PHYSICAL MEDICINE CENTRE

PHYSICAL MEDICINE CENTRE ব্যথা ও প্যারালাইসিস আক্রান্ত রোগীদে It is dedicated for upgradation of the physiatrist. It also provides service for people with pain and disability.

ব্যথা এবং প্যারালাইসিস এ আক্রান্ত রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়ার জন্য একটি সমন্বিত চিকিৎসা সেবা কেন্দ্র।
This is a Physiatrist club of Chattogram.

27/05/2025


#গোড়ালির ব্যাথা
#শিশু #কিশোর দের গোড়ালি ব্যাথা

১০ বছর বয়সী একজন কিশোর আসলো ২ পায়ের গোড়ালির ব্যাথা নিয়ে, ব্যাথার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে গত এক সপ্তাহ। অভিভাবক রা ভাবলো হয়তো স্কুল এ খেলতে গিয়ে বড় আঘাত পেয়েছে।শারীরিক পরীক্ষা করে দেখা গেলো গোড়ালির নিচে ও পিছনে চাপ দিলে প্রচণ্ড ব্যাথা। বয়স ও অন্যান্য সবকিছু মিলে রোগ টা মাথায় চলে আসলো। করে বিষয় ত নিশ্চিত হলাম। Xray তে দেখা যাচ্ছে গোড়ালির পিছনের হাড়ের জায়গাটা তুলনামূলক সাদা হয়ে আছে। এই সমস্যার নাম হল বা , সংক্ষেপে 's disease .

এটি আসলে কোন রোগ নয়। কিশোর দের এই বয়সে শরীরের স্বাভাবিক বৃদ্ধির সময়ের একটা বেপার, এ সময় হাড়ের বৃদ্ধি মাংসপেশি বৃদ্ধির তুলনায় বেশি হয়। তাই খেলাধুলা, লাফালাফি, দৌড়ঝাঁপ এগুলার কারণে গোড়ালির হাড় বৃদ্ধির স্থানে টান পরে। ফলে গোড়ালির হাড় আঘাত প্রাপ্ত হয়। Xray দেখে অনভিজ্ঞ কেউ হয়তো বা হাড় ভাঙার সম্ভাবনা করতে পারে, আসলে তা নয়।

এটার চিকিৎসা হল কিছুদিন দুই পা তুলনামূলক রেস্ট এ রাখা। খেলাধুলা, দৌড়াদুরি কয়েক সপ্তাহ বন্ধ থাকবে, হালকা হাটাহাটি করতে পারবে,কিছু হালকা ব্যয়াম করবে, ব্যাথার স্থানে বরফ লাগবে, প্রয়োজনে জুতার তলায় এক ধরনের কুশন ব্যবহার করবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাথা ২-৩ মাসের মধ্যে পুরোপুরি ভাল হয়ে যায়। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ব্যাথা থাকতে পারে। সে ক্ষেত্রে পায়ের ও জুতার আর্গণমিক্স পরীক্ষা করে দেখতে হয়। সাথে যেসব কিশোরের ওজন বেশি তাদের ওজন কমাতে হয়।

ডা এ এম এম আশরাফুল ইসলাম
এমবিবিএস এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন)
ইউলার(সুইজারল্যান্ড) সার্টিফাইড ইন রিউমাটলজি
বাত ব্যাথা, আর্থ্রাইটিস, স্পোর্টস মেডিসিন, স্ট্রোক ও প্যারালাইসিস রিহ্যাব বিশেষজ্ঞ
কনসালটেন্ট
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল
এপিক হেলথ কেয়ার, মেডিকেল পূর্ব গেট শাখা

25/05/2025

গত ছয় মাস ধরে সুমন ভাই (ছদ্মনাম) কোমরের নিচে তীব্র ব্যথা ও পায়ে ঝিনঝিনে অনুভূতির জন্য ভীষণ কষ্ট পাচ্ছিলেন। এমআরআই করে দেখা গেল, তার "Pr*****ed Lumbar Intervertebral Disc (PLID)" হয়েছে।

প্রথমে নিয়মিত ওষুধ, ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন থেরাপি নিলেও ব্যথা কমছিল না। অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে, সার্জারিই একমাত্র পথ বলে মনে হচ্ছিল।

এই সময় আমরা তাকে পরামর্শ দিই Ultrasound-guided Caudal Epidural Injection নেওয়ার জন্য। আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে সঠিক জায়গায় ওষুধ পৌঁছে দেওয়ায় এই ইনজেকশন কার্যকরী ও নিরাপদ। এতে ব্যথার উৎসে সরাসরি স্টেরয়েড ও অ্যানেসথেটিক ওষুধ পৌঁছানো হয়।

