23/01/2023
এ**লা**র্জির কারনে যা যা হয়।
✅বর্তমানে এ'*লা**র্জি এতো বেশী আক্রমণ করতেছে
আমাদের শরীরে। র*ক্তের ভেতরে এই এ'লা'র্জি থেকে এতো
ভয়াবহতা ছড়াচ্ছে। খুবই শিউরে উঠার মতো অতিষ্ঠ হওয়ার মতো।
যেমন---
🔴1) এ**লা**র্জি থেকে চর্ম রোগ,তথা, চুলকানি, দাউদ,একজিমা, বিচি, পুঁস পাচড়া।
🔴2) এ**লা**র্জি থেকে শীত/গরম কালে শরীরের বিভিন্ন স্থানে চাকা হয়ে লাল হওয়া ছোট ছোট ঘামাছির মতো বা বড় ফোড়া হওয়া। এর পর পচন ধরে,
🔴3) এলার্জি থেকে সারা বছর বা শীতে বা গরমে এক সাথে অনেক গুলো হাঁছি, শর্দি,নাক দিয়ে পানি ঝরা, নাক বন্ধ থাকা, এক নাক খোলা এক নাক বন্ধ, থাকা।
চোখ চুলকানি,চোখ লাল হয়ে যাওয়া।
🔴4) এ**লা**র্জি থেকে মাথা ব্যথা, মাথার এক পাশ ব্যথা,
🔴5) এ**লার্জি থেকে- শ্বাসকষ্ট, কাশি, গলায় কাশি আঁটকে থাকা, খুশ খুশে কাশি, বুকের ভেতরে শা সা শব্দ সাথে দম বন্ধ হওয়ার উপক্রম, পরে ইন হেলার নিতে বাধ্য যা শরীরের
খুবই ক্ষতি। এতে রাতে ঘুমের ভেতরে শ্বাস আটকে
#মৃ**ত্যু পর্যন্ত ঘটে
এই রোগ থেকে বাঁচতে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেইজে লাইক দিয়ে শেয়ার দিয়ে রাখুন।
ধন্যবাদ