Bismillah Pharmacy

Bismillah Pharmacy A Trusted Medicine Shop..

23/07/2025
১০ এপ্রিল থেকে নিয়মিত রোগী দেখছেন,ডাঃ তাসনিম ইসা _এমবিবিএস(সিএমউ)(জেনারেল প্র্যাকটিশনার)রোগী দেখার সময়ঃ শনি, বুধ, বৃহস্প...
10/04/2025

১০ এপ্রিল থেকে নিয়মিত রোগী দেখছেন,
ডাঃ তাসনিম ইসা _এমবিবিএস(সিএমউ)
(জেনারেল প্র্যাকটিশনার)
রোগী দেখার সময়ঃ শনি, বুধ, বৃহস্পতিবার
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা।
চেম্বার: বিসমিল্লাহ ফার্মেসি, বাড়ী নং ১৭৭, রোড নং -৮, বি-ব্লক, চান্দগাঁও আ/এ, চান্দগাঁও, চট্টগ্রাম।
সিরিয়ালের জন্য: ০১৮৮৬৬১২৭৪০

★রমজানুল মোবারক★ #রমজানে রোগী দেখার পরিবর্তিত সময়:-বিকেল ০৪:০০টা-০৫.৩০টা & সন্ধ্যা ০৭:০০টা-রাত ০৯:০০টাচেম্বার: বিসমিল্লা...
01/03/2025

★রমজানুল মোবারক★
#রমজানে রোগী দেখার পরিবর্তিত সময়:-
বিকেল ০৪:০০টা-০৫.৩০টা & সন্ধ্যা ০৭:০০টা-রাত ০৯:০০টা
চেম্বার: বিসমিল্লাহ ফার্মেসি, বাড়ী নং: ১৭৭, রোড নং: ৮, বি-ব্লক, চান্দগাঁও আ/এ

মোবাইলে আক্বদ হলে ইসলামী শরীয়তে শুদ্ধ হবে কিনা?প্রশ্ন করেছেন  মুহাম্মদ আব্দুস সবুর, বলুয়ারদিঘীর পাড়স্থ খানকাহ শরীফ, চট্...
23/02/2025