ইনজেকশনের পর মাত্র ৭-১০ দিনের মধ্যেই তার ব্যথা অনেকটাই কমে যায়। এক মাসের মধ্যে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা ও কাজকর্ম শুরু করেন। এখন তিনি ব্যথামুক্ত, এবং গুরুত্বপূর্ণ হলো—অস্ত্রোপচার ছাড়াই।

এই ঘটনা আবার প্রমাণ করলো, PLID মানেই অপারেশন নয়। সঠিক সময়ে minimally invasive চিকিৎসা রোগীকে অপারেশন ও তার জটিলতা থেকে রক্ষা করতে পারে।

আপনার বা পরিচিত কারও যদি PLID বা লো ব্যাক পেইন থাকে, জেনে নিন অপারেশন ছাড়াও আছে কার্যকর সমাধান।

23/05/2025
29/05/2024

সকালের খাবার/BREAKFAST এবং রাতের খাবার/DINNER
পশ্চিমা সমাজের আধুনিক জীবনধারা আমাদেরকেও একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস তথা বদভ্যাসের দিকে পরিচালিত করছে যেমন রাতের খাবার দেরিতে খাওয়া এবং সকালের খাবার/breakfast বাদ দেওয়া। আলোর পাশাপাশি, উপবাসের সময়কালের সাথে পর্যায়ক্রমে খাদ্য গ্রহণের দৈনিক চক্র শরীরের বিভিন্ন অঙ্গের CIRCADIAN RHYTHM বা পেরিফেরাল ঘড়ি বা সার্কেডিয়ান ছন্দের সমন্বয় সাধন করে, এইভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের মতো হৃদয়/heart সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কাজকে প্রভাবিত করে।
গবেষণা দেখায় যে দিনের প্রথম খাবার দেরীতে খাওয়া (বা সকালের নাস্তা এড়িয়ে যাওয়া), হৃদরোগের উচ্চ ঝুঁকির সাথে যুক্ত। প্রতি ঘন্টা দেরিতে খাওয়ার ফলে এই ঝুঁকি শতকরা ৬ ভাগ বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি সকাল ৯টায় সকালের খাবার খায় তার কার্ডিওভাসকুলার/HEART এর রোগ হওয়ার সম্ভাবনা শতকরা ৬ ভাগ বেশি যে ব্যক্তি সকাল ৮ টায় খায় তার তুলনাই।

যখন দিনের শেষ খাবারের কথা আসে, দেরিতে খাওয়া (রাত ৯টার পরে) রাত ৮টার আগে খাওয়ার তুলনায় স্ট্রোকের(STROKE) মতো সেরিব্রোভাসকুলার রোগের ঝুঁকি ২৮% বৃদ্ধির সাথে যুক্ত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এছাড়া মুসলমানদের জন্য ও রাতের খাবার এশার আগে খাওয়া সুননাত।
তাই সুস্থ জীবনের জন্য আমাদের সকালের খাবার কমপক্ষে সকাল ৮টা এবং রাতের খাবার রাত ৮টার মধ্যে খাওয়া উচিৎ।

26/05/2024
25/10/2023

Innalillahi wa inna ilaihi rajin
Bangladesh lost its one of the most talented son Md Ridwanur Rahman
Not only in Bangladesh he was a renowned physician and scientist worldwide
Not only the patients but also doctors throughout the country will mosshis service
May allah forgive this man and accept him

প্রতিদিন ফিজিক্যাল মেডিসিন সেন্টারে রোগী দেখছেন-🩺ডাঃ মোঃ মঈন উদ্দিন, এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)🏨ফিজিক্যাল মেডিসিন সেন্...
05/09/2022

প্রতিদিন ফিজিক্যাল মেডিসিন সেন্টারে রোগী দেখছেন-
🩺ডাঃ মোঃ মঈন উদ্দিন, এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)
🏨ফিজিক্যাল মেডিসিন সেন্টার
গোলপাহাড় মোড় (মিলেনিয়াম বিল্ডিং),চট্টগ্রাম
📝সিরিয়ালঃ ০১৩২১ ৮৭১১২৬; ০১৩২১৮৭১১৩৬

04/09/2022

প্রতিদিন সকালে ফিজিক্যাল মেডিসিন সেন্টারে রোগী দেখছেন-

🩺ডাঃ এম এ মাজেদ, এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)

🏨ফিজিক্যাল মেডিসিন সেন্টার
গোলপাহাড় মোড় (মিলেনিয়াম বিল্ডিং),চট্টগ্রাম
⏰ সময়ঃ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
📝সিরিয়ালঃ ০১৩২১ ৮৭১১২৬; ০১৩২১৮৭১১৩৬

ব্যথা ও প্যারালাইসিস আক্রান্ত রোগীদে

Address

Chowdhury Villa (1st Floor), 1506 O. R. Nizam Road, Goolpahar Moor
Chittagong
4203

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801321871136

Alerts

Be the first to know and let us send you an email when PHYSICAL MEDICINE CENTRE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to PHYSICAL MEDICINE CENTRE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram