্য বা পোস্ট এ সবের কোন কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না।
The new Facebook / Meta rules will start where they can use your pictures. Do not forget, today is the last day! So keep up the good work. It can be used in lawsuits against you; Everything you've posted - even messages that have been deleted. There is no cost, just copy and post, it will be better than regretting later.
1-207, 1-306 under UCC Act ... I am imposing protection of my rights ...
I do not allow Facebook / Meta or any other Facebook / Meta related person to use my pictures, information, messages or messages, in the past and at any time in the future.
Copy this post and post it on your news page and declare that you are not allowing Facebook / Meta to share my information posted on their website anywhere else. Nothing in the picture, present or past, friend, phone number, email address, any personal information or post may be used differently without my written permission.
একমত পোষণ করছি এবং আমার ব্যক্তিগত সমস্ত তথ্য আমার অনুমতি ছাড়া অন্যকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি। কেউ আমার ছবি, তথ্য বা ফেইসবুকে প্রদত্ত পোস্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকেরা হত্যা করার জন্যে যখন মক্কা থেকে দূরের উপত্যকায় নিয়ে যাচ্ছিলো, তখন তিনি এমন...
16/07/2024

খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকেরা হত্যা করার জন্যে যখন মক্কা থেকে দূরের উপত্যকায় নিয়ে যাচ্ছিলো, তখন তিনি এমন চমৎকারভাবে বদদুয়া করেছিলেন যে—যালিমদের বিরুদ্ধে মাযলুমের হৃদয়ছেঁড়া অভিশাপ হিশেবে তা সীরাতের পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে আছে।

তিনি বলেছিলেন— ‘ইয়া আল্লাহ! আপনি এদের প্রত্যেককে এক এক করে গুনে রাখুন। এদেরকে বিক্ষিপ্তভাবে হত্যা করুন। এদের একজনকেও আপনি ছাড় দেবেন না’।

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মা...
13/07/2024

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

বিকেলের নাস্তা বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে মামা পঞ্চাশটাকার মিলায় দেই।

এসব ঝানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন।

ইদানিং সাহসে কুলায় না।

চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!

পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চা।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

এই ধরেন মাছের বাজার। গরিবের মাছগুলোও আর কেনা যায় না। পিচ পিচ করা মাছ খুঁজি আজকাল। সেখানেও ভিড়। মিন মিন করে বলি, একটা ছোট্ট সাইজের মাছ দ্যান না! একা মানুষ এতো বড় দিয়েন না।

চুপ করে বের হয়ে চলে আসি।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

কোনো মেহমান বেড়াতে এলে গল্প মুখস্ত করি। আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। ইশ আসতে বলতে পারি না। একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য। মেহমান নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাবো। তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচি। কায়দা করে যে কয়দিন চলা যায় আরকি।

ইদানিং খরচ বাঁড়াতে সাহসে কুলায় না।

এই গরমে জামাকাপর কিনে হবে কী! এমনতো না কোনো অনুষ্ঠানে যাবো। নিজেকে বুঝ দেই- যা আছে তাই দিয়েই চলো। পোষাকে পরিচয় নয়। নীতিবাক্য নিজেরে শুনাই।

কারণ ইদানিং খরচে কুলায় না।

দেশের উন্নয়ন হোক। ধনীগুলো আরো ধনী হোক। আর আমরা নাহয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে।

এই গল্প হাজার হাজার মানুষের।

কী করবো ইদানিং খরচে কুলায় না।

© সংগৃহীত।

10/07/2024

আল্লাহ তো শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করে দেবেন বলেছেন। তাহলে, এই যে এতোসব চোর বাটপারেরা মানুষের এতো এতো টাকা লোপাট করছে, চুরি করে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছে, স্রেফ তাওবা করলেই কি আল্লাহ এদেরকেও ক্ষমা করে দেবেন?

শিরক ব্যতীত অন্য সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এই কথা সত্য। তবে, তার আগে আমাদের জানতে হবে ‘হক’ তথা ‘অধিকার’ কতো প্রকার ও কী কী।

ইসলামে দুই ধরণের হকের কথা বলা হয়েছে। প্রথমটা হাক্কুল্লাহ বা আল্লাহর হক। যেমন—কোনো প্রকার শিরকের সংস্রব ব্যতীত আল্লাহর ওপর বিশুদ্ধ ঈমান রাখা, সালাত আদায় করা, সিয়াম রাখা, যাকাত প্রদান করা ইত্যাদি। মোদ্দাকথা—ব্যক্তিক আমলের সাথে সংশ্লিষ্ট সবগুলোই আল্লাহর হকের সাথে সম্পর্কিত।

এখন কেউ যদি নিয়মিত সালাত আদায় না করে, যাকাত প্রদানে গড়মিল করে, কেউ যদি যথাযথ কারণ ছাড়া সিয়াম ছেড়ে দেয় এবং তা পুরা না করে—এই সমস্ত কাজে আল্লাহর হক লঙ্গিত হয়। তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মেহেরবান, পরম করুণাময় এবং অসীম দয়ালু, ইচ্ছা হলে তিনি তাঁর এইসব কম আমলি বান্দা বা আমল পরিত্যাগকারী বান্দাদেরকে মাফ করে দিতে পারেন যদি তারা আল্লাহর সাথে কাউকে শরিক না করা অবস্থায় মারা যায়।

দ্বিতীয় যে প্রকার হকের কথা ইসলাম বলে সেটা হলো হাক্কুল ইবাদ তথা বান্দার হক। বান্দার হক সম্পূর্ণরূপে বান্দার সাথে সম্পর্কিত। যেমন—লোক ঠকানো, মানুষের ওপর যুলুম করা, কারো সম্পত্তি জবরদখল করা, কাউকে হ/ত্যা করা, অন্যায়ভাবে কাউকে দমিয়ে রাখা সহ যতো প্রকারে মানুষকে বিপর্যস্ত করা যায় তার সবটাই হাক্কুল ইবাদ তথা বান্দার হকের সাথে সম্পর্কিত।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হকের ব্যাপারে ছাড় দিয়ে, আমল পরিত্যাগকারীকে ক্ষমা করে দিলেও, যে লোক বান্দার হক নয়ছয় করে, যে লোক দুনিয়ায় মানুষের দূর্ভোগের কারণ হয়, তাকে ততোক্ষণ ক্ষমা করবেন না যতোক্ষণ না ওই বান্দা তাকে ক্ষমা না করছে। অর্থাৎ, যার ওপর যুলুম করা হয়, যাকে ঠকানো হয়, যার সম্পত্তি জবরদখল করা হয়, যাকে হ/ত্যা করা হয়, সে যদি উক্ত লোককে ক্ষমা না করে, আল্লাহও তাকে ক্ষমা করবেন না।

আল্লাহর রাস্তায় শহিদ হওয়ার চাইতে বড় মর্যাদার বিষয় আর কিছু নেই। সহিহ মুসলিমের একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ঋণ ব্যতীত শহিদদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়’। (১) ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন—এখানে ঋণ বলতে বান্দার যাবতীয় হক তথা অধিকারের বিষয়েই বলা হয়েছে।

আল্লাহর রাস্তায় যারা শহিদ হয় তাদের মর্যাদা যে কতো তা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহর রাসূল বলেছেন—কেউ যদি কোনো বান্দার হক বিনষ্ট করে আল্লাহর রাস্তায় শহিদও হয়, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলেও, বান্দার হকের বিষয়টা ক্ষমা করা হয় না। শহিদদের বিষয়টাই যদি এমন হয়, সেখানে এইসব চোর বাটপারেরা কোন ছাড়?

এই যে চোর বাটপারেরা আমাদের এতো এতো টাকা লোপাট করে বড়লোক হয়, সাম্রাজ্য গড়ে তুলে, এরা কেউ তো আমাদের ক্ষমা পায় না। একদিন তারা মরেও যায়। এদের সাথে আখিরাতে আল্লাহ কীরকম আচরণ করবে, তাই তো?

নিম্নোক্ত হাদিসে সেটার উত্তর মিলতে পারে।

রাসুলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি আদায় করে আসবে, তার সাথে ওই লোকেরাও আসবে যাদের কাউকে সে (দুনিয়ার জীবনে) গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ কুক্ষিগত করেছে, কাউকে হ/ত্যা করেছে বা প্রহার করেছে। তখন ওই সকল পাওনাদারকে উক্ত ব্যক্তির নেকী থেকে পরিশোধ করে দেওয়া হবে। এভাবে পরিশোধ করতে করতে যখন তার সকল আমল শেষ হয়ে যায়, তখন পাওনাদারের গুনাহগুলো এনে তার ওপর চাপানো হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (২)

অর্থাৎ, আজকে যারা মানুষের সম্পদ জবরদখল করছে, যারা অন্যায়ভাবে মানুষকে হেনস্থা করছে, বিপদে ফেলছে, অত্যাচার নির্যাতন করছে, মানুষকে বিনা অপরাধে শাস্তি দিচ্ছে, অপবাদ দিচ্ছে, মানুষের টাকা মেরে খাচ্ছে এবং একইসাথে তারা প্রতিবছর হজ্ব করছে, বছরে তিন-চারটা উমরাহ করছে, সালাত পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বাজারের সবচেয়ে বড় গরু দিয়ে কুরবানি দিচ্ছে, এলাকায় গড়ে তুলছে বিশাল বিশাল মসজিদ, মাদ্রাসা এতিমখানায় দান করছে কাড়ি কাড়ি টাকা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোর সওয়াব তাকে দেওয়ার বদলে সেই সমস্ত মানুষের আমলনামাতে তুলে দিবেন যাদের হক দুনিয়ায় সে লঙ্গন করেছে।

এভাবে দিতে দিতে দেখা যাবে তার আমলের সমস্ত সওয়াব ফুরিয়ে গেছে, পাওনাদেরকে দেওয়ার মতো আর কিছু নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওনাদার, অর্থাৎ যাদের সাথে সে অন্যায় করেছে তাদের গুনাহগুলো এনে তার আমলনামায় তুলে দিবেন। তারপর তার পাপের বোঝা পূর্ণ করে তাকে নিক্ষিপ্ত করবেন লেলিহান আগুনের জাহান্নামে।

মানুষের হক বিনষ্ট করে যারা খুব দানবীর সাজে সমাজে, যারা সমুদ্রের পাড়ে তোশক বিছিয়ে, গাড়ির স্টিয়ারিংয়ে কপাল ঠেঁকিয়ে সালাত আদায় করে, বড় গরু দিয়ে কুরবানি করে, বাইতুল্লাহর গিলাফ ধরে ছবি তুলে দুনিয়াকে জানান দেন যে তারা খুব ওলি-আউলিয়া হয়ে গেছেন, তাদের জন্য এই হাদিসটা অশনিসংকেত। সুতরাং, সাধু সাবধান।

রেফারেন্স:

(১) সহিহ মুসলিম, হাদিস ১৮৮৬
(২) সহিহ মুসলিম, হাদিস ২৫৮১
-
কপি: আরিফ আজাদ

শুধু কো কা কো লাই না, ছবি দেখে চিনে রাখুন। এগুলো সবই পে প-সিকো কোম্পানির।  সাথে একুয়াফিনা পানি, লেইস চিপ্স, কুড়কুড়ে চিপ্...
11/06/2024

শুধু কো কা কো লাই না, ছবি দেখে চিনে রাখুন।
এগুলো সবই পে প-সিকো কোম্পানির।
সাথে একুয়াফিনা পানি, লেইস চিপ্স, কুড়কুড়ে চিপ্স।
ফ্রিতে পাইলেও খাবোনা ইনশাআল্লাহ!
-
Copy

আমাদের ঈমানের ওজন কী এক গ্লাস কোকের চেয়ে কম হয়ে গেছে?-ঈদ; বিশেষ করে কুরবানীর ঈদ কোকাকোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসু...
11/06/2024

আমাদের ঈমানের ওজন কী এক গ্লাস কোকের চেয়ে কম হয়ে গেছে?
-
ঈদ; বিশেষ করে কুরবানীর ঈদ কোকাকোলার মতো কোম্পানিগুলোর ব্যবসার মৌসুম। এই ঈদ একটা মোক্ষম সুযোগ গণ।, হ৩্যার সহায়তাকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর। তাই আসুন এই ঈদে আমরা কোকাকোলা কোম্পানীর সকল পণ্য বর্জন করি।
কোকাকোলা কোম্পানির উল্লেখযোগ্য পণ্যের মধ্যে আছে – কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে (মিনারেল ওয়াটার)।
এছাড়া আরেক কোমল পানীয় কোম্পানি পেপসি-ও য। (য়ো)ন ব।দের ঘোরতর সমর্থক। তাদের পণ্যের মাঝে রয়েছে- পেপসি, সেভেন আপ, মিরিন্ডা ও অ্যাকুয়াফিনা (মিনারেল ওয়াটার)।
এই সবগুলো পণ্য এই ঈদে বর্জন করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। যদি কোমল পানীয় পান করতেই হয়, তাহলে এর দেশীয় বিকল্প রয়েছে। সেগুলো কিনুন।
আর বিকল্প যদি না-ও থাকে, তবু এই ঈদে সফট ড্রিংকস না খেলে কী হবে? কী হবে কোক পেপসি না থেয়ে থাকলে? আমাদের ভাইবোনেরা না খেয়ে মারা যাচ্ছেন। পিতা দু' টুকরো কাপড়ের মধ্যে সন্তানের শরীরের ছিন্নবিচ্ছিন্ন অংশ বয়ে নিয়ে যাচ্ছেন। মা চিৎকার করে কাঁদছেন কারণ সন্তানের দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুদের লাশ পড়ে আছে খুলি ফেটে চৌচির, কান দিয়ে গড়িয়ে বেরিয়ে আসছে রক্ত আর মগজ।
তবু তারা ঈমানের সাক্ষ্য দিচ্ছেন, আল-আকসা মসজিদকে মুক্ত করার কথা বলছে। তাদের ব্যাপারে আমাদের কি কোন দায়িত্ব নেই? গ।‌,. যার, শিশুরা যখন খাবার আর পানির অভাবে ধুকে ধুকে মরছে, তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না? এই দায় নিয়ে কিভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাড়াবো? এই শিশুরা যদি তাদের হক্ব চেয়ে বসে, তাহলে কী জবাব দেবো আমরা?
যারা আমাদের ভাইবোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সামান্য সফট ড্রিংকস যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই? মনুষ্যত্বের আর কী আমাদের মধ্যে বাকি থাকে?
আমাদের ঈমানের ওজন কী এক গ্লাস কোকের চেয়ে কম হয়ে গেছে?
-
Copy

মাইগ্রেনের যন্ত্রণা দূর করতে ভিটামিনের কাজ করতে পারে সমুদ্র!-কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউ...
28/09/2023

মাইগ্রেনের যন্ত্রণা দূর করতে ভিটামিনের কাজ করতে পারে সমুদ্র!
-
কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও, ক্রনিক মাইগ্রেনকে স্মৃতিভ্রষ্ট রোগ বা ডিমেনশিয়া কিংবা অ্যাকটিভ সাইকোসিসের মতো বড় ধরণের অসুস্থতার সঙ্গে তুলনা করেছে। যা মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয়।

একবার মাইগ্রেন অ্যাটাক হলে নিত্যদিনের স্বাভাবিক কাজগুলো করাও বেশিরভাগ আক্রান্তের ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্নায়ুবিজ্ঞানীরা এক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেও বাস্তবে এই সমস্যার স্থায়ী কোন প্রতিকার নেই। শুধু চিকিৎসা চালিয়ে যেতে হয়।

এক্সেটার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক অধ্যাপক মাইকেল ডেপলেজ এবং ড. উইলিয়াম বার্ড ২০০৯ সালে ব্লু জিম নামে একটি ধারণার কথা তুলে ধরেন।

এর ব্যাখ্যা থেকে জানা যায়, "ঘরের বাইরে শরীরচর্চা করার স্পৃহা যোগাতে সমুদ্র অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করে। যা স্বাস্থ্যের সার্বিক কল্যাণে ভূমিকা রাখে।"

তাদের গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে থাকলে তিন ধরণের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

প্রথমত এটি মানসিক চাপ কমিয়ে দেয়।

দ্বিতীয়ত কর্মক্ষমতা বাড়ায়।

তৃতীয়ত কমিউনিটির মধ্যে বন্ধন দৃঢ় করে।

গবেষকদের মতে, যারা সৈকতের এক কিলোমিটার এলাকার মধ্যে থাকেন তারা শারীরিকভাবে অন্য এলাকার মানুষদের চাইতে বেশি সুস্থ থাকেন।

Address

Masud Complex, 7th Floor, Chandgaon, Bahaddarhat, Chittagong-400
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Naime's Naturals Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naime's Naturals Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category