মোবাইলে আক্বদ হলে ইসলামী শরীয়তে শুদ্ধ হবে কিনা?
প্রশ্ন করেছেন  মুহাম্মদ আব্দুস সবুর, বলুয়ারদিঘীর পাড়স্থ খানকাহ শরীফ, চট্টগ্রাম।
 প্রশ্ন: প্রবাসী ছেলের সাথে মোবাইলে কোন বাংলাদেশী মেয়ের সাথে আক্বদ হলে ইসলামী শরীয়তে তার ফয়সালা কি? শুদ্ধ হবে কিনা? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর: বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরিতে উল্লেখ আছে, من شروطه سماع الشاهدين كلاهما معًا অর্থাৎ নেকাহ্ ও আক্বদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো কমপক্ষে পুুরুষ দু’জন সাক্ষী (অথবা একজন পুরুষ ও দুই জন মহিলা) বর ও কণের নেকাহের প্রস্তাব ও কবুল তথা ايجاب ও قبول এর الفاظ সমূহ একই সাথে শুনতে হবে। মোবাইলে বা টেলিফোনে এটা সম্ভব নয়। এমনকি নেকাহ বা যে কোন ঘটনায় সাক্ষী যদি পর্দার পেছন হতে স্বাক্ষী দেয় ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী শুদ্ধ ও গ্রহণযোগ্য হবে না। স্বাক্ষীদ্বয়কে অবশ্যই আকদের সময় স্বশরীরে উপস্থিত থাকতে হবে। কেননা পর্দার আড়াল হতে সাক্ষী দিলে একজনের আওয়াজের সাথে অপরজনের আওয়াজ ও স্বর মিলে যেতে পারে। টেলিফোন বা মোবাইলে স্বাক্ষী প্রদান করলে স্বাভাবিকভাবে সন্দেহের সৃষ্টি করে। একজনের আওয়াজে অন্যজন ভান ধরে কথা বলতে পারে। তদুপরি টেলিফোন/মোবাইলের যান্ত্রিক অসুবিধা আছেই। কোন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়, কোন সময় শব্দ বুঝা যায় না, কোন সময় নেটওয়ার্কের সমস্যা। এ সব যৌক্তিক কারণে টেলিফোন ও মোবাইলের মাধ্যমে কখনো বিবাহ্ শুদ্ধ হবেনা। কেউ যদি টেলিফোন/মোবাইলে আকদ সম্পন্ন করে স্ত্রীকে স্বামীর অবস্থানরত প্রবাসে নিয়ে যায় অবশ্যই কমপক্ষে ২ জন পুরুষ সাথে সাথে প্রাপ্ত বয়স্ক জ্ঞানী সেখানে স্বাক্ষীদ্বয়ের উপস্থিতিতে নুতনভাবে আক্বদ সম্পন্ন করবে তারপর সহবাস করবে। নতুবা সহবাস জেনায় পরিণত হবে।
ফতোয়ায়ে আলমগীরিতে আছে لو سمع من وراء الحجاب لايسعه ان يشصد لاحتمال ان يكون غيره اذا النغمة تشبه النغمة অর্থাৎ যদি কেউ পর্দার আড়াল থেকে শুনে সাক্ষী দিলে তা শুদ্ধ হবে না। অন্যজন হওয়ার সম্ভাবনা থাকার কারণে। যেহেতু একজনের কণ্ঠস্বর অপরজনের কণ্ঠস্বরের সাথে স্বাদৃশ হতে পারে।
[فتاواى فيض الرسول কৃত.فقيه ملت جلال الدين احمد امجدى প্রথম খন্ড, পৃ.৫৬০]

আমাদের দেশের কিছুসংখ্যক ডাক্তার বা ইঞ্জিনিয়াররা নিজেদেরকে সাধারণ জনসাধারণ  থেকে এমনভাবে আলাদা মনে করে -অর্থাৎ  এলিট শ্র...
29/09/2024

আমাদের দেশের কিছুসংখ্যক ডাক্তার বা ইঞ্জিনিয়াররা নিজেদেরকে সাধারণ জনসাধারণ থেকে এমনভাবে আলাদা মনে করে -অর্থাৎ এলিট শ্রেণী মনে করে নিজের অজান্তে স্পেসশিপে উড়তে থাকে, যেটাকে সহজ বাংলায় "অহংকার" (দাম্ভিকতা বা ঔদ্ধত্যও বলা হয়ে থাকে) বলে যাতে বোঝায় অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণ। আরও সুস্পষ্টভাবে, এটি হল বাস্তবতার সাথে সম্পর্কহীনতা আর নিজের প্রতিদ্ধন্দিতা বা সক্ষমতাকে অতিমূল্যায়ন করা।

কারও প্রতি ভদ্রতা ও ভালোবাসার অভাবের ফলেও অহংকার তৈরি হয়ে থাকে। এর উদাহরণ হল নিজেকে অন্যান্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া ও নিজেকে আলাদা ভাবা। অহংকারী পরিবেশে বেড়ে ওঠা শিশুরা নিজেরাও অহংকারী হয়ে উঠতে পারে।

অহংকার সাধারণত মানুষের ক্ষতি করে আর এটি নেতিবাচক মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায়।

অহংকার হল আত্মবিশ্বাস থেকে আলাদা একটি জিনিস। নিরাপত্তাহীনতা থেকেও অনেক সময় অহংকার জন্ম নিতে পারে। আর আত্মবিশ্বাস হল মূলত নিজের দুর্বলতাকে যাচাই করা ও তা কাটিয়ে ওঠার প্রক্রিয়া।

ধর্মীয় দৃষ্টিকোণ :
নিঃসন্দেহে আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।

— (সুরা: নাহল, আয়াত: ২৩)
নিশ্চয়ই যারা আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকারবশে মুখ ফিরিয়ে থাকে, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না ছুঁচের ছিদ্রপথে উষ্ট্র প্রবেশ করে। এভাবেই আমরা পাপীদের বদলা দিয়ে থাকি’

— (আ‘রাফ ৭/৪০)
আহমাদ ইবনু ইউসূফ আযদী (রহঃ) ... আবূ সাঈদ খুদরী ও আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইজ্জত সম্মান তাঁর (আল্লাহর) ভূষণ এবং অহংকার তাঁর চাঁদর। যে ব্যক্তি এই ব্যাপারে আমার (অর্থাৎ আল্লাহর) সঙ্গে ঝগড়ায় অবতীর্ণ হবে আমি তাকে অবশ্যই শাস্তি দিব।

— সহীহ মুসলিম (ইফাঃ), ৬৪৪১
মুহাম্মাদ ইবনু আল মুসান্না, মুহাম্মাদ ইবনু বাশশার ও ইবরাহীম ইবনু দীনার (রহঃ) ..... ’আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যার অন্তরে অণুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এ-ও কি অহঙ্কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা/মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।

— সহিহ মুসলিম (হাদীস একাডেমী) ১৬৬-(১৪৭/৯১), (ইসলামিক ফাউন্ডেশনঃ ১৬৭, ইসলামিক সেন্টারঃ ১৭৩)

সুতরাং আপনি যতই শিক্ষিত(জ্ঞানী) বা ধনী হন না কেন আপনার মধ্যে যদি ন্যূনতম ভদ্রতা(শিষ্টাচার),সহনশীলতা বা অন্যকে সম্মান করার মানসিকতা না থাকে এবং আপনি যদি অহংকার মুক্ত না হোন তাহলে আপনার ওই অর্জিত অর্থ, শিক্ষা বা জ্ঞানের দুনিয়া বা আখিরাতের কোন মূল্য নেই!!!

03/09/2024

অহংকারের পরিণাম

28/08/2024

আস্তাগফিরুল্লাহ্...
নায়ুজুবিল্লাহ্...
এই কুলাঙ্গার বলে কি??
লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ্..
হে কুরআনের মালিক, রব্বে মোস্তফা ﷺ তোমার কালাম ও হাবিব ﷺ কে অবমাননা কারির উপর তোমার লানত বর্ষন কর।

সতর্ক থাকুুন...হে আল্লাহ! রহম কর....কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে...
24/08/2024

সতর্ক থাকুুন...
হে আল্লাহ! রহম কর....
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় গেট খুলে দেওয়া হবে।
এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়।
শনিবার ২টা পর্যন্ত পানি ১০৭ দশমিক ৬৩ ফুট পর্যন্ত উঠেছে।
সন্ধ্যার মধ্যে পানি ১০৮ ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় ১৬টি গেটের ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
দ্রুত সময়ে কাপ্তাই বাঁধের পানি না ছাড়লে কাপ্তাই হ্রদসংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থায় বাঁধের ১৬ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ফ্লাড এলার্ট!!!😭😭😭😭কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট।আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে ...
22/08/2024

ফ্লাড এলার্ট!!!😭😭😭😭

কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট।
আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ খুলে দিতে বাধ্য হবে।
সেক্ষেত্রে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা বন্যা প্লাবিত হবার সম্ভাবনা আছে।
বিপর্যস্ত হবে চট্টগ্রাম বন্দর।
এইসব এলাকার মানুষকে নিরাপদ স্থানে যাবার জন্য অবহিত করুন।
সাহায্য করুন।

Address

Road No.8, B Block, Chandgoan Residential Area
Chittagong
4212

Opening Hours

Monday 08:30 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram