Dr. Mukul Chandra Nath- Child and Adolescent Mental Health Specialist.

Dr. Mukul Chandra Nath- Child and Adolescent Mental Health Specialist. শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য নিয়ে আর নয় অবহেলা।শিশু কিশোর মনোরোগ নিয়ে সচেতনতা ও চিকিৎসা নিয়ে কাজ করছি

3rd national conference on psychiatry ( NCP).
24/12/2024

3rd national conference on psychiatry ( NCP).

 #বুদ্ধি_প্রতিবন্ধীতা_কি? #লক্ষণ_সমূহ  #সম্ভাব্য_কারণসমূহ  #বুদ্ধি_প্রতিবন্ধীতার_সম্ভাবনা #রোগ_নির্ণয়  #করণীয়  #বিশেষ_...
24/05/2024

#বুদ্ধি_প্রতিবন্ধীতা_কি?
#লক্ষণ_সমূহ
#সম্ভাব্য_কারণসমূহ
#বুদ্ধি_প্রতিবন্ধীতার_সম্ভাবনা
#রোগ_নির্ণয়
#করণীয়
#বিশেষ_শিক্ষাদানের_বিষয়_সমূহ
#বাড়িতে_শিক্ষাদানের_সাধারণ_নিয়ম
#অভিভাবকের_জন্য_বিশেষ_পরামর্শ

"বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়
সঠিক দিক নির্দেশনায় তারাও স্বাবলম্বী হয়।"

জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত "জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০...
14/04/2024

জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত "জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ ইং " অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাইন উদ্দিন( উপজেলা সহকারি শিক্ষা অফিসার, মিরসরাই), বিশেষ অতিথি- বাবু খোকন কান্তি ধর( সভাপতি ,জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়), বাবু উত্তম বড়ুয়া (প্রধান শিক্ষক, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়)। এছাড়া গভর্নিং বডির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুণী ব্যক্তিরা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি আমার জীবনে স্মরণীয় ও আবেগঘন হয়ে থাকার পেছনে প্রধান কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় মা- বাবার উপস্থিতি যাদের হাত ধরে আমার স্কুল জীবনের সূচনা হয়েছিল। আজ সেই স্কুলে উনাদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়াটা আমার জন্য কতটা আনন্দের ও গর্বের তা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না।

আমার ছাত্র জীবনে সবচেয়ে আনন্দঘন সময় কেটেছিল এই বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিকট আমি চির ঋণী । কেননা উনাদের আদর ,ভালোবাসা, স্নেহ, শাসন ও যথার্থ শিক্ষাদানে আজকে শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা: মুকুল চন্দ্র নাথ হয়ে ওঠা।

পরিশেষে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটির আয়োজক কমিটিকে একটি সুন্দর ও বর্ণাঢ্য অনুষ্ঠান করার জন্য।

গত ৩ মার্চ,নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন কর্তৃক" বিশেষ শিশুদের আচরণগত সমস্যা নিয়ন্ত্রণে অভিভাবকদের করণীয় "শীর্ষক একটি ওয়ার্...
03/04/2024

গত ৩ মার্চ,নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন কর্তৃক" বিশেষ শিশুদের আচরণগত সমস্যা নিয়ন্ত্রণে অভিভাবকদের করণীয় "শীর্ষক একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, অধ্যাপক ডা: বাসনা রানী মুহুরী।

উক্ত ওয়ার্কশপে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন
শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা: মুকুল চন্দ্র নাথ।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস- ২০২৩ এইবারের প্রতিপাদ্য- "মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার"।-মনোরোগ বিদ্যা বিভাগ মেরিন ...
10/10/2023

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস- ২০২৩

এইবারের প্রতিপাদ্য- "মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার"।

-মনোরোগ বিদ্যা বিভাগ
মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল,চট্টগ্রাম।

10/10/2023

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩
এইবারের প্রতিপাদ্য -"মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।"

আজ ১০ই অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই দিবসকে কেন্দ্র করে মেরিন সিটি মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগ কর্তৃক একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি, জ্ঞানের সামগ্রিক উন্নতি এবং সর্বজনীন মানবাধিকার হিসেবে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা যা প্রত্যেকের মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও সুরক্ষা দেয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডা: সৈয়দ মাহফুজুল হক (প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ;চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ,প্রাক্তন পরিচালক; পাবনা মানসিক হাসপাতাল), সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা: সুযত পাল , অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ ,সহযোগী ও সহকারী অধ্যাপকগণ, লেকচারারগণ,মেডিকেল অফিসারগণ, ইন্টার্ন ডাক্তারগণ ও ছাত্র-ছাত্রীর বৃন্দ উপস্থিত ছিলেন।

এই দিনে সারাদিনব্যাপী নিম্নোক্ত অনুষ্ঠান সূচি পালন করা হয়-

১. কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা।

২. বিশ্ব মানসিক স্বাস্থ্যদিবসের এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন।

৩. মতামত এবং প্রশ্নোত্তর পর্ব।

৪. অতিরিক্ত চঞ্চলতা ও মনোযোগহীনতা রোগের উপর জনসচেতনতামূলক একটি রোলপ্লে।

৫. বর্ণাঢ্য র‌্যালী।

৬. ফ্রি মেডিকেল ক্যাম্প।

"চিন্তার জট যদি খুলতে চাও নিয়ম মেনে চিকিৎসা নাও"চিন্তাবাতিক এবং বাধ্যতাধর্মী আচরণ/ শুচিবায়ু (OCD)রোগ অন্যান্য মনোরোগের ...
02/10/2023

"চিন্তার জট যদি খুলতে চাও
নিয়ম মেনে চিকিৎসা নাও"

চিন্তাবাতিক এবং বাধ্যতাধর্মী আচরণ/ শুচিবায়ু (OCD)রোগ অন্যান্য মনোরোগের তুলনায় অনেক বেশি অস্বস্তিকর।
এ রোগ শিশু-কিশোর এবং বয়স্ক উভয়েরই হতে পারে।কিন্তু বয়স ভেদে এর লক্ষণে ভিন্নতা রয়েছে।

এই রোগ সাধারণত বংশগত/ মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের হ্রাস বৃদ্ধি এবং অন্যান্য পরিবেশগত কারণে হয়ে থাকে।

চিন্তাবাতিক রোগের লক্ষণ সমূহ :

• নিজর বা অন্যের ক্ষতি হতে পারে এমন অহেতুক ভীতিকর চিন্তা।

• অনাকাঙ্খিত, নিষিদ্ধ বা বিকৃত যৌন চিন্তা, দৃশ্য কল্পনা বা আবেগ।

• শরীর, কাপড়চোপড় বা আসবাবপত্রে জীবাণু বা ময়লা লেগে আছে এমন চিন্তা।

• নিজেকে নোংরা, নাপাক মনে হওয়া।

• সৃষ্টিকর্তা বা ধর্মগ্রন্থ নিয়ে অবিশ্বাস, দ্বিধা ও নেতিবাচক চিন্তা।

• সৌভাগ্য বা দুর্ভাগ্য সূচক সংখ্যা, বিশেষ তাৎপর্যপূর্ণ রং অথবা কুসংস্কারাচ্ছন্ন ভীতিকর চিন্তা।

বাধ্যতাধর্মী আচরণের লক্ষণসমূহ:

• ঘরে আসবাবপত্র অতিরিক্ত ধোয়া-মোছা করা।

• বার বার হাত ধোয়া, টয়লেট বাথরুমে অতিরিক্ত পরিষ্কার করা।

• চুলা, গৃহস্থালি যন্ত্রপাতি বারবার চেক/পরিষ্কার করা।

• বারবার মাফ চাওয়া, তওবা করা, অজু করা এমনকি ভয়ে ধর্মীয় কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখা।

• আসবাবপত্র, বইখাতা, কাপড়চোপড় অথবা যে কোন জিনিস নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখার প্রবণতা।

• বারবার গণনা করা বা কোন জিনিস বারবার স্পর্শ করা।
• অপ্রয়োজনীয় জিনিস জমা করে রাখা।

• কল্পনা আসা নিজের বা অন্যের ভয়াবহ ক্ষতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।

এই রোগের চিকিৎসায় ঔষধের পাশাপাশি সাইকোথেরাপি যেমন E.R.P(এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি), রিলাক্সেশন থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইত্যাদি দেওয়া হয়ে থাকে।

মানসিক  রোগ এর চিকিৎসায় ঔষধের পাশাপাশি সাইকোথেরাপি খুবই  গুরুত্বপূর্ণ ডি.বি.টি থেরাপি সাধারণত যাদের ব্যাক্তিত্বের সমস্যা...
13/09/2023

মানসিক রোগ এর চিকিৎসায় ঔষধের পাশাপাশি সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ

ডি.বি.টি থেরাপি সাধারণত যাদের ব্যাক্তিত্বের সমস্যা প্রধানত borderline personality disorder, যারা আত্মহত্যা করার চিন্তা বা চেষ্টা করে থাকে,যারা সাধারণত নিজের ক্ষতি করার চেস্টা করে থাকে,বিসণ্ণতায় আক্রান্ত, মাদকাসক্ত তাদের জন্য এই থেরাপি প্রয়োজন হয়।

Post graduate reception programme ( 2021-2023) arranged by Bangladesh Association of psychiatry ( BAP) at Dhaka club.
06/06/2023

Post graduate reception programme ( 2021-2023) arranged by Bangladesh Association of psychiatry ( BAP) at Dhaka club.

মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতি কর্তৃক গত ১২ ও ১৩ ই মে "1st International Scientific Conference "চট্টগ্রাম ক্লাবে  ...
16/05/2023

মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতি কর্তৃক গত ১২ ও ১৩ ই মে "1st International Scientific Conference "চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়..

দেশ এবং বিদেশ হতে বরেণ্য চিকিৎসক গণ এর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রখ্যাত চিকিৎসকগণ তাদের প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে সম্মেলনটি করে তুলেন আরো মনোমুগ্ধকর এবং বিজ্ঞানসম্মত ।

"No end to Medical Education " এই প্রতিপাদ্যে বৈজ্ঞানিক সম্মেলন এ প্রতিথযশা চিকিৎসকগণ মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন।

উক্ত বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ এর চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মুজিবুল হক খান, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ও পরিচালক( প্রশাসন) ডা. মোহাম্মদ শরীফ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং বি.এম.এ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রামের প্রাক্তন সফল মেয়র ও মেরিন সিটি মেডিকেল কলেজের গভর্ণিং বডির সভাপতি জনাব আ. জ. ম নাছির উদ্দীন।

দুই দিন ব্যাপি অনুষ্ঠিত চিকিৎসকদের এই বৈজ্ঞানিক সম্মেলনে ২০টি সেশন সকাল ০৯ ঘটিকা হতে বিকেল ০৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত সেশন গুলোতে দেশ ও বিদেশের প্রায় শতাধিক চিকিৎসক তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ আমন্ত্রিত চিকিৎসকদের সামনে উপস্থাপন করেন।

এই বৈজ্ঞানিক সম্মেলনে ভারতের প্রখ্যাত ডা. রাহুল রায় চৌধুরী, ডা. দেবাশীষ ডান্ডা, ডা. অজয় গান্ধী, ডা. প্রবীণ কুমার প্রমুখ অংশগ্রহণ করেন।

উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. গুলসান আরা, অধ্যাপক ডা. রাশেদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা বেগম, অধ্যাপক ডা. রুহুল আমিন, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ সহ প্রমুখ।

চট্টগ্রামের প্রতিথযশা চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ তাহের খান, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. সুযত পাল, অধ্যাপক ডা. বাসনা রাণী মুহুরী, অধ্যাপক ডা. এস এম আসরাফ আলী, অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনা প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও অধ্যাপক ডা. শামীম হাসান।

সমাপনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজী। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শাহাবউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. নজিবুন নাহার। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

14/04/2023

Childhood Depression/ শিশু -কিশোরদের বিষন্নতা

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই বিষয়ে প্রয়োজন সচেতনতা, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং এর প্রতিকার ।

ডা. মুকুল চন্দ্র নাথ
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মনোরোগবিদ্যা বিভাগ
মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল

Address

Marine City Medical College And Hospital , Textile , Bayezid
Chittagong
4210

Telephone

+8801880200310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mukul Chandra Nath- Child and Adolescent Mental Health Specialist. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mukul Chandra Nath- Child and Adolescent Mental Health Specialist.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